সাংহাই স্টক এক্সচেঞ্জ প্রধানের সিএসই সফর

21330658_1451370351608001_542487286_oস্টকমার্কেট ডেস্ক :

সাংহাই স্টক এক্সচেঞ্জের (ঝঝঊ) একটি প্রতিনিধি দল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এর প্রতিনিধি দলের সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এই সফরে যোগদানের উদ্দেশে গত ৩ সেপ্টেম্বর সাংহাই স্টক এক্সচেঞ্জ (ঝঝঊ) চেয়ারম্যান ইউ কিং সেপ্টেম্বরসহ কয়েক সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসেন। দলটি বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। খবর : বিজ্ঞপ্তি।

দুই স্টক এক্সচেঞ্জ কর্মকর্তাদের বৈঠকে চট্টগ্রাম স্টক একচেঞ্জের চেয়ারম্যান ড. এ কে আব্দুল মোমেন, ব্যাবস্থাপনা পরিচালক এম. সাইফুর রহমান মজুমদার এবং সিএসই এর পরিচালনা পর্ষদের সদস্যরা যোগদান করেন।

বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগীতা এবং বাংলাদেশের শেয়ারবাজারে চাইনীজ বিনিয়োগকারীদের অংশগ্রহণ তথা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এ কৌশলগত বিনিয়োগের ব্যাপারে আলোচনা হয়।

উল্লেখ্য যে, গত জুন মাসে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ প্রতিনিধি দলের চায়না সফরের ধারাবাহিকতার অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হলো।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

৩টি কোম্পানি কাল থেকে স্পট মার্কেটে যাচ্ছে

Spot-Market-230x155

স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের দুটি ও মিউচ্যুয়াল ফান্ড খাতের একটি কোম্পানি বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস্‌ লিমিটেড, বিএসআরএম স্টিলস ও গ্রামীন ওয়ান : স্কিম টু দুই দিনের জন্য কাল মঙ্গলবার থেকে স্পট মার্কেটে যাচ্ছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, কোম্পানি ৩টি আগামী ০৫ সেপ্টেম্বর ও ৬ সেপ্টেম্বর টানা ২ দিন স্পট মার্কেটে লেনদেন করবে । এ কারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ সেপ্টেম্বর। এদিন কোম্পানির লেনদেন বন্ধ থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

অর্থনৈতিক মুক্তি অর্জন এখন প্রধান লক্ষ্য: স্থানীয় সরকার মন্ত্রী

mosharrofবিশেষ প্রতিবেদক :

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এখন আমরা অর্থনৈতিক মুক্তির জন্য সংগ্রাম করছি। এ মুক্তি অর্জনই জাতির সামনে এখন প্রধান লক্ষ্য।

সোমবার সচিবালয়স্থ স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে ঈদ পরবর্তী প্রথম কর্মদিবসে স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এসময় স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব মাফরূহা সুলতানা সহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ঈদ-উল-আজহা ত্যাগের মহিমায় মহিমান্বিত পবিত্র ধর্মীয় উৎসব। ত্যাগের এই আদর্শকে ধারণ করে অর্থনৈতিক মুক্তি অর্জনে সবাইকে আত্মনিয়োগ করতে হবে।

তিনি বলেন, আমরা এখন আর্থ-সামাজিক সকল সূচকে এগিয়ে যাচ্ছি। দেশে এখন শান্তি বিরাজ করছে। স্বাধীনতার বিগত ৪৬ বছর পর বর্তমান সরকারের সময়ে বাংলাদেশ সবচেয়ে ভাল অবস্থায় আছে।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, এ মন্ত্রণালয়ের উপর জাতির উন্নয়নের গুরুদায়িত্ব রয়েছে। এ মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার ব্যবস্থায় সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদে প্রায় ষাট হাজারেরও অধিক জনপ্রতিনিধি রয়েছেন। শেখ হাসিনা ঘোষিত মধ্যম ও উন্নত আয়ের দেশে পরিণত হওয়ার মূল দায়িত্ব স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের হাতে। তাদের কর্মকান্ড সচল রাখতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ধারাবাহিকভাবে কাজ করে যেতে হবে।

তিনি বলেন, এ মন্ত্রণালয়ের সেবা গ্রাম থেকে শহরে বসবাসকারী প্রতিটি মানুষ গ্রহণ করে। তাই আমাদের জনগণের প্রতি দায়বদ্ধ থেকে কাজ করতে হবে।
এর আগে স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব মাফরূহা সুলতানা মন্ত্রীকে ফুলের তোড়া উপহার দেন। পরে মন্ত্রী কেক কেটে সবাইকে ঈদ শুভেচ্ছা জানান।

স্টকমার্কেটবিডি.কম/এম

বাণিজ্যিক জোটগুলো শক্তিশালী করতে হবে : তোফায়েল

tofailবিশেষ প্রতিবেদক :

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এ অঞ্চলের পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগ বাড়াতে সাফটা, বিমস্টেক ও আশিয়ানের মতো বাণিজ্যিক জোটগুলোকে শক্তিশালী করতে হবে।

কলম্বোয় অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘সেকেন্ড ইন্ডিয়া ওশান কনফারেন্স-২০১৭’র প্রথম স্পেশাল প্লিনারি সেশনে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ, শ্রীলংকা ও সিঙ্গাপুরের থিংকট্যাংকসমূহের পার্টানারশীপে ‘ইন্ডিয়া ফাউন্ডেশন’ শ্রীলংকার রাজধানী কলম্বোয় এ কনফারেন্সের আয়োজন করে।
গত ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত কলম্বোয় অনুষ্ঠিত এ কনফারেন্সে ২৯টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এবারের কনফারেন্সের প্রতিপাদ্য বিষয় ছিল ‘পিস, প্রোগ্রেস এন্ড প্রোসপারেটি’।

তোফায়েল আহমেদ বলেন, ভারত মহাসাগরের তীরবর্তী দেশগুলো প্রিফারেন্সিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট (পিটিএ)-এর কথা চিন্তা করতে পারে। পূর্বের যে কোন সময়ের চেয়ে এখন সমুদ্র পথে বাণিজ্য অনেক নিরাপদ ও সম্ভাবনাময়।

তিনি বলেন, ভারত মহাসাগর হচ্ছে বিশে^র তৃতীয় বৃহত্তম। এ পথ দিয়ে বিশে^র অর্ধেক কনটেইনারবাহী শিপ, তিন ভাগের একভাগ কার্গো ট্রাফিক, তিন ভাগের দু’ভাগ তেলবাহী জাহাজ চলাচল করে থাকে।

বাণিজ্যিক দিক থেকে এ অঞ্চল খুবই গুরুত্বপূর্ণ। তাই এ অঞ্চলের নিরাপত্তা, পাইরেসি বিরোধী অবস্থান এবং সন্ত্রাস বিরোধী পদক্ষেপ নিশ্চিত হওয়া প্রয়োজন বলে মন্ত্রী উল্লেখ করেন।

তোফায়েল আহমেদ বলেন, এশিয়া প্যাসিফিক অঞ্চলের দারিদ্র্য দূরিকরণ, আর্থ-সামাজিক উন্নয়নের জন্য বহুমুখী বাণিজ্য, বিনিয়োগ, অর্থনৈতিক ও সংস্কৃতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা প্রয়োজন। এ জন্য প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ, বাণিজ্য জাহাজের নিরাপদ চলাচল এর মাধ্যমে বাণিজ্য উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি করতে হবে।

বিশ্বের মহাসাগরগুলোর মধ্যে সবচেয়ে দুর্যোগপূর্ণ এলাকা হলো ভারত মহাসাগরের নাম উল্লেখ করে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী বলেন, বিশে^ প্রাকৃতিক দুর্যোগের কারণে যে মানবিক বির্পজয় ঘটে, তার ৭০ ভাগই ঘটে এ অঞ্চলে।

মন্ত্রী বলেন, সম্প্রতি দক্ষিণ এশিয়ায় বন্যায় বাংলাদেশ, ভারত, নেপালে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটেছে। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এ ধরনের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশের ভারসাম্য না থাকায় কৃষি এবং খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। এ অঞ্চলের মানুষের টেকসই উন্নয়নের জন্য ইন্ডিয়া ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ বিষয়ে বাংলাদেশের মানুষের সর্বাত্মক সহযোগিতা থাকবে।

তিনি বলেন, সম্মিলিতভাবে কাজ করলে ভারত মহাসাগরের তীরবর্তী দেশগুলোর নিরাপত্তা, বাণিজ্য-বিনিয়োগ এবং আর্থসামাজিক উন্নয়ন করা সম্ভব।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন নিরপেক্ষ বাণিজ্য, মানব কল্যাণ, অন্যান্য দেশের সাথে সুসম্পর্ক বজায় রেখে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করা সম্ভব। এর সুফল সংশ্লিষ্ট সকলেই ভোগ করতে পারে বলে মন্ত্রী উল্লেখ করেন।

ভারতের ইনস্টিটিউট অব চাইনিস স্টাডিজের পরিচালক এবং সাবেক রাষ্ট্রদূত অশোক কান্থার সভাপতিত্বে সেশনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীলংকার প্রধানমন্ত্রী রানিল উইকরেমিসিং, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ. সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাক্রিশানান, নেপালের পররাষ্ট্রমন্ত্রী ক্রিশনা বাহাদুর মাহারা, মরিশাসের ওশান ইকোনমি, মিনারেল রিসোর্সেস, ফিসারিজ এন্ড শিপিং বিষয়কমন্ত্রী প্রেমদূত কনজো শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী তিলক মারাপানা, জাপানের পররাষ্ট্রবিষয়ক পার্লামেন্টারি ভাইস-মিনিস্টার আইওয়া হোরি প্রমুখ। প্রথম ইন্ডিয়া ওশান কনফারেন্স ২০১৬ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়। সূত্র : বাসস
স্টকমার্কেটবিডি.কম/এম

১১টি মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন বন্ধ কাল

mutualfunds_421x236স্টকমার্কেট ডেস্ক  :

শেয়ারবাজারে মিউচ্যুয়াল ফান্ড খাতের তালিকাভুক্ত ১১টি ফান্ডের লেনদেন কাল মঙ্গলবার বন্ধ থাকবে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মিউচ্যুয়াল ফান্ডগুলো হলো : ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড লি., এ বি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি ১ম মিউচ্যুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল ১ম মিউচ্যুয়াল ফান্ড, ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ও এস ই এম এল আইবিবিএল শারিয়াহ ফান্ড ।

ডিএসই সূত্রে জানা গেছে, কাল মঙ্গলবার (০৫.০৯.২০১৭) কোম্পানিটি রেকর্ড ডেটের জন্য লেনদেন একদিন ট্রেডিং বন্ধ রাখবে। বুধবার থেকে পুনরায় কোম্পানির লেনদেন শুরু হবে বলে বিষয়টি নিশ্চিত করেছে ১১টি ফান্ড ।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

  1. লংকাবাংলা ফাইন্যান্স
  2. ফরচুন সুজ
  3. ফুওয়াং সিরামিক
  4. বিবিএস ক্যাবলস
  5. সিএন্ডএ টেক্সটাইলস
  6. এক্সিম ব্যাংক
  7. স্কয়ার ফার্মাসিটিক্যালস
  8. বাংলাদেশ বিল্ডং সিস্টেমস লি.
  9. এবি ব্যাংক
  10. আইএফআইসি ব্যাংক

ন্যাশনাল ব্যাংকের ফ্লোর স্পেস কেনার সিদ্ধান্ত

nbl-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল ব্যাংক লিমিটেড ঢাকার মতিঝিলে দুটি ফ্লোর কেনার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মতিঝিলের দিলকুশায় সানমুন স্টার টাওয়ারে ৯ম ও ১৩ তলায় অবস্থিত ৪৬,১৪০ স্কয়ার ফুটের ফ্লোরের দাম পড়বে প্রতি স্কয়ারফুট ৪০ হাজার টাকা।

এই ফ্লোরটি কেনার সিদ্ধান্ত ইতিমধ্যে অনুমোদন দিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন স্বাপেক্ষে এই ফ্লোরে কেনা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

ডিএসইতে লেনদেন কম ১৮৫ কোটি টাকা, সিএসইতে ২৩ কোটি

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

ঈদের ছুটির পর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)  প্রধান সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতায়ও লেনদন কমেছে। বেড়েছে কোম্পানির শেয়ারদর । এদিন  ডিএসইতে লেনদেন হয়েছে ৬৬৭ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার। আর একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সব ধরনের সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতায় চলছে লেনদেন। এসময় সেখানে লেনদেন হয়েছে ৩৯ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার। সিএসইতে বেড়েছে কোম্পানির শেয়ারদর । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, আজ সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে দিন শেষে লেনদেন ৬৬৭ কোটি ৩৭  লাখ  টাকার শেয়ার। যা গত বৃহস্পতিবারের চেয়ে ১৮৫ কোটি ৪৭ লাখ টাকা কম। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৮৫২ কোটি ৮৪ লাখ। এদিন প্রধান সূচক ডিএসইএক্স ৩১.৯৪ পয়েন্ট বেড়ে ৬০৩৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই-৩০ সূচক ৬.২৭ পয়েন্ট বেড়ে ২১৪৫ পয়েন্টে অবস্থান করছে। আর আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৮৫ বেড়ে ১৩২৮ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে এসময় ডিএসইতে লেনদেনকৃত ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার এ সময়ে দর বেড়েছে ১৮১টির, কমেছে ১০৪টির ও অপরিবর্তিত ছিল ৪৪টির দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে– লংকাবাংলা ফাইন্যান্স, ফরচুন সুজ, ফুওয়াং সিরামিক, বিবিএস ক্যাবলস, সিএন্ডএ টেক্সটাইলস, এক্সিমব্যাংক, স্কয়ার ফার্মাসিটিক্যালস, বাংলাদেশ বিল্ডং সিস্টেমস লি.,  এবি ব্যাংক ও আইএফআইসি ব্যাংক।

এদিকে, আজ সোমবার দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৯ কোটি ৭৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে ২৩ কোটি টাকা কম। গত বৃহস্পতিবার এই লেনদেন ৬২ কোটি ৮১  লাখ টাকা ছিল।

এদিন দিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১২৫.৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৩০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয় ২৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৫টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ফুওয়াং সিরামিক ও লংকাবাংলা ফাইন্যান্স।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির ৫টিই ব্যাংকিং খাতের

lankaস্টকমার্কেট ডেস্ক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ  ১০টি কোম্পানির মধ্যে ৫টিই রয়েছে ব্যাংকিং খাতের। আর লেনদেনের শীর্ষে অবস্থান করছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। এসময়ে এ ক্যাটাগরির এই কোম্পানিটির মোট ২ কোটি ৮৪ লাখ ২২ হাজার ৫০৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ১৬৭ কোটি ৯৬ লাখ ৫৪ হাজার টাকা।

ডিএসই’র সাপ্তাহিক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।  এই সপ্তাহে কোম্পানিটির  ২ কোটি ৮৪ লাখ ২২ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ১৬৭ কোটি ৯৬ লাখ ৫৪ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ লিমিটেড। এই সপ্তাহে এন ক্যাটাগরির কোম্পানিটির ২ কোটি ৬৭ লাখ ৩ হাজার ৩২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ১৫৭ কোটি ৯৫ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিবিএস ক্যাবলস লিমিটেড। গত সপ্তাহে এন ক্যাটাগরির কোম্পানিটির ১ কোটি ৫৭ হাজার ৩৩২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ১৫৪ কোটি ২৬ লাখ ১৪ হাজার টাকা।

শীর্ষ ১০ এর তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে  বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেডের লেনদেন ১৫১ কোটি ৯ লাখ ৭৭ হাজার টাকা., আইএফআইসি ব্যাংক লিমিটেডের লেনদেন ১১৯ কোটি ৯১ লাখ ২৪ হাজার টাকা., আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের লেনদেন ১০৭ কোটি ৭২ হাজার টাকা, এবি ব্যাংক লিমিটেডের লেনদেন ৯২ কোটি ২৫ লাখ টাকা, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের লেনদেন ৮৫ কোটি  ৭১ লাখ ২৯ হাজার টাকা, প্রাইম ব্যাংক লিমিটেডের লেনদেন ৮২ কোটি  ২৫ লাখ ৬২ হাজার টাকা ও এমজেএল বাংলাদেশ লিমিটেডের লেনদেন ৭৯ কোটি  ৩৭ লাখ ১১ হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সিএসইতে লেনদেন বেড়েছে ১২.৯৪%

cse-logo-sস্টকমার্কেট :

বিগত সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব ধরনের সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন বেড়েছে। গত ৫ কার্যদিবসে ৩০৩ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহের তুলনায় লেনদেন বেড়েছে ১২ দশমিক ৯৪ শতাংশ । গত ২৭ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত সমাপ্ত সিএসই’র সাপ্তাহিক লেনদেনের ওপর তৈরিকৃত প্রতিবেদন পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

এদিকে, সিএসই’র সাপ্তাহিক প্রতিবেদনে দেখা গেছে, গত সপ্তাহের ৫ কার্যদিবসে ৩০৩ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে ৫ কার্যদিবসে মোট ২৬৮ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। এ সপ্তাহে লেনদেন কমেছে ৩৪ কোটি ৮০ লাখ টাকা বা ১২.৯৪ শতাংশ। সিএসইর অন্যান্য সূচকের মত সার্বিক সূচক ৩৪৪ পয়েন্ট বা ১.৮৮ শতাংশ বেড়ে ১৮ হাজার ৬০৪ দাঁড়িয়েছে পয়েন্টে। যা এর আগে সপ্তাহে ছিল ১৮ হাজার ২৬০ পয়েন্ট।

এই সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮৬.৩১ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৩.৯০ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৭ দশমিক ৮৯ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির শেয়ার লেনদেন হয়েছে ১ দশমিক ৮৬ শতাংশ।

সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এই সপ্তাহে কোম্পানির দর বাড়া কোম্পানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৮টি। এ সপ্তাহে দর কমা কোম্পানির সংখ্যা কমে দাঁড়িয়েছে ১০১টিতে। এ সপ্তাহে দর অপরিবর্তিত রয়েছে ১৯টির।

এর আগের সপ্তাহে ২৮৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়। এই সপ্তাহে দর বাড়া কোম্পানির সংখ্যা ১৩৮টি ছিল। এ সপ্তাহে দর ১২০টিতে কমেছিল এবং অপরিবর্তিত থাকে ২৭টির।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/মোদক.