ঢাবিতে বিজনেস এন্ড ইকোনমিক্স শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন

2017-10-30_6_94486স্টকমার্কেট ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বিজনেস স্টাডিজ অনুষদের উদ্যোগে ‘বিজনেস এন্ড ইকোনমিক্স’ শীর্ষক দু’দিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলন আজ সোমবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শুরু হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মেলন উদ্বোধন করেন। সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘ইন্টার-ডিসিপ্লিনারি সল্যুশনস ফর বিজনেস চ্যালেঞ্জেস ইন এ নিউ গ্লোবাল অর্ডার’।

বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের কুইনিপিয়াক ইউনিভার্সিটির প্রেসিডেন্ট অধ্যাপক জন এল.লাহি এবং অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক স্কট বোম্যান বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
যুক্তরাষ্ট্রের টাফ্টস ইউনিভার্সিটির অধ্যাপক পার্থ এস ঘোষ মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

সম্মেলন আয়োজক কমিটির কো-চেয়ার অধ্যাপক এম সাদিকুল ইসলাম ধন্যবাদ জ্ঞাপন করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য শিক্ষাবিদ, গবেষক ও পেশাজীবীদের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ বর্তমানে রোহিঙ্গা সংকট, সামাজিক বৈষম্য, দারিদ্র্য বিমোচনসহ নানা চ্যালেঞ্জ মোকাবেলা করছে উল্লেখ করে উপাচার্য বলেন, আন্ত:বিভাগীয় গবেষণার মাধ্যমে আমাদের এসব সমস্যা সমাধান করতে হবে।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিশ্বের বিভিন্ন খ্যাতিমান বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা প্রকল্প গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এই সম্মেলন এক্ষেত্রে কমন প্ল্যাটফরম তৈরি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য,বাংলাদেশ, ভারত, চীন, যুক্তরাস্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, জাপান, শ্রীলংকা, সিঙ্গাপুর এবং ভিয়েতনামের শিক্ষাবিদ ও গবেষকগণ এই সম্মেলনে অংশগ্রহণ করছেন।

স্টকমার্কেটবিডি.কম/শুভ
স্টকমার্কেটবিডি.কম/এসএম

ওয়াইম্যাক্সের লেনদেন শুরু ৬ নভেম্বর

oiস্টকমার্কেট ডেস্ক :

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) পক্রিয়া শেষ করে ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডসের শেয়ার লেনদেন শুরু হবে আগামী ৬ নভেম্বর। এদিন দেশের উভয় শেয়ারবাজারেই কোম্পানিটির লেনদেন শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৫ অক্টোবর কোম্পানিটির আইপিওতে আবেদনকারীদের মাঝে শেয়ার বরাদ্দ দেয়ার জন্য লটারির ড্র অনুষ্ঠিত হয়।

এর আগে গত ৫ সেপ্টেম্বর হতে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত আইপিও আবেদন জমা নেয়
এর আগে গত ৯ মে মঙ্গলবার কমিশনের ৬০৪তম সভায় আইপিওটি অনুমোদন দেওয়া হয়।

কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ১.৫ কোটি শেয়ার ছেড়ে মোট ১৫ কোটি টাকা উত্তোলন করবে।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে এমটিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

আইপিওর মাধ্যমে উত্তোলিত এ অর্থ দিয়ে কোম্পানিটি মূলধনী যন্ত্রপাতি ও কাঁচামাল ক্রয় করবে।

গত ৫ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ওয়েটেড এভারেজ ইপিএস ছিল ২ টাকা ৩ পয়সা। আর ৩০ জুন ২০১৬ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্যের পরিমাণ এসেছে (এনএভি) ১৪ টাকা ৮৭ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/শুভ

রিপাবলিক ইন্স্যুরেন্স ৩য় প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

Republic-insuranceস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত বোর্ড সভায় তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। এই প্রান্তিকে (জানুয়ারি-মার্চ, ১৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪৬ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৩৬ পয়সা। এ হিসাবে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির ইপিএস বেড়েছে।

চলতি বছরের প্রথম নয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১.৫১ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১.৩৭ টাকা।

গত ৩০ সেপ্টেম্বর কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৪৮ টাকা। যা ২০১৬ সালের ৩০ জুন ছিল ৬১০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

সিভিও পেট্রোকেমিক্যালের বোনাস লভ্যাংশ ঘোষণা

CVO_logo2স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের ২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার অনুষ্ঠিত বোর্ড সভায় চলতি বছরের জুন মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় কোম্পানিটি।

এসময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.৪৮ টাকা। আর কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ৯.০৯ টাকা।

আগামী ২৭ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন নির্ধারণ করেছে। আর রেকর্ড ডেট ২২ নভেম্বর ।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ.

প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলসের লভ্যাংশ ঘোষণা

primস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার অনুষ্ঠিত বোর্ড সভায় চলতি বছরের জুন মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় কোম্পানিটি।

এসময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০৪ টাকা। আর কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ৪৮.৪৮ টাকা।

আগামী ৩০ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন নির্ধারণ করেছে। আর রেকর্ড ডেট ২২ নভেম্বর ।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ.

এ্যাপোলো ইস্পাতের বোনাস লভ্যাংশ ঘোষণা

(PNG Image, 354 × 142 pixels)স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার অনুষ্ঠিত বোর্ড সভায় চলতি বছরের জুন মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় কোম্পানিটি।

এসময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৩৫ টাকা। আর কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ২২.১৫ টাকা।

আগামী ২৩ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন নির্ধারণ করেছে। আর রেকর্ড ডেট ২৩ নভেম্বর ।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ.

তিন কোম্পানির বন্ড ছেড়ে ১০২২.৫ কোটি টাকা উত্তোলন করার সিদ্ধান্ত

bondস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত তিনটি কোম্পানি বন্ড ছেড়ে বাজার থেকে ১০২২.৫ কোটি টাকা উত্তোলন করার সিদ্ধান্ত নিয়েছে। এগুলো হলো- উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমন্ট, সাউথইস্ট ব্যাংক লিমিটেড এবং সিটি ব্যাংক লিমিটেড। সোমবার ডিএসই সূত্র থেকে এ তথ্য জানা গেছে।

সিটি ব্যাংক লিমিটেড :

২২ কোটি ৫০ লাখ টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে সিটি ব্যাংকের পরিচালনা বোর্ড। ব্যাংকটি টায়ার- টু মূলধন বাড়াতে বন্ড ইস্যু করবে।

সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড:

৫০০ কোটি টাকার নন কনভারটেবল সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ। বন্ডের মেয়াদ হবে সাত বছর। ব্যাংকটি টায়ার- টু মূলধন বাড়াতে বন্ড ইস্যু করবে।

উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমন্ট :

৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের পরিচালনা পর্ষদ। কোম্পানিটি নন কনভারটেবল জিরো কুপন বন্ড ইস্যু করবে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এ বন্ড ইস্যু করবে কোম্পানিটি। জানা যায়, কোম্পানিটি চলমান অর্থের প্রয়োজন মেটাতে বন্ড ইস্যু করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ