আজিজ পাইপসের বোর্ড সভা ২৫ জানুয়ারি

Aziz-Pipies-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি আজিজ পাইপস লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৫ জানুয়ারি আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর মতিঝিলে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

‘ভ্যাট চেকার’ অ্যাপ বন্ধ করায় প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি

151608633920180116164158স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পণ্য কিনে ভ্যাট দিয়ে প্রতারিত হয়ে অভিযোগ করার পর সে বিষয়ে কোনো পদক্ষেপ নেয়া হয়েছে কিনা বা অভিযোগটি কর্তৃপক্ষ পেয়েছেন কিনা তা জানতে চালু করা হয়েছিল মোবাইল অ্যাপস ‘ভ্যাট চেকার’ (VAT Checker)।

‘ভ্যাট চেকার’ উদ্ভাবনের কাজটি সফলভাবে করেন এমআইএসটি’র বিমান প্রকৌশল বিভাগের জোবায়ের হোসেন এবং বুয়েটের সিইসি বিভাগের আশিক কামাল তুর্য। চালুর পর থেকেই ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয় অ্যাপসটি। তবে অনেকটা হুট করেই এটি বন্ধ করে দেয়া হয়।

বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি লিখেছেন ‘ভ্যাট চেকার’ অ্যাপ উদ্ভাবকদের দলনেতা জোবায়ের হোসেন।

চিঠিতে তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, “রাজস্ব বাঁচানোর স্বপ্ন নিয়ে আমরা শুরু করেছিলাম ‘ভ্যাট চেকার’ নামে এক মোবাইল অ্যাপের যাত্রা। খুব অল্পদিনে হাজারো তরুণের চেষ্টায় VAT Checker এর মাধ্যমে চলতে থাকে ভ্যাট ফাঁকি ধরার অভিযান “

“জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান স্যার আমাদেরকে সার্বক্ষণিক সহযোগিতা দেন, পাশে দাঁড়ান। তার অনুপ্রেরণা আর সহযোগিতায় লাখো মানুষ যুক্ত হয়েছিল “ভ্যাট চেকার” এর সাথে। গত দেড় বছরে এই অ্যাপ বাঁচিয়ে দিয়েছে দেশের কয়েকশ কোটি টাকা।”

তিনি বলেন, “কিন্তু সেই ভ্যাট চেকারকে বন্ধ করে দেয়া হয়েছে।”

নিচে জোবায়েরের লেখা চিঠিটি হুবহু তুলে ধরা হলো-

‘‘মাননীয় প্রধানমন্ত্রী,

খুব কষ্ট নিয়ে আপনার কাছে খোলা চিঠি লিখছি।

যে ডিজিটাল বাংলাদেশের ঘোষণা আপনি দিয়েছেন, সেই স্বপ্ন লালন করছি আমরা তরুণরা। একাগ্র চিত্তে কাজ করে চলেছি দেশের সমস্যা সমাধানে।

একটি গল্প বলি আপনাকে। এ গল্প একজন উদ্যোক্তার মাঝপথে এক স্বপ্ন ভাঙ্গার গল্প।

রাজস্ব বাঁচানোর স্বপ্ন নিয়ে আমরা শুরু করেছিলাম “ভ্যাট চেকার” নামে এক মোবাইল অ্যাপের যাত্রা। খুব অল্পদিনে হাজারো তরুণের চেষ্টায় VAT Checker এর মাধ্যমে চলতে থাকে ভ্যাট ফাঁকি ধরার অভিযান।

জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান স্যার আমাদেরকে সার্বক্ষণিক সহযোগিতা দেন, পাশে দাঁড়ান। তার অনুপ্রেরণা আর সহযোগিতায় লাখো মানুষ যুক্ত হয়েছিল “ভ্যাট চেকার” এর সাথে। গত দেড় বছরে এই অ্যাপ বাঁচিয়ে দিয়েছে দেশের কয়েকশ কোটি টাকা।

কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে ভ্যাট চেকারকে।

মাননীয় প্রধানমন্ত্রী,
এ বছর জাতীয় পুরষ্কার দেওয়া হয়েছে “ভ্যাট চেকার” কে। এই উদ্যোগ ছিনিয়ে এনেছে দক্ষিন এশিয়ার সেরা আইটি সম্মাননা ( mBillionth Award South ASIA), World Summit Award 2017 তে বাংলাদেশের সেরা উদ্যোগ হিসাবে মনোনয়ন পেয়েছিলো ভ্যাট চেকার। এ বছর মার্চে ইউরোপের ভিয়েনায় আয়োজিত WSA Global Congress এ বিশ্বের ১৪৮ দেশের সামনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার কথা ছিলো আমাদের। আমন্ত্রন জানিয়েছে ওয়ার্ল্ড সামিট।

আমরা আসলেই জানি না কি জবাব দিবো ভিয়েনাতে গিয়ে। দুই বছর ধরে রাজস্ব বাঁচাতে বিনা স্বার্থে যে অ্যাপ দেশকে সহযোগীতা করেছে সেটা বন্ধ করে দেওয়া হলো। হয়তো মাননীয় চেয়ারম্যান মহোদয়ের পদ পরিবর্তন না হলে এমনটা হতো না।

মাননীয় প্রধানমন্ত্রী,
আপনার নিকট আমার অনুরোধ, আপনার নিজ হস্তক্ষেপে “ভ্যাট চেকারকে” পুনরায় সচল করে জাতীয়করণ করে নেন। আমি সত্যিই ভিয়েনাতে গিয়ে বলতে পারবো না পদ পরিবর্তন হলে স্বপ্নগুলোও ভেঙ্গে যায় আমাদের দেশে। আমার ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।’’

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

আইপিও’র পুরো টাকা দিয়ে ব্যবসা সম্প্রসারণ করবে অ্যাডভেন্ট ফার্মা

adventস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গবাদি পশুর ঔষধ প্রস্তুতকারক কোম্পানি অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড শেয়ারবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলিত টাকা দিয়ে ব্যবসা সম্প্রসারণ করবে। ইতোমধ্যে কোম্পানিটির আইপিও পক্রিয়া শুরু করেছে। চুড়ান্ত অনুমোদন পাওয়ার আগামী ৭৫ কার্যদিবসের মধ্যে এই পক্রিয়া শেষ করবে কোম্পানিটি।

কোম্পানিটি এসব অর্থ ব্যবসা সম্প্রসারণ খাতে ব্যয় করবে। আইপিও পক্রিয়ার বিধিবদ্ধ খরচ ছাড়া পুরো অর্থই বিনিয়োগ করবে একই খাতে। অন্যান্য কোম্পানির ক্ষেত্রে আইপিওর টাকা দিয়ে ঋণ পরিশোধের প্রবণতা লক্ষ করা গেলেও এটা করবে না অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড।

কোম্পানিটি শেয়ারবাজার থেকে মোট ২০ কোটি টাকা উত্তোলন করবে। এর মধ্যে ১৮ কোটি ১৫ লাখ টাকা বিনিয়োগ করবে নতুন ও পুরোতন কারখানায়। বাকি ১ কোটি ৮৫ লাখ টাকা বিএসইসি, ডিএসই, সিএসই, সিডিবিএল চার্জসহ আনুসাঙ্গিক বিধিবদ্ধ খাতেই খরচ করবে কোম্পানিটি।

কোম্পানিটি ৮.১৪ কোটি টাকার মেশিন ও যন্ত্রপাতি আমদানি ও ১৩.৮৭ কোটি টাকা দিয়ে একটি নতুন ভবন তৈরি করবে। এ প্রকল্পে মোট ব্যয় হবে ২২ কোটি টাকা। নতুন প্রকল্পের বাকি টাকা কোম্পানির নিজস্ব তহবিল থেকে বিনিয়োগ করা হবে।

২০১৭ সালে ৩০ জুন পর্যন্ত অ্যাডভেন্ট ফার্মা লিমিটেডের মোট সম্পদের পরিমাণ ছিল ৭২.৭২ কোটি টাকার। এবছর কোম্পানিটির টার্ণওভার ছিল ২৮ কোটি টাকার উপরে। সব ধরণের খরচ বাদ দিয়ে এ বছর কোম্পানিটি ৪.৮৬ কোটি টাকার মুনাফা অর্জন করে।

বিএসইসি সূত্রে জানা যায়, ৬২২তম সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অ্যাডভেন্ট ফার্মা লিমিটেডের আইপিও অনুমোদন দেয়। ১০ টাকা নির্ধারিত মূল্যে ২ কোটি শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন। প্রতি ৫০০ শেয়ারের এক লট গণনা করা হবে।

আইপিও আবেদন নেওয়া শুরু হবে আগামী ১১ ফেব্রুয়ারি থেকে। যা চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

এদিকে, ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১২ টাকা ৪৫ পয়সা। এছাড়া, বিগত চার বছরের অার্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) গড় হারে হয়েছে ৯১ পয়সা।

অ্যাডভেন্ট ফার্মা লিমিটেডের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড, আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং সিএপিএম এ্যাডভাইজরি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

লভ্যাংশ দিয়ে ‘এ’ ক্যাটাগরিতে দেশবন্ধু পলিমার

deshbandhuস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি দেশবন্ধু পলিমার লিমিটেড ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। ভালো লভ্যাংশ দেওয়ায় কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি গত ৩০ জুনে সমাপ্ত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

আগামী ২১ জানুয়ারি থেকে শেয়ারবাজারে কোম্পানিটি জেড এর পরিবর্তে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে ওআইম্যাক্স ইলেক্ট্রোড

oiস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি ওআইম্যাক্স ইলেক্ট্রোড লিমিটেড ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। ভালো লভ্যাংশ দেওয়ায় কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি গত ৩০ জুনে সমাপ্ত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

আগামী ২১ জানুয়ারি থেকে শেয়ারবাজারে কোম্পানিটি এন এর পরিবর্তে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

  1. স্কয়ার ফার্মা
  2. ড্রাগন সোয়েটার
  3. ইফাদ অটোস
  4. গ্রামীন ফোন
  5. বিডি থাই
  6. সিটি ব্যাংক
  7. গোল্ডেন হার্ভেষ্ট এগ্রো
  8. আইপিডিসি
  9. অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
  10. শাহজালাল ইসলামী ব্যাংক।

ডিএসইতে ৩৫৮ ও সিএসইতে ২৪ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫৮ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে কমেছে। তবে এদিন সূচক উর্ধ্বমূখী অবস্থায় ছিল। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৩.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬১২২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪০৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৪.৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২২৪১ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৩৫৮ কোটি ৯৬ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেনের পরিমাণ ছিল ৩৯১ কোটি ৫৫ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৪২টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৩৪টির। আর দর অপরিবর্তিত আছে ৫৮টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – স্কয়ার ফার্মা, ড্রাগন সোয়েটার, ইফাদ অটোস, গ্রামীন ফোন, বিডি থাই, সিটি ব্যাংক, গোল্ডেন হার্ভেষ্ট এগ্রো, আইপিডিসি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও শাহজালাল ইসলামী ব্যাংক।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৯.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৩৯১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ১০৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪২টির।

এদিন টাকায় লেনদেন হয়েছে ২৪ কোটি ২৪ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেন হয়েছিল ২৭ কোটি ২৩ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কম হয়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ব্যাংক এশিয়া ও স্কয়ার ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

আনলিমা ইয়ার্নের বোর্ড সভা ২৪ জানুয়ারি

Anlima-Yarn-Dyeing-Limited_company_logoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি আনলিমা ইয়ার্ন লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৪ জানুয়ারি আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীর মতিঝিলে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

অলিম্পিক ইন্ডাস্ট্রিজের দ্বিতীয় প্রান্তিক বোর্ড সভা আহবান

olimpicস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আসুসাঙ্গিক শিল্প খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩০ জানুয়ারি আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীর মতিঝিলে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

সোনারগাঁ টেক্সটাইলের মূল্য সংবেদনশীল তথ্য নেই

sonargoan-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সোনারগাঁ টেক্সটাইল লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। সম্প্রতি এই দর বাড়ার বিষয়ে জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ১০ জানুয়ারি শেয়ার দর ছিল ১৪.১০ টাকা। গতকাল ১৭ জানুয়ারি সর্বশেষ তা ১৬.৯০ টাকায় লেনদেন হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় সোনারগাঁ টেক্সটাইল মিলস লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এমএ