চট্টগ্রাম বন্দরের সংকট ব্যবসায়ীদের নিকট ‘মরার ওপর খাঁড়ার ঘা’

port-smbdনিজস্ব প্রতিবেদক :

সরকারি আমলাদের ওপর ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ প্রস্তুতকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মো. সিদ্দীকুর রহমান বলেছেন, সরকারি কর্মকর্তারা সঠিকভাবে দায়িত্ব পালন না করায় অবকাঠামো খাতের উন্নয়ন হচ্ছে না। এ খাতের উন্নয়ন না হওয়ায় রফতানিতে নেতিবাচক প্রভাব পড়ছে। তাই অযোগ্য আমলাদের তাদের পদ থেকে সরিয়ে দিয়ে যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দিতে হবে।

সোমবার বিজিএমইএ’র সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে তিনি এমন দাবি করেন। চট্টগ্রাম বন্দরে পোশাক শিল্পের আমদানি করা মালামাল খালাস ও রফতানি পণ্য জাহাজীকরণে জটিলতা এবং পোশাক শিল্পের সার্বিক পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সরকারি চাকরিজীবীদের উদ্দেশ্যে সিদ্দীকুর রহমান বলেন, দিন দিন আমাদের সদস্যরা লোকসান করবে। শেষ পর্যন্ত তারা জেল খাটবে। আর আপনারা সরকারি চাকরি করে আরামে দিন কাটাবেন। আমাদের সন্তানদের ভবিষ্যত অন্ধকার হয়ে যাবে। এ অবস্থা আর চলতে দেয়া যায় না।

তিনি বলেন, অবকাঠামো ঠিক না থাকলে আমরা ব্যবসা করব কিভাবে? আমাদের কাজ ব্যবসা করা। কিন্তু সরকারের তো সকল বিভাগের জন্য লোকবল রয়েছে। তাদের দায়িত্ব তো তাদের পালন করতে হবে।

চট্টগ্রাম বন্দরের সমস্যা ‘মরার ওপর খাঁড়ার ঘা’ উল্লেখ করে বিজিএমইএ সভাপতি বলেন, নানা রকম প্রতিকূল পরিস্থিতিতে আমরা যখন শিল্পকে টিকিয়ে রাখতে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, তখন মরার ওপর খাঁড়ার ঘা’র মতো আমাদের সামনে এসেছে চট্টগ্রাম বন্দর সংকট। চট্টগ্রাম বন্দর নিয়ে এত কঠিন সংকটে এ শিল্প আগে আর পড়েনি।

তিনি বলেন, পোশাক তৈরির উপকরণ বোঝাই জাহাজকে পণ্য খালাসের জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে। পণ্য খালাস করতে না পারায় কন্টেইনার ভাড়া বাবদ বন্দর ও জাহাজ কোম্পানিকে অতিরিক্ত জরিমানা প্রদান করা লাগছে। সময়মতো রফতানিপণ্য আমরা পাঠাতে পারছি না। অনেক ক্ষেত্রে প্রতিশ্রুতি রক্ষা করতে আর্থিক মাশুল দিয়ে উড়োজাহাজেও পণ্য রফতানি করছি।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ঢাকা ইন্স্যুরেন্সের ২য় প্রান্তিক ইপিএস বেড়েছে

Dhaka-Insurance-Limitedস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল, ১৭- জুন, ১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় বেড়ে দাঁড়িয়েছে ৪৪ পয়সা । আগের বছর একই সময়ে যা ছিল ৩৫ পয়সা।

২০১৭ সালের জুনে অর্ধবার্ষিকীতে বিমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৮০ পয়সা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ৭০ পয়সা।

বিমাটির ২০১৭ সালের জুন পর্যন্ত এনওসিএফপিএস এসেছে ১.৩৪ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ঋণাত্মক ৮৭ পয়সা।

২০১৭ সালের জুনে কোম্পানিটির প্রতি শেয়ারে সম্পদের মূল্য (ন্যাভ) কমে দাঁড়িয়েছে হয়েছে ১৭.৪৫ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ১৭.৮৫ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

এশিয়ান টাইগার সন্ধানী ফান্ডের লভ্যাংশ ঘোষণা

mutualস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের কোম্পানি এশিয়ান টাইগার সন্ধানী গ্রোথ ফান্ডের ট্রাস্টি কমিটি ইউনিটহোল্ডারদের ১৫.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ সোমবার অনুষ্ঠিত ট্রাস্টি সভায় ২০১৬ সালের জুলাই থেকে ৩০ জুন ২০১৭ সাল পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে মিউচ্যুয়াল ফান্ডটি।

২০১৬ সালের জুলাই থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী মিউচ্যুয়াল ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) এসেছে ১.৫৮ টাকা। যা আগের বছর একই সময় ছিল ১.৬৬ টাকা।

একই বছরে ফান্ডটির এনওসিএফপিইউ ইউনিট প্রতি দাঁড়িয়েছে ১.৬৩ টাকা। যা আগের বছর একই সময় ছিল ১.৭০ টাকা।

২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত এই ফান্ডটির ইউনিট প্রতি বাজারমূল্য (ন্যাভ) এসেছে ১৪.০২ টাকা। যা আগের বছর একই সময় ছিল ১২.৯৯ টাকা।

আর ৩০ জুন পর্যন্ত এই ফান্ডটির ইউনিট প্রতি ক্রয়মূল্য (ন্যাভ) এসেছে ১২.৯৬ টাকা। যা আগের বছর একই সময় ছিল ১২.৬৮ টাকা।

আর আগামী ২৮ আগষ্ট ফান্ডটি রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

যমুনা ব্যাংকের ২য় প্রান্তিক ইপিএস ৯১ পয়সা

jamuna -smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি যমুনা ব্যাংক লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) সামান্য বেড়েছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল, ১৭- জুন, ১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি কন্সোলিডেটেড আয় হয়েছে ৯১ পয়সা। আগের বছর একই সময়ে যা ৯০ পয়সা। এ হিসাবে ব্যাংকের ২য় প্রান্তিক ইপিএস সামান্য বেড়েছে।

২০১৭ সালের জুনে অর্ধবার্ষিকীতে ব্যাংকটির কন্সোলিডেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) কমেছে দাঁড়িয়েছে ১.৩০ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ১ টাকা।

২০১৭ সালের জুনে অর্ধবার্ষিকীতে ব্যাংকটির কন্সোলিডেটেড এনওসিএফপিএস হয়েছে ঋণাত্মক ১.৬৮ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ঋণাত্মক ৫.৪০ টাকা।

২০১৭ সালের জুনে কোম্পানিটির প্রতি শেয়ারে কন্সোলিডেটেড সম্পদের মূল্য (ন্যাভ) বেড়ে দাঁড়িয়েছে হয়েছে ২৬.২৩ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ২৪.১১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

ফনিক্স ফাইন্যান্সের ২য় প্রান্তিকে আয় বেড়েছে

phonexস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের ফনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল, ১৭- জুন, ১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি কন্সোলিডেটেড আয় হয়েছে ৬৬ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ৫৪ পয়সা।

২০১৭ সালের জুনে অর্ধবার্ষিকীতে কোম্পানিটির কন্সোলিডেটেড শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১.২৪ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে আয় ছিল ১.০৯ টাকা।

২০১৭ সালের জুনে অর্ধবার্ষিকীতে কোম্পানির কন্সোলিডেটেড এনওসিএফপিএস এসেছে ১.৯৬ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ২.০২ টাকা।

২০১৭ সালের জুনে কোম্পানিটির প্রতি শেয়ারে কন্সোলিডেটেড সম্পদের মূল্য (ন্যাভ) কমে দাঁড়িয়েছে ২২.৩১ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ১৯.৮৫ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

এনএনসি ব্যাংকের ২য় প্রান্তিক আয় দ্বিগুণ বেড়েছে

ncc1-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ন্যাশনাল কর্মাশিয়াল ব্যাংক লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) দ্বিগুণ বেড়েছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল, ১৭- জুন, ১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি কন্সোলিডেটেড আয় হয়েছে ৪২ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ২১ পয়সা।

২০১৭ সালের জুনে অর্ধবার্ষিকীতে ব্যাংকটির কন্সোলিডেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে দাঁড়িয়েছে ৮০ পয়সা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ৫৫ পয়সা।

২০১৭ সালের জুনে অর্ধবার্ষিকীতে ব্যাংকটির কন্সোলিডেটেড এনওসিএফপিএস হয়েছে ২.৪৩ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ১.৫৭ টাকা।

২০১৭ সালের জুনে কোম্পানিটির প্রতি শেয়ারে কন্সোলিডেটেড সম্পদের মূল্য (ন্যাভ) বেড়ে দাঁড়িয়েছে হয়েছে ১৯.৫৬ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ১৬.৯৭ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

১০০ টাকা প্রাইজবন্ডের প্রথম পুরস্কারের নম্বর ০৫৪৭৩৬৬

prizeনিজস্ব প্রতিবেদক :

১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ৮৮তম ড্র অনুষ্ঠিত হয়েছে। ড্রতে প্রথম পুরস্কারের সিরিয়াল নম্বর ০৫৪৭৩৬৬। দ্বিতীয় পুরস্কারের সিরিয়াল নম্বর ০৩৯৯৬৫০। প্রথম পুরস্কার বিজয়ী পাবেন ৬ লাখ। দ্বিতীয় পুরস্কারের নম্বর বিজয়ীরা পাবেন ৩ লাখ ২৫ হাজার টাকা। সোমবার (৩১ জুলাই) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই ড্র অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার(উন্নয়ন ও আইসিটি) মো. সেলিম রেজা।

১ লাখ টাকা করে দু’টি তৃতীয় পুরস্কারের নম্বর ০৮২৭৬৫০ ও ০৯৫৬৬২৮। প্রতিটি ৫০ হাজার টাকা করে দুটি চতুর্থ পুরস্কারের নম্বর ০১৯৭৯৭৯ ও ০৭৫৬৯৪৮।

প্রতিটি ১০ হাজার টাকা করে ৪০টি পঞ্চম পুরস্কারের সিরিজ নম্বর: ০০০৪১৭০, ০২৪১৫৮৯, ০৪১৩২৩৫, ০৬১৭৬১০, ০৮০০৯১৪, ০১০৩৬৭০, ০২৫৭৫০৭, ০৪৯৬৫১৫, ০৬১৯৩৫০, ০৮১৫৯৯৩, ০১৩৬৮০৬, ০২৭১৩৭৮, ০৫১৩৯৯২, ০৬২১৫২৮, ০৮৪০৭৭৩, ০১৭৮১৬৯, ০২৯৩০৯৮, ০৫১৫১৭৭, ০৬২৮৫৫৭, ০৮৪৫০১৮, ০১৮১৭২০, ০৩০৩২৫৪, ০৫৮৪৫২১, ০৭৩২১১৭, ০৯০৭১০৩, ০১৮২১২৯, ০৩৩৬৭৫৭, ০৫৯১৪৪২, ০৭৪২৭০০, ০৯২০০৭৫, ০২১৩৫৫১, ০৩৫২৭১০, ০৫৯৬৯০০, ০৭৫২৪১৬, ০৯২৯৮৯৯, ০২৩১৩৯৮, ০৩৬১১২৫, ০৬১২৪৭২, ০৭৭৮৪১৫, ০৯৭৭৯৭৭।

স্টকমার্কেটবিডি.কম/এ

জনতা ইন্স্যুরেন্সের ২য় প্রান্তিক ইপিএস বেড়েছে ১১ পয়সা

Janata-Insurance.স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল, ১৭- জুন, ১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় বেড়ে দাঁড়িয়েছে ২৪ পয়সা । আগের বছর একই সময়ে যা ছিল ১৩ পয়সা।

২০১৭ সালের জুনে অর্ধবার্ষিকীতে বিমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৪৩ পয়সা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ৩৫ পয়সা।

বিমাটির ২০১৭ সালের জুন পর্যন্ত এনওসিএফপিএস এসেছে ঋণাত্মক ৪০ পয়সা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ঋণাত্মক ১.১২ টাকা।

২০১৭ সালের জুনে কোম্পানিটির প্রতি শেয়ারে সম্পদের মূল্য (ন্যাভ) বেড়ে দাঁড়িয়েছে হয়েছে ১৩.৮২ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ১৩.৩৯ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

ঢাকা ব্যাংকের ২য় প্রান্তিক ইপিএস প্রকাশ

dhakaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ঢাকা ব্যাংক লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) কমেছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল, ১৭- জুন, ১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি কন্সোলিডেটেড আয় হয়েছে ২৫ পয়সা। আগের বছর একই সময়ে যা ৭৪ পয়সা।

২০১৭ সালের জুনে অর্ধবার্ষিকীতে ব্যাংকটির কন্সোলিডেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) কমেছে দাঁড়িয়েছে ৮২ পয়সা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ১.১৫ টাকা।

২০১৭ সালের জুনে অর্ধবার্ষিকীতে ব্যাংকটির কন্সোলিডেটেড এনওসিএফপিএস হয়েছে ঋণাত্মক ১০.৪২ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ঋণাত্মক ৫.২৭ টাকা।

২০১৭ সালের জুনে কোম্পানিটির প্রতি শেয়ারে কন্সোলিডেটেড সম্পদের মূল্য (ন্যাভ) বেড়ে দাঁড়িয়েছে হয়েছে ২০.৫২ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ১৯.৫৬ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

২য় প্রান্তিকে ইউনিয়ন ক্যাপিটালের লোকসান হয়েছে

unionস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল, ১৭- জুন, ১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি কন্সোলিডেটেড লোকসান হয়েছে ১.৮০ টাকা। আগের বছর একই সময়ে আয় ছিল ০.০৬ পয়সা।

২০১৭ সালের জুনে অর্ধবার্ষিকীতে কোম্পানিটির কন্সোলিডেটেড শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১.৩৪ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে আয় ছিল ২৩ পয়সা।

২০১৭ সালের জুনে অর্ধবার্ষিকীতে কোম্পানির কন্সোলিডেটেড এনওসিএফপিএস হয়েছে ঋণাত্মক ৩.৯০ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ঋণাত্মক ৪.০৬ টাকা।

২০১৭ সালের জুনে কোম্পানিটির প্রতি শেয়ারে কন্সোলিডেটেড সম্পদের মূল্য (ন্যাভ) কমে দাঁড়িয়েছে ১৪.২১ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ১৬.১৪ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.