৮ বছরের মধ্যে সবচেয়ে কম কোম্পানির আইপিও অনুমোদন

ipoস্টকমার্কেট প্রতিবেদক:

বিদায়ী বছরে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) কোম্পানির অনুমোদন অর্ধেক কম হয়েছে। চাহিদার চেয়ে আইপিও’র অনুমোদন কম হওয়ায়, ভালো-খারাপ বিবেচনা না করেই এসব কোম্পানির আবেদনে হুমড়ি খেয়ে পড়েছেন বিনিয়োগকারীরা। ফলে বিদায়ী বছরের সর্বনিম্ন ২২ থেকে ৬৪ গুণ পর্যন্ত বিনিয়োগকারীদের আবেদন জমা পড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য মতে, শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ২০১৭ সালে ৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডকে আইপিও’র মাধ্যমে বাজার থেকে মোট ২১৯ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দিয়েছে। অথচ এর আগের বছর ২০১৬ সালে ১১টি কোম্পানিকে মোট ৮৪৯ কোটি, টাকা উত্তোলনের অনুমোদন দিয়েছিলো। যা গত বছরের তুলনায় প্রায় অর্ধেক কোম্পানির আইপিও’র অনুমোদন।

সূত্র জানায়, এর আগের বছর ২০১৫ সালে প্রতিষ্ঠানটি ১২টির ৮৩০ কোটি টাকা, ২০১৪ সালে ২০ কোম্পানিকে ১ হাজার ২৬৩ কোটি, ২০১৩ সালে ১২ কোম্পানিকে ৮৩০ কোটি, ২০১২ সালে ১৭ কোম্পানিকে ১ হাজার ২০৮ কোটি, ২০১১সালে ১৩ কোম্পানিকে ১ হাজার ৬৭৭ কোটি এবং ২০১০ সাল শেয়ারবাজারের মহাধসের বছরেও ১৮টি কোম্পানিকে ১ হাজার ১৮৬ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দিয়েছে।

এছাড়াও শেয়ারবাজারের মহাধসের আগের বছর ২০০৯ সালে ১৭ কোম্পানিকে ১ হাজার ২৭৭ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দিয়েছে কমিশন। এসব রেকর্ডকে ছাড়িয়ে বিদায়ী বছরে গত আট বছরের মধ্যে সবচেয়ে কম কোম্পানির আইপিও’র অনুমোদনের রেকর্ড গড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

সোমবার শুরু হচ্ছে বাণিজ্য মেলা

5e0c396c54edd483f4ad4a9ffa9ec501-5a485ad40dd91স্টকমার্কেট ডেস্ক :

বর্ণাঢ্য আয়োজনে আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৮’ (ডিআইটিএফ)। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে নতুন বছরের প্রথম দিন এ মেলা শুরু হবে। চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করবেন। দেশের বাণিজ্য প্রসারে বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) যৌথ আয়োজনে মাসব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে। মেলা প্রাঙ্গণের ৩১ দশমিক ৫৩ একর জমিতে ২৩তম এই মিলনমেলা সফলভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কর্তৃপক্ষ।

মেলায় দেশি-বিদেশি দর্শনার্থী ও ব্যবসায়ীদের জন্য থাকছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ইপিবির ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য জানিয়েছেনম, স্টল নির্মাণসহ মেলার প্রয়োজনীয় প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে পুরো মেলা প্রাঙ্গণ সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত থাকবে। মেলা সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এবারের মেলায় ১৪ ক্যাটাগরিতে দেশ-বিদেশের ৫২০টি স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ পেয়েছে। এর মধ্যে থাকছে,৬৪টি প্রিমিয়াম প্যাভিলিয়ন, ৩৬টি মিনি প্রিমিয়াম প্যাভিলিয়ন, ১৭টি জেনারেল প্যাভিলিয়ন, ২৫টি মিনি জেনারেল প্যাভিলিয়ন, চারটি রিজার্ভ প্যাভিলিয়ন, ছয়টি মিনি রিজার্ভ প্যাভিলিয়ন, ২৭টি বিদেশি প্যাভিলিয়ন এবং ৮টি মিনি বিদেশি প্যাভিলিয়ন। এছাড়া ৬৭টি প্রিমিয়ার স্টল, ১৮টি বিদেশি স্টল, ২৬০টি সাধারণ স্টল ও ২৪টি ফুড স্টল।

এবারের মেলায় বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, চীন, মালয়েশিয়া, ইরান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, তুরস্ক, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, জার্মানি, নেপাল, হংকং, জাপান, আরব আমিরাত, মরিশাস, ঘানা, মরক্কো এবং ভুটান। অংশগ্রহণকারী দেশের প্রতিষ্ঠানগুলো নিজেদের উৎপাদিত পণ্য প্রদর্শন করবে।

মেলাকে ভিন্নকে আঙ্গিকে সাজাতে মেলায় ফিশ ও বার্ড অ্যাকুরিয়াম প্রদর্শন করা হবে, শিশুদের জন্য থাকবে পার্ক, গেমিং জোন ও খেলার উপকরণ। খবর বাসস।

তুংহাই নিটিং ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে

Tung-Hai-Knitting-Dyeing-Limitedস্টকমার্কেট ডেস্ক :

বিনিয়োগকারীদের ঘোষণা না করায় ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে চলে গেছে তুংহাই নিটিং এন্ড ডায়িং লিমিটেড। আগামী ১ জানুয়ারি থেকে ‘জেড’ ক্যাটাগরির অধীনে এই শেয়ারের লেনদেন হবে । সিএসইর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্টক এক্সচেঞ্জের রেগুলেশনের (SEC Directive No. SEC/CMRRCD/2001-43/169) অনুযায়ী এ কোম্পানির ক্যাটাগরি অবনমন করা হয়েছে।

একইসঙ্গে মার্চেন্ট ব্যাংকার ও স্টক ব্রোকারদের এ কোম্পানির শেয়ারের বিপরীতে মার্জিন লোন না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

গত বছরের জন্য এখনো কোনো লভ্যাংশ ঘোষণা করেনি এই কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

দুর্নীতি দমনে দুদক আশা পূরণ করতে পারেনি: অর্থমন্ত্রী

muhitস্টকমার্কেট প্রতিবেদক :

অর্থমন্ত্রী আবুল মাল আদুল মুহিত বলেছেন, যে আশা নিয়ে দুর্নীতি দমন কমিশন গঠন করা হয়েছিল, সংস্থাটি সেই আশা পূরণ করতে পারেনি। তিনি বলেন, ‘আমাদের দেশের দুর্নীতি নিয়ে আমরা খুবই চিন্তিত। এটা নিয়ে আলোচনা, সমালোচনা হয়। এই দুর্নীতির জন্য দুদক-টুদক বানিয়েছি। কিন্তু তাতে খুব একটা ফল পাওয়া যাচ্ছে- সেটা বলা যাবে না।’

শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্কলার্স বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুদক নিয়ে হতাশা প্রকাশ করলেও দুর্নীতি নির্মূলে তথ্য প্রযুক্তি হাতিয়ার হতে পারে বলে মনে করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘এটা দিয়ে অকল্পনীয় ফলাফল পাওয়া যায়।’

নিজের এলাকার একটি কলেজের উদাহরণ দিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘কলেজটিতে অর্থ কষ্ট লেগেই থাকতো। প্রতিবছর আয় দেখাতো এক লাখ। কিন্তু ভর্তি কার্যক্রম অনলাইনে হওয়ার পর কলেজটিতে তার পরের বছরই আয় হলো ৮০ লাখ টাকা। এখন অবশ্য কলেজটি সরকারি হয়েছে।’

প্রবাসী আয় নিয়ে অসন্তোষের কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘এখন দেশের সব এলাকার লোক প্রবাসে অবস্থান করছে। এককোটি প্রবাসী আমাদের। কিন্তু খুব বেশি রেমিটেন্স আসছে না। এর কারণ কী, সেটা বের করার জন্য আমরা তদন্ত করছি। আশা করি, শিগগিরই সেটা জানতে পারবো।’

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেন, ‘প্রবাসীদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। যে প্ল্যাটফর্মের মাধ্যমে প্রবাসীরা তাদের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার সুযোগ পাবে।’

স্কলার্স বাংলাদেশের চেয়ারম্যান একে আব্দুল মোমেন বলেন, ‘প্রবাসীদের যথাযথ সুযোগ-সুবিধা দিতে হবে।বাংলাদেশের এ অবস্থায় আসার পেছনে প্রবাসীদের অবদান আছে। তারা রেমিটেন্স পাঠাচ্ছে, দেশের দুর্যোগে পাশে দাঁড়াচ্ছে। দেশের বিনিয়োগে অবদান রাখছে।’

প্রবাসীরা দেশে বিনিয়োগ করার জন্য আসলে নানা অসুবিধায় পড়ে জানিয়ে মোমেন বলেন, ‘দেশে বিনিয়োগের জন্য প্রবাসীরা যে নিবন্ধন করেন, তার তিন থেকে চার শতাংশ বিনিয়োগ করেন। এটা আমেরিকায় হয় একশ’ শতাংশ।’

অনুষ্ঠানে স্কলার্স বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট এম ই চৌধুরী শামীম জানান, প্রবাসীদের অবদানের স্বীকৃতি দিতে স্কলার্স বাংলাদেশ ফাউন্ডেশন নয়টি মানদণ্ডে ১৭ জনকে ‘স্কলার অব দ্য ইয়ার’ ঘোষণা করবে শিগগিরই।

এ জন্য ১৭২৬ জনের আবেদন পড়েছে জানিয়ে শামীম জানান, তারা আপাতত ৪০ জনকে বাছাই করেছেন। এদের থেকে ১৭ জনকে বাছাই করতে কমিটি করা হয়েছে।

তিনি জানান, যে নয়টি পুরস্কার দেওয়া হবে সেগুলো হলো- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্মাননা স্মারক, তাজউদ্দীন আহমদ সম্মাননা স্মারক, পণ্ডিত রবি শংকর ও জর্জ হ্যারিসন সম্মাননা স্মারক, ড. কুদরত-ই-খুদা সম্মাননা স্মারক, এফ আর খান সম্মাননা স্মারক, আর পি সাহা সম্মাননা স্মারক, ডা. মোহাম্মদ ইব্রাহিম সম্মাননা স্মারক, স্যামসন এইচ চৌধুরী সম্মাননা স্মারক ও ফজলে হাসান আবেদ সম্মাননা স্মারক।

অন্য সম্মাননাগুলো প্রবাসী বাংলাদেশি এবং বাংলাদেশি বংশোদ্ভূতরা পেলেও ফজলে হাসান আবেদ সম্মাননা স্মারক পাবেন বাংলাদেশে বসবাসরত বিদেশি নাগরিকেরা।

শনিবার প্রথম বেসরকারিভাবে ‘প্রবাসী দিবস’ পালন করা হয়েছে জানিয়ে আগামী বছর এই দিনটি সরকারিভাবে পালন করার আশার কথা জানান চৌধুরী শামীম।

অনুষ্ঠানে স্কলার্স বাংলাদেশ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী দিলারা আফরোজ খান জানান, স্কলার্স বাংলাদেশ ফাউন্ডেশন ও সেন্টার ফর এনআরবি ফাউন্ডেসন ২০০৫ সালে তাদের কার্যক্রম প্রথম শুরু করে।

স্টকমার্কেটবিডি.কম/এসটি/এমএ