৬৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ : আমু

amu.smbdবিশেষ প্রতিবেদক :

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ২০১৭-১৮ আখ মাড়াই মওসুমে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি) ৬৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

তিনি বলেন, আগামী রমজানে বাজারে নিরবচ্ছিন্ন চিনি সরবরাহ এবং সাম্প্রতিক বন্যায় আখ উৎপাদনের ক্ষতি পুষিয়ে নিতে সরকার বিএসএফআইসি’র মাধ্যমে ১ লাখ মেট্রিক টন চিনি আমদানির সিদ্ধান্ত নিয়েছে। আমু সর্বোচ্চ স্বচ্ছতার সাথে চিনি আমদানি প্রক্রিয়া সম্পন্ন করতে বিএসএফআইসির কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন।

রবিবার রাজধানীর দিলকুশায় চিনি শিল্পভবনে ২০১৭-১৮ আখ মাড়াই মওসুমে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বিএসএফআইসি এর আওতাধীন চিনিকলগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের সম্মেলন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় শিল্পমন্ত্রী এ কথা বলেন।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান এ.কে.এম. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুষেণ চন্দ্র দাস, মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন।

শিল্পমন্ত্রী বলেন, ২০১৭-১৮ আখ মাড়াই মওসুমে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আখ চাষিদের পাশাপাশি চিনিকল এলাকায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারি, শ্রমিকসহ সবাইকে আখ চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। এর ফলে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা সম্ভব হবে বলে চিনিকলগুলোর ব্যবস্থাপকরা জানিয়েছেন।

আমির হোসেন আমু বলেন, সরকার চিনিশিল্প লাভজনক করতে কেরু এন্ড কোম্পানি চিনিকলের মত অন্য কারখানাগুলোতেও পণ্য বৈচিত্রকরণের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি পর্যায়ক্রমে সকল চিনিকলে অত্যাধুনিক যন্ত্রপাতি প্রতিস্থাপন করে বিএমআরই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছ।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী এফবিসিসিআই’র ১৩৭ সদস্যের ব্যবসায়ী দল

fbcciবিশেষ প্রতিবেদক :

জাতিসংঘের সাধারণ পরিষদে অংশ নিতে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হলেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ১৩৭ সদস্যের প্রতিনিধিদল।

সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলামের (মহিউদ্দিন) নেতৃত্বে ব্যবসায়ী প্রতিনিধিদলে থাকছেন সংগঠনের প্রথম সহসভাপতি শেখ ফজলে ফাহিম, সহসভাপতি মো. মুনতাকিম আশরাফসহ এফবিসিসিআইয়ের বর্তমান ও সাবেক পরিচালক, সাবেক সভাপতি, বিভিন্ন অ্যাসোসিয়েশন এবং চেম্বারের নেতা বিজিএমইএ সাবেক ও সভাপতি এবং সাধারণ পরিষদের সদস্যরা।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে এফবিসিসিআই নেতারা জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশন ও অন্যান্য অধিবেশনে প্রধানমন্ত্রীর সঙ্গে অংশগ্রহণ করবেন। এফবিসিসিআই নেতারা ইউএনডিপির সহায়তায় বাংলাদেশ ও কানাডার যৌথ আয়োজনে ‘এসডিজি বাস্তবায়ন, অর্থায়ন ও মনিটরিং : সাউথ-সাউথ ও ট্রায়াঙ্গুলার সহযোগিতার মাধ্যমে নিজ নিজ উদ্ভাবন বিনিময়’ শীর্ষক আলোচনায় অংশ নেবেন।

এ ছাড়া ব্যবসায়ী প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী সম্প্রদায়ের সভায়ও যোগদান করবেন। ইউএস-বাংলাদেশ গ্লোবাল চেম্বার অব কমার্সের আয়োজনে অনুষ্ঠেয় ‘বিজনেস সামিট’-এ অংশ নেবেন। এ অনুষ্ঠান থেকে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে নেটওয়ার্ক বিস্তারের উদ্যোগ নেওয়া হবে।

জানা যায়, যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা প্রধানমন্ত্রীকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানেও অংশ নেবেন এফবিসিসিআইয়ের নেতারা। এ ছাড়া আমেরিকান বাংলাদেশি বিজনেস অ্যালায়েন্সের (এবিবিএ) উদ্যোগে ‘১০তম বার্ষিক ব্যবসা সম্মেলন’-এ অংশ নেবেন। আশা করা হচ্ছে, আগামী ২২ সেপ্টেম্বর সফর শেষে প্রতিনিধিদল দেশে ফিরবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

লেনদেনের শীর্ষে ন্যাশনাল ব্যাংক

national bankস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় শীর্ষে রয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। আর লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির ৯টিই ব্যাংকিং খাতের। সোবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসইর তথ্য অনুযায়ী, এদিন ন্যাশনাল ব্যাংকের ৬ হাজার ৬৪৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ৫৮ কোটি ৫০ লাখ টাকা। সর্বোচ্চ দর ছিল ১৪.৯০ টাকা। সর্বনিম্ন দর ছিল ১৪ টাকা। আর সর্বশেষ ১৪.৯০ টাকায় লেনদেন হয়।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। এদিন কোম্পানিটির ৪ হাজার ২৩৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ৫০ কোটি ৫৭ লাখ টাকা। সর্বোচ্চ ১৮.৯০ টাকা। সর্বনিম্ন দর ছিল ১৭.৩০ টাকা। আর সর্বশেষ ১৮.৫০ টাকায় লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। এদিন কোম্পানিটির ২ হাজার ৩২৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ৪৩ কোটি ৮৮ লাখ টাকা। সর্বোচ্চ দর ছিল ২৭.৩০ টাকা। সর্বনিম্ন দর ছিল ২৬ টাকা। আর সর্বশেষ ২৬.৮০ টাকায় লেনদেন হয়।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-  প্রাইম ব্যাংক লিমিটেডের বাজার দর ৪০ কোটি ৮৩ লাখ টাকা,
লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের বাজার দর ৩৯ কোটি ৪৭ লাখ, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের বাজার দর ৩৫ কোটি ৩৮ লাখ,  ওয়ান ব্যাংক লিমিটেডের বাজার দর ৩৪ কোটি ৮৪ লাখ টাকা, প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের বাজার দর ৩২ কোটি ৬৭ লাখ টাকা,
এবি ব্যাংক লিমিটেডের বাজার দর ৩১ কোটি ৪৬ লাখ টাকা, ও ইউনাউটেড ন্যাশনাল ব্যাংক লিমিটেডের বাজার দর ৩১ কোটি ২৫  লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া/মোদক.

মার্জিনধারীদের তথ্য চায় ফারইস্ট লাইফ

farest lifeস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের লভ্যাংশ বিতরণের জন্য ব্রোকারেজ হাউজের কাছ থেকে মার্জিনধারীদের তালিকা চেয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

কোম্পানিটি ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোর কাছ থেকে মার্জিন ঋণধারীদের নাম, বিও নম্বর, ইটিআইএনসহ বিস্তারিত তথ্য চেয়েছে।

ব্রোকারহাউজ ও মার্চেন্ট ব্যাংক থেকে ঋণ নিয়ে (মার্জিন) শেয়ার কিনেছেন এমন বিনিয়োগকারীদের তালিকা চায় বিমাটি।

আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে এই তালিকা fareast123share@gmail.com  ঠিকানায় কোম্পানির নিকট পাঠাতে সকল ব্রোকার হাউজ ও ডিপিদের বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসআই

সাফকো স্পিনিংয়ের ঋণমান প্রকাশ

safko-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সাফকো স্পিনিং মিলস্‌ লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর)। সম্প্রতি এই রেটিং প্রকাশ করে এনসিআর। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত রূপালী ব্যাংকটিরদীর্ঘমেয়াদি ঋণমাণ ‘বিবিবি+’ এসেছে।

২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

এনবিআরের শীর্ষ পাঁচ কর্মকর্তাকে বদলি

nrbবিশেষ প্রতিবেদক :

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শীর্ষ পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) এনবিআরের পৃথক দুটি আদেশে তাদের বদলি করা হয়।

এক আদেশের তথ্য অনুযায়ী, এনবিআরের গোয়েন্দা বিভাগ সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের অতিরিক্ত মহাপরিচালক মো. আশরাফুল ইসলামকে খুলনা মংলা কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদফতরের অতিরিক্ত মহাপরিচালক বেগম তাসমিনা হোসেন লুনাকে বদলি করা হয়েছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের (পশ্চিম) অতিরিক্ত কমিশনার হিসেবে। এছাড়া, অতিরিক্ত কমিশনার শেখ আবু ফয়সাল মো. মুরাদকে পাঠানো হয়েছে যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট অফিসে।

আরেক আদেশে এনবিআরের দ্বিতীয় সচিব (প্রসাশন) মোহাম্মদ বারিউল করিম খানকে দেওয়া হয়েছে বোর্ড প্রশাসন-৩ এ। বোর্ড প্রশাসন-৩ এর দ্বিতীয় সচিব মো. মোস্তফা কামালকে বদলি করা হয়েছে বোর্ড প্রশাসন-৫ এ। এনবিআরের ওই আদেশে বলা হয়েছে, করদাতা বান্ধব পরিবেশ নিশ্চিতকরণ ও জনকল্যাণে রাজস্ব আহরণের লক্ষ্যে তাদের বদলি করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

মিয়ানমার থেকে লাখ টন আতপ চাল কিনবে বাংলাদেশ

riceবিশেষ প্রতিবেদক :

মিয়ানমারের কাছ থেকে এক লাখ টন আতপ চাল কিনবে বাংলাদেশ। প্রতি টনের দাম পড়বে ৪৪২ ডলার। আগামী তিন মাসের মধ্যে মিয়ানমার বাংলাদেশকে এ চাল দেবে। আজ সোমবার খাদ্য মন্ত্রণালয়ে মিয়ানমারের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, মিয়ানমার থেকে এক লাখ টন আতপ চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে। খোলা বাজারে চাল বিক্রি (ওএমএস) গতকাল রবিবার থেকে শুরু হয়েছে। গতকালের তুলনায় আজ চাল বিক্রি বেড়েছে। এ ছাড়া কুষ্টিয়া, বগুড়াসহ বিভিন্ন মিলে অভিযান চালানোর ফলে চালের দর আজ একটু নিম্নমুখী বলে তাঁর দাবি। চালের এ সমস্যা নিয়ে আগামীকাল দুপুরে মিলমালিক, আমদানিকারক, চাল ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের সঙ্গে সভা করা হবে।

তবে এ বিষয়ে চুক্তি হতে ১৫ থেকে ২০ দিন সময় লাগবে। দুই দেশের ক্রয়সংক্রান্ত কমিটি চাল ক্রয়ের এই সমঝোতার বিষয়টি অনুমোদন করলে এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি হবে। গতকাল রোববার ও আজ মিয়ানমারের প্রতিনিধিদলের সঙ্গে চাল ক্রয়ের বিষয়ে আলোচনা হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ব্যাংক পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা

al-arafah_110114স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক লিমিটেডের একজন পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

আলহাজ আব্দুস সামাদ নামে এই পরিচালক তার থাকা ২ কোটি ৪৮ লাখ ৭৬ হাজার ৩৯২টি শেয়ারের মধ্যে ২৫ লাখ শেয়ার চলমান বাজার দরে বিক্রয়ের আগ্রহ প্রকাশ করেছেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

এ ব্যাংকটি এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

  1. ন্যাশনাল ব্যাংক
  2. ফার্স্ট সিকিউরিটি ব্যাংক
  3. আল-আরাফাহ্ ব্যাংক
  4. প্রাইম ব্যাংক
  5. লংকাবাংলা ফাইন্যান্স
  6. মার্কেন্টাইল ব্যাংক
  7. ওয়ান ব্যাংক
  8. প্রিমিয়ার ব্যাংক
  9. এবি ব্যাংক
  10. ইউসিবি।

ডিএসইতে দেড় হাজার কোটি টাকার ওপরে লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের নিম্নমুখী প্রবণতায় কোম্পানির শেয়ারদর কমলেও গত ৭ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৫২৫ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার। গতকালের চেয়ে লেনদেন ৩১৭ কোটি ৫৯ লাখ  টাকা বেশি। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্র প্রবণতায় কোম্পানির শেয়ারদর কমার পাশাপাশি লেনদেন ১১৫ কোটি ৭৮ লাখ টাকা কমেছে। এদিন সেখানে লেনদেন হয়েছে ৬৮ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়। ডিএসই সূত্রে জানা যায়, আজ সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে গত কার্যদিবসের চেয়ে ৩১৭ কোটি ৫৯ লাখ টাকা বেড়েছে। দিন শেষে ১৫২৫ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত ৭ সামের মধ্যে সর্বোচ্চ লেনদেন। সর্বশেষ ২০১৭ সালের ২৫ জানুয়ারিতে ১৫২৪ কোটি ৯৩ লাখ টাকার লেনদেন হয়। গত রবিবার লেনদেন হয়েছিল ১২০৮ কোটি ৩ লাখ টাকা।

এদিন প্রধান সূচক ডিএসইএক্স ৪.৬৩ পয়েন্ট কমে পয়েন্টে অবস্থান করছে ৬২৩৫ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১১.১৯ কমে ১৩৮০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই-৩০ সূচক ৯.১২ কমে ২২১৭ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে লেনদেনকৃত ৩৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০১টির, কমেছে ১৯০টির ও অপরিবর্তিত ছিল ৪০টির দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে– ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, আল-আরাফাহ্ ব্যাংক, প্রাইম ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, মার্কেন্টাইল ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, এবি ব্যাংক ও ইউসিবি।

এদিকে, আজ সোমবার দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৬৮ কোটি ৩৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবসের চেয়ে ১১৫ কোটি ৭৮ লাখ কম। গত বৃহস্পতিবার এই লেনদেন ছিল ১৮৪ কোটি ১৭ লাখ টাকা ।

এদিন দিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৫.৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৮১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয় ২৬৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ন্যাশনাল ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.