রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ১৬৬৩ কর্মকর্তা নিয়োগ হবে

bbনিজস্ব প্রতিবেদক :

দেশের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ১ হাজার ৬৬৩ কর্মকর্তা নেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে। ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি) বলছে, আজ বুধবার থেকে এই বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) প্রধান মোশাররফ হোসেন খান প্রথম আলোকে বলেন, সিদ্ধান্ত অনুসারে সোনালী ব্যাংক লিমিটেডে ৫২৭ জন, জনতা ব্যাংক লিমিটেডে ১৬১ জন, রূপালী ব্যাংক লিমিটেডে ২৮৩ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে ৩৯ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৩৫১ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ২৩১ জন, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে একজন ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে (আইসিবি) ৭০ জনসহ মোট ১ হাজার ৬৬৩ জন নিয়োগ করা হবে। তবে প্রয়োজনে এটি কম বা বেশি হতে পারে। জাতীয় বেতন স্কেল ২০১৫–এর টাকা ২২০০০-২৩১০০-২৪২৬০.৪৮১২০-৫০৫৩০-৫৩০৬০ স্কেলসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা পাওয়া যাবে।

আগ্রহী প্রার্থীদের বয়স ১ আগস্ট ২০১৭ তারিখে মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থী ব্যতীত অন্যদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। আগ্রহী প্রার্থীদের ১৭ সেপ্টেম্বর ২০১৭ তারিখ পর্যন্ত শুধু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

গৃহায়ণ ও অর্থায়ন মেলা- ২০১৭ শুরু ১৯ অক্টোবর

BIFCনিজস্ব প্রতিবেদক :

আগামী ১৯ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে গৃহায়ণ ও অর্থায়ন মেলা- ২০১৭। তিন দিনব্যাপী এ মেলা চলবে ২১ অক্টোবর পর্যন্ত। বুধবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি) ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্তী।

তিনি জানান, রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিতব্য এ মেলায় দেশি-বিদেশি ৮২টি স্টল বরাদ্দ দেওয়া হবে। এখানে গৃহনির্মাণে আধুনিক প্রযুক্তিসম্পন্ন বিদেশি কোম্পানিকেও আমন্ত্রণ জানানো হয়েছে। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এ মেলা আয়োজনে সার্বিক সহায়তা করবে।

এ সময় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯ অক্টোবর প্রথমদিন এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

সিএন্ডএ টেক্সটাইলসের অফিস পরিবর্তন

cnaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেক্সটাইল খাতের কোম্পানি সিএন্ডএ টেক্সটাইলস লিমিটেডের করপোরেট অফিস পরিবর্তন করা হয়েছে। বুধবার ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, কোম্পানিটির করপোরেট অফিস বন্দরনগরী চট্টগ্রামের চন্দগাঁওয়ে কালুরঘাট (সম্প্রসারণ) ৩২/এ, বেসিক ইন্ডাট্রিয়াল ইস্টেটে স্থানান্তর করা হয়েছে। এর আগে এর কার্যালয় ছিল রোড নং ১, ব্লক-বি, গুলশান-১, ঢাকা-১২১২।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/মোদক.

কন্টিনেটাল ইন্স্যুরেন্সের বোনাস শেয়ার বিতরণ

continental-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমাখাতের কোম্পানি কন্টিনেটাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ৫ শতাংশ বোনাস শেয়ার বিও একাউন্টে জমা করা হয়েছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ২০ জুলাই অনুষ্ঠিত বোর্ড সভায় ৩০ জুন ২০১৭ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে কোম্পানির পরিচালনা বোর্ড।

গত ২৬ জুলাই বোনাস শেয়ার শেয়ারহোল্ডারদের স্ব স্ব বিও একাউন্টে ৫ শতাংশ বোনাস শেয়ার জমা করা হয়েছে। আর কোম্পানিটি ৫ নগদ লভ্যাংশ প্রদান করেছে।

ক্যাশ ডিভিডেন্ট ওয়ারেন্টস কুরিয়ার সার্ভিসের মাধ্যমে স্ব স্ব শেয়ারহোল্ডারদের ঠিকানায় পাঠানো হয়েছে। গত ২০ জুলাই কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আর কোম্পানিটির রেকর্ড ছিল ৪ জুলাই।

স্টকমার্কেটবিডি.কম/মোদক

বিমা নিয়ন্ত্রক সংস্থার নতুন চেয়ারম্যান

idr-smbdনিজস্ব প্রতিবেদক :

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান হলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাবেক সচিব শফিকুর রহমান পাটোয়ারী। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গতকাল মঙ্গলবার তাঁকে তিন বছরের জন্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। ২০১৫ সালে অবসরে যাওয়ার পর কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান ছিলেন তিনি।

আইডিআরএর যাত্রা শুরু হয় ২০১১ সাল থেকে। সংস্থাটিতে দুই দফায় ছয় বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন এম শেফাক আহমেদ। গত এপ্রিলে তিনি অবসরে যাওয়ার পর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন সদস্য গোকুল চাঁদ দাস।

শফিকুর রহমান পাটোয়ারী গনমাধ্যমকেকে বলেন, তিনি চিঠি পেয়েছেন এবং আজ বুধবার কর্মস্থলে যোগ দেবেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের নতুন সিইও

shantaনিজস্ব প্রতিবেদক :

অ্যাসেট ব্যবস্থাপনা কোম্পানি শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড মোহাম্মদ এমরান হাসানকে নতুন সিইও হিসেবে নিয়োগ প্রদান করেছে।

শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডএ যোগদান করার পূর্বে জনাব মোহাম্মদ এমরান হাসান এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনারস্ অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড(এটিসিপি এএমএল) এর ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন।

জনাব এমরান হাসান এই সম্পর্কে বলেন, শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড-এ আমার নতুন দায়িত্ব নিয়ে আমি উচ্ছসিত। দক্ষ সম্পদ ব্যবস্থাপকদের জন্যমিউচ্যুয়াল ফান্ড ব্যবস্থাপনা আমাদের দেশে একটি সম্ভাবনাময়। খাতশক্ত ভিত্তিতে দাড়িয়ে থাকা শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডকে আগামী ০৩ (তিন) বছরের মধ্যে প্রথম সারির একটি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব বলে আমি বিশ্বাষ করি।

শেয়ারবাজার, তহবিল ব্যবস্থাপনা, মিউচ্যুয়াল ফান্ড এবং ঝুঁকি ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে নতুন সিইও এর ১০ (দশ) বছরের অভিজ্ঞতা রয়েছে। তিনি উৎপাদন প্রকৌশলী হিসেবে মেঘনা বাংলাদেশ লিমিটেডে চাকুরিজীবন শুরু করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারে স্নাতক শেষ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়থেকে এমবিএ ডিগ্রী অর্জন করেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ইনটেক লিমিটেডের দর বাড়ার কারণ নেই

intech-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি খাতের কোম্পানি ইনটেক লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ২৪ জুলাই শেয়ার দর ছিল ১৮ টাকা। গত ১৬ আগস্ট  সর্বশেষ তা ২১.৭০ টাকার উপরে লেনদেন হয়েছে। এসময়ে দর বেড়েছে ২০.৫৫ শতাংশ।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় ইনটেক লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.

রেকর্ড ডেটের জন্য দুটি কোম্পানির লেনদেন বন্ধ কাল

trade-suspended-shaস্টকমার্কেট ডেস্ক  :

শেয়ারবাজারে বিমাখাতের খাতের তালিকাভুক্ত কোম্পানি রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও মিউচ্যুয়াল ফান্ড খাতের কোম্পানি এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের লেনদেন কাল বৃহস্পতিবার বন্ধ থাকবে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা গেছে, কাল বৃহস্পতিবার কোম্পানি দুটি রেকর্ড ডেটের জন্য লেনদেন একদিন ট্রেডিং বন্ধ রাখবে। আগামী রবিবার থেকে পুনরায় কোম্পানিগুলোর লেনদেন শুরু হবে বলে বিষয়টি নিশ্চিত করেছে কোম্পানি দুটি।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

  1. বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস
  2. লংকাবাংলা ফাইন্যান্স
  3. ফরচুন সুজ
  4. বিবিএস ক্যাবলস
  5. এসিআই লিমিটেড
  6. বিডিকম অনলাইন
  7. ইউনাইটেড ফাইন্যান্স
  8. কেয়া কসমেটিকস
  9. গোল্ডেন হার্ভেস্ট এ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ
  10. আল-আরাফাহ ব্যাংক

ডিএসইতে লেনদেন ৮৭৬ কোটি, সিএসইতে ৬৮ কোটি

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের নিম্নমুখী প্রবণতায় কমেছে লেনদেন ও কোম্পানির শেয়ারদর। সেখানে ৮৭৬ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এদিকে, এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন ও কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন সেখানে ৬৮ কোটি ৭ লাখ টাকা লেনদেন হয়েছে। ডিএসই ও সিএসই’র বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, আজ বুধবার দিন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৮৭৬ কোটি ৪৭  লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১০১ কোটি ৬১ লাখ টাকা বেশি। গতকাল মঙ্গলবার সেখানে ৯৭৮ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে প্রধান সূচক ৬.৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৮৫৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.১৪ পয়েন্ট কমে  অবস্থান করছে ১৩০৪ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১.০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২১০২ পয়েন্টে।

তবে আজ লেনদেন হওয়া মোট ৩৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ১১৭টির, কমেছে ১৬৪টির আর অপরিবর্তিত থাকে ৫০টির দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে–  বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, লংকাবাংলা ফাইন্যান্স, ফরচুন সুজ, বিবিএস ক্যাবলস, এসিআই লিমিটেড, বিডিকম অনলাইন, ইউনাইটেড ফাইন্যান্স, কেয়া কসমেটিকস, গোল্ডেন হার্ভেস্ট এ্যাগ্রো ইন্ডািস্ট্রিজ ও আল-আরাফাহ ব্যাংক।

এদিকে, আজ  বুধবার  দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৬৮ কোটি ৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে ৪ কোটি ১৬ লাখ টাকা কম। গতকাল মঙ্গলবার এই লেনদেন ৭২ কোটি ২৩ লাখ টাকা ছিল।

এদিন দিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২৭.১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ১৮৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয় ২৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল আরএকে সিরামিক আইডিএলসি ও বিএসআরএম লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.