শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত আমরা নেটওয়ার্কসের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কোম্পানিটির এই প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির ২০১৬ সালের জুলাই হতে ২০১৭ সালের মার্চ পর্যন্ত নয় মাসে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮৮ টাকা। এসময় কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) এসেছে ২৯.৪৩ টাকা।
জানুয়ারি হতে মার্চ প্রান্তিকে আমরা নেটওয়ার্কসের কর পরিশোধের পর মুনাফা হয়েছে ৩ কোটি ২৫ লাখ টাকা, গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল যথাক্রমে ২ কোটি ৬০ লাখ ৩০ হাজার টাকা। উক্ত সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৮৬ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৬৮ পয়সা।
আগামী ২ অক্টোবর দেশের উভয় স্টক এক্সচেঞ্জে আমরা নেটওয়ার্কসের শেয়ার লেনদেন শুরু হবে।
স্টকমার্কেটবিডি.কম/এমএ