১০ হাজার ৩৩১ কোটি টাকা ব্যয়ে ৯ প্রকল্পের অনুমোদন

ecnecবিশেষ প্রতিবেদক :

প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তির প্রকল্পসহ ১০ হাজার ৩৩১ কোটি টাকা ব্যয়ে মোট ৯টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। সব প্রকল্প সরকারি খাত থেকে মেটানো হবে। একনেক সভা শেষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এসব তথ্য জানান।

আজ মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

তিনি বলেন, প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্পটি ৬ হাজার ৯২৩ কোটি টাকা ব্যয়ে অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও আরও ৮টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ঈদ উপলক্ষে তিনদিন বন্ধ থাকবে শেয়ারবাজার

DSE_CSE-smbd স্টকমার্কেট ডেস্ক  :

আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে দেশের দুই শেয়ারবাজারের কার্যক্রম তিন দিন বন্ধ থাকবে । জানা যায়, আগামী ২ সেপ্টেম্বর শনিবার ঈদ-উল-আযহা উদযাপিত হবে।

এক্ষেত্রে ১ সেপ্টেম্বর থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৪ সেপ্টেম্বর সোমবার থেকে উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন এবং দাপ্তরিক কার্যক্রম যথারীতি শুরু হবে।

এদিকে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ঈদ উপলক্ষে মাত্র একদিন রবিবার ছুটি পাওয়া যাচ্ছে। সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবারের কার্যক্রম শেষে ছুটি শুরু হবে। আর সোমবার থেকে কার্যক্রম পুনরায় শুরু হবে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক

ছয় ব্যাংকে ৩৪৬৩ কর্মকর্তার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

bank govবিশেষ প্রতিবেদক :

রাষ্ট্রায়ত্ত ছয়টি ব্যাংকে কর্মকর্তা পদে ৩ হাজার ৪৬৩ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। আজ মঙ্গলবার থেকে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি পাওয়া যাচ্ছে।

বিজ্ঞপ্তি অনুসারে, ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে (আইসিবি) কর্মকর্তা (সাধারণ) পদে ৩ হাজার ৪৬৩ জন কর্মকর্তা নিয়োগ করা হবে। এই কর্মকর্তাদের বেতন জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুসারে ১৬০০০-১৬৮০০-১৭৬৪০………৩৫০৪০-৩৬৮০০-৩৮৬৪০ স্কেলে বেতন এবং নিয়মানুযায়ী অন্যান্য সুবিধা পাবেন।

আবেদনকারীদের বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষায় ন্যূনতম একটিতে প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না। বয়স ১ আগস্ট ২০১৭ তারিখে মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থী ব্যতীত সব প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। আগ্রহী প্রার্থীদের ২২ সেপ্টেম্বর ২০১৭ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি পেতে : https://erecruitment.bb.org.bd/onlineapp/openpdf.php

স্টকমার্কেটবিডি.কম/এমএ

স্বর্ণ ব্যবসা প্রতিষ্ঠানে অভিযানে আইনগত বাধা নেই

goldবিশেষ প্রতিবেদক :

যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া স্বর্ণ ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা যাবে না বলে হাইকোর্টের দেওয়া আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন।

একই সঙ্গে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল আগামী ১২ অক্টোবর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী এ বি এম আলতাফ হোসেন।

এতে স্বর্ণ ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনায় আগের মতো আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।

বাংলাদেশ জুয়েলারি সমিতির করা এক রিট আবেদনের শুনানি নিয়ে গত ৮ জুন হাইকোর্ট রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন। স্বর্ণ আমদানির জন্য কেন একটি নীতিমালা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়। সমিতির জাতীয় রাজস্ব বোর্ডে দেওয়া নীতিমালার বিষয়টি এক মাসের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে যথাযথ আইনগত প্রক্রিয়া ছাড়া আবেদনকারীদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অভিযান পরিচালনা না করতেও বলা হয়। এই আদেশ স্থগিত চেয়েই রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে, যা আজ শুনানির জন্য ওঠে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

আরএন স্পিনিং মিলসের ২০% বোনাস লভ্যাংশ ঘোষণা

rnস্টকমার্কেট ডেস্ক  :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আরএন স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছে। মঙ্গলবার কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বোর্ড সভায় ৩০ জুন ২০১৭ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে কোম্পানির পরিচালনা বোর্ড।

আগামী ১১ অক্টোবর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ২৫ সেপ্টেম্বর ।

গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে (ইপিএস) ১.০১ টাকা। যা আগের বছর একই সময় ছিল ১.২৫ টাকা।

আর শেয়ার প্রতি সম্পদমূল্য (ন্যাভ) দাঁড়িয়েছে ২১.৩১ টাকা। যা আগের বছর একই সময় ছিল ২৪.৩৭ টাকা।

এনওসিএফপিএস দাঁড়িয়েছে ৪.০৬ টাকা। যা আগের বছর একই সময় ছিল ২.১১ টাকা।

আগের বছর এই কোম্পানি শেয়ারহোল্ডারদেরকে ২০ শতাংশ বোনাস শেয়ার দেয়।

স্টকমার্কেটবিডি.কম/মোদক

লেনদেনের শীর্ষে আইএফআইসি ব্যাংক

ific-smbdস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষ ১০এর তালিকায় শীর্ষে আইএফআইসি ব্যাংক লিমিটেড রয়েছে। আর তালিকায় আধিপত্য বিস্তার করেছে ব্যাংকিং খাতের কোম্পানি। আজ মঙ্গলবার তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে ৪টিই ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শীর্ষ ১০এর তালিকায় শীর্ষে আইএফআইসি ব্যাংক লিমিটেড রয়েছে। এদিন কোম্পানিটির ২ হাজার ৯৭৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ৪১ কোটি ১৮ লাখ টাকা। সর্বোচ্চ দর ছিল ২০.৬ টাকা। আর সর্বশেষ ২০ টাকায় লেনদেন হয়। সর্বনিম্ন দর ছিল ১৯.৯০ টাকা।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে বিবিএস ক্যাবস লিমিটেড। এদিন কোম্পানিটির ৭ হাজার ২০১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ৪০ কোটি ২৭ লাখ টাকা। সর্বোচ্চ ১৫২.৪০ টাকা। আর সর্বশেষ ১৩৮.৮০ টাকায় লেনদেন হয়। সর্বনিম্ন দর ছিল ১৩৫.২০ টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে আরএএকে সিরামিকস (বিডি) লিমিটেড। এদিন কোম্পানিটির ৪ হাজার ৪৬৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ৪৩ কোটি ৩৫ লাখ টাকা। সর্বোচ্চ ৬২.১০ টাকা। আর সর্বশেষ ৬০ টাকায় লেনদেন হয়। সর্বনিম্ন দর ছিল ৫৯.৪০ টাকা।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেডের বাজার দর ২৫ কোটি ৫ লাখ টাকা, আল-আরাফাহ ব্যাংক লিমিটেডের বাজার দর ২৪ কোটি ৬০ লাখ, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজের বাজার দর ২৪ কোটি, ফরচুন সুজ লিমিটেডের বাজার দর ২২ কোটি ২ লাখ টাকা, এবি ব্যাংক লিমিটেডের বাজার দর ২০ কোটি ৬৮ লাখ টাকা, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের বাজার দর ১৭ কোটি ১২ লাখ টাকা ও এমজেএল বাংলাদেশ লিমিটেডের বাজার দর ১৭ কোটি ৮ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া/মোদক.

এ বি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড উদ্দ্যোক্তার শেয়ার বিক্রয় সম্পন্ন

mutualfundsস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের কোম্পানি  এ বি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের এক উদ্দ্যোক্তা শেয়ার বিক্রয় করেছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

এবি ব্যাংক লিমিটেড ফান্ডের এ উদ্দ্যোক্তা ৫০ লাখ শেয়ার বিক্রয় করে। ঘোষণার পর ৩০ দিনের মধ্যে ব্যাংকটি উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করে বলে ফান্ডটির পক্ষ থেকে জানানো হয়।

এ উদ্দ্যোক্তা এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে বিক্রয় করে।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া/মোদক.

সামিট এলায়েন্স পোর্টের বার্ষিক বোর্ড সভা ৯ সেপ্টেম্বর

samitস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি সামিট এলায়েন্স পোর্ট লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ৯ সেপ্টেম্বর আগস্ট আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির সর্বশেষ ২০১৬-২০১৭ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

সেবা ও আবাসন খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা ১১টায় নিজস্ব প্রধান কার্যালয় বারিধারা, ঢাকা-১২১২ এ অনুষ্ঠিত হবে।

এই বোর্ড সভায় ৩০ জুন ২০১৭ সালের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে।

এ সভায় সমাপ্ত বছরে কোম্পানিটি ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

ইউনাইটেড ইন্সুরেন্সের শেয়ার বিভাগ পরিবর্তন

united-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ইউনাইটেড ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার বিভাগ পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, কোম্পানিটির শেয়ার বিভাগ ঢাকা- ১০০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ ১১৬, সেল রোজ-এন-ডেলে (১২তলা) স্থানান্তর করা হয়েছে। এর আগে এর কার্যালয় ছিল ঢাকা-১২১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,ক্যামিলিয়া হাউজ ২২।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/মোদক.

শাহজালাল ইসলামী ব্যাংকের অফিস পরিবর্তন

shajalal bankস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের রেজিস্ট্রার্ড অফিস পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, কোম্পানিটির  রেজিস্ট্রার্ড অফিস ঢাকা ১২১২ গুলশান অ্যাভিনিউ, সিএসডব্লিউ (সি) ব্লক, প্লট ৪, শাহাজালাল ইসলামী ব্যাংক টাওয়ারে স্থানান্তর করা হয়েছে। এর আগে এর কার্যালয় ছিল ঢাকা-১২১২, গুলশান সাউথ এভিনিউ গুলশান সার্কেল-১, প্লট নং এসই(এ) ২/বি, উদয় স্যাঞ্জ।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/মোদক.