উত্তরা ব্যাংকের ২য় প্রান্তিকে আয় সামান্য কমেছে

uttara-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি উত্তরা ব্যাংক লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) সামান্য কমেছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল, ১৭- জুন, ১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি কন্সোলিডেটেড আয় কমে দাঁড়িয়েছে ১.৩২ টাকা । আগের বছর একই সময়ে যা ছিল ১.৩৩ টাকা।

২০১৭ সালের জুনে অর্ধবার্ষিকীতে ব্যাংকটির কন্সোলিডেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) কমে দাঁড়িয়েছে ২.০৩ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ২.০৭ টাকা ।

ব্যাংকটির ২০১৭ সালের জুন পর্যন্ত এনওসিএফপিএস কমে হয়েছে ৩.৪৬ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ৮.৭৭ টাকা।

২০১৭ সালের জুনে কোম্পানিটির প্রতি শেয়ারে কন্সোলিডেটেড সম্পদের মূল্য (ন্যাভ) বেড়ে  দাঁড়িয়েছে হয়েছে ৩৩.৬০ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ৩২.৮৫ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিকে আয় কমেছে

bgic-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) কমেছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল, ১৭- জুন, ১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমে হয়েছে ২৭ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ৪০ পয়সা।

২০১৭ সালের জুন পর্যন্ত অর্ধবার্ষিকীতে কোম্পানির শেয়ার প্রতি অায় (ইপিএস) কমে দাঁড়িয়েছে ১.১৬ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ১.২৩ টাকা।

কোম্পানিটির ২০১৭ সালের মার্চ পর্যন্ত এনওসিএফপিএস কমে হয়েছে ৩২ পয়সা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ২.২৯ টাকা।

২০১৭ সালের জুনে কোম্পানিটির প্রতি শেয়ারে সম্পদের মূল্য (ন্যাভ) কমে দাঁড়িয়েছে হয়েছে ২০.৬৮ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ২০.৮৪ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

নর্দান জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিকে আয় বেড়েছে

northern-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি নর্দান জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল, ১৭- জুন, ১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়ে হয়েছে ৭৫ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ৬৫ পয়সা।

২০১৭ সালের জুন পর্যন্ত অর্ধবার্ষিকীতে কোম্পানির শেয়ার প্রতি অায় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ১.৬৫ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ৬০ পয়সা

কোম্পানিটির ২০১৭ সালের মার্চ পর্যন্ত এনওসিএফপিএস এসেছে ০.৬০ পয়সা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ৩৯ পয়সা।

২০১৭ সালের জুনে কোম্পানিটির প্রতি শেয়ারে সম্পদের মূল্য (ন্যাভ) বেড়ে দাঁড়িয়েছে হয়েছে ২০ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ১৮.৪৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ১৬.৩ শতাংশ রেখে মুদ্রানীতি ঘোষণা

bbনিজস্ব প্রতিবেদক :

বেসরকারি খাতে ১৬ দশমিক ৩ শতাংশ ঋণের প্রবৃদ্ধি রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার দুপুরে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে ২০১৭-১৮ অর্থ বছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর ফজলে কবির।

সরকারের নির্ধারিত জিডিপি প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জনকে সামনে রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা করা হয়। গভর্নর বলেন, সরকারের যে প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৪ শতাংশ, তা এই মুদ্রানীতি দিয়ে অর্জন সম্ভব। এ ছাড়া মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রার মধ্যে থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

২০১৭-১৮ অর্থবছরের বাজেটে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৪ শতাংশ ও মূল্যস্ফীতি সাড়ে ৫ শতাংশ ধরা হয়েছে।

মুদ্রানীতি ঘোষণার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গভর্নর বলেন, খেলাপি ঋণ বেড়ে যাওয়ার বিষয়টি বাংলাদেশ ব্যাংক গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ইতিমধ্যেই পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। আইন মেনে চলার জন্য ব্যাংকগুলোর ওপর নজরদারি বাড়ানো হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান, প্রধান অর্থনীতিবিদ ফয়সাল আহমেদ, প্রধান অর্থনৈতিক উপদেষ্টা মো. আখতারুজ্জামান প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

লিগ্যাসী ফুটওয়্যারের তৃতীয় প্রান্তিকে লোকসান হয়েছে

LEGACYFOOTস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ট্যানারি শিল্প খাতের কোম্পানি লিগ্যাসী ফুটওয়্যার লিমিটেডের তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল, ১৭- জুন, ১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.০৪ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ০.০৬ পয়সা।

২০১৬ সালের জুলাই থেকে ২০১৭ সালের মার্চ পর্যন্ত পৌনে এক বছরে কোম্পানির শেয়ার প্রতি অায় (ইপিএস) কমে দাঁড়িয়েছে ০.০৬ পয়সা। যা গত ২০১৫ সালের একই সময়ে ছিল ১৬ পয়সা।

কোম্পানিটির ২০১৭ সালের মার্চ পর্যন্ত এনওসিএফপিএস এসেছে ঋণাত্মক ০.০১ পয়সা। যা গত ২০১৫ সালের একই সময়ে ছিল ঋণাত্মক ০.০২ পয়সা।

২০১৭ সালের জুনে কোম্পানিটির প্রতি শেয়ারে সম্পদের মূল্য (ন্যাভ) বেড়ে দাঁড়িয়েছে হয়েছে ১৭.৬০ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ১৭.৫৫ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

এশিয়া প্যাসিফিক ইস্যুরেন্সের নগদ লভ্যাংশ বিতরণ

base_1495446683-ASIAPACINSস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা আর্থিক খাতের কোম্পানি এশিয়া প্যাসিফিক ইস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঘোষিত নগদ ১০ শতাংশ লভ্যাংশ শেয়ার বিনিয়োগকারীদের ডিভিডেন্ট ওয়ারেন্টস সংগ্রহ করার অনুরোধ জানিয়েছে। বুধবার সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা-১২১২, মধ্যবাড্ডার গুলশান বাড্ডা লিংকরোড, টিএ-৯৯ (৬ষ্ঠ তলা) হোমস্টিড গুলশান লিংক টাওয়ার কোম্পানির প্রধান কার্যালয় থেকে আগামী ২৭ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে সংগ্রহ করার আহবান জানানো হয়েছে।

৩১ ডিসেম্বর ২০১৬ সালের সমাপ্ত হিসাব বছরে এশিয়া প্যাসিফিক ইস্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

উল্লেখ্য, কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ১০ জুলাই অনুষ্ঠিত হয়েছে । কোম্পানিটির রেকর্ড ডেট ছিল গত ৫ মে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

বেসিক ব্যাংকের ৪০ কোটি টাকা ঋণ অনিয়মের প্রতিবেদন দেওয়ার নির্দেশ

courtনিজস্ব প্রতিবেদক :

বেসিক ব্যাংকের ৪০ কোটি টাকা ঋণ অনিয়মের এক মামলায় ব্যাংকটির তৎকালীন চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সদস্যদের আইনের আওতায় আনতে ও তদন্ত করে ৬০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে দুদককে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। ঋণ অনুমোদের সময় ২০১০ সালে ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন আবদুল হাই বাচ্চু।

আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ওই মামলায় এক আসামির জামিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেওয়া হয়। ২০১৫ সালে মামলা হলেও এখনো তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে এ আদেশ দেন আদালত। এ মামলায় রূপসা সার্ভেয়ার কোম্পানির চিফ সার্ভেয়ার শাহজাহান আলীর জামিন বহাল রাখা হয়েছে।

আদালতে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। আসামিপক্ষে ছিলেন আইনজীবী পঙ্কজ কুণ্ডু।

আইনজীবী সূত্র বলেছে, যথাযথ তথ্য প্রমাণ ছাড়াই শান্তিনগর বেসিক ব্যাংক শাখা থেকে ৪০ কোটি টাকা ঋণ নেন মেসার্স সৈয়দ ট্রেডার্সের ম্যানেজিং পার্টনার সৈয়দ মাহবুবুল গণি। ২০১০ সালের ২ নভেম্বর ঋণ অনুমোদনের প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর পল্টন থানায় মামলা করে দুদক। এই মামলাটি এখনো তদন্তাধীন। এই মামলায় শাহজাহান আলী ২০১৬ সালের ১০ আগস্ট গ্রেপ্তার হন। পরে ওই বছরই তিনি বিচারিক আদালত থেকে জামিন পান। এই জামিন বাতিল চেয়ে ২০১৬ সালে দুদক রিভিশন আবেদন করে। শুনানি নিয়ে আদালত রুল দেন। এই রুলের ওপর শুনানি নিয়ে আজ তা খারিজ করে আদেশ দেন আদালত।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ফনিক্স ফাইন্যান্সের নগদ লভ্যাংশ বিতরণ

phonixfin.jp স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ফনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট ইস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঘোষিত নগদ ২০ শতাংশ লভ্যাংশ বিইএফটিএনের মাধ্যমে শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসেবে জমা হয়েছে। বুধবার সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ কোম্পানির নগদ লভ্যাংশ শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসেবে জমা হয়। ৩১ ডিসেম্বর ২০১৬ সালের সমাপ্ত হিসাব বছরে বাংলাদেশ জেনারেল ইস্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

উল্লেখ্য, কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ২৯ জুন অনুষ্ঠিত হয়েছে । কোম্পানিটির রেকর্ড ডেট ছিল গত ৪ মে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই

meghna-life-insurance-company-ltd-logস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা আর্থিক খাতের কোম্পানি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩০ জুলাই আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বিমা খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা সাড়ে চারটায় মতিঝিলে নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় চলতি বছরের ৩০ জুন ২০১৭ পর্যন্ত সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

ইউসিবি ব্যাংকের ২য় প্রান্তিকে ইপিএস বেড়েছে ৩৪ পয়সা

ucblস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) ৩৪ পয়সা বেড়েছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল, ১৭- জুন, ১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি কন্সোলিডেটেড আয় বেড়ে দাঁড়িয়েছে ১.১৫ টাকা। আগের বছর একই সময়ে যা ছিল ৮১ পয়সা।

২০১৭ সালের জুনে অর্ধবার্ষিকীতে ব্যাংকটির কন্সোলিডেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ১.২৫ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ১.২৩ টাকা ।

ব্যাংকটির ২০১৭ সালের জুন পর্যন্ত এনওসিএফপিএস বেড়ে হয়েছে ২.৫৫ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ঋণাত্মক ৬.৬৩ টাকা।

২০১৭ সালের জুনে কোম্পানিটির প্রতি শেয়ারে কন্সোলিডেটেড সম্পদের মূল্য (ন্যাভ) বেড়ে দাঁড়িয়েছে হয়েছে ২৪.১৪ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ২৩.৪৬ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.