1. আইএফআইসি ব্যাংক
  2. বিবিএস ক্যাবলস
  3. আরএএকে সিরামিক
  4. বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস
  5. আল-আরাফাহ ব্যাংক
  6. ফু-ওয়াং সিরামিক
  7. ফরচুন সুজ
  8. এবি ব্যাংক
  9. মার্কেন্টাইল ব্যাংক
  10. এমজেএল বাংলাদেশ

সর্বোচ্চ সূচকেও ডিএসইতে লেনদেন ৯২৪ কোটি টাকা, সিএসইতে ৪৯ কোটি

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের দ্বিতীয় দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের সর্বোচ্চ অবস্থানেও কমেছে লেনদেন। কমেছে কোম্পানির শেয়ারদর ও অন্যান্য সূচক। সেখানে ৯২৪ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। আর প্রধান সূচক অবস্থান করছে ৫৯৪৮ পয়েন্টে। ২০১৩ সালের ২৭ জানুয়ারি সূচকটি চালু হওয়ার পর এটিই সর্বোচ্চ অবস্থান। এর গতকাল ডিএসইর সার্বিক সূচক ৫ হাজার ৯৪৭ ওঠেছিল।

এদিকে, এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সব ধরনের সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। এদিন সেখানে ৪৯ কোটি ৯২ লাখ টাকা লেনদেন হয়েছে। ডিএসই ও সিএসই’র বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার দিন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯২৪ কোটি ৯৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১০৭ কোটি ৮৬ লাখ টাকা বেশি। গতকাল সোমবার সেখানে ১০৩২ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে প্রধান সূচক ১.২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৯৪৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩১৫ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৩.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১২৪ পয়েন্টে।

তবে আজ লেনদেন হওয়া মোট ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ১৪২টির, কমেছে ১৪৬টির আর অপরিবর্তিত থাকে ৪২টির দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে– আইএফআইসি ব্যাংক, বিবিএস ক্যাবলস, আরএএকে সিরামিক, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, আল-আরাফাহ ব্যাংক, ফু-ওয়াং সিরামিক, ফরচুন সুজ, এবি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ও এমজেএল বাংলাদেশ।

এদিকে, আজ মঙ্গলবার দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪৯ কোটি ৯২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে ২৩ কোটি ২২ লাখ টাকা কম। গতকাল সোমবার এই লেনদেন ৭৩ কোটি ১৪ লাখ টাকা ছিল।

এদিন দিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ০.০৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৪৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয় ২৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বিবিএস ক্যাবলস ও ফু-ওয়াং সিরামিক।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

শ্যামপুর সুগার মিলসের মূল্য সংবেদনশীল তথ্য নেই

Shyampur Sugar Mills Limited_company_logoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি শ্যামপুর সুগার মিলস লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ৩০ জুলাই শেয়ার দর ছিল ১৬৭ টাকা। গত ২৭ আগস্ট সর্বশেষ তা ১০৭ টাকার উপরে লেনদেন হয়েছে। এসময়ে দর কমেছে ৩৫.২৯ শতাংশ।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় শ্যামপুর সুগার মিলস লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.

মেঘনা কনডেন্সডের মূল্য সংবেদনশীল তথ্য নেই

Meghna-Condencedস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ৩০ জুলাই শেয়ার দর ছিল ১২৩ টাকা। গত ২৭ আগস্ট  সর্বশেষ তা ১০২ টাকার উপরে লেনদেন হয়েছে। এসময়ে দর কমেছে ১৭.০৮ শতাংশ।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.

স্ট্যান্ডার্ড সিরামিকসের দর বাড়ার কারণ নেই

fu-wang cerস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস খাতের কোম্পানি ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ৩০ জুলাই শেয়ার দর ছিল ২০৮ টাকা। গত ২৭ আগস্ট  সর্বশেষ তা ২৬৩ টাকার উপরে লেনদেন হয়েছে। এসময়ে দর বেড়েছে ২৬.৪৪ শতাংশ।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.

শেয়ারবাজার মূলধন চার লাখ কোটি টাকার দ্বারপ্রান্তে

dseবিশেষ প্রতিবেদক :

২০১০ সালে ধসের পর নানামুখী সংস্কারের পর চলতি বছরের শুরু থেকে নতুন মাত্রা পেয়েছে বাজার। নতুন কম্পানির তালিকাভুক্তি আগের চেয়ে কমলেও মন্দাবস্থার উন্নতি হয়েছে। বেড়েছে তলানিতে পড়ে থাকা কম্পানির শেয়ারের দাম। কম্পানির রাইট ইস্যু ও বোনাস শেয়ার বৃদ্ধিতে বেড়েছে পুঁজিবাজারের মূলধন। আর এই মূলধন চার লাখ কোটি টাকার দ্বারপ্রান্তে। মূল্যসূচকও ছয় হাজার পয়েন্টের কাছাকাছি অবস্থান করছে।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন দাঁড়িয়েছে তিন লাখ ৯৯ হাজার ৮৬৫ কোটি ৬৫ লাখ ৪১ হাজার ৩২২ টাকা, যা শেয়ারবাজারের সর্বোচ্চ বাজার মূলধন। আর প্রধান সূচক দাঁড়িয়েছে পাঁচ হাজার ৯৪৭ পয়েন্ট, যা ডিএসইক্স সূচক চালুর পর সর্বোচ্চ। গতকাল সোমবার দেশের দুই শেয়ারবাজারেই সূচক ও লেনদেন বেড়েছে। একই সঙ্গে বেশির ভাগ কম্পানির শেয়ারের দামও বেড়েছে।

আগের দিনও দুই বাজারেই সূচক ও লেনদেন বেড়েছিল। ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ৩২ কোটি ৮১ লাখ টাকা। আগেরদিন লেনদেন হয়েছিল ৯৩০ কোটি ২২ লাখ টাকা। আর সূচক বেড়েছিল ৩০ পয়েন্ট।

বাজার পর্যালোচনায় দেখা যায়, লেনদেন শুরুর পর থেকে সূচক ক্রমাগত ঊর্ধ্বমুখী হয়। দিনশেষে সূচক দাঁড়িয়েছে পাঁচ হাজার ৯৪৭ পয়েন্ট।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

মার্জিনধারীদের তথ্য চায় রূপালী ইন্স্যুরেন্স

rupaliস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি রূপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের লভ্যাংশ বিতরণের জন্য ব্রোকারেজ হাউজের কাছ থেকে মার্জিনধারীদের তালিকা চেয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

কোম্পানিটি ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোর কাছ থেকে মার্জিন ঋণধারীদের নাম, বিও নম্বর, গ্রাহক অনুযায়ী শেয়ারধারণের অবস্থান, মোবাইল নম্বরসহ বিস্তারিত তথ্য চেয়েছে।

ব্রোকারহাউজ ও মার্চেন্ট ব্যাংক থেকে ঋণ নিয়ে (মার্জিন) শেয়ার কিনেছেন এমন বিনিয়োগকারীদের তালিকা চায় বিমাটি।

আগামী ১০ অক্টোবরের মধ্যে এই তালিকা (সফট ও হার্ড কপি) কোম্পানির নিকট পাঠাতে সকল ব্রোকার হাউজ ও ডিপিদের বলা হয়েছে।  ব্রোকার হাউজকে সফট কপি শেয়ার.আরএলসিএটদ্যা রেট জিমেইল ডটকম পাঠাতে ও ১০৬১৮৩৭৪৪৮৪ নাম্বারে যোগােযােগ করতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসআই

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন। প্রথম দুই ঘন্টায় দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৫২০ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার। আর একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন। এসময় সেখানে লেনদেন হয়েছে ২৬ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার দুপুর ১২টা ৫৩ মিনিট পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৪.১৫ পয়েন্ট বেড়ে ৫৯৬১ পয়েন্টে অবস্থান করছে। স্টক ডিএসই-৩০ সূচক ৩.৬৯ পয়েন্ট বেড়ে ২১২৫ পয়েন্টে অবস্থান করছে। আর আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৯০ বেড়ে১৩১৬ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে এসময় লেনদেন ৫২০ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার। ডিএসইতে লেনদেনকৃত ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার এ সময়ে দর বেড়েছে ১৫৬টির, কমেছে ১০১টির ও অপরিবর্তিত ছিল ৬৬টির দর।

এদিকে দেশের আরেক শেয়ারবাজার সিএসইতে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪৮.৬৩ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৪৯২ পয়েন্টে অবস্থান করছে। এসময় লেনদেন হয়েছে ২৬ কোটি ৭৯ লাখ  টাকার শেয়ার। সিএসইতে এ সময়ে লেনদেনকৃত ২০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারদর বেড়েছে ১০৫টির, কমেছে ৬৬টির ও অপরিবর্তিত ছিল ৩৮টির দর।

স্টকমার্কেটকবিডি.কম/এমএ/মোদক.

আরএন স্পিনিংয়ের বার্ষিক বোর্ড সভা : আসবে লভ্যাংশ

rn spinস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেক্সটাইল খাতের কোম্পানি আরএন স্পিনিং লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আজ বেলা সাড়ে তিনটায় আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির সর্বশেষ ২০১৬-২০১৭ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

টেক্সটাইল খাতের কোম্পানিটির বোর্ড সভা আজ বেলা সাড়ে তিনটায় নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এই বোর্ড সভায়  পরিচালনা বাের্ডের সর্বসম্মতিতে কোম্পানিটি সর্বশেষ বছর ৩০ জুন ২০১৭ সালের আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে। একই সাথে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

নাভানার এলপিজি ইউনিটের সম্পদ সাবসিডারির কাছে হস্তান্তর

navanaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি নাভানা সিএনজি লিমিটেড কোম্পানির এলপিজি ইউনিটের নীট সম্পদ এর সাবসিডারির কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানায়, সিএনজির পরিচালনা বোর্ড সিদ্ধান্ত এ সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত মোতাবেক, চলতি বছরেরর গত ৩০ জুন নাভানা  ৩০ কোটি ৮৩ হাজার ৫৩১ টাকার সম্পদ এবং ২৩১ কোটি ৯৩ লাখ ৪১ হাজার  টাকার দায় হস্তান্তর করবে। এতে নাভানা এলপিজি লিমিটেডের নীট সম্পদ দাঁড়াবে ৬৮ কোটি ১৪ লাখ ৮৯ হাজার টাকা।

নাভানা সিএনজি লিমিটেডের এলপিজি ইউনিট এই পরিমাণ টাকা সাবসিডারি নাভানা এলপিজি লিমিটেডের কাছে হস্তান্তর করবে। এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্নের জন্য নাভানা সিএনজি লিমিটেডের আসন্ন বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের অনুমোদন লাগবে। এছাড়া অন্যান্য শর্তাবিল পূরণের বিষয়টি নিশ্চিত করতে হবে কোম্পানিটিকে।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.