এ্যাপোলো ইস্পাতের এজিএমের ভেনু নির্ধারণ

Apollo ispatস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্পাত শিল্প খাতের প্রতিষ্ঠান এ্যাপোলো ইস্পাত লিমিটেড ২৩ তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) স্থান নির্ধারণ করেছে। এর আগে আগামী ২৩ ডিসেম্বর এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরবর্তীতে এজিএমের স্থান নির্ধারণ করবে বলে জানানো হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ্যাপোলো ইস্পাতের পক্ষ থেকে বলা হয়েছে, আসন্ন এজিএমটির ভেন্যু নির্ধারণ করা হয়েছে রাজধানীর তেজগাওয়ে অবস্থিত ফনিক্স টাওয়ার-২ এ। এজিএমের অন্যান্য বিষয়গুলো অপরিবর্তিত থাকবে।

২০১৭ সালের সমাপ্ত অর্থবছরের জন্য এই ২৩তম এজিএমটি অনুষ্ঠিত হবে। সম্প্রতি অনুষ্ঠিত বোর্ড সভায় এই এজিএমের সময় ও তারিখ ঘোষণা করা হলেও স্থান নির্ধারণ করে পরবর্তীতে জানানো হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এনএ

ওয়েষ্টার্ণ মেরিনের প্লেসমেন্ট শেয়ার বিক্রির ঘোষণা

westernস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়েষ্টার্ণ মেরিন শিপইয়ার্ড লিমিটেডের একজন পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

আবু মো: ফজলে রশিদ নামে কোম্পানিটির পরিচালক হাতে থাকা ১৪,৬২,১৫০ টি শেয়ার চলমান বাজার দরে বিক্রয়ের আগ্রহ প্রকাশ করেছেন। তার হাতে কোম্পানিটির মোট ৩৫,১৩,৪৩১ টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

তিনি কোম্পানিটির এসব শেয়ার চলমান বাজার দরে ও পাবলিক মার্কেটে বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

দ্যা পেনিনসুলার ক্যাটাগরি পরিবর্তন

the-peninsula-chittagongস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি দ্যা পেনিনসুলা চিটাগংলিমিটেড শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ লভ্যাংশ দিয়ে ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামী ১০ ডিসেম্বর রবিবার থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন হবে।

কোম্পানিটি ৩০ জুন ২০১৭ সমাপ্ত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

আর এই লভ্যাংশ দিয়ে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। এর আগে কোম্পানিটি এ ক্যাটাগরিতে লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

  1. বিডি থাই
  2. বারাকা পাওয়ার
  3. প্যারামাউন্ট টেক্সটাইল
  4. সিটি ব্যাংক
  5. সিএমসি কামাল
  6. এএমসিএল (প্রাণ)
  7. ফাস ফাইন্যান্স
  8. গোল্ডন হার্ভেষ্ট
  9. ফুয়াং ফুডস
  10. ব্র্যাক ব্যাংক।

ডিএসইতে ৫১৭ ও সিএসইতে ২৩ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেট প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫১৭ কোটি টাকা। এদিন সেখানে সবগুলো সূচক আগের দিনের চেয়ে কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমে ২৩ কোটি টাকায় এসেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৮.০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২৪৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৮৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৭.৪০ পয়েন্ট কমে অবস্থান করে ২২৬৪ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৫১৭ কোটি ১২ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেনের পরিমাণ ছিল ৫৮৪ কোটি ৮০ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩২৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩৮টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৪৫টির। আর দর অপরিবর্তিত আছে ৪৬টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বিডি থাই, বারাকা পাওয়ার, প্যারামাউন্ট টেক্সটাইল, সিটি ব্যাংক, সিএমসি কামাল, এএমসিএল (প্রাণ), ফাস ফাইন্যান্স, গোল্ডন হার্ভেষ্ট, ফুয়াং ফুডস ও ব্র্যাক ব্যাংক।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৪০.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৬৮৫ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ১০৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৬টির।

এদিন টাকায় লেনদেন হয়েছে ২৩ কোটি ৭ লাখ টাকা। গতকাল বুধবার ছিল ২৭ কোটি ৪৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল ও বারাকা পাওয়ার।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

মার্জিনধারী শেয়াহোল্ডারদের তথ্য চায় বাটা সু

logo-bataস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি বাটা সু লিমিটেডের লভ্যাংশ বিতরণের জন্য ব্রোকারেজ হাউজের কাছ থেকে মার্জিনধারীদের তালিকা চেয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

কোম্পানিটি ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোর কাছ থেকে মার্জিন ঋণধারীদের নাম, বিও নম্বর, ইটিআইএনসহ বিস্তারিত তথ্য চেয়েছে।

ব্রোকারহাউজ ও মার্চেন্ট ব্যাংক থেকে ঋণ নিয়ে (মার্জিন) শেয়ার কিনেছেন এমন বিনিয়োগকারীদের তালিকা চায় কোম্পানিটি।

আগামী ১২ ডিসেম্বরের মধ্যে এই তালিকা এ share@batabd.com মেইলে পাঠাতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসআই

ইমাম বাটনের শেয়ার দর বাড়ার কোনো তথ্য নেই

imamস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের ধারাবাহিক দর বাড়ার পেছনে কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গত ২৮ নভেম্বর শেয়ারটির দর ছিল ৩১.৫০ টাকা। যা গতকাল ৬ ডিসেম্বর লেনদেন শেষে দর ৩৮.৫০ টাকায় দাঁড়িয়েছে।

কোম্পানির শেয়ার দর এই অস্বাভাবিকভাবে বৃদ্ধির আলোকে ডিএসই কর্তৃপক্ষ তদন্ত শুরু করে । এসময় কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়, কোনো কারণ ছাড়াই বাড়ছে ইমাম বাটনের শেয়ার দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

ফার্মা এইডসের মূল্য সংবেদনশীল তথ্য নেই

Pharma-Aid-1স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি ফার্মা এইডস লিমিটেডের শেয়ারের ধারাবাহিক দর বাড়ার পেছনে কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গত ১২ নভেম্বর শেয়ারটির দর ছিল ২৮৪ টাকা। যা গতকাল ৬ ডিসেম্বর লেনদেন শেষে দর ৪০৭ টাকায় দাঁড়িয়েছে।

কোম্পানির শেয়ার দর এই অস্বাভাবিকভাবে বৃদ্ধির আলোকে ডিএসই কর্তৃপক্ষ তদন্ত শুরু করে । এসময় কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়, কোনো কারণ ছাড়াই বাড়ছে ফার্মা এইডস শেয়ারের দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

নাইকোর রায় স্থগিতে শুনানি ১১ জানুয়ারি

courtস্টকমার্কেট প্রতিবেদক :

গ্যাস উত্তোলন ও সরবরাহে ২০০৩ সালে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বাপেক্সের সঙ্গে কানাডাভিত্তিক আন্তর্জাতিক কোম্পানি নাইকোর করা যৌথ উদ্যোগ (জয়েন্ট ভেনচার) চুক্তি অবৈধ বলে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে নাইকো বাংলাদেশের আবেদনের শুনানি আগামী ১১ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ।

বৃহস্পতিবার দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে নাইকোর পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। এর আগে আরও দুই দফা মুলতবি করা হয়েছিলো।

এক রিট আবেদনের শুনানি নিয়ে গত ২৪ আগস্ট বাপেক্সের সঙ্গে নাইকোর করা সব চুক্তি অবৈধ বলে ঘোষণা দেন হাইকোর্ট। একই সঙ্গে দুই চুক্তির অধীনে যেসব সম্পত্তি আছে, তা জব্দের পাশাপাশি নাইকো বাংলাদেশের সম্পত্তি ও ব্লক-৯ এর সম্পত্তিও জব্দের নির্দেশ দেওয়া হয়।

ওই রায়ে আরও উল্লেখ করা হয়, সিলেটের ছাতকে গ্যাসকূপের বিস্ফোরণে ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত নাইকোকে কোনো ধরনের পেমেন্ট (মূল্য পরিশোধ) করা যাবে না।

নাইকো সংক্রান্ত ইন্টারন্যাশনাল আর্বিট্রেশন আদালতে লড়া বাপেক্স ও পেট্রোবাংলার পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার মঈন গনি।

নাইকোর সঙ্গে করা দু’টি চুক্তি চ্যালেঞ্জ করে জনস্বার্থে গত বছর জ্বালানি বিশেষজ্ঞ প্রফেসর এম শামসুল আলম রিট আবেদনটি করেন। ২০০৩ ও ২০০৬ সালে নাইকোর সঙ্গে বাপেক্স ও পেট্রোবাংলার চুক্তি সঠিকভাবে হয়নি, দুর্নীতির মাধ্যমে হয়েছে।

এছাড়া ২০০৫ সালে ছাতকে যে বিস্ফোরণ ঘটেছে, তার ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশে থাকা নাইকোর সব সম্পত্তি জব্দেরও আবেদন জানানো হয়। এরপর গত বছরের ০৯ মে রুল জারি করেন হাইকোর্ট।

ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে গত ২৪ আগস্ট এ দুই প্রতিষ্ঠানের মধ্যে করা সব চুক্তি অবৈধ বলে রায় দেন হাইকোর্ট।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

ইবনে সিনার নমিনী পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা

ibnস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিটিক্যালস লিমিটেডের একজন নমিনী পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

এম আতাউর রহমান ইবনে সিনা ট্রাষ্টের প্রতিনিধিত্ব করছেন। এই উদ্দ্যোক্তা ৩০০০ শেয়ার চলমান বাজার দরে ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছেন।

ঘোষণার পর ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

এ কোম্পানিটি এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.