সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

sandani-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে বিমাটি।

আগামী ২৫ সেপ্টেম্বর বিমার বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ২০ আগষ্ট।

উক্ত বছরে বিমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) এসেছে ১.৬৮ টাকা। আর শেয়ার প্রতি সম্পদের পরিমাণ (ন্যাভ) দাঁড়িয়েছে ২১.৫৬ টাকা।

আগের বছর ২০১৫ সালে বিমাটি ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়।

স্টকমার্কেটবিডি.কম/কেএস

ভ্যাট নিয়ে প্রস্তুতি ছিলো; কিন্তু সেখানে একটু গ্যাপ ছিল : অর্থমন্ত্রী

muhitস্টকমার্কেট ডেস্ক :

বাজেট নিয়ে সমালোচনাকারীদের জবাব দিলেন অর্থমন্ত্রী। সেই সঙ্গে বাজেটে ১৫ শতাংশ ভ্যাট আরোপে এনবিআর-এর প্রস্তাব এবং নিজের সিদ্ধান্ত ভুল ছিল বলেও স্বীকার করলেন তিনি।

১৫ শতাংশ ভ্যাট আরোপ নিয়ে অর্থমন্ত্রী বলেন, “ভ্যাট নিয়ে প্রস্তুতি ছিলো। কিন্তু সেখানেও একটু গ্যাপ ছিল। দ্যাট ওয়াজ আওয়ার ইন্টারনাল প্রবলেম এন্ড মাই ইনইফিসিয়েন্সি আই সো সে। আই ডিড নট রিয়েলাইজ দ্যাট ভ্যাট উইল বি এ সো হ্যাভিলি অ্যা বারডেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তার ভুল ভেঙ্গে দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন আপনি যে ১৫ শতাংশ ভ্যাট আরোপ করলেন এখন কত আছে ভেবে দেখেছেন। সাথে সাথেই বোর্ড অব রেভিনিউ একটি কাগজ তাকে দেন । সেই কাগজে বিস্তারিত বর্ণনা দেয়া ছিল। তিনি বলেন, তিনি আগে ভাবেননি বোর্ড অব রেভিনিউ এর হিসাব দেখে বোঝতে পারেন কোথা থেকে কোথায় যাচ্ছে ভ্যাটের হার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভুল ভেঙ্গেছেন বলেও জানান তিনি।

সিলেটে দৈনিক যুগান্তরকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

২০১৭-২০১৮ অর্থবছরের বাজেটে আবগারী শুল্ক আর ১৫ শতাংশ ভ্যাট আরোপ নিয়ে সংসেদ বিরূপ মন্তব্য করেন খোদ আওয়ামী লীগের প্রভাবশালী বিজ্ঞ সংসদ সদস্যরাও। সংসদে বিরোধী দলের নেতারাও এ নিয়ে সরব ছিলেন।

এছাড়া সংসদের বাইরেও সরকার বিরোধী রাজনৈতিক দল ও ব্যবসায়ী সম্প্রদায়সহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তিরা এ নিয়ে সমালোচনামুখর হন।

এই প্রতিক্রিয়ায় এতদিন কিছু না বললেও অবশেষে মুখ খুললেন অর্থমন্ত্রী।

শনিবার রাতে দলের সিনিয়র নেতাদের সমালোচনার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি সমালোচনাকারীদের উদ্দেশ্যে যুগান্তরকে বলেন, “ শোন , খুব বেশি বেশি ভাল থাকলে সুখে কামড়ায়, তো খুব আরামে থেকেছেন সকলেই বিরাট বড়লোক হয়েছেন সুতরাং ভাবলেন যে ঠিক আছে একটু ঠুকে দেই, আছে কিছু ফল্ট মারি মেরে দিলেন”। তারপর স্বভাব সুলভ অট্রহাসি। তিনি বলেন, সে সময় তিনি কোনো প্রতিক্রিয়াই দেখাননি বরং সংসদে বসে হেসেছেন।

অর্থমন্ত্রী বলেন, “আই হেইভ গিবেন দ্য প্রপোজাল। কোনো দিনই যে প্রপোজাল দেই সেটা ফাইনাল হয় না। আমার সব সময়ই একটা ফল ব্যাক পজিশন থাকে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু কনসেশন দিবেন। এন্ড আই থিংক এন্ড আই নো দি প্রাইম মিনিস্টার মাইন্ড, হাউ ইট ওয়ার্কস। মাচ বেটার দেন অ্যানি আদার পিপুল এন্ড মাচ বেটার দ্যান অ্যানি আদার মেম্বারস অব ক্যাবিনেট। সুতরাং আমি তার (প্রধানমন্ত্রী) উপর ভরসা করেই দিয়েছি।

অর্থমন্ত্রী বলেন, সেটা বোঝার পর প্রধানমন্ত্রী পরামর্শ দিলেন এই বাজেটে এটা আরোপ না করার জন্য। কিন্তু তিনি বললেন আগামী ২ বছরেও এটা আরোপ হবে না। প্রধানমন্ত্রী বললেন খুব ভালো।

অর্থমন্ত্রীকে প্রশ্ন করা হলো তাহলে বোর্ড অব রেভিনিও এর আগে কেন তা আপনাকে দেখায়নি। এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, “ এত ডিটেইল দেয়নি। আলাপ আলোচনা হয়েছে । আমি বলছি এটা আমারও ভুল তাদেরও ভুল। দ্যাট ওয়াজ নট ডিটেইল এক্সপ্লেইনড। যে এত মারাত্মক প্রভাব পড়বে। আমার বোঝা উচিৎ ছিল ২০ হাজার কোটি টাকা বাড়ছে তা অনেক বেশি। দ্যাট’স মাই ফল্ট। আমরা সব সময়ই একটি গিল্টি পার্টি দেখতে চাই। এজন্য বললাম যে আমার অফিস যদি আরও একটু ডিটেইল এগুলো বলতো তখন হয়তো এই ভুলটা হতো না।

পেনিনসুলার দর বাড়ার কারণ নেই

the-peninsula-chittagong স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালকিাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি দি পেনিনসুলা চিটাগং লিমিটেডের (পেনিনসুলা) সম্প্রতি শেয়ার দর বাড়ার পিছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য অপ্রকাশিত নেই। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সম্প্রতি শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ১১ জুন কোম্পানিটির শেয়ারের দর ছিল ২৪.৮০ টাকা। গত ৭ জুলাই কোম্পানির শেয়ারের দর বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ৩২.৯০ টাকায়। এ সময় কোম্পানিটির দর ৮.১০ টাকা অর্থ্যাৎ ৩২.৬৬ শতাংশ বেড়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোনো তথ্য কিনা… তা জানতে চায় ডিএসই। এ সময়  দি পেনিনসুলা চিটাগং লিমিটেডের লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, শেয়ারের দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোনো তথ্য কোম্পানিটির নিকট নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

ফাইরস্ট ফাইন্যান্সের নগদ লভ্যাংশ বিতরণ

fareast-01স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ফাইরস্ট ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ কোম্পানির লভ্যাংশের শেয়ার বিও (বেনিফিশীয়ারি ওনার্স) হিসাবে জমা হয়েছে। ৩১ ডিসেম্বর ২০১৬ সালের সমাপ্ত হিসাব বছরে ফাইরস্ট ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের  শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

উল্লেখ্য, কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ১১ জুন অনুষ্ঠিত হয়েছে । কোম্পানিটির রেকর্ড ডেট ছিল গত ৩ মে।

স্টকমার্কেটবিডি.কম/জিএম.

৮ লাখ ১৭ হাজার শেয়ার বিক্রয় করবেন বিমা উদ্দ্যোক্তা

prime-insurance-logo-mm-230x155স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একজন উদ্দ্যোক্তা ৮ লাখ ১৭ হাজার শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ফেরদৌস আমিন নামে কোম্পানিটির এই উদ্দ্যোক্তার হাতে থাকা  ৮ লাখ ১৭ হাজার ৭৬১টি শেয়ার বিক্রয় করবেন।

এই উদ্দ্যোক্তা এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে বিক্রয় করবেন। ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/জিএম.

ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের ২য় প্রান্তিকের বোর্ড সভা ১৩ জুলাই

dbhস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরশেন লিমিটেডের (ডিবিএইচ) বোর্ড সভা আগামী ১৩ জুলাই আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

আর্থিক খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা সাড়ে ৪টায় নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় চলতি বছরের ৩০ জুন ২০১৭ পর্যন্ত সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/কেএস

সিটি ব্যাংকের নগদ লভ্যাংশ বিতরণ

citybank_logoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সিটি ব্যাংক লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ কোম্পানির লভ্যাংশের শেয়ার বিও (বেনিফিশীয়ারি ওনার্স) হিসাবে জমা হয়েছে। ৩১ ডিসেম্বর ২০১৬ সালের সমাপ্ত হিসাব বছরে সিটি ব্যাংক লিমিটেডের শেয়ারহোল্ডারদের জন্য ২৪ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

উল্লেখ্য, কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ১৫ জুন অনুষ্ঠিত হয়েছে । কোম্পানিটির রেকর্ড ডেট ছিল গত ২০ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

  1. কেয়া কসমেটিক্স লি.
  2. এমজেএল বাংলাদেশ
  3. কনফিডেন্স সিমেন্ট
  4. সিএন্ডএ টেক্সটাইল
  5. রিজেন্ট টেক্সটাইল
  6. বেক্সিমকো ফার্মাসিটিক্যালস
  7. ফুয়াং ফুডস
  8. লংকাবাংলা ফাইন্যান্স
  9. সাইফ পাওয়ার
  10. দি পেনিনসুলা চিটাগং।

প্রথম কার্যদিবসে শেয়ারবাজারে চাঙাভাব

dse bsecনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবধরনের সূচক বেড়েছে। এদিন সেখানে বেড়েছে লেনদেন ও অধিকাংশ শেয়ারের দর। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সব ধরণের মূল্য সূচকের সাথে বেড়েছে দিনের লেনদেন ও অধিকাংশ শেয়ারের দর। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, রবিবার দিনের শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১১৬০ কোটি টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৫৪ কোটি ৫৪ লাখ টাকা বেশি। গত বৃহস্পতিবার সেখানে ১০০৫ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ২৪.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৭৭৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩১৪ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৪.৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১০৮ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া মোট ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৮টির, কমেছে ১০০টির আর অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে– কেয়া কসমেটিক্স লি., এমজেএল বাংলাদেশ, কনফিডেন্স সিমেন্ট, সিএন্ডএ টেক্সটাইল, রিজেন্ট টেক্সটাইল, বেক্সিমকো ফার্মাসিটিক্যালস, ফুয়াং ফুডস, লংকাবাংলা ফাইন্যান্স, সাইফ পাওয়ার ও দি পেনিনসুলা চিটাগাং লি. ।

এদিকে,  রবিবার দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৮৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। গত বৃহস্পতিবার এই লেনদেন  ৬২ কোটি ৫৩ লাখ টাকা ছিল। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে ২৩ কোটি ৩০ লাখ টাকা বেড়েছে।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৭৫.৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৯৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪৭টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ব্যাংক এশিয়া ও কেয়া কসমেটিকস।

স্টকমার্কেটকবিডি.কম/এমএ/বি

প্রভাতী লাইফ ইস্যুরন্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

1(1)স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানিপ্রভাতী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২১তম বার্ষিক সাধারণ সভায় ৩১ ডিসেম্বর ২০১৬ বছরের লভ্যাংশ অনুমোদন দিয়ছেে। সভায় কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য নগদ ৬ শতাংশ ও বোনাস শেয়ার ৬ শতাংশ দেয়ার কথা জানানো হয় ।

বিমা খাতের এই কোম্পানিটির বার্ষিক সাধারণ রবিবার বেলা ১১টায় কাকরাইল আইডিবি ভবন মিলনাতয়নে সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারস‌্যান, আলহাজ্ব মো.মফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান মারুফ সাত্তার আলী, মুখ্য নির্বাহী কর্মকতা এমএ সালাম, পরিচালকবৃন্দ, ও শেয়ারহোল্ডারবৃন্দ। সভা উপস্থাপনা করেন মো. জাহিদুল ইসলাম জাহিদ।

স্টকমার্কেটবিডি.কম/কেএস