লেনদেনের শীর্ষে ন্যাশনাল ব্যাংক

national bankস্টকমার্কেট ডে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মোট লেনদের ৩০২ কোটি ৬ লাখ টাকা বা ২২. ০৫ শতাংশ লেনদেনের শীর্ষ ১০এর কোম্পানির দখলে রয়েছে। আর এ  তালিকায় আধিপত্য বিস্তার করেছে ব্যাংক খাতের কোম্পানিগুলো। লেনদেনর শীর্ষে থাকা ন্যাশনাল ব্যাংকসহ ৮টি ব্যাংক কোম্পানির লেনদেন হয়েছে ২২৯ কোটি ২৪ লাখ টাকা। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসইর তথ্য অনুযায়ী, শীর্ষ ১০এর তালিকায় শীর্ষে ন্যাশনাল ব্যাংক লিমিটেড রয়েছে। এদিন কোম্পানিটির ৫ হাজার ৮৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ৪৫ কোটি ৫১ লাখ টাকা। সর্বোচ্চ দর ছিল ১৪.২০ টাকা। আর সর্বশেষ ১৩.৬০ টাকায় লেনদেন হয়। সর্বনিম্ন দর ছিল ১৩.৪০ টাকা।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। এদিন কোম্পানিটির ২ হাজার ৪১২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ৪৪ কোটি ১৯ লাখ টাকা। সর্বোচ্চ ৬২.৩০ টাকা। আর সর্বশেষ ৬১ টাকায় লেনদেন হয়। সর্বনিম্ন দর ছিল ৬১.৭০ টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক লিমিটেড। এদিন কোম্পানিটির ৩ হাজার ৮০৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ৩৫ কোটি ৩০ লাখ টাকা। সর্বোচ্চ ২১.৩০ টাকা। আর সর্বশেষ ২০.৪০ টাকায় লেনদেন হয়। সর্বনিম্ন দর ছিল ২০.৩০ টাকা।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সিটি ব্যাংক লিমিটেডের বাজার দর ৩০ কোটি ২১ লাখ টাকা, প্রাইম ব্যাংক লিমিটেডের বাজার দর ২৯ কোটি ১৭ লাখ, ফরচুন সুজ লিমিটেডের বাজার দর ২৮ কোটি ৬৩ লাখ, এক্সিম ব্যাংক লিমিটেডের বাজার দর ২৬ কোটি ৪৮ লাখ টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের বাজার দর ২২ কোটি ২৩ লাখ টাকা, ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক  লিমিটেডের বাজার দর ২১ কোটি ২৩ লাখ টাকা ও আল-আরাফাহ্ ব্যাংক লিমিটেডের বাজার দর ১৯ কোটি ১১ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া/মোদক.

নরওয়ের ফিশিং জাহাজ বানাচ্ছে ওয়েস্টার্ন মেরিন

westernবিশেষ প্রতিবেদক :

নরওয়েতে রপ্তানির জন্য একটি অত্যাধুনিক ফিশিং জাহাজ নির্মাণের কাজ শুরু করেছে চট্টগ্রামের জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। গতকাল মঙ্গলবার ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে নির্মাণকাজের উদ্বোধন করেন ঢাকার নরওয়ে দূতাবাসের সহকারী হেড অব মিশন ট্রাল্স জে জেইগার সিনেভাগ।

এই জাহাজ নির্মাণের জন্য নরওয়ের বেসরকারি প্রতিষ্ঠান এইচ ওয়েস্টারভোল্ড এএসের সঙ্গে সম্প্রতি ২৫ মিলিয়ন ইউএস ডলারের চুক্তি করেছে ওয়েস্টার্ন মেরিন, যা বাংলাদেশের ফিশিং ভেসেল নির্মাণের একক সর্বোচ্চ মূল্যের চুক্তি। দুই বছরের মধ্যে এই জাহাজ রপ্তানি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের কর্মকর্তারা জানান, নির্মাণাধীন জাহাজটির দৈর্ঘ্য ৮০.৩০ মিটার ও প্রস্থ ১৭ মিটার। ধারণক্ষমতা হবে দুই হাজার মেট্রিক টন। যেখানে বাংলাদেশের ফিশিং ভেসেলের সর্বোচ্চ ধারণক্ষমতা মাত্র ৩০০ মেট্রিক টন। জাহাজটির প্রধান ইঞ্জিনের ক্ষমতা ছয় হাজার কিলোওয়াট।

ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘জাহাজ নির্মাণশিল্প সাম্প্রতিক বছরগুলোতে তৈরি পোশাক শিল্পের মতো আরো একটি প্রধান রপ্তানি খাতে পরিণত হয়েছে। গত ৫ বছরে বাংলাদেশের শিপবিল্ডিং খাত ২৫টি জাহাজ রপ্তানির মাধ্যমে ১৫০ মিলিয়ন ডলার রেমিট্যান্স আয় করেছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

‘বিদ্যুতের মূল্য আবারও ৩০ থেকে ৩৫ পয়সা বাড়তে পারে’

nasrulবিশেষ প্রতিবেদক :

জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানিয়েছেন, প্রতি ইউনিট বিদ্যুতের দাম কিছুদিনের মধ্যে ৩০ থেকে ৩৫ পয়সা বাড়তে পারে। দাম বৃদ্ধির এ হার হতে পারে ৫ শতাংশ। বিদ্যুতের দাম সমন্বয় করতে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বুধবার সচিবালয়ে অবস্থিত বিদ্যুৎ মন্ত্রণালয়ের সভাকক্ষে দুপুর ১টার দিকে সাংবাদিকদের সঙ্গে এক অনানুষ্ঠানিক আলোচনায় এ তথ্য জানান তিনি।তবে সরকার যদি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিপিডিপি) যদি সরাসরি সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল আমদানির সুযোগ দেয় তাহলে এই দাম নাও বাড়তে পারে।

কবে নাগাদ এ সিদ্ধান্ত চূড়ান্ত হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, এটা নির্ভর করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের ওপর। সংস্থাটি এরই মধ্যে গণশুনানির তারিখ নির্ধারণ করেছে। এই শুনানির ভিত্তিতে যে সিদ্ধান্ত নেওয়া হবে তার ভিত্তিতে দাম বৃদ্ধির তারিখ চূড়ান্ত হবে।

উল্লেখ্য, আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গণশুনানির তারিখ নির্ধারণ করেছে। নসরুল হামিদ এসময় ২০১৮ সালের ডিসেম্বর নাগাদ সারাদেশ বিদ্যুত সুবিধার আওতায় আসবে বলে আশা প্রকাশ করেন।

পৃথক প্রশ্নের জবাবে তিনি জানান, এবারের ঈদে বিদ্যুত পরিস্থিতি ভালো ছিল। তবে মেঘনায় যে টাওয়ার ভেঙে পড়েছে সেটা এখনও পুরোপুরি ঠিক হয়নি। এই টাওয়ারটি ভেঙে পড়ার কারণে কয়েকটি জেলায় ঈদের সময় বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। তবে অচিরেই এটি ঠিক হয়ে যাবে।

প্রতিমন্ত্রী আরও জানান, সরকার আগামী এক বছরের মধ্যে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ করছে। এসময় উপস্থিত ছিলেন পাওয়ার সেলের ডিজি মহাপরিচালক মোহাম্মদ হোসেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের বোর্ড সভার তারিখ পরির্বতন

westernস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভার তারিখ পরির্বতন করে আগামী ১৩ সেপ্টেম্বর আহবান করা হয়েছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় কোম্পানিটির নিজস্ব প্রধান কার্যালয় ১৪৪০/এ স্ট্যান্ড রোড, চিটাগাং-৪১০০এ বোর্ডসভা অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এই ১৬(১) ধারা অনুযায়ী ১ জুলাই ২০১৬ সাল থেকে ২০১৭ সালের ৩১ মার্চ পর্যন্ত তৃতীয় প্রান্তিকে নয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে।

এর আগে কোম্পানিটি বোর্ড সভার ১২ সেপ্টেম্বর নির্ধারণ করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

সানলাইফ লাইফ ইন্স্যুরেন্সের লেনদেন চালু বৃহস্পতিবার

sunlife-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের তালিকাভুক্ত কোম্পানি সানলাইফ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের রেকর্ড ডেট শেষে আগামীকাল বৃহস্পতিবার লেনদেন চালু হবে। বুধবার ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ বুধবার (০৬.০৯.২০১৭) এ কোম্পানির বার্ষিক বোর্ড সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। আর এ কারণে লেনদেন স্থগিত রেখেছিল কোম্পানিটি। বৃহস্পতিবার থেকে পুনরায় কোম্পানির লেনদেন শুরু হবে বলে বিষয়টি নিশ্চিত করেছে কোম্পানি।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

  1. ন্যাশনাল ব্যাংক
  2. লংকাবাংলা ফাইন্যান্স
  3. আইএফআইসি ব্যাংক
  4. সিটি ব্যাংক
  5. প্রাইম ব্যাংক
  6. ফরচুন সুজ
  7. এক্সিম ব্যাংক
  8. ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
  9. ইউসিবি
  10. আল-আরাফাহ্ ব্যাংক

৫ মাসের মধ্যে ডিএসইতে লেনদেন সর্বোচ্চ , সিএসইতে কম

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কয়েক সপ্তাহ পর প্রধান সূচক নিম্নগামী হলেও ৫ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। বেড়েছে কোম্পানির শেয়ারদর ও অন্যান্য সূচক । এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৩৬৯ কোটি ৮০ লাখ টাকার শেয়ার।  আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সব ধরনের সূচকের নিম্নমুখি প্রবণতায় লেনদন ও কোম্পানির শেয়ারদর কমেছে। এসময় সেখানে লেনদেন হয়েছে ৫৮ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়। ডিএসই সূত্রে জানা যায়, আজ বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে দিন শেষে লেনদেন ১৩৬৯ কোটি ৮০ লাখ  টাকার শেয়ার। যা গতকালের চেয়ে ৩২০ কোটি ২৭ লাখ টাকা বা ৩০.৫১ শতাংশ লেনদন বেড়েছে। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছিল ১০৪৯ কোটি ৫৩ লাখ। চলতি বছরের গত ২৬ ফেব্রুয়ারি সর্বোচ্চ লেনদেন হয়েছিল ১৩৯৩ কোটি ১৯ কোটি টাকা।

এদিন প্রধান সূচক ডিএসইএক্স ১৩.৮২ পয়েন্ট কমে পয়েন্টে অবস্থান করছে ৬০৬৯ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৩.৩৯ বেড়ে ২১৬০ পয়েন্টে অবস্থান করছে। আর আর ডিএসই শরিয়াহ সূচক ১.৭৮ বেড়ে ১৩৩৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে এসময় ডিএসইতে লেনদেনকৃত ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার এ সময়ে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ১৬৩টির ও অপরিবর্তিত ছিল ২২টির দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে– ন্যাশনাল ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, আইএফআইসি ব্যাংক, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, ফরচুন সুজ, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক ও আল-আরাফাহ্ ব্যাংক।

এদিকে, আজ বুধবার দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫৮ কোটি ৫৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে ১ কোটি ৩ লাখ টাকা কম। গতকাল সোমবার এই লেনদেন ৫৯ কোটি ৫৯ লাখ টাকা ছিল।

এদিন দিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৮৬.৯২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮১৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয় ২৬২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ন্যাশনাল ব্যাংক ও আইএফআইসি ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের মূল্য সংবেদনশীল তথ্য নেই

ISNLTDস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। এ বিষয়ে গতকাল ৫ সেপ্টেম্বর জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ৩১ আগস্ট শেয়ার দর ছিল ১০৮ টাকা। গত ৫ সেপ্টেম্বর সর্বশেষ তা ১৯৯ টাকার উপরে লেনদেন হয়েছে। এসময় মাত্র ৩ কার্যদিবসে কোম্পানির দর বেড়েছে ৮৪.২৫ শতাংশ।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.

সোস্যাল ইসলামী ব্যাংকের দর বাড়ার কারণ নেই

siblস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ৭ আগস্ট শেয়ার দর ছিল ৪৫০ টাকা। গত ৫ সেপ্টেম্বর  সর্বশেষ তা ৫৮১ টাকার উপরে লেনদেন হয়েছে। এসময়ে দর বেড়েছে ২৯.১১ শতাংশ।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.

৩টি কোম্পানির লেনদেন বন্ধ বৃহস্পতিবার

trade-suspended-shaস্টকমার্কেট ডেস্ক  :

শেয়ারবাজারে বিমাখাতের খাতের তালিকাভুক্ত কোম্পানি প্রকৌশল খাতের দুটি ও মিউচ্যুয়াল ফান্ড খাতের একটি কোম্পানি বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস্‌ লিমিটেড, বিএসআরএম স্টিলস ও গ্রামীন ওয়ান : স্কিম টুর লেনদেন আগামীকাল বৃহস্পতিবার বন্ধ থাকবে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার কোম্পানি দুটি রেকর্ড ডেটের জন্য লেনদেন একদিন ট্রেডিং বন্ধ রাখবে। আগামী রবিবার থেকে পুনরায় কোম্পানিগুলোর লেনদেন শুরু হবে বলে বিষয়টি নিশ্চিত করেছে কোম্পানি ৩টি।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি