নিজস্ব প্রতিবেদক :
প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে বুক বিল্ডিং পদ্ধতিতে প্রক্রিয়াধীন আমান কটন ফাইবার্স লিমিটেড আরো এক ধাপ এগিয়ে গেছে। কোম্পানিটির বিডিংয়ের সময় নির্ধারণ করা হয়েছে। আগামী ৬ নভেম্বর বেলা ৫ টা হতে ৯ নভেম্বর বেলা ৫টা পর্যন্ত এই বিডিং অনুষ্ঠিত হবে।
ইলেক্ট্রনিক্স এই বিডিংয়ে দেশের সকল উপযুক্ত প্রতিষ্ঠান শর্ত মোতাবেক অংশগ্রহণ করতে পারবে। এই বিডিং পর্যালোচনা করার সুযোগ সবার জন্য উন্মুক্ত থাকবে।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর কমিশনের ৬১১তম সভায় কাট অফ প্রাইজ নির্ধারণ করার অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
জানা গেছে, এ কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে ৮০ কোটি টাকা সংগ্রহ করবে। শেয়ারবাজার থেকে সংগ্রহ করা অর্থের একটি অংশ দিয়ে কারখানায় আধুনিক মেশিনারি স্থাপন করা হবে। এতে ব্যয় হবে ৪৯ কোটি ৩৭ লাখ ৯৮ হাজার টাকা।
আমান কটন ফাইবার্স লিমিটেডের কারখানা
আইপিও’র মাধ্যমে উত্তোলিত অবশিষ্ট অর্থ থেকে ১৭ কোটি ১২ লাখ টাকা ব্যয় করা হবে ঋণ পরিশোধে। চলতি মূলধন হিসাবে ব্যয় করা হবে ১০ কোটি টাকা। আর আইপিও’তে ব্যয় হবে সাড়ে তিন কোটি টাকা। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণের মাধ্যমে আইপিও’তে শেয়ারের বিক্রয়মূল্য নির্ধারিত হবে। আর এর ওপর নির্ভর করবে আইপিও’তে কোম্পানি কতগুলো শেয়ার ইস্যু করবে।
শেয়ারবাজারে আসতে ইচ্ছুক কোম্পানিটি জুলাই ২০১৫ থেকে মার্চ ২০১৬ পর্যন্ত শেয়ারপ্রতি আয় করেছে দুই টাকা ৪৬ পয়সা, যা এর আগের বছর ছিল দুই টাকা ৪২ পয়সা। ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাববছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে তিন টাকা ২১ পয়সা। আলোচ্য বছরে শেয়ারপ্রতি সম্পদ মূল্য ছিল ৩১ টাকা ৮৯ পয়সা। আর কর-পরবর্তী মুনাফা ছিল ২৫ কোটি ৬৭ লাখ টাকা।
আমান কটন ফাইবার্স লিমিটেড মূলত সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান। কোম্পানিটি কটন, পলিস্টার, সিল্কসহ অন্য ফাইবার উৎপাদন করে। আমান কটন ফাইবার্স লিমিটেডকে আইপিওতে আনতে ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। আর ইস্যু রেজিস্টারের দায়িত্বে আছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টস লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/