যমুনা ওয়েলের ১১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

jamuna 1স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের কোম্পানি যমুনা ওয়েল লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের ১১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার অনুষ্ঠিত বোর্ড সভায় চলতি বছরের জুন মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় কোম্পানিটি।

এসময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০.৩০ টাকা। আর কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১৬৬.৯৮ টাকা।

আগামী ৩ ফেব্রুয়ারি কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন নির্ধারণ করেছে। আর রেকর্ড ডেট ১৯ ডিসেম্বর ।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ.

ফার্মা এইডসের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

Pharma-Aid-1স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ শিল্প খাতের কোম্পানি ফার্মা এইডস লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার অনুষ্ঠিত বোর্ড সভায় চলতি বছরের জুন মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় কোম্পানিটি।

এসময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯.৪৮ টাকা। আর কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ৪৯.৫৩ টাকা।

আগামী ২৮ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন নির্ধারণ করেছে। আর রেকর্ড ডেট ০৪ ডিসেম্বর ।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ.

রহিমা ফুডের নো ডেভিডেন্ট ঘোষণা

rahimaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক শিল্প খাতের কোম্পানি রহিমা ফুড কর্পোরেশন লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি। কোম্পানির সূত্রে এ তথ্য জানা যায়।

এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১৮ পয়সা। আর কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ২.৮২ টাকা।

আগামী ২৭ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন নির্ধারণ করেছে। আর রেকর্ড ডেট ৭ ডিসেম্বর ।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ.

সামিট অ্যালায়েন্সের ১ম প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

summit a pস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত সেবা ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের চলতি বছরের ১ম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানিটি বোর্ড সভায় ১ম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। এই প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ১৭) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১১ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১৮ পয়সা। এ হিসাবে চলতি বছরের ১ম প্রান্তিকে কোম্পানির ইপিএস কমেছে।

গত ৩০ সেপ্টেম্বর কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের দায় মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৩.৬৭ টাকা।যা ২০১৬ সালের ৩০ জুন ছিল ২৪ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

পোশাক শিল্পের আধুনিকায়নে আইসিসিবিতে প্রর্দশনী

garmentsস্টকমার্কেট প্রতিনিধি :

প্রযুক্তির সঙ্গে তৈরি পোশাক খাতের পরিচয় ঘটানো ও আধিনুকায়নের লক্ষ্যে তিনদিন ব্যাপী ‘অফিস আইডিয়া এক্সপো ও জিটিমেট বাংলাদেশ-২০১৭’ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (০৯ নভেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় মেলা দুটির উদ্বোধন হয়।

কাইটস ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেড আয়োজিত এক্সপোর উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোশারফ হোসেন ভূইয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, গার্মেন্ট সেক্টর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ শিল্পের উন্নয়নের গতি ধরে রাখতে হলে প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। প্রযুক্তিগত উন্নয়ন নতুন নতুন সম্ভাবনা সৃষ্টি করে। অফিস শিল্পে প্রযুক্তির ব্যবহার শিল্পখাতকে স্মার্ট ও আধুনিক করে তুলবে।
পোশাক শিল্পের আধুনিকায়নে আইসিসিবিতে প্রর্দশনীআইসিসিবি’র ১ নম্বর হলে গার্মেন্টস টেক্সটাইল ও অফিস শিল্পের এ প্রদর্শনী দুটি ৯ থেকে ১১ নভেম্বর পযর্ন্ত চলবে। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, জাপান, হংকং ও চীনের বিভিন্ন কোম্পানি মেলায় অংশ নিয়েছে। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের দেড়শ স্টল রয়েছে। সকাল ১০টা থেকে সাতটা পর্যন্ত প্রর্দশনী প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ গার্মেন্টস অ্যাক্সেসরিজ প্যাকেজিং ম্যানুফেচারার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) সভাপতি আব্দুল কাদির, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সহ-সভাপতি মোহাম্মাদ মনসুর আহমেদ, ট্রেড সার্ভিস ইন্টারন্যাশনাল ম্যানেজিং ডিরেক্টর সায়িদ মাহমুদুল হক প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

সাভার রিফ্রাক্টরিজের ১ম প্রান্তিক বোর্ড সভা আহবান

Savar-Refractoriesস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি সাভার রিফ্রাক্টরিজ লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৪ নভেম্বর আহবান করা হয়েছে।বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩ টায় রাজধানীর তেজগাও অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

সুহৃদ ইন্ডাস্ট্রিজের ১ম প্রান্তিক বোর্ড সভা আহবান

suridস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৪ নভেম্বর আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন সন্ধায় ৬টায় রাজধানীর গ্রীনরোড অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের ১ম প্রান্তিক বোর্ড সভা ১৪ নভেম্বর

Central-Pharma-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ শিল্প খাতের কোম্পানি সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৪ নভেম্বর আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩ টায় রাজধানীর মিরপুরে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

ন্যাশনাল ফিডের বিক্রি করবে ন্যাশনাল হ্যাচারি

national_feed_mill_939619377স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি ন্যাশনাল ফিড মিলস লিমিটেডের একটি কর্পোরেট স্পন্সর শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ন্যাশনাল হ্যাচারি নামে এই স্পন্সর হাতে থাকা ২৫ লাখ ৯৭ হাজার ৮০টি শেয়ারের মধ্যে ২০ লাখ শেয়ার চলমান বাজার দরে বিক্রয়ের আগ্রহ প্রকাশ করেছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

কোম্পানিটি এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে বিক্রয় করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ