প্রিমিয়ার সিমেন্টের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ

primierনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট শিল্প খাতের কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ রবিবার অনুষ্ঠিত বোর্ড সভায় ৩০ জুন ২০১৭ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে কোম্পানির পরিচালনা বোর্ড।

আগামী ১৪ অক্টোবর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ২১ সেপ্টেম্বর।

গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫.১৭ টাকা। আর শেয়ার প্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৪০.৭১ টাকা।

আগের বছর ২০১৬ সালে এই কোম্পানি শেয়ারহোল্ডারদেরকে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/মোদক

হারুণ সিকিউরিটিজকে ২ লাখ টাকা জড়িমানা

bsecনিজস্ব প্রতিবেদক :

সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) ব্রোকারেজ হারুণ সিকিউরিটিজ লিমিটেডকে ২ লাখ টাকা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ রবিবার কমিশনের ৬১০তম সভায় এই অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সূত্র মতে, ব্রোকার হাউজটি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মার্জিন রুলস ১৯৯৯ এর রুল ৩ (১) (২) লঙ্ঘন করছে হারুণ সিকিউরিটিজ।

একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বিধিমালা ১৯৮৭ এর রুল ৮ (১) ও (২) এর বিধি লঙ্ঘন করেছে।

উক্ত আইন লঙ্ঘনের কারণে কমিশন প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

ফার্ষ্ট সিকিউরিটিজ ব্যাংকের ৪৫০ কোটি টাকার বন্ড অনুমোদন

bsecনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তালিকাভুক্ত ফার্ষ্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংককে ৪৫০ কোটি টাকার মুদারাবা সাবর্ডিনেটেড বন্ড ছাড়ার অনুমোদন দিয়েছে। রবিবার বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ রবিবার কমিশনের ৬১০তম সভায় এই অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এটি একটি নন কনভার্টেবল, তালিকাভুক্ত হবে না, সম্পূর্ণ অবসায়ন যোগ্য, ফ্লটিং রেটেড, সাবওর্ডিনেটেড বন্ড। বন্ডটি ৭ বছর পরে সম্পূর্ণ অবসায়ন হবে।

এই বন্ডটি ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে টায়ার টু ক্যাপিটাল বেইজের শর্ত পূরণ করা হবে।

স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, ফান্ড এবং যে কোনো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এই বন্ডে বিনিয়োগ করতে পারবেন।

স্টকমার্কেটবিডি.কম/

বসুন্ধরা পেপার মিলসের কাট অফ প্রাইজ নির্ধারণ করার অনুমোদন

basondaraনিজস্ব প্রতিবেদক :

প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার জন্য পক্রিয়াধীন বসুন্ধরা পেপারস মিলস লিমিটেডের কাট অফ প্রাইজ নির্ধারণ করার অনুমোদন দিয়েছে বিএসইসি। ইলেক্ট্রনিক্স বিডিংয়ের মাধ্যমে এই প্রাইজ নির্ধারণ করবে কোম্পানিটি।

আজ রবিবার কমিশনের ৬১০তম সভায় এই অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানিটি বুক বিল্ডিংয়ে শেয়ারবাজার থেকে ২০০ কোটি টাকা উত্তোলন করতে চায়। কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ করার উদ্দেশ্য নিয়ে শেয়ারবাজার থেকে অর্থ নিবে।

গত ৩০ জুন রাজধানীর বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি সেন্টারে রোড শো’র আয়োজন করে কোম্পানিটি।

এই রোড শোতে স্বনামধন্য সব মার্চেন্ট ব্যাংকার্স অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজার, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মিউচ্যুয়াল ফান্ড, স্টক ডিলারস, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ম্যানেজার, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, রিকগনাইজ পেনশন অ্যান্ড প্রভিডেন্ড ফান্ড এবং কমিশনের অনুমোদিত অন্য প্রতিষ্ঠানসমূহ অংশ গ্রহণ করে।

কোম্পানির ইস্যু ম্যানেজার হিসেবে রয়েছে ট্রিপল এ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। আর রেজিস্ট্রার টু দি ইস্যু হিসেবে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

শিল্পপ্রতিষ্ঠানগুলোকে কেন্দ্রীয় কল্যাণ তহবিলের আওতায় আসবে : প্রধানমন্ত্রী

pmবিশেষ প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কর্মক্ষেত্রে নিহত ও আহত শ্রমিক পরিবারের সদস্যদের সহযোগিতার জন্য সব প্রস্তুতকারক এবং রপ্তানিকারক শিল্পপ্রতিষ্ঠানকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কেন্দ্রীয় কল্যাণ তহবিলের আওতায় আনা হবে।

শেখ হাসিনা বলেন, ‘আমরা ইতিমধ্যেই সব গার্মেন্টস শিল্পপ্রতিষ্ঠানকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিলের আওতায় আনার জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছি।’

আজ রবিবার প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে কর্মক্ষেত্রে নিহত ও পঙ্গু শ্রমিকদের পরিবারের সদস্যদের মাঝে তৈরি পোশাকশিল্পের তহবিল থেকে ক্ষতিপূরণের চেক প্রদান করেন। সেখানেই তিনি এ কথা বলেন।

পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোকে কেন্দ্রীয় তহবিলের আওতায় আনার নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমি মনে করি, বিজিএমইএ ও বিকেএমইএর সদস্য ছাড়া যেসব প্রতিষ্ঠান পোশাক রপ্তানি করে, তাদেরও কেন্দ্রীয় তহবিলের আওতায় আনতে হবে। রপ্তানি করতে হলে তাদের বিজিএমইএ অথবা বিকেএমইএর সদস্য হতে হবে। বিষয়টি পর্যালোচনা করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিচ্ছি।’

প্রথমবারের মতো শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে গঠিত কেন্দ্রীয় তহবিল থেকে মৃত্যু ও পঙ্গুত্ববরণকারী ২৩৪ জন শ্রমিকের পরিবার ও শ্রমিককে ক্ষতিপূরণের চেক দেওয়া হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

মালেক স্পিনিংয়ে সরকারের ২৩,৬২,২৭২ টাকা রাজস্ব ক্ষতি

malekবিশেষ প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মালেক স্পিনিং মিলস লিমিটেড এর উৎসে আয়কর কম আদায় বা আদায় না করায় সরকারের ২৩ লাখ ৬২হাজার ২৭২ টাকা রাজস্ব ক্ষতি হয়েছে জানানাে হয়েছে।

আজ সংসদ ভবনে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ২০০৯-২০১০ অর্থ বছরের হিসাব সম্পর্কিত বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের বার্ষিক অডিট রিপোর্ট, (আয়কর)২০০৯-২০১০ এর অডিট আপত্তি বা মন্তব্যের ওপর বিস্তারিত আলোচনা করা হয়। এসভায় আপত্তির অনুচ্ছেদ-৬ এসব তথ্য জানানাে হয়।

কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ বিভিন্ন পরামর্শ দেয়া হয়। কমিটির সদস্য এ,কে,এম মাঈদুল ইসলাম, মোঃ আব্দুস শহীদ, মোহাম্মদ আমানউল্লাহ, মোঃ শামসুল হক টুকু এবং মইন উদ্দীন খান বাদল সভায় অংশগ্রহণ করেন।

কমিটি বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের বার্ষিক অডিট রিপোর্ট ২০০৯-২০১০ এ অডিট আপত্তি ও মন্তব্যের অনুচ্ছেদ-১ এ বর্ণিত অনুমোদনযোগ্য নয় এরূপ খরচকে আয়ের সাথে যোগ না করে মোট আয় কম নিরুপন করায় আয়কর বাবদ ১২ কোটি ১০ লাখ ৪৪ হাজার ৯১৪ টাকা রাজস্ব ক্ষতি হয়েছে।

অডিট আপত্তির অনুচ্ছেদ-২ এ বলা হয়েছে উডল্যান্ড এ্যাপারেল্স এর অব্যাখ্যায়িত আয়কে মোট আয়ের সাথে যোগ করায় আয়কর বাবদ ৪ কোটি ৪ লাখ ৬২ হাজার ৮৯৭ টাকা কম আদায়, অনুচ্ছেদ-৩ বিওসি গ্রুপ এর প্রযোজ্য হার অপেক্ষা কম হারে করারোপ করায় আয়কর বাবদ ১ কোটি ৭৩ লাখ ৯৬ হাজার ২০২ টাকা রাজস্ব ক্ষতি হয়েছে।

আপত্তির অনুচ্ছেদ ৪ এ অনুমোদনযোগ্য সীমার অতিরিক্ত দাবীকৃত খরচের টাকা মোট আয়ের সাথে যোগ না করায় আয়কর বাবদ ৫৩ লাখ ১৮ হাজার ৪২৩ টাকা কম আদায়, অনুচ্ছেদ-৫ এলিট সিকিরিটি সার্ভিসেস আয় হ্রাস করে রির্টার্ন দাখিল করায় আয়কর বাবদ ৩৪ লাখ ১৬ হাজার ২২২ টাকা কম প্রদান করা হয়েছে ।

অনুচ্ছেদ-৭ এ টি এম ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান আমদানীকৃত পণ্যের বিক্রয়ের হিসাব আয়কর রিটার্ণে প্রদর্শন না করায় আয়কর বাবদ ১১ লাখ ১১ হাজার ৫৮৮ টাকা রাজস্ব ক্ষতি এবং অনুচ্ছেদ ৮ প্রমাণকের অভাবে ডিসিটির খরচের দাবী অগ্রাহ্য করা সত্ত্বেও মোট আয়ের সাথে তা যোগ না করে আয়কর কম আদায় করায় ২ লাখ ৫৪ হাজার ৩০৮টাকা রাজস্ব ক্ষতি হয়েছে।

যে সকল আপত্তিতে মামলা নেই সে সকল আপত্তিগুলোর টাকা আদায়ে মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডকে প্রয়োজনীয় ব্যব¯া’ গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে।

সভায় উডল্যান্ড এ্যাপারেল্স এর আপত্তির বিষয়ে ত্রি-পক্ষীয় সভা আহবান করে আগামী ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করে মহাহিসাব নিরীক্ষকও নিয়ন্ত্রকের মাধ্যমে কমিটির নিকট প্রতিবেদন প্রদানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

অনুচ্ছেদ-৭ এ টি এম ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান আমদানীকৃত পণ্যের বিক্রয়ের হিসাব আয়কর রিটার্নে প্রদর্শন না করায় আয়কর বাবদ ১১লাখ ১১হাজার ৫৮৮ টাকা রাজস্ব ক্ষতির বিষয়ে আয়কর বিভাগ যথাযথ ব্যবস্থা গ্রহণ না করায় কমিটি অসন্তোষ প্রকাশ করে। আগামী ৩০ দিনের মধ্যে অর্থ আদায়ের বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে কমিটিকে প্রতিবেদন প্রদান করার পরামর্শ দেয়া হয় ।
কতিপয় আপত্তি নিষ্পত্তি এবং আংশিক নিষ্পত্তির সুপারিশ করে আর্থিক সুশাসন ফিরিয়ে আনারও পরামর্শ দেয়া হয়।

সভায় অভ্যন্তরীণ বিভাগের ভারপ্রাপ্ত সচিব, স্থানীয় ও রাজস্ব অডিট অধিদপ্তরের মহাপরিচালক,জাতীয় রাজস্ব বোর্ডের সংশ্লিষ্ট কমিশনার,মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/এমএ

অগ্রণী ইন্স্যুরেন্সের ঋণমান প্রকাশ

agriniস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে আলফা ক্রেডিট রেটিং কোম্পানি (বিডি) লিমিটেড (আলফারেটিং)। সম্প্রতি এই রেটিং প্রকাশ করে আলফারের্টি। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিমাটির দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ-’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ  ‘এসটি-২’ এসেছে।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যন্ত নিরীক্ষিত এবং ২৬ আগস্ট পর্যন্ত হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে আলফা ক্রেডিট রেটিং কোম্পানি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

কর্ণফুলী ইন্স্যুরেন্সের ঋণমান প্রকাশ

karnaphuli-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে আলফা ক্রেডিট রেটিং কোম্পানি (বিডি) লিমিটেড (আলফারের্টি)। সম্প্রতি এই রেটিং প্রকাশ করে আলফারের্টি। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ-’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ  ‘এসটি-২’ এসেছে।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যন্ত নিরীক্ষিত এবং ২৬ আগস্ট পর্যন্ত হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে আলফা ক্রেডিট রেটিং কোম্পানি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

যমুনা ব্যাংকের নগদ লভ্যাংশ বিতরণ

jamuna -smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি যমুনা ব্যাংক লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বিইএফটিএনের মাধ্যমে শেয়ার বিনিয়োগকারীদের বিও একাউন্টে জমা হয়েছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

যাদের বিইএফটিএন একাউন্টে লভ্যাংশ যায়নি তাদেরকে ডিভিডেন্ট ওয়ারেন্টস আগামী ১০ সেপ্টেম্বর থেকে কোম্পানির শেয়ার বিভাগ হাদি ম্যানশন, মতিঝিল,  সি/এ, ঢাকা-১০০০ থেকে অফিস চলাকালীন সময়ে সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে।

৩১ ডিসেম্বর ২০১৬ সালের সমাপ্ত হিসাব বছরে যমুনা ব্যাংক লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

উল্লেখ্য, কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ৭ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। কোম্পানিটির রেকর্ড ডেট ছিল গত ৫ জুন।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

বিবিএস ও বিআরইবির চুক্তি স্বাক্ষর

BBSস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস (বিবিএস) লিমিটেড ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) মধ্যে ৯৮ কোটি ৭৪ লাখ টাকা মূল্যের দুটি চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, প্রকল্প দুটি হলো পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণ রাজশাহী ও রংপুর বিভাগ কর্মসূচি-২। চুক্তি মোতাবেক দুটি প্রকল্পে মোট ৯৮ কোটি ৭৪ লাখ ৫ হাজার ৯৩৫ টাকার মূল্যের বিভিন্ন পণ্য সরবরাহ করবে প্রকল্প পরিচালক বিবিএস।

এই দুটি প্রকল্পের জন্য পৃথকভাবে ৪৭ কোটি ৯৪ লাখ ২২ হাজার ৩৩৫ টাকার মূল্যের ও ৫০ কোটি ৭৯ লাখ ৮৩ হাজার ৬০০ টাকার মূল্যের পণ্য প্রদান করতে পারবে কোম্পানিটি। এই চুক্তি সম্পন্নের পর থেকে চার মাসের মধ্যে কোম্পানিকে পণ্যগুলো সরবরাহ করতে হবে।

বিবিএস বিবিএস ক্যাবলস লিমিটেডের ১৬.৩৩ শতাংশ মূলধন ধারণ করে। এই প্রকল্প দুটি সম্পন্নের ফলে কোম্পানির মুনাফায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.