বাংলাদেশকে ১০০ কোটি ডলার ঋণ দেবে এআইআইবি: অর্থমন্ত্রী

muhitনিজস্ব প্রতিবেদক :

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, বাংলাদেশের সাতটি উন্নয়ন প্রকল্পে ১০০ কোটি ডলার ঋণ সহায়তা দেবে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। এ বিষয়ে আলোচনা চলছে এবং সংস্থাটি ইতিবাচক মনোভাব দেখিয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) এআইআইবি’র ভাইস প্রেসিডেন্ট ড. ডি জে পান্ডিয়ান এর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের পর অর্থমন্ত্রী এই তথ্য জানান।

বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন এআইআইবি’র প্রতিনিধিরা। পরে সাংবাদিকদের অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের সাতটি উন্নয়ন প্রকল্পে ১০০ কোটি ঋণ সহায়তা দেবে এআইআইবি। এ বিষয়ে আলোচনা চলছে। এর মধ্যে বিদ্যুতের ৩টি, সড়ক বিভাগের একটি ও রেলওয়ের তিনটি প্রকল্প রয়েছে। এর আগেও সংস্থাটি বাংলাদেশের দুটি প্রকল্পে ঋণ দিয়েছে।’

এআইআইবি’র ভাইস প্রেসিডেন্ট ড. ডি জে পান্ডিয়ান বলেন, ‘বাংলাদেশের জনসংখ্যা ক্রমাগত জনসম্পদে পরিণত হচ্ছে। দেশটির অর্থনীতি ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে। সব মিলিয়ে বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ বিরাজ করছে। বাংলাদেশে সরকারের অর্থমন্ত্রীর সঙ্গে আমরা আলোচনা করলাম। ঋণ সহায়তার বিষয়টি আমরা ইতিবাচক দৃষ্টিতে দেখছি।’

পদ্মাসেতুতে দুর্নীতির অভিযোগ বিষয়ে কমিশন গঠনের প্রসঙ্গে প্রশ্ন করা হলে অর্থমন্ত্রী বলেন, ‘এটি সরকারের উচ্চ পর্যায়ের বিষয়। সরকারের উচ্চ পর্যায় থেকেই যা করার করা হবে। তাই এ বিষয়ে আমি কোনও কমেন্ট করবো না।’

স্টকমার্কেটবিডি.কম/এমএ

চট্টগ্রামের শীর্ষ উদ্যোক্তাদের শেয়ারবাজারে আনতে সিএসইর উদ্যোগ

CSE-Final-Logoনিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের শীর্ষ শিল্প প্রতিষ্ঠানগুলোকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। এরই অংশ হিসেবে বন্দর নগরীর শীর্ষ উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেছেন সিএসই চেয়ারম্যান এবং অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই ড. এ কে আবদুল মোমেন। সম্প্রতি হোটেল রেডিসন ব্লুতে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিএসই।

খ্যাতিসম্পন্ন শিল্পগ্রুপগুলোকে দেশের শেয়ারবাজারে কীভাবে তালিকাভুক্ত করা যায় সে বিষয়ে সভায় আলোচনা হয়েছে বলে জানিয়েছে সিএসই। এছাড়া চট্টগ্রামকে দেশের শেয়ারবাজার তথা সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের জন্য কীভাবে কাজে লাগানো যায় সে বিষয়েও আলোচনা হয়েছে।

সভায় সিএসই চেয়ারম্যান ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন শেয়ারবাজার ও বন্ড মার্কেট উন্নতির লক্ষ্যে চট্টগ্রামের ব্যবসায়ীদের অংশগ্রহণ কামনা করেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

২২ হাজার পয়েন্টের মাইলফলক ছুঁয়েছে ওয়াল স্ট্রিট

wall stস্টকমার্কেট ডেস্ক :

চাঙা হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার। ২২ হাজার পয়েন্টের মাইলফলক ছুঁয়েছে ওয়াল স্ট্রিটের (যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার) ডাও জোন্স সূচক। গতকাল বুধবার প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের শেয়ারের দাম বাড়ায় ইতিবাচক হয়ে ওঠে শেয়ারবাজার। ডাও জোন্স সূচক প্রথমবারের মতো উঠেছে ২২ হাজার পয়েন্টের ওপরে।

লেনদেন শেষে এই সূচক শূন্য দশমিক ২৪ শতাংশ বেড়ে অবস্থান নেয় ২২ হাজার ১৬ পয়েন্টে। এ ছাড়া ঊর্ধ্বমুখী ছিল এসঅ্যান্ডপি-৫০০ ও নাসডাক সূচকও।

চলতি বছরের শুরু থেকেই বেশ চাঙাভাব লক্ষ করা যাচ্ছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে। গত সাত মাসে ডাও জোন্স সূচক বেড়েছে প্রায় ১১ শতাংশ। পাশাপাশি এসঅ্যান্ডপি-৫০০ ১০ শতাংশ ও নাসডাক বেড়েছে ১৭ শতাংশ।

বিশেষজ্ঞরা প্রথমে বলছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বপূর্ণ ব্যবসায়িক নীতি ও করপোরেট করে সংস্কার আনার জন্য বাড়ছে দর। তবে এখন বলছেন, করপোরেট খাতে আয় বৃদ্ধির কারণেই ঊর্ধ্বমুখী শেয়ারবাজার।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

৬ ও ৭ আগস্ট স্পট মার্কেটে যাচ্ছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স

national-smbdস্টকমার্কেট ডেস্ক : শেয়ারবাজারের তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড স্পট মার্কেটে যাচ্ছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, কোম্পানিটি আগামী ৬ ও ৭ আগস্ট টানা ২ দিন স্পট মার্কেটে লেনদেন করবে । এ কারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৮ আগস্ট। এদিন কোম্পানির লেনদেন বন্ধ থাকবে।

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা বোর্ড ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিলো। এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

শাহজালাল ইসলামী ব্যাংকের নগদ লভ্যাংশ ও বোনাস শেয়ার জমা

shajalal bankস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ ও বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও একাউন্টে জমা হয়েছে। বৃহস্পতিবার সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

যাদের বিইএফটিএন ধারী নন তাদের ইএফটিএনের মাধ্যমে ডিভিডেন্ট ওয়ারেন্টস আগামী ৬ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত কোম্পানির শেয়ার বিভাগ গুলশান-১ উদয় শানজ২/বি গুলশান দক্ষিণ অ্যাভিনিউ থেকে সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে।

৩১ ডিসেম্বর ২০১৬ সালের সমাপ্ত হিসাব বছরে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ও ৫ শতাংশ বোনাস শেয়ার দিয়েছে।

উল্লেখ্য, কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ৫ জুলাই অনুষ্ঠিত হয়েছে। কোম্পানিটির রেকর্ড ডেট ছিল গত ২৭ মে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

আইসিবি ইসলামী ব্যাংকের ২য় প্রান্তিক ইপিএস প্রকাশ

icbi bankস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) বেড়েছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল, ১৭- জুন, ১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি কন্সোলিডেটেড লোকসান হয়েছে ১৫ পয়সা। আগের বছর একই সময়ে যা ৭ পয়সা।

২০১৭ সালের জুনে অর্ধবার্ষিকীতে ব্যাংকটির কন্সোলিডেটেড শেয়ার প্রতি লোকসান (ইপিএস) বেড়েছে দাঁড়িয়েছে ২৭ পয়সা।  যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ১৮ পয়সা।

২০১৭ সালের জুনে অর্ধবার্ষিকীতে ব্যাংকটির কন্সোলিডেটেড এনওসিএফপিএস হয়েছে ঋণাত্মক ৩৩ পয়সা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ১৯ পয়সা।

২০১৭ সালের জুনে কোম্পানিটির প্রতি শেয়ারে কন্সোলিডেটেড সম্পদের মূল্য (ন্যাভ) হয়েছে ঋণাত্মক ১৫.৩৯ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ঋণাত্মক ১৫.১১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

প্রভাতী ইস্যুরেন্সের নগদ লভ্যাংশ বিতরণ

provati-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা আর্থিক খাতের কোম্পানি প্রভাতী ইস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ার  বিইএফটিএনের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ কোম্পানির নগদ ৬ শতাংশ লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও একাউন্টে জমা হয়। ৩১ ডিসেম্বর ২০১৬ সালের সমাপ্ত হিসাব বছরে প্রভাতী ইস্যুরেন্স কোম্পানি লিমিটেডেরশেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ নগদ লভ্যাংশ ও ৬ শতাংশ বোনাস শেয়ার দিয়েছে।

উল্লেখ্য, কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ৯ জুলাই অনুষ্ঠিত হয়েছে। কোম্পানিটির রেকর্ড ডেট ছিল গত ২৩ মে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বোনাস শেয়ার জমা

first..smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ঘোষিত বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও একাউন্টে জমা হয়েছে। বৃহস্পতিবার সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ কোম্পানির বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও একাউন্টে জমা হয়। ৩১ ডিসেম্বর ২০১৬ সালের সমাপ্ত হিসাব বছরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ও ৫ শতাংশ বোনাস শেয়ার দিয়েছে। ভগ্নাংশ বোনাস শেয়ার বিক্রির প্রক্রিয়া সম্পন্ন যথাসময়ে প্রদান করা হবে।

উল্লেখ্য, কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ২৩ জুলাই অনুষ্ঠিত হয়েছে । কোম্পানিটির রেকর্ড ডেট ছিল গত ২৪ মে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

বাংলাদেশ স্টিল রি-রোলিংয়ের বার্ষিক বোর্ড সভা ১২ আগস্ট

BSRMLTDস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ১২ আগস্ট আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ব্যাংকটির চলতি বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

ব্যাংকিং খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা পাঁচটায় চট্টগ্রামে নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় চলতি বছরের ৩০ জুন ২০১৭ পর্যন্ত সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

বিএসআরএম স্টিলের বার্ষিক বোর্ড সভা আহবান

bsrmস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিএসআরএম স্টিল লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ১২ আগস্ট আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ব্যাংকটির চলতি বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

ব্যাংকিং খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা চারটায় চট্টগ্রামে নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় চলতি বছরের ৩০ জুন ২০১৭ পর্যন্ত সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.