রেনেটার ঋণমান ‘এএ+’ ও ‘এসটি-১’

reneta-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি রেনেটা লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এএ+’। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

একই সময়ে কোম্পানিটির ম্বল্পমেয়াদি ঋণমান দাঁড়িয়েছে ‘এসটি-১’।

২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

গাজী করপোরেশনের এমডি গ্রেফতার

dudokস্টকমার্কেট প্রতিবেদক :

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ গাজী ফেব্রিকস ও গাজী করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গাজী মাহমুদ কামালকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৮ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে তাকে গুলশান শাহজাদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গাজী মাহমুদ কামালের বিরুদ্দে প্রায় ১৭ কোটি ৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) রমনা থানায় দুদকের দায়ের করা এক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।’
গ্রেফতার অভিযান পরিচালনা করেন দুদকের সহকারী পরিচালক আবদুল ওয়াদুদ।

স্টকমার্কেটবিডি.কম/

ঢাকা ব্যাংকের লেনদেন ৬ দিন বন্ধ থাকবে

dhakaস্টকমার্কেট প্রতিবেদক :

মানসম্পন্ন সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে কোর ব্যাংকিং সল্যুশন (সিবিএস) হালনাগাদ করছে বেসরকারি খাতের ঢাকা ব্যাংক। এ জন্য আজ রাত ৮টা থেকে আগামী মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত সব ধরনের সেবা বন্ধ রাখবে ব্যাংকটি। তবে এ সময়ে ক্রেডিট কার্ড সেবা চালু থাকবে। সেবা বন্ধ থাকার বিষয়টি ইতিমধ্যে গ্রাহকদের অবহিত করেছে ব্যাংকটি।

ব্যাংকটি জানিয়েছে, উল্লিখিত সময়ে সব ধরনের সেবা ও লেনদেন, ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল অ্যাপস সেবা, এটিএম সেবা ও ডেবিট কার্ডের লেনদেন বন্ধ থাকবে। তবে ক্রেডিট কার্ডের গ্রাহকেরা অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা উত্তোলন ও কেনাকাটা করতে পারবেন।

এর আগে সিবিএস হালনাগাদের জন্য ২৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে ৩ অক্টোবর রাত সাড়ে ১১টা পর্যন্ত সব ধরনের সেবা বন্ধ রেখেছিল প্রাইম ব্যাংক। ওই সময়ে সার্ভার স্থানান্তরের জন্য ঢাকা ব্যাংকও এটিএম সেবা বন্ধ রেখেছিল। অন্য কয়েকটি ব্যাংক একইভাবে সেবা বন্ধ রেখেছিল।

জানা গেছে, ব্যাংকগুলোর সেবা পরিচালিত হয় মূলত কোর ব্যাংকিং সল্যুশনের (সিবিএস) মাধ্যমে। এর মাধ্যমে সব ধরনের কার্যক্রম সম্পাদন করা হয়। এর পাশাপাশি কার্ড সেবার জন্য কয়েকটি ব্যাংকের পৃথক প্রযুক্তি রয়েছে। তবে নিরাপত্তা নিশ্চিত করতে ও বিশ্বমানের সঙ্গে তাল মিলিয়ে চলতে সময়ে-সময়ে এটা হালনাগাদ করতে হয়। এতে ঝুঁকি কিছুটা কমে।

স্টকমার্কেটবিডি.কম/

দুদকের জিজ্ঞাসাবাদে এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান-এমডি

ab-smbdস্টকমার্কেট প্রতিবেদক :

অর্থপাচারের অভিযোগে এবি ব্যাংকের (আরব বাংলাদেশ ব্যাংক) সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম ফজলুর রহমানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার পর প্রথমে ওয়াহিদুল হককে জিজ্ঞাসাবাদ শুরু করেন কমিশনের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। কার্যালয়ে প্রবেশকালে ওয়াহিদুলকে বেশ বিমর্ষ দেখা যায়। সাড়ে ১০টার পর ফজলুর রহমানকেও জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।

বুধবার (২৭ ডিসেম্বর) এ দু’জনসহ ৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে চিঠি পাঠায় রাষ্ট্রীয় দুর্নীতি দমন প্রতিষ্ঠানটি।

ওয়াহিদুল ও ফজলুর ছাড়া বাকি ৮ জন হলেন- ব্যাংকটির সাবেক এমডি শামিম আহমেদ চৌধুরী, হেড অব ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট অ্যান্ড ট্রেজারি আবু হেনা মোস্তফা কামাল, হেড অব কর্পোরেট মাহফুজ উল ইসলাম, হেড অব অফশোর ব্যাংকিং ইউনিট (ওবিইউ) মোহাম্মদ লোকমান, ওবিইউ এর কর্মকর্তা মো. আরিফ নেয়াজ, ব্যাংক কোম্পানি সেক্রেটারি মাহদেব সরকার সুমন এবং প্রধান কার্যালয়ের কর্মকর্তা এম এন আজিম।

গত ১০ ডিসেম্বর তদন্ত সংশ্লিষ্ট তথ্য চেয়ে ব্যাংকটির এমডির কাছে চিঠি দেন দুদকের পরিচালক সৈয়দ ইকবাল। তারপর ১৩ ও ১৪ ডিসেম্বর ওয়াহিদুল হক ফজলুর রহমান, শামিম আহমেদ এবং মোস্তফা কামালকে দুদকে হাজির হতে বলা হয়। কিন্তু তারা হাজির না হয়ে দুদকে উপস্থিত হতে সময়ের আবেদন করেন। এর প্রেক্ষিতে আবার তাদের হাজির হতে চিঠি পাঠানো হয় বুধবার।

ওই চিঠিতে ওয়াহিদুল হক ও ফজলুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার সকালে ডাকা হয়। আর শামিম আহমেদ ও মোস্তফা কামালকে ৩১ ডিসেম্বর হাজির হতে বলা হয়। বাকিদের আগামী ২ জানুয়ারি জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

দুদক সূত্র জানিয়েছে, সিঙ্গাপুরে একটি অফশোর প্রতিষ্ঠান তৈরি করে ৪ কোটি ২৫ লাখ ৪০ হাজার ডলার বা ৩৪০ কোটি টাকা পাচার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এবি ব্যাংকের অফশোর ইউনিটের মাধ্যমে হয়েছে এই বিপুল অংকের অর্থপাচার হয়েছে বিধায় সাবেক ওই কর্মকর্তাদের বিরুদ্ধে এ তদন্তে নেমেছে দুদক।

স্টকমার্কেটবিডি.কম/

বসুন্ধরা পেপার মিলসের সঙ্গে ইউনাইটেড হাসপাতালের চুক্তি

basubdaraস্টকমার্কেট প্রতিবেদক :

বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের সঙ্গে ইউনাইটেড হাসপাতালের চুক্তিবদ্ধ হয়েছে। এ চুক্তির আওতায় হাসপাতালটি শুধুমাত্র ‘বসুন্ধরা টিস্যু ও পেপারস’ তাদের প্রয়োজনীয় কাজে ব্যবহার করবে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার-২ এর কনফারেন্স রুমে এক অনুষ্ঠানে এ চুক্তি সম্পাদন করা হয়।

বসুন্ধরা গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মোস্তাফিজুর রহমান ও ইউনাইডেট হাসপাতালের চিফ কো-অডিনেটর সৈয়দ শাহ ওয়াহিদুল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

এ সময় সৈয়দ শাহ ওয়াহিদুল্লাহ বলেন, ‘গুণগত মানের কারণে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ বসুন্ধরা টিস্যুও পেপারস ব্যবহারের জন্য চুক্তিবদ্ধ হলো। এ চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠান একযোগে কাজ করবে।’

বসুন্ধরা গ্রুপের ডিএমডি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, ‘বসুন্ধরা গ্রুপ পণ্য তৈরিতে গুণগত মানকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়ে থাকে। এ কারণে শিল্প ও ব্যবসা বাণিজ্যে শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছে বসুন্ধরা গ্রুপ’।

অনুষ্ঠানে জানানো হয়, ‘বসুন্ধরা টিস্যু নরম, শোষণ ক্ষমতাও বেশি ও সুগন্ধযুক্ত। শুরু থেকে এখন পর্যন্ত বসুন্ধরা টিস্যু একই গুণগত মান ধরে রেখে ক্রেতাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে’।

দেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের উৎপাদিত বসুন্ধরা টিস্যু দেশের সেরা টিস্যু হিসেবে সুনাম অর্জন করেছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বসুন্ধরা গ্রুপের হেড অব ডিভিশন (অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স) মির্জা মুজাহিদুল ইসলাম, হেড অব ডিভিশন (এইচ আর অ্যান্ড অ্যাডমিন) দেলোয়ার হোসেন, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (সেলস) মোহাম্মদ খালেদ কাওসার, ইউনাইটেড হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মনির হোসাইন প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/

লভ্যাংশ শেয়ারেহোল্ডারদের প্রদান করেনি মুন্নু জুট

munnoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাট খাতের মুন্নু জুট স্টাফলার্স ৩০ জুন ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত লভ্যাংশের ৪ লাখ টাকা শেয়ারেহোল্ডারদের প্রদান করেনি বলে মন্তব্য করেছে কোম্পানিটির নিরীক্ষক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মুন্নু জুট স্টাফলার্স ২০১৬ অর্থবছরে ঘোষিত লভ্যাংশের ৪ লাখ টাকা শেয়ারহোল্ডারদের প্রদান করেনি। যা ২০১৭ অর্থবছরের জন্য লভ্যাংশ হিসাবে রাখা হয়েছে। ৩০ জুন ২০১৭ অর্থবছরের আর্থিক প্রতিবেদন তৈরির পর এমন মন্তব্য করেছে নিরীক্ষক।
যা ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেগুলেশন ২০১৫ এর ২৮(১) পরিপন্থী।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

  1. লাফার্জ সুরমা সিমেন্ট
  2. ইসলামী ব্যাংক
  3. স্কয়ার ফার্মা
  4. ন্যাশনাল ব্যাংক
  5. প্যারামাউন্ট টেক্সটাইল
  6. রূপালী ব্যাংক
  7. নাহি এ্যালুমিনাম কম্পোজিট
  8. এক্সিম ব্যাংক
  9. আলিফ ইন্ডাস্ট্রিজ
  10. মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড।

শেয়ারবাজারে দিনশেষে সূচক ও লেনদেনে বড় উত্থান

DSE_CSE-smbdস্টকমার্কেট প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে। এদিন সূচকের উর্ধ্বমূখীতায় বেশির ভাগ শেয়ারের দর বেড়েছে। আর এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৮.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২৪৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৯০ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২১.৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২২৮৩ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৬২৮ কোটি ৪ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেনের পরিমাণ ছিল ৫৫১ কোটি ৭০ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২৩৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৬৪টির। আর দর অপরিবর্তিত আছে ৩৫টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – লাফার্জ সুরমা সিমেন্ট, ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা, ন্যাশনাল ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, রূপালী ব্যাংক, নাহি এ্যালুমিনাম কম্পোজিট, এক্সিম ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ ও মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৮৭.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৬৪৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬০টির, কমেছে ৬১টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৫টির।

এদিন টাকায় লেনদেন হয়েছে ১৮০ কোটি ৯৮ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেন হয়েছিল ৬৭ কোটি ৮ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ব্যাংক এশিয়া ও ইষ্টার্ণ ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

এবি ব্যাংকের চেয়ারম্যান-এমডিসহ ৯ জনকে দুদকের তলব

dudokস্টকমার্কেট ডেস্ক :

সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে আরব-বাংলাদেশ (এবি) ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক ও সাবেক দুই ব্যবস্থাপনা পরিচালকসহ ৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে হাজির হতে নোটিশ পাঠানো হয়েছে। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রণব কুমার ভট্টাচার্য জানান, এবি ব্যাংকের অফশোর ইউনিটের মাধ্যমে চার বিদেশি কোম্পানির নামে লাখ লাখ ডলার পাচারের অভিযোগে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি আরও জানান , নোটিশপ্রাপ্তদের মধ্যে সাবেক চেয়ারম্যান ওয়াহিদুল হক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমানকে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে দুদক কার্যালয়ে উপস্থিত হতে নোটিশে বলা হয়েছে।

দুদকের উপ-পরিচালক আরও জানান, এর আগে ৯ ডিসেম্বর এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুদল হক, সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম ফজলুর রহমান, শামীম আহমেদ চৌধুরী এবং হেড অব ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যান্ড ট্রেজারি আবু হেনা মোস্তফা কামালকে নোটিশ পাঠানো হয়। প্রথম দফায় তাদের গত ১৩ ও ১৪ ডিসেম্বর দুদকে হাজির হতে বলা হয়েছিল । ওই সময় তারা আসেননি। সবশেষে বুধবার তাদের আবারও দুদকে হাজির হতে নোটিশ দেওয়া হয়েছে। সূত্র: বাসস

স্টকমার্কেটবিডি.কম/এসটি

ওয়েষ্টার্ণ মেরিনের ঋণমান ‘বিবিবি+’ ও ‘এসটি-৪’

westernস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়েষ্টার্ণ মেরিন শিপইয়ার্ড লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবিবি+’। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

একই সময়ে কোম্পানিটির ম্বল্পমেয়াদি ঋণমান দাঁড়িয়েছে ‘এসটি-৪’।

২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি।

স্টকমার্কেটবিডি.কম/এইচ