ফেসবুকের সাড়ে সাত কোটি শেয়ার বিক্রি করবেন জার্কারবার্গ

face-smbdস্টকমার্কেট ডেস্ক :

আগামী দেড় বছরে নিজের হাতে থাকা ফেসবুকের সাড়ে সাত কোটি শেয়ার বিক্রি করে দেবেন প্রতিষ্ঠান প্রধান মার্ক জাকারবার্গ।

শুক্রবার এক পোস্টে এ কথা জানান ফেসবুকের অন্যতম প্রতিষ্ঠাতা। সূত্র : ফিনান্সিয়াল টাইমস

খবরে বলা হয়,বর্তমানে ফেসবুকের প্রতি শেয়ারের মূল্য ১৭০ ডলার। এ হিসাবে জাকারবার্গ সর্বোচ্চ ১২৭০ কোটি ডলার মূল্যের শেয়ার বিক্রি করতে পারেন।

জাকারবার্গ বলেন, ‘শেষ দেড় বছর ধরে ফেসবুকের ব্যবসায় ভালো হচ্ছে আর আমাদের শেয়ারমূল্য এমন জায়গায় পৌঁছেছে যে আমি আমাদের দাতব্য প্রতিষ্ঠানে পুরো তহবিল যোগাতে পারছি আর ফেসবুকে ভোটিংয়ের নিয়ন্ত্রণ আরও ২০ বছর বা তার বেশি সময় ধরে রাখতে যাচ্ছি।’

নিজের হাতা থাকা ফেইসবুকের কিছু শেয়ার বিক্রি করে নিজের দাতব্য প্রতিষ্ঠান চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ-এর দান করবেন জাকারবার্গ।

তার পরিকল্পনা হচ্ছে, নিজের জীবদ্দশায় ফেসবুকের ৯৯ শতাংশ শেয়ার দান করে যাওয়া,বর্তমান মূল্যের হিসাবে যার মোট দাম হবে সাত হাজার কোটি ডলার।

স্টকমার্কেটবিডি.কম/

রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল প্রতিষ্ঠায় অস্ট্রেলিয়ার প্রতি আইসিসিবির আহবান

icbবিশেষ প্রতিবেদক :

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ (আইসিসিবি) বাংলাদেশে একটি রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল প্রতিষ্ঠা এবং সরকারের দেয়া সুযোগ-সুবিধা গ্রহণের জন্য অস্ট্রেলিয়ার প্রতি আহবান জানিয়েছে।

সিডনিতে অস্ট্রেড কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমান এ আহবান জানিয়ে বলেন, দক্ষিণ কোরিয়া ইতোমধ্যে বাংলাদেশে একটি রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল প্রতিষ্ঠা করেছে। তাছাড়া চীন, ভারত ও জাপানও বিশেষ রফতানি অঞ্চল প্রতিষ্ঠা করতে যাচ্ছে।

১৯ থেকে ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত দশম ওয়ার্ল্ড কংগ্রেসে যোগদানের জন্য ১৮ সেপ্টেম্বর মাহবুবুর রহমানের নেতৃত্বে আইসিসি বাংলাদেশের ১৮ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলটির সিডনি সফরকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে তিনি বাংলাদেশ সরকার কর্তৃক সারা দেশে একশ’টি রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল স্থাপনের পরিকল্পনার কথা তুলে ধরেন এবং একই সঙ্গে বেসরকারি রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল প্রতিষ্ঠার অনুমতিদানের কথাও বলেন।

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার কাজী ইমতিয়াজ হোসেন সেখানে অস্ট্রেড কর্মকর্তাদের সরাসরি বিদেশী বিনিয়োগ (এফডিআই) আকৃষ্ট করার সরকারি নীতি তুলে ধরে বক্তব্য রাখেন।

বৈঠকে অন্যান্যের মধ্যে আইসিসিবি’র সহ-সভাপতি ও এয়ারলিংকস লি.-এর চেয়ারম্যান রোকিয়া আফজাল হোসেন, আইসিসিবি’র নির্বাহী বোর্ড সদস্য ও হামীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, আইসিসিবি’র নির্বাহী বোর্ড সদস্য ও প্লামি ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল হক উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

বিনা জামানতে ৮৭ হাজার ৮৮টি প্রতিষ্ঠানকে ঋণ

bbবিশেষ প্রতিবেদক :

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে চলতি বছরের প্রথম ছয় মাসে ৮৩ হাজার ৫০৬ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে। এর মধ্যে বিনা জামানতে ৮৭ হাজার ৮৮টি প্রতিষ্ঠানকে ৯ হাজার ৪০০ কোটি টাকা এসএমই ঋণ দেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল ডিপার্টমেন্টের (জানুয়ারি-জুন ২০১৭) হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

তথ্যানুযায়ী, চলতি বছরে এসএমই খাতে ১ লাখ ৩৩ হাজার ৮৫৩ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ঠিক করে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে প্রথম ছয় মাসে ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলো এ খাতে ৮৩ হাজার ৫০৬ কোটি টাকার ঋণ বিতরণ করেছে। বিতরণ করা এ ঋণের পরিমাণ পুরো বছরের লক্ষ্যমাত্রার ৬২ শতাংশ।

এ ছাড়া আগের বছরের একই সময় এ খাতে বিতরণ হয়েছিল ৬৯ হাজার ৬৬৯ কোটি টাকা। এ হিসাবে এক বছরের ব্যবধানের এসএমই খাতে ঋণ বিতরণ বেড়েছে ১৩ হাজার ৮৩৭ কোটি টাকা। অর্থাৎ শতকরা হিসাবে প্রায় ১৯ দশমিক ৮৬ শতাংশ।

পর্যালোচনায় দেখা যায়, চলতি বছরের এসএমই খাতে বিতরণ করা ঋণের বেশির ভাগই বিতরণ হয়েছে ব্যাংকের মাধ্যমে। এ সময় ব্যাংকগুলো ৭৯ হাজার ১৭৭ কোটি এবং ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো ৪ হাজার ৩২৯ কোটি টাকা ঋণ দিয়েছে। ব্যাংকগুলো আগের বছরের একই সময়ের তুলনায় ১২ হাজার ৫৬০ কোটি টাকা বা ১৮ দশমকি ৮৫ শতাংশ বেশি ঋণ বিতরণ করেছে। আর্থিক প্রতিষ্ঠানে ঋণ আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে এক হাজার ২৭৬ কোটি টাকা বা ৪১ দশমকি ৮১ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, প্রথম ছয় মাসে এসএমই খাতে সবচেয়ে বেশি ঋণ বিতরণ হয়েছে ব্যবসা (ট্রেড) খাতে। আর সবচেয়ে কম সেবা (সার্ভিস) খাতে। বিতরণ করা ঋণের মধ্যে শুধু ব্যবসা খাতে বিতরণ হয়েছে ৫৩ হাজার ৩৪৫ কোটি টাকা। সেবা খাতে ১০ হাজার ২২২ কোটি টাকা এবং উৎপাদন বা ম্যানুফ্যাকচারিং খাতে ঋণ বিতরণ হয়েছে ১৯ হাজার ৯৪০ কোটি টাকা।

চলতি বছর জুন পর্যন্ত ১১ হাজার ৮১৫ জন নতুন উদ্যোক্তাদের ঋণ বিতরণ করা হয়েছে। এর মধ্যে নতুন নারী উদ্যোক্তা রয়েছে ৫০০ জন। প্রথম ছয় মাসে নতুন উদ্যোক্তাদের মাঝে এসএমই ঋণ বিতরণ কমেছে। অর্থাৎ ২০১৬ সালে একই সময় ১২ হাজার ৬০৭ জন নতুন উদ্যোক্তাদের ঋণ দেয়া হয়। এর মধ্যে নতুন নারী উদ্যোক্তা ছিল ৫৯৫ জন। আলোচিত সময়ে গ্রামাঞ্চলে ১৭ হাজার ৩৫৭ কোটি টাকার এসএমই ঋণ বিতরণ করেছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে চলছে গণশুনানি

electicic-smbdবিশেষ প্রতিবেদক :

দাম বাড়ানোর বিষয়ে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাবের ওপর গণশুনানি শুরু হয়েছে।

সোমবার সকাল ১০টায় রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি মিলনায়তনে এ গণশুনানি শুরু হয়। বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর ভোক্তা প্রতিনিধি, ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের মতামত নিতে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই গণশুনানির আয়োজন করে।

গণশুনানিতে অন্যদের মধ্যে উপস্থিত রয়েছেন পিডিবির চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ, বিইআরসির চেয়ারম্যান মনোয়ার ইসলাম, সদস্য মিজানুর রহমান ও আজিজ খান।

আজ সোমবার প্রথমে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পাইকারি মূল্যবৃদ্ধির প্রস্তাবের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। এরপর ২৬ সেপ্টেম্বর পিডিবির খুচরা পর্যায়ের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। ২৭ সেপ্টেম্বর পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি), ২৮ সেপ্টেম্বর ডিপিডিসি, ২ অক্টোবর ডেসকো, ৩ অক্টোবর ওজোপাডিকো এবং ৪ অক্টোবর নওজোপাডিকোর খুচরা মূল্য পরিবর্তনের প্রস্তাবের বিষয়ে শুনানির আয়োজন করেছে বিইআরসি।

চলতি বছর মার্চে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব বিইআরসিতে পাঠায় বিতরণ কোম্পানিগুলো। পাইকারি পর্যায়ে ১৪ দশমিক ৫০ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব করেছে পিডিবি। গ্রাহকপর্যায়ে ডিপিডিসি ছয় দশমিক ২৪, ডেসকো ছয় দশমিক ৩৪, ওজোপাডিকো ১০ দশমিক ৩৬ ও আরইবি ১০ দশমিক ৭৫ শতাংশ দাম বৃদ্ধির আবেদন করেছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

সূচকের নিম্নমুখী প্রবণতা অব্যাহত আছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচক কমার পাশাপাশি লেনদেনের গতিও কম ডিএসইতে। অন্যদিকে, ব্যাপক দরপতন লক্ষ করা যাচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। এ ছাড়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে দুই শেয়ারবাজারে।

ডিএসইতে আজ দুপুর ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক প্রায় ৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬১৩০ পয়েন্টে। দুপুর ১২টা পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় ২৫০ কোটি টাকা।

দুপুর ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩০৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৮টির, কমেছে ১৩৩টির। দর অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির।

অন্যদিকে, সিএসইতে আজ দুপুর ১২টা নাগাদ সার্বিক সূচক কমেছে ১১২ দশমিক ১১ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ প্রায় ৯ কোটি ৯৫ লাখ টাকা। আজ দুপুর ১২টা নাগাদ সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৬০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ৭০টির। দর অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

এসআইবিএলের দুই পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা

siblস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের উদ্দ্যোক্তা শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

মো: শাহ আলম ও মিসেস জোহরা আলমের কাছে থাকা ১,৭২,৫৩২টি ও ৮২,৮৪৬টি শেয়ারের মধ্যে যথাক্রমে ১,৭২,০০০ ও ৮২,৮০০টি শেয়ার চলমান বাজার দরে বিক্রয়ের আগ্রহ প্রকাশ করেছেন।

ঘোষণার পর ৩১ অক্টোবরের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

এ কোম্পানিটি এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

ন্যাশনাল হাউজিংয়ের শেয়ার বিক্রয় করবে ন্যাশনাল ব্যাংক

NHFL-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের এক কর্পোরেট স্পন্সর শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ন্যাশনাল ব্যাংকের কাছে থাকা ৫১ লাখ ২৩ হাজার ২৯৫টি শেয়ারের মধ্যে ২৯ লাখ ৯৫ হাজার ৪৫৫টি শেয়ার চলমান বাজার দরে বিক্রয়ের আগ্রহ প্রকাশ করেছেন।

ঘোষণার পর ৩১ অক্টোবরের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

এ কোম্পানিটি এসব শেয়ার চলমান বাজার দরে ব্লক মার্কেটে বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

এ্যাপেক্স ফুটওয়ারের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা

apex-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি এ্যাপেক্স ফুটওয়ার লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ৫০ শতাংশ নগদ ঘোষণা করেছে। সোমবার কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বোর্ড সভায় ৩০ জুন ২০১৭ পর্যন্ত সমাপ্ত ১৮ মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে কোম্পানির পরিচালনা বোর্ড।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে আগামী ১৬ অক্টোবর।

এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১.০৭ টাকা। আর শেয়ার প্রতি সম্পদমূল্য (ন্যাভ) দাঁড়িয়েছে ২২৭.৫২ টাকা। এই বছর এনওসিএফপিএস দাঁড়িয়েছে ৮৪.৯৬ টাকা।

আগের বছর এই কোম্পানি শেয়ারহোল্ডারদেরকে ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়।

স্টকমার্কেটবিডি.কম/মোদক