সাপ্তাহিক ব্যবধানে দেশের উভয় শেয়ারবাজারে সব সূচক বেড়েছে। বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর আর টাকার পরিমাণে লেনদেন। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচক এক সপ্তাহে ৮০.৭৬ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ৬০৯৯ পয়েন্টে। এছাড়া শরিয়াহ সূচক ১২.৬৩ পয়েন্ট বেড়ে ১৩২৯ পয়েন্টে ও ডিএসই-৩০ সূচক ২৭.৫৭ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ২২০১ পয়েন্টে।
সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩ হাজার ২৭ কোট ৬২ লাখ ৩৪ হাজার ৭৯০ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ১৭৮ কোটি ৭৮ লাখ ৯৪ হাজার ৩১৭ টাকা বা ৬.২৮ শতাংশ বেশি। আগের সপ্তাহে লেনদেন হয়েছিলো ২ হাজার ৮৪৮ কোটি ৮৩ লাখ ৪০ হাজার ৪৭৩ টাকা।
আর সপ্তাহজুড়ে লেনদেনে অংশগ্রহণ করেছে ৩৩৬ টি প্রতিষ্ঠান। এদের মধ্যে দর বেড়েছে ১৯২টির, কমেছে ১২৭টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টির দর।
অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩১৪ পয়েন্ট বেড়ে সপ্তাহ শেষে দাড়িয়েছে ১৮৯১১ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ১৯০ পয়েন্ট সিএসই-৫০ সূচক ২২ পয়েন্ট , সিএসই-৩০ সূচক ২৩৮ পয়েন্ট এবং সিএসআই ১৬ পয়েন্ট বেড়েছে।
সপ্তাহজুড়ে সিএসইতে হাত বদল হওয়ার ২৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৭৩টির, কমেছে ৯৩টির আর অপরিবর্তিত রয়েছে ১৩টির দর।
গত সপ্তাহে ২৮৭ কোটি ৮২ লাখ ৩২ হাজার ২৭১ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ১৭ কোটি ১০ লাখ ৪১ হাজার ৯৮৮ টাকা কম। আগের সপ্তাহে লেনদেন হয়েছিলো ৩০৪ কোটি ৯২ লাখ ৭৪ হাজার ২৫৯ টাকার।
স্টকমার্কেটবিডি.কম/এমএ