লেনদেনের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স

lankaস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় শীর্ষে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। আর লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির ৬টিই ব্যাংকিং খাতের। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসইর তথ্য অনুযায়ী, এদিন লংকাবাংলা ফাইন্যান্সের ৩ হাজার ৪০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ৬৮ কোটি ৮৯ লাখ টাকা। সর্বোচ্চ দর ছিল ৬৫.৫০ টাকা। সর্বনিম্ন দর ছিল ৬৪.২০ টাকা। আর সর্বশেষ ৬৪.৫০ টাকায় লেনদেন হয়।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। এদিন কোম্পানিটির ২ হাজার ৩০০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ৪১ কোটি ৪৩ লাখ টাকা। সর্বোচ্চ ২৫.২০ টাকা। সর্বনিম্ন দর ছিল ২৪ টাকা। আর সর্বশেষ ২৫ টাকায় লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক লিমিটেড। এদিন কোম্পানিটির ২ হাজার ৫৪৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ৩৮ কোটি ৯ লাখ টাকা। সর্বোচ্চ ৪৯.২০ টাকা। সর্বনিম্ন দর ছিল ৪৭.২০ টাকা। আর সর্বশেষ ৪৮.৫০ টাকায় লেনদেন হয়।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফার্স্ট সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের বাজার দর ৩৫ কোটি ৯৭ লাখ টাকা, প্রাইম ব্যাংক লিমিটেডের বাজার দর ২৭ কোটি ৩৩ লাখ, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের বাজার দর ২৫ কোটি ২২ লাখ, স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেডের বাজার দর ২৫ কোটি ২ লাখ টাকা, গ্রামীণফোন লিমিটেডের বাজার দর ২৪ কোটি ৫৬ লাখ টাকা, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের বাজার দর ২৩ কোটি ৯৩ লাখ টাকা ও আইএফআইসি ব্যাংক লিমিটেডের বাজার দর ২১ কোটি ৮৮ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া/মোদক.

রেমিটেন্স বাড়াতে উৎসাহ পুরস্কার দেবে বাংলাদেশ ব্যাংক

bbনিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংক বৈধভাবে টাকা পাঠাতে প্রবাসী বাংলাদেশীদের (এনআরবিএস) উৎসাহিত করতে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী ব্যক্তি ও গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে রেমিটেন্স অ্যাওয়ার্ড দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মোঃ আবুল বাশার মঙ্গলবার বাসসকে বলেন, ‘রেমিটেন্স প্রবাহ বাড়াতে আমরা পাঁচটি ক্যাটাগরিতে ‘বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স অ্যাওয়ার্ড-২০১৬’ পুরস্কার দিব।’ ক্যাটাগরিগুলো হচ্ছে দক্ষ রেমিটার, অদক্ষ রেমিটার, বন্ড ইনভেস্টর এনআরবি, এক্সচেঞ্জ হাউস ওউনার এনআরবি ও সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণকারী ব্যাংক। রাজধানীর বাংলা একাডেমিতে ১৯ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে এই পুরস্কার দেয়া হবে।
অর্থমন্ত্রী এ. এম. এ. মুহিত প্রধান অতিথি এবং অর্থ মন্ত্রণালয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জ্যেষ্ঠ সচিব মোঃ ইউনুসুর রহমান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

অনুষ্ঠানে রেমিটার্স, এক্সচেঞ্জ হাউস, বোর্ড ইনভেস্টর্স ও ব্যাংকসহ মোট ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হবে। এই ৩৫টির মধ্যে পাঁচটি ব্যাংক পুরস্কার পাবে এবছর।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৪-১৫ অর্থ বছর থেকে রেমিটেন্স প্রবাহে মন্দাভাব থাকলেও ২০১৭-১৮ অর্থ বছরের গোড়ার দিকে রেমিটেন্সে চাঙ্গাভাব দেখা দিয়েছে। ওই অর্থ বছরের আগস্ট মাসে প্রবাসীরা দেশে ১৪১৮.৫৮ মিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। এটা ২০১৬-১৭ অর্থবছরের চেয়ে ২৩৪.৯৭ মিলিয়ন বেশি।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান বলেন, বাংলাদেশ ব্যাংক অবৈধভাবে দেশে অর্থ প্রেরণকারী কয়েকটি মোবাইল অ্যাকাউন্ট সনাক্ত করার পর কয়েকটি মোবাইল ব্যাংকিং অপারেটরদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছে।
বাংলাদেশ ব্যাংকের মতে, দেশে ১৫ অর্থবছরে ১৫৩১৬.৯১ মিলিয়ন মার্কিন ডলার, ১৬ অর্থবছরে ১৪৯৩১.১৫ মিলিয়ন ও ১৭ অর্থবছরে ১২৭৬৯ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

মুনাফা প্রদানে বন্ডের লেনদেন বন্ধ ৮ অক্টোবর

trade suspended logo mmস্টকমার্কেট ডেস্ক  :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বন্ড খাতের  কোম্পানি সাবঅর্ডিনেটেড ২৫% কনভার্টেবল বন্ডস অব ব্র্যাক ব্যাংক’র লেনদেন আগামী ৮ অক্টোবর বন্ধ থাকবে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা গেছে, ১৫ অক্টোবর মুনাফা প্রদানের জন্য আগামী ৮ অক্টোবর কোম্পানিটি রেকর্ড ডেটের জন্য লেনদেন একদিন ট্রেডিং বন্ধ রাখবে। ৯ অক্টোবর থেকে পুনরায় কোম্পানির লেনদেন শুরু হবে বলে বিষয়টি নিশ্চিত করেছে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

‘আগামী বছর হতে শিল্প-কারখানায় গ্যাস সংকট থাকবে না‌’

toefikনিজস্ব প্রতিবেদক :

প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, আগামী বছর গ্যাসের সংকট থাকবে না। আগামী বছরের শুরুতে প্রতিদিন ৫০ কোটি ঘনফুট তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি হবে এবং বছরের মাঝামাঝি আরও ৫০ কোটি ঘনফুট আমদানি হবে। ফলে এখনকার চেয়ে গ্যাসের ৩৭ শতাংশ সরবরাহ বাড়বে। এতে গ্যাসের সংকট আর থাকবে না। তবে গ্যাসের দাম বাড়বে। ব্যবসায়ীদের সেই অনুযায়ী প্রস্তুতি নিতে হবে।

আজ বুধবার মতিঝিলের চেম্বার ভবনে অনুষ্ঠিত মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) মধ্যাহ্নভোজের সভায় তৌফিক-ই-ইলাহী চৌধুরী এসব কথা বলেন।

সভায় স্বাগত বক্তব্যে এমসিসিআইয়ের সভাপতি নিহাদ কবির বলেন, দেশের বিদ্যুৎ পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে। ৩ হাজার ২৬৮ মেগাওয়াট থেকে উৎপাদন ক্ষমতা ১৫ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে। তিনি আরও বলেন, জ্বালানি খাত নিয়ে কিছু বিষয় এখন ব্যবসায়ীদের মাথায় ঘুরপাক খাচ্ছে। প্রথমত, মানসম্মত বিদ্যুৎ ও গ্যাসের প্রাপ্যতা, দ্বিতীয়ত দামের স্থিতিশীলতা ও ভবিষ্যতে দাম কত হতে পারে তার পূর্বাভাস।

নিহাদ কবির বলেন, এখন গ্যাস সরবরাহ করা হয়, তবে চাপ কম থাকে। বিদ্যুতের ভোল্টেজ কম থাকে, যা দিয়ে অত্যাধুনিক মেশিন চালানো যায় না।

অনুষ্ঠানে ব্যবসায়ীরা মধ্য মেয়াদে গ্যাসের দাম স্থিতিশীল রাখা ও ভবিষ্যতে দাম কত হবে, তার একটি পূর্বাভাসব্যবস্থা রাখার দাবি জানান। তাঁরা বলেন, দাম কেমন থাকবে আগে থেকে বুঝতে পারলে ব্যয় নিয়ে পরিকল্পনা করা যায়।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা বলেন, মধ্য মেয়াদে এলএনজির দাম স্থিতিশীল থাকবে এবং দাম নাগালে থাকবে।

অনুষ্ঠানে এমসিসিআইয়ের সাবেক সভাপতি লায়লা রহমান কবির, তপন চৌধুরী, সৈয়দ নাসিম মঞ্জুর, ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান আনিস এ খান, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সাবেক সভাপতি কামরান টি রহমান, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি আসিফ ইব্রাহীম উপস্থিত ছিলেন।

সমাপনী বক্তব্যে সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, ‘আমাদের গ্যাস-বিদ্যুৎ দিন, আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব।’

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ব্যাংক উদ্দ্যোক্তা পরিচালকের ১ কোটি ১০ লাখ শেয়ার ক্রয় সম্পন্ন

pubaliস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি পূবালী ব্যাংক লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক শেয়ার ক্রয় সম্পন্ন করেছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

দ্যাটস ইট ফ্যাশনস লিমিটেড নামে কোম্পানির এ পরিচালক মোট ১ কোটি ১০ লাখ শেয়ার ক্রয় করে। ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হয় বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

এ উদ্দ্যোক্তা পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে ক্রয় করে।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

ওয়েষ্টার্ণ মেরিনের বোর্ডসভা স্থগিত

westernস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়েষ্টার্ণ মেরিন শিপইয়ার্ড লিমিটেডের তিন প্রান্তিকের বোর্ড সভা স্থগিত করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

প্রকৌশল খাতের কোম্পানিটির বোর্ড সভা আজ ১৩ সেপ্টেম্বর বেলা তিনটায় চট্টগ্রামে নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

পরবর্তীতে তারিখ ও বোর্ডসভার স্থান নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৬ সালের জুলাই হতে ২০১৭ সালের মার্চ পর্যন্ত ৯ মাস তিন প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি তিন প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

  1. লংকাবাংলা ফাইন্যান্স
  2. আল-আরাফাহ্ ব্যাংক
  3. সিটি ব্যাংক
  4. ফার্স্ট সোস্যাল ব্যাংক
  5. প্রাইম ব্যাংক
  6. মার্কেন্টাইল ব্যাংক
  7. স্কয়ার ফার্মাসিটিক্যালস
  8. গ্রামীণফোন
  9. ন্যাশনাল ব্যাংক
  10. আইএফআইসি  ব্যাংক।

ডিএসইতে লেনদেন ১৪২৪ কোটি ও সিএসইতে ৭৭ কোটি টাকা

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় কোম্পানির শেয়ারদর কমলেও লেনদেন ২২০ কোটি ৮৯ লাখ টাকা বেড়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৪২৪ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সব ধরনের সূচকের প্রবণতায় কোম্পানির শেয়ারদর কমলেও লেনদেন ১৯ কোটি ১৫ লাখ টাকা বেড়েছে । এদিন সেখানে লেনদেন হয়েছে ৭৭ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়। ডিএসই সূত্রে জানা যায়, আজ বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে দিন শেষে ১৪২৪ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে ২২০ কোটি ৮৯ লাখ টাকা বেশি। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছিল ১২০৩ কোটি ৪৭ লাখ টাকা।

এদিন প্রধান সূচক ডিএসইএক্স ৩৫.১৭ পয়েন্ট বেড়ে পয়েন্টে অবস্থান করছে ৬১৮৪ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৬.৬৪ বেড়ে ১৩৭২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই-৩০ সূচক ১১.৪১ বেড়ে ২২১২ পয়েন্টে অবস্থান করছে। এদিনডিএসইতে লেনদেনকৃত ৩৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৫টির, কমেছে ১৭৪টির ও অপরিবর্তিত ছিল ৩২টির দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে– লংকাবাংলা ফাইন্যান্স, আল-আরাফাহ্ ব্যাংক, সিটি ব্যাংক, ফার্স্ট সোস্যাল ব্যাংক, প্রাইম ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, স্কয়ার ফার্মাসিটিক্যালস, গ্রামীণফোন, ন্যাশনাল ব্যাংক ও আইএফআইসি ব্যাংক।

এদিকে, আজ বুধবার দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৭৭ কোটি ৮৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে ১৯ কোটি ১৫ লাখ টাকা বেশি। গতকাল মঙ্গলবার এই লেনদেন ছিল ৫৮ কোটি ৭১ লাখ টাকা ।

এদিন দিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৩৮.১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ১৮২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয় ২৬৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল স্কয়ার ফার্মাসিটিক্যালস ও পূবালী ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

ব্যাংক উদ্দ্যোক্তা পরিচালকের ৯ লাখ শেয়ার ক্রয় সম্পন্ন

prime-bank-limited1স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি প্রাইম ব্যাংক লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

মারিনা ইয়াসমিন চৌধুরী নামে কোম্পানির এ পরিচালক মোট ৯ লাখ শেয়ার ক্রয় করেন। ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হয় বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

এ পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে ক্রয় করেন।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

কর্ণফুলী লাইফের করপোরেট পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা

karnaphuli-smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি কর্ণফুলী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এক করপোরেট পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স নামে বিমা কোম্পানির এ করপোরেট পরিচালক ৫ লাখ শেয়ার শেয়ার চলমান বাজার দরে ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হবে বলে বিমাটির পক্ষ থেকে জানানো হয়।

এ করপোরেট পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে ক্রয় করবে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.