আইসিএমএবি‌’র “বেষ্ট কর্পোরেট অ্যাওয়ার্ড ২০১৬” পেল ২৭টি কোম্পানি

icmabস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দি ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস্ অব বাংলাদেশের (আইসিএমএবি) “বেষ্ট কর্পোরেট অ্যাওয়ার্ড ২০১৬” পেয়েছে ২৭টি কোম্পানি। এরমধ্যে ২৬টি কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত রয়েছে।

রবিবার আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এবার ১১ক্যাটাগরিতে ২৭ কোম্পানিকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

আইসিএমএবি’র বেষ্ট কর্পোরেট অ্যাওয়ার্ড প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- বেসরকারী বানিজ্যিক ব্যাংক ক্যাটাগরিতে প্রথম হয়েছে ব্র্যাক ব্যাংক। এরপর দ্বিতীয় হয়েছে ইস্টার্ন ব্যাংক ও তৃতীয় হয়েছে দি সিটি ব্যাংক। বেসরকারী বানিজ্যিক ব্যাংক ( ইসলামী শরিয়াহ ভিত্তিক)ক্যাটাগরিতে প্রথম হয়েছে ইসালামী ব্যাংক। এরপর দ্বিতীয় অবস্থানে আল-আরাফাহ্ ব্যাংক ও তৃতীয় হয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক। অপরদিক জাতীয় বানিজ্যিক ব্যাংকক্যাটাগরিতে পেয়েছে জনতা ব্যাংক।

নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানক্যাটাগরিতে প্রথম হয়েছে আইডিএলসি ফাইন্যান্স। দ্বিতীয় হয়েছে লংকাবাংলা ফাইন্যান্স ও তৃতীয় হয়েছে ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স। সাধারন বীমাক্যাটাগরিতে প্রথম হয়েছে গ্রীন ডেল্টা ইন্স্যুরন্স। দ্বিতীয় অবস্থানে রয়েছে রিলায়েন্স ইন্স্যুরন্স ও তৃতীয় অগ্রনী ইন্স্যুরেন্স। সিমেন্টক্যাটাগরিতে প্রথম হয়েছে প্রিমিয়ার সিমেন্ট মিলস। দ্বিতীয় অবস্থানে রয়েছে হাইড্রেলবার্গ সিমেন্ট বাংলাদেশ ও তৃতীয় অবস্থানে এমআই সিমেন্ট ফ্যাক্টরি।

বস্ত্রক্যাটাগরিতে প্রথম হয়েছে এনভয় টেক্সটাইলস। দ্বিতীয় অবস্থানে রয়েছে রহিম টেক্সটাইল ও তৃতীয় হয়েছে এইচআর টেক্সটাইল। ওষুধক্যাটাগরিতে প্রথম হয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। দ্বিতীয় অবস্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। ম্যানুফ্যাকচারিংক্যাটাগরিতে প্রথম হয়েছে বিট্রিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ। দ্বিতীয় অবস্থানে রয়েছে লিবরা বাংলাদেশ ও তৃতীয় অবস্থানেগোল্ডেনহার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ। বিদ্যুৎ ক্যাটাগরিতে প্রথম হয়েছে সামিট পাওয়ার। দ্বিতীয় অবস্থানে রয়েছে বারাকা পাওয়ার। এছাড়া বিবিধক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছে সিঙ্গার বাংলাদেশ।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান প্রফেসর ড. এম খায়রুল হোসেন ও ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান সি কিউ কে মোস্তাক আহমেদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আইসিএমএবি’র প্রেসিডেন্ট জামাল আহমেদ চৌধুরী, কর্পোরেট অ্যাওয়ার্ড ও ব্রান্ডিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আলী নেওয়াজ ও ইনস্টিটিউটের সেক্রেটারী মো. আবদুর রহমান।

অনুষ্ঠানে সরকারী ও বেসরকারী সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাসহ ইনস্টিটিউটের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/

বাণিজ্য মেলার সময় আরও ৪ দিন বাড়ালো বাণিজ্য মন্ত্রণালয়

9c36b15937ae7c30e1bf0029ad3355b5-5a6dd61d67472স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় আরও চার দিন বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মেলার সময় বাড়ানোর ক্ষেত্রে শৈত্যপ্রবাহ ও রপ্তানি আদেশ আরও বেশি পাওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।

মেলা আগামী বুধবার শেষ হওয়ার কথা ছিল। সময় বাড়ানোর ফলে তা রোববার শেষ হবে। ফলে দর্শনার্থীরা আগামী শুক্র ও শনিবার ছুটির দিনে মেলায় যাওয়ার সুযোগ পাবেন।

ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আজ রবিবার সময় বাড়ানোর বিষয়টি অনুমোদন দেন বলে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানিয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরে ১ জানুয়ারি বাণিজ্য মেলা শুরু হয়। এতে ৫৮৯ প্যাভিলিয়ন ও স্টলে দেশি বিদেশি প্রতিষ্ঠানগুলো অংশ নিচ্ছে।

ইপিবির মেলা আয়োজক কমিটির সচিব মোহাম্মদ আবদুর রউফ বলেন, সময় বাড়ানোর ক্ষেত্রে শৈত্যপ্রবাহ ও রপ্তানি আদেশ আরও বেশি পাওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। দর্শনার্থীদের অনেকে এবার শৈত্যপ্রবাহের কারণে মেলায় যেতে পারেননি। জানতে চাইলে তিনি বলেন, মেলার সময় ১০ দিন বাড়ানোর আবেদন ছিল। তবে এসএসসি পরীক্ষার কথা চিন্তা করে বাণিজ্যমন্ত্রী তা চার দিন বাড়ানোর অনুমোদন দেন।

স্টকমার্কেটবিডি.কম/

বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ৬ মাসের ইপিএস ১.০১ টাকা

BBSস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড চলতি বছরের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি বছরের ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১ পয়সা । কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় ২য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। ৬ মাসে (জুলাই-ডিসেম্বর, ১৭) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ২৫ পয়সা। এ হিসাবে চলতি বছরে কোম্পানির আয় কমেছে।

৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর, ১৭) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৬ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৫৭ পয়সা।

চলতি বছরের ৩০ ডিসেম্বর কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫.০৫ টাকা। যা গত ২০১৬ সালে ছিল ১৪.৫০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ওরিয়ন ফার্মার ২য় প্রান্তিকের ইপিএস ২.০৭ টাকা

orionস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি ওরিয়ন ফার্মা লিমিটেড চলতি বছরের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি বছরের ২য় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭ পয়সা । কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় ২য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। ৬ মাসে (জুলাই-ডিসেম্বর, ১৭) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ৪৬ পয়সা। এ হিসাবে চলতি বছরে কোম্পানির আয় ২৯ পয়সা কমেছে।

চলতি বছরের ৩০ ডিসেম্বর কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৭১.৪৬ টাকা। যা গত ২০১৬ সালে ছিল ৭০.৭২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ওরিয়ন ইনফিউশনের ৬ মাসে ইপিএস বেড়েছে ১১ পয়সা

orionস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেড চলতি বছরের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি বছরের ২য় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৯ পয়সা । কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় ২য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। ৬ মাসে (জুলাই-ডিসেম্বর, ১৭) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৯ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৬৮ পয়সা। এ হিসাবে চলতি বছরে কোম্পানির আয় ১১ পয়সা বেড়েছে।

চলতি বছরের ৩০ ডিসেম্বর কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১.৯৬ টাকা। যা গত ২০১৬ সালে ছিল ১২.৫১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

মডার্ন ডায়িংয়ের ৬ মাসে ইপিএস ১৪ পয়সা কমেছে

modernস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মডার্ন ডায়িং লিমিটেড চলতি বছরের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি বছরের ২য় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৭ পয়সা । কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় ২য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর, ১৭) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৭ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৩৩ পয়সা।

৬ মাসে (জুলাই-ডিসেম্বর, ১৭) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৩ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৬৭ পয়সা। এ হিসাবে চলতি বছরে কোম্পানির আয় ১৪ পয়সা কমেছে।

চলতি বছরের ৩০ ডিসেম্বর কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৯.৬৪ টাকা। যা গত ২০১৬ সালে ছিল ৯.১১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

আইটি কন্সালটেন্সের ৬ মাসে ইপিএস ১৪ পয়সা বেশি

ITC-Logo-230x155স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি আইটি কন্সালটেন্স লিমিটেড চলতি বছরের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি বছরের ২য় প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৭ পয়সা । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় ২য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর, ১৭) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪০ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৩২ পয়সা।

৬ মাসে (জুলাই-ডিসেম্বর, ১৭) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৭ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৪৩ পয়সা। এ হিসাবে চলতি বছরে কোম্পানির আয় ১৪ পয়সা বেড়েছে।

চলতি বছরের ৩০ ডিসেম্বর কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫.৬০ টাকা। যা গত ২০১৬ সালে ছিল ১৬.২২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

অলিম্পিক এক্সেসরিজের ৬ মাসে ইপিএস ৫ পয়সা কমেছে

olimpic-...smbd_-300x219স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড চলতি বছরের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি বছরের ২য় প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫১ পয়সা । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় ২য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর, ১৭) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২২ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ২৫ পয়সা।

৬ মাসে (জুলাই-ডিসেম্বর, ১৭) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫১ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৫৬ পয়সা। এ হিসাবে চলতি বছরে কোম্পানির আয় ৫ পয়সা কমেছে ।

চলতি বছরের ৩০ ডিসেম্বর কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫.২৩ টাকা। যা গত ২০১৬ সালে ছিল ১৬.১৮ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

  1. স্কয়ার ফার্মা
  2. ইফাদ অটোস
  3. শাহজিবাজার পাওয়ার
  4. গ্রামীন ফোন
  5. প্যারামাউন্ট টেক্সটাইল
  6. ইসলামী ব্যাংক
  7. ইউনাইটেড ব্যাংক
  8. বিবিএস ক্যাবলস
  9. বিডি ফাইন্যান্স
  10. মুন্নু সিরামিকস লিমিটেড।

ডিএসইতে ৩৫৯ ও সিএসইতে ২৭ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণের দাঁড়িয়েছে ৩৫৯ কোটি টাকা। এদিন সেখানে সূচক কমেছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭১.০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬১৪৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৭.৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪১৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২৩.৫৪ পয়েন্ট কমে অবস্থান করে ২২৮১ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৩৫৯ কোটি ২৮ লাখ টাকা। গতকাল বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিল ৪১২ কোটি ৯০ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৩৫টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৩৮টির। আর দর অপরিবর্তিত আছে ৩০ টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – স্কয়ার ফার্মা, ইফাদ অটোস, শাহজিবাজার পাওয়ার, গ্রামীন ফোন, প্যারামাউন্ট টেক্সটাইল, ইসলামী ব্যাংক, ইউনাইটেড ব্যাংক, বিবিএস ক্যাবলস, বিডি ফাইন্যান্স ও মুন্নু সিরামিকস লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৮.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৫৭১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ১১৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৭টির।

এদিন টাকায় লেনদেন হয়েছে ২৭ কোটি ২০ লাখ টাকা। গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩৬ কোটি ২৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কম হয়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ইফাদ অটোস ও বিবিএস ক্যাবলস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ