সুহৃদ ইন্ডাষ্ট্রিজের এজিএমের সময়সীমা ৩১ মে

Shurid-Industries-Logoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের সুহৃদ ইন্ডাষ্ট্রিজ লিমিটেড ২০১৭ সমাপ্ত অর্থবছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) এখনো সম্পন্ন করতে পারেনি। আদালতের নির্দেশনা অনুযায়ী আগামী ৩১ মের মধ্যে কোম্পানিটিকে এজিএম অনুষ্ঠান করতে হবে।

গত ২৮ ডিসেম্বর এজিএমের তারিখ থাকলেও তা পিছিয়ে দিতে হাইকোর্টে আবেদন করতে কোম্পানি কর্তৃপক্ষ। আবেদনের প্রেক্ষিতে সুহৃদ ইন্ডাষ্ট্রিজের এজিএম ২ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়। কিন্তু এসময়ের মধ্যেও এজিএম সম্পন্ন করতে পারেনি কোম্পানি কর্তৃপক্ষ। কোম্পানির চেয়ারম্যান মাহমুদুল হাসান পুনরায় এজিএম অনুষ্ঠানের সময় বাড়িয়ে দিতে হাইকোর্টে আবেদন করে।

সেই হাইকোর্টের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৬ ফেব্রুয়ারি আদালত থেকে জানানো হয়, যেহেতু সুহৃদ ইন্ডাষ্ট্রিজের বর্তমান পর্ষদ গত ৫ অক্টোবর ২০১৭ তারিখে দায়িত্ব গ্রহণ করে তাই তাদের এজিএম করার জন্য সময় প্রয়োজন। তাই কোম্পানিটির এজিএম অনুষ্ঠানের সময় বাড়িয়ে দিয়েছে হাইকোর্ট। তবে সে সময় ৩১ মে ২০১৮ তারিখের আগে হতে হবে। অর্থাৎ আগামী ৩১ মে এর আগে সুহৃদ ইন্ডাষ্ট্রিজের ২০১৭ সমাপ্ত অর্থবছরের এজিএম অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, হাইকোর্ট থেকে গত ৬ ফেব্রুয়ারি এই নির্দেশনা এসেছে। অথচ আজ ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে খবরটি প্রকাশিত হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

কোনো কাজে ঘুষ না দিতে ব্যবসায়ীদের বললেন দুদক চেয়ারম্যান

dudokস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কোনো কাজে ব্যবসায়ীরা যেন কাউকে ঘুষ না দেন, সে আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। কোনও প্রকার তদবির ও প্রভাবশালীদের হস্তক্ষেপ কাঙ্খিত নয় মন্তব্য করেন তিনি।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিভিন্ন চেম্বারের ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) উদ্যোগে ‘প্রভাইডিং করাপশন ফ্রি পাবলিক সার্ভিস ফর ইনভেস্টমেন্ট অ্যান্ড বিজনেস ফ্রেন্ডলি ইনভায়রনমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দুদক চেয়ারম্যান বলেন, ‘গত বছরই ঘুষ গ্রহণের অভিযোগে প্রায় ২৫ জন সরকারি কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করে দুদক। ব্যবসায়ীদের প্রতি আমাদের অনুরোধ, কোনও কাজে ঘুষ দেবেন না, ঘুষ দেওয়ার আগে বিষয়টি দুদককে জানালে ঘুষ গ্রহীতাকে আইনের আওতায় আনা হবে। একইসঙ্গে ব্যবসায়ীদের বৈধ কাজ সঠিক সময়েই সম্পন্ন করার ব্যবস্থাও নেওয়া হবে।’

ইকবাল মাহমুদ বলেন, ‘দুদকের কোনও কোনও কর্মকর্তা ব্যবসায়ীদের হয়রানি করেন, এমন অভিযোগ কখনও কখনও শোনা যায়। আমি এ বিষয়ে দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, এমন কোনও ঘটনা আপনাদের নজরে এলে তা দুদককে জানান।

আমাদের দ্বার ব্যবসায়ীদের জন্য সর্বদা উন্মুক্ত। তবে ব্যবসার একটি নৈতিক মানদণ্ড থাকা উচিৎ। ভ্যাট ফাঁকি, ট্যাক্স ফাঁকি, ওভার ইনভয়েসিং অথবা আন্ডার-ইনভয়েসিংয়ের মাধ্যমে অনৈতিক উপায়ে অর্থ উপার্জন দেশের সংবিধানও সমর্থন করে না।’

দুদক চেয়ারম্যান বলেন, ‘ব্যাংক ঋণ বিতরণ কিংবা আদায় প্রক্রিয়ায় দুদক হস্তক্ষেপ করে না। তবে ব্যাংক ঋণ প্রদানের ক্ষেত্রে কেউ যদি জাল কাগজপত্র বা দলিলাদি ব্যবহার করেন, তাহলে বিষয়টি দুদকের এখতিয়ারে এসে যায়।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন– বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম, এফিসিসিআইয়ের পরিচালক হাসিনা নেওয়াজ, ডিসিসিআইয়ের পরিচালক সেলিম আখতার খান, এফসিসিআইয়ের মহাসচিব ফারুক আহমেদ, মালোয়েশিয়া-বাংলাদেশ চেম্বারের প্রেসিডেন্ট মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

কৌশলগত অংশীদার হিসাবে ‘কৌশলগত’ ও ‘ভূ-রাজনৈতিক’ বিষয় বিবেচনা করার পরামর্শ

jatio sanadস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সেচেঞ্জের কৌশলগত অংশীদার হিসেবে ভারত ও চীনের দুটি কনসোর্টিয়ামের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ‘কৌশলগত’ ও ‘ভূ-রাজনৈতিক বিষয় বিবেচনা করার জন্য বলা হয়েছে বলে জানান কমিটির সভাপতি ড. রাজ্জাক।

বুধবার অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এই শীর্ষ ২৫ খেলাপির তালিকা ও ঋণের পরিমাণের তালিকা প্রকাশ করা হয়েছে।

কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই খেলাপি ঋণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এদিকে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কার্যকরী ও সুষ্ঠু শেয়ারবাজার গড়ে তোলার লক্ষ্যে আধুনিক সার্ভেইলেন্স সিস্টেম সংযোজন এবং সুপারভিশন ও মনিটরিং ব্যবস্থা জোরদার করার ফলে শেয়ারবাজারের বড় ধরনের বিপর্যয়ের সম্ভাবনা নেই বলে কমিটিকে জানানো হয়।

সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে নতুন জনবল নিয়োগ প্রশাসনিক জটিলতায় আটকে থাকায় নিয়মিত পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে না বিধায় জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো নামে বেনামে নানা ধরনের সার্ভিস চার্জ আদায়, ক্রেডিট কার্ডে অতিরিক্ত সুদহার, সুপ্ত চার্জ আদায়সহ গ্রাহকদের নানা ধরনের অভিযোগ খতিয়ে দেখে আগামী বৈঠকে প্রতিবেদন প্রদানের সুপারিশ করা হয় বৈঠকে।

বাজারে চালসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে মন্ত্রণালয়কে কার্যকর পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেওয়া হয়।

বৈঠকে কমিটির সদস্য নাজমুল হাসান, মোস্তাফিজুর রহমান, ফরহাদ হোসেন ও আখতার জাহান অংশ নেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

গাজীপুরে ২৮.৫ কাঠা জমি কিনবে নাহি এ্যালুমিনাম

Nahiস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি নাহি এ্যালুমিনাম কম্পোজিট প্যানেল লিমিটেড পরিচালনা বোর্ড গাজীপুরে ২৮.৫ কাঠা জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এই কোম্পানিটি রাজধানীর গাজীপুর শ্রীপুরে নিজস্ব ফ্যাক্টরির প্রাঙ্গনে অবস্থিত ২৮.৫০ কাঠা জমি কিনবে।

২৮.৫ কাঠার এই জমির জন্য ব্যয় ধরা হয়েছে ৫৪ লাখ ৯৪ হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

মোজাফ্ফর স্পিনিংয়ের ঋণমান ‘বিবি+’ ও ‘এসটি-৪’

MOZAFFOR-SPENNINGস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবি+’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-৪’।

সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (এসিআরএল)। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এসিআরএল।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

রিজার্ভ চুরির প্রতিবেদন দাখিল ১ এপ্রিল ধার্য করেছে আদালত

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সিআইডি প্রতিবেদন দাখিল না করায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। আজ বুধবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। ঢাকা মহানগর হাকিম একে এম মঈনউদ্দিন সিদ্দিকী নতুন এ দিন ধার্য করেন।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়ে যায়।

পরে ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়। দেশের অভ্যন্তরের কোনো একটি চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থ পাচার করেছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় গত বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা অজ্ঞাতানামাদের আসামি করে মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেন। বর্তমানে মামলাটি সিআইডি তদন্ত করছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

  1. ইফাদ অটোস
  2. লংকা বাংলা ফাইন্যান্স
  3. লার্ফাজ সুরমা
  4. স্কয়ার ফার্মা
  5. আল আরাফাহ ব্যাংক
  6. বিবিএস ক্যাবলস
  7. ব্র্যাক ব্যাংক
  8. মুনু সিরামিক্স
  9. নাহি অ্যালুমিনিয়াম
  10. কেয়া কসমেটিকস লিমিটেড।

ডিএসইতে ৩৮৯ ও সিএসইতে ২৭ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৮৯ কোটি টাকা। এদিন লেনদেন ও সূচক উভয় বেড়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বাড়লেও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬.৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৮০৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৮৭পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৬১ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৫.১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২১৪৬ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৩৮৯ কোটি ৫ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিল ৩২১ কোটি ৯১ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৩৫ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩১টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৫০টির। আর দর অপরিবর্তিত আছে ৫৪টির।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ইফাদ অটোস, লংকা বাংলা ফাইন্যান্স, লার্ফাজ সুরমা, স্কয়ার ফার্মা, আল আরাফাহ ব্যাংক, বিবিএস ক্যাবলস, ব্যাক ব্যাংক, মুনু সিরামিক্স, নাহি অ্যালুমিনিয়াম ও কেয়া কসমেটিকস লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১০.০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৮১৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ১১৩টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৭টির।

এদিন টাকায় লেনদেন হয়েছে ২৭ কোটি ৯৬ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছিল ১৫ কোটি ৩৮ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট ও বিবিএস ক্যাবলস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

২৩৫ রকমের পাটপণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে: মির্জা আজম

mirza azamস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পাট দিবস’ উদযাপন করতে যাচ্ছে সরকার। দিবসটি উপলক্ষে তিন দিনব্যাপী পাট পণ্যের মেলা ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে।

আগামী ৬ থেকে ৮ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত মেলায় ২৩৫ রকমের বহুমুখী পাটপণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬ মার্চ ‘জাতীয় পাট দিবস’- উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত মূল অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন।

আজ বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দ্বিতীয়বারের মতো পালিত হতে যাওয়া জাতীয় পাট দিবস উপলক্ষে রোড শো, শোভাযাত্রা, সেমিনার, আলোচনা সভার আয়োজন করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

ভারতীয় বাজারে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত প্রবেশে বাধা অপসারণের চেষ্টা চলছে

2018-02-27_2_919692স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রীংলা বলেছেন, ভারতীয় বাজারে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত প্রবেশে সবধরনের বাধা অপসারণের চেষ্টা করা হচ্ছে।

অবকাঠামোগত ও যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়নের লক্ষ্যে ভারত ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে উল্লেখ করে তিনি বলেন, জল, স্থল, রেলপথসহ দ্রুত ও সহজ যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য ইতোমধ্যে কাজ অনেকদূর এগিয়ে গিয়েছে। সিলেট ও খুলনা জেলায় ভারতীয় হাইকমিশনের শাখা খোলা হচ্ছে।

ভারতীয় হাইকমিশনার মঙ্গলবার রাজধানীর ওয়েস্টীন হোটেলে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) ও ইন্ডিয়ান ইম্পোর্ন্টারস চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (আইআইসিসিআই)-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ-ভারত ব্যবসায়িক সুযোগ-সুবিধা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি দেশের ব্যবসা পরিবেশকে উন্নত করার লক্ষ্যে আইবিএফবি’র কার্যক্রমের প্রশংসা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রলায়ের যুগ্ম সচিব মো. হাফিজুর রহমান । তিনি বলেন, দক্ষিণ এশিয়া এখন সমৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। অর্থনীতির ক্ষেত্রে ভারত ও বাংলাদেশের সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

সেমিনারে আইবিএফবি’র পরিচালক এম এস সিদ্দিকি ও আইআইসিসিআই’র পরিচালক টি. কে. পান্ডে মূল প্রবন্ধ পাঠ করেন।

স্টকমার্কেটবিডি.কম/এসটি