এনবিআরের নতুন সদস্য হলেন রওশন আরা ও কানন কুমার

NBRস্টকমার্কেট প্রতিবেদক :

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য হিসেবে বিসিএস (কর) ক্যাডারের দুই সিনিয়র কর কমিশনারকে শর্ত সাপেক্ষে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপ-সচিব সুরাইয়া পারভীন শেলী স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পদোন্নতি পাওয়া দুই সদস্য হলেন-এনবিআরের কর আপিল অঞ্চল-১, ঢাকা এর কর কমিশনার রওশন আরা আক্তার ও কর অঞ্চল-১, ঢাকা এর কর কমিশনার কানন কুমার রায়।

রওশন আরা আক্তার বিসিএস (কর) ক্যাডার ১৯৮৪ এবং কানন কুমার রায় বিসিএস (কর) ক্যাডার ১৯৮৫ সালের কর্মকর্তা।
প্রসঙ্গত, এ বছর এনবিআরের সদস্য মো. লোকমান হোসেন ও পারভেজ ইকবাল অবসর গ্রহণ করেছেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

সপ্তাহজুড়ে কমেছে লেনদেন বেড়েছে সূচক

dse1স্টকমার্কেট প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের সময়ের চেয়ে কমেছে লেনদেন। তবে সপ্তাহেজুড়ে বেড়েছে সব ধরণের মূল্য সূচক। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয় ১ হাজার ৯১১ কোটি টাকা। তবে এর আগের সপ্তাহে লেনদেন হয় ২ হাজার ১৩৮ কোটি টাকার। সেই হিসাবে সমাপ্ত সপ্তাহে লেনদেন কমেছে ২২৭ কোটি টাকা।

এসময় ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮৭ দশমিক ৬৭ শতাংশ, ‘বি’ ক্যাটাগরির ৩ দশমিক ১১ শতাংশ ও ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৭ দশমিক ৪৬ শতাংশ। এছাড়াও ‘জেড’ ক্যাটাগরির শেয়ার লেনদেন হয়েছে ১ দশমিক ৭৬ শতাংশ।

ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক বেড়েছে ৬১ দশমিক ৭৩ পয়েন্ট। আর ডিএসই৩০ সূচক বেড়েছে ৫২ দশমিক ০৩ পয়েন্ট ও শরীয়াহ বা ডিএসইএস সূচক বেড়েছে ২৪ দশমিক ১১ পয়েন্ট।

ডিএসইতে তালিকাভুক্ত লেনদেন হওয়া ৩৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১২টি কোম্পানির, দর কমেছে ২০২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির। আর কোনো ধরণের লেনদেন হয়নি ১টি কোম্পানির শেয়ার।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সেচঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৩১৩ কোটি ১২ লাখ টাকার শেয়ার। তবে সার্বিক সূচক বেড়েছে দশমিক ৭৫ শতাংশ।

সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৭৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়। য়ার মধ্যে দর বেড়েছে ৭৭টির, দর কমেছে ১৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি শেয়ারের দর।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

আমান ফিডের এজিএমে লভ্যাংশ অনুমোদন

aman-feed-স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত আমান ফিড লিমিটেডের ১২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় কোম্পানীর বোর্ড কর্তৃকঘোষিত ৩০ শতাংশ লভ্যাংশ (২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস) শেয়ারহোল্ডারদের সম্মতিতে অনুমোদন করা হয়।
আমান ফিড কোম্পানীর কারখানা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গত ২৭ ডিসেম্বর এ সভা অনুষ্ঠিত হয়।

এছাড়া সভায় বলা হয়, আমান ফিডের জন্য ২০১৬-১৭ অর্থ বছরটি খুবই গুরুত্বপূর্ণ ছিল।

বার্ষিক সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মোঃ শফিকুল ইসলাম, পরিচালক মোঃ তৌফিকুল ইসলাম সহ কোম্পানীর উর্ধত্বন কর্মকর্তাবৃন্দ। সভার আলোচ্য সূচী সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দের সামনে উপস্থাপন ও অনুমোদনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

২২-২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ‘বেসিস সফটএক্সপো ২০১৮’

2017-12-28_22_503285স্টকমার্কেট ডেস্ক :

তিনদিনব্যাপী ‘বেসিস সফটএক্সপো ২০১৮’ আগামী ২২ থেকে ২৪ ফেব্রুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত তথ্যপ্রযুক্তির বৃহত্তম এই প্রদর্শনীতে এবার প্রায় দুইশো দেশী-বিদেশী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য নিজেদের পণ্য ও সেবা প্রদর্শনের সুযোগ থাকবে।

বেসিস সূত্রে জানা যায়, প্রদর্শনী এলাকাকে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। রয়েছে সফটওয়্যার সেবা প্রদর্শনী জোন, উদ্ভাবনী মোবাইল সেবা জোন, ডিজিটাল কমার্স জোন, আইটিইএস ও বিপিও জোন এবং ক্লাউড ক¤িপউটিং জোন। থাকবে ৩০টিরও বেশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সেমিনার, যেখানে বক্তব্য রাখবেন এক শতাধিক দেশি-বিদেশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষজ্ঞ।

এছাড়াও বেসিস সফট এক্সপোতে থাকছে দেশী-বিদেশী ব্যবসায়ীদের জন্যে বি-ট-ুবি ম্যাচমেকিং সেশন। যার মাধ্যমে ব্যবসায়ীরা নিজেদের ব্যবসার পসার খুব সহজেই করতে পারবেন। পাশাপাশি থাকবে আইটি জব ফেয়ার জোন, যেখান থেকে দেশী-বিদেশী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে কাজের সুযোগ থাকছে।

দেশের সফটওয়্যারের নিজস্ব চাহিদা পূরণে সক্ষমতা প্রদর্শন ও আস্থা তৈরিই এ প্রদর্শনীর লক্ষ্য- একথা উল্লেখ করে বেসিস সফটএক্সপো ২০১৮-এর আহ্বায়ক ও বেসিস পরিচালক সৈয়দ আলমাস কবীর বলেন, ‘দেশের সফটওয়্যার প্রতিষ্ঠানগুলোর সম্প্রসারণে এই এক্সপোর আয়োজন করা হয়েছে। এতে প্রায় দুইশত প্রতিষ্ঠান অংশ নেবে’।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

২০১৮ সালে বিশ্বের জনসংখ্যা হবে ৭৪৪ কোটি

2017-12-29_3_709052স্টকমার্কেট ডেস্ক :

মার্কিন আদমশুমারি ব্যুরোর হিসাব অনুয়ায়ী ২০১৮ সালের ১ জানুয়ারিতে বিশ্বের জনসংখ্যা ৭ কোটি ৮৫ লাখ ২১ হাজার ২৮৩ জন বেড়ে ৭৪৪ কোটি ৪৪ লাখ ৪৩ হাজার ৮৮১ জনে দাঁড়াবে। ২০১৭ সালের প্রথম দিন থেকে এ বৃদ্ধির হার ১.০৭ শতাংশ। বার্তা সংস্থা তাস এ খবর জানায়।

হিসাব অনুযায়ী ২০১৮ সালের জানুয়ারি মাসে বিশ্বব্যাপী প্রতি সেকেন্ডে ৪.৩ জন শিশু জন্ম নেবে এবং ১.৮ জনের মৃত্যু হবে।
এর আগে মার্কিন আদমশুমারি ব্যুরোর এক হিসেবে ২০৫০ সাল নাগাদ বিশ্বের জনসংখ্যা বেড়ে ৯শ’ কোটিতে পৌঁছাবে বলে আভাস দেয়া হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

২০১৭ সালে বাংলাদেশের অর্থনীতির উল্লেখযোগ্য অগ্রগতি

2017-12-29_2_164462স্টকমার্কেট ডেস্ক :

নতুন বছর ২০১৮’র আগমনে কালের গর্ভে লীন হতে যাচ্ছে ২০১৭। এই ২০১৭ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশকে উত্তরণের পথে নেবে বলে আশা করা হচ্ছে।

সার্বিক স্থিতিশীলতার পটভূমিতে ২০১৪ সাল থেকে সূচিত অর্থনৈতিক অগ্রযাত্রা ২০১৭ সালেও অব্যাহত রয়েছে। এই সময়ে প্রায় সব অর্থনৈতিক সূচকের ইতিবাচক ধারার সুবাদে বাংলাদেশ বৈশ্বিক প্রশংসা অর্জনে সক্ষম হয়েছে।

নিউইয়র্ক ভিত্তিক অর্থনীতি ও বাণিজ্য সংবাদভিত্তিক ওয়েবসাইট ‘বিজনেস ইনসাইডার’ ২০১৭ সালের ৬ এপ্রিলের এক প্রতিবেদনে বাংলাদেশকে নতুন এশিয়ান টাইগার হিসেবে অভিহিত করেছে।

জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি), বিশ্বব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এবং ইন্টারন্যাশনাল মনেটারি ফান্ড (আইএমএফ) বিগত কয়েক বছরে বাংলাদেশের অর্থনীতির স্থিতিশীল অগ্রযাত্রার প্রশংসা করেছে।

২০১৭ সালে বড় ধরনের কোন রাজনৈতিক সমস্যা দেখা দেয়নি। এই সময়ে রেকর্ড পরিমাণ রিজার্ভ, লক্ষ্যমাত্রার অধিক জিডিপি প্রবৃদ্ধি ও মুদ্রাস্ফীতির নি¤œ হারের সুবাদে অর্থনীতির গতি ছিল তেজি।

অতি লক্ষণীয় সাফল্য হচ্ছে যে প্রবৃদ্ধির নির্ধারিত লক্ষ্যমাত্রা ৭.২ শতাংশ ছাড়িয়ে ৭.২৮ শতাংশ অর্জন। মাথাপিছু আয় ২০১৬-এর ১৪৬৫ ডলার থেকে বেড়ে ১৬১০ ডলারে উন্নীত হয়েছে।

বিজনেস ইনসাইডারের ওই প্রতিবেদনে বলা হয়েছে যে ১৯৬০ থেকে ১৯৯০ পর্যন্ত সময়ে হংকং, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ান এই ৪টি দেশ ছিলো এশিয়ান টাইগারের তালিকায়। কিন্তু এখন এই তালিকায় বাংলাদেশ নামে আর একটি দেশ স্থান করে নিয়েছে। ‘দেয়ার ইজ এ নিউ এশিয়ান টাইগার’ শীর্ষক প্রতিবেদনটি লেখেন জোনাথান গারবার।

সিডিপি’র এক রিপোর্টে বলা হয়, বাংলাদেশ ২০১৮ সালের মার্চে সিডিপি’র পরবর্তী পর্যালোচনায় স্বল্পোন্নতের তালিকা থেকে উত্তরণের ৩টি মানদ- পূরণ করবে।

যুক্তরাষ্ট্রভিত্তিক মুডিজ ইনভেস্টর সার্ভিস ২০১৭ সালের এপ্রিলে বাংলাদেশ সরকারের বিএ৩ বন্ড রেটিং ও রেটিংয়ে স্থিতিশীলতা অব্যাহতের কথা বলেছে।

লন্ডনভিত্তিক প্রাইস ওয়াটার হাউস কুপারসের ২০১৭’র ফেব্রুয়ারির রিপোর্টে বলা হয়েছে যে বাংলাদেশ ২০৫০ সালের মধ্যে নেদারল্যান্ড, স্পেন, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়াকে টপকে বিশ্বের ২৩তম বৃহৎ অর্থনীতির দেশে পরিণত হবে।
‘দ্য লং ভিউ : হাউ উইল দ্য গ্লোবাল ইকোনমিক অর্ডার চেঞ্জ বাই ২০৫০?’ এই নিবন্ধে পিডাব্লিউসি একথাও বলেছে যে ২০৩০’র মধ্যে বাংলাদেশ বিশ্বের ২৮তম বৃহৎ অর্থনীতির দেশে পরিণত হবে।

এডিবি’র এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক-২০১৭ বলেছে, ২০১৭ সালে কৃষিখাতে বাংলাদেশের প্রবৃদ্ধি ধারণার চেয়েও বেশি ছিলো।
বিশ্বব্যাংকের বাংলাদেশের ইকোনোমিক ডেভেলপমেন্ট আপডেটে (সেপ্টেম্বর) বলা হয়েছে, অনেক প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি সাবলীলভাবে এগিয়ে চলছে।

আইএমএফ ক্ষুদ্র অর্থনৈতিক কর্মকান্ডের অব্যাহত অগ্রগতির প্রশংসা করেছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডাব্লিউইএফ) ২৭ সেপ্টেম্বরের ২০১৭-১৮’র গ্লোবাল কম্পিটিটিভনেস ইনডেক্সে (জিসিআই) বাংলাদেশের অবস্থান ১৩৭ দেশের মধ্যে ৯৯তম উল্লেখ করা হয়।

মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সর্বশেষ ত্রৈমাসিক পর্যালোচনায় বলা হয়, অধিকাংশ ক্ষুদ্র অর্থনৈতিক সূচক এবং সরাসরি বিদেশী বিনিয়োগ ইতিবাচক ধারায় এগিয়ে যাচ্ছে।

সূত্র : বাসস