শ্রমিক কল্যাণ তহবিলে মেটলাইফের ১ কোটি ২২ লাখ টাকা প্রদান

(JPEG Image, 225 × 225 pixels)স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে কোম্পানির লভ্যাংশের নির্দিষ্ট অংশ ১ কোটি ২২ লাখ টাকা প্রদান করেছে আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স (মেটলাইফ অ্যালিকো)।

বৃহস্পতিবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হকের সঙ্গে সাক্ষাৎ করে কোম্পানির চিফ ফিনান্সিয়াল অফিসার আলাউদ্দিন কোম্পানটির ২০১৭ সালের লভ্যাংশের নির্দিষ্ট অংশ ১ কোটি ২২ লাখ ১৪ হাজার ৪২৪ টাকার চেক হস্তান্তর করেন।

শ্রমিকদের কল্যাণার্থে কোম্পানিটি শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে নিয়মিত অর্থ প্রদান করে আসছে। শ্রম আইনের আলোকে দেশি-বিদেশি ৯৫টি কোম্পানি তাদের লাভের ৫ শতাংশের ১ দশমাংশ এ তহবিলে প্রদান করে। তহবিলে লভ্যাংশের বর্তমানে জমার পরিমাণ প্রায় আড়াইশ কোটি টাকার বেশি।

এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের দুর্ঘটনাজনিত মৃত্যু, পঙ্গুত্ব, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এবং শ্রমিকের সন্তানদের শিক্ষা সহায়তা দেয়া হয়।

চেক প্রদান অনুষ্ঠানে শ্রম প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন কোম্পানিতে কর্মরতদের জন্য এটি একটি ইউনিক আইন। এমন অনেক কোম্পানি আছে যাদের অনেক কর্মচারী সারা বছরের বেতনের চেয়ে লাভ্যাংশের অর্থ বেশি পেয়ে থাকেন। এতে করে কোম্পানির কর্মপরিবেশ উন্নত হচ্ছে এবং উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়ছে।

অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আফরোজা খান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ডা. আনিসুল আউয়াল পিএইচডি এবং আমেরিকান লাইফ ইনস্যুরেন্স কোম্পানির হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স মোস্তাক হোসেন উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

১৮ ফেব্রুয়ারি থেকে রাজধানীতে চা প্রদর্শনী

7de33d40071cf251bfc12079ae5d8a27-5a72dd6a54965স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ চা প্রদর্শনী ২০১৮’। বাংলাদেশ চা বোর্ডের আয়োজনে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এসময় বাণিজ্য সচিব সুভাশীষ বসু ও চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম, এনডিসি উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি দ্বিতীয়বারের মতো বাংলাদেশ চা প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এর আগে গত বছরের ১২ থেকে ১৪ জানুয়ারি প্রথম চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ওই প্রদর্শনীতে সাতটি ভারতীয় কোম্পানিসহ ৪৬টি প্রতিষ্ঠান অংশ নেয়।

এবারের চা প্রদর্শনীর সহযোগী প্রতিষ্ঠানগুলো হলো- বাংলাদেশ চা সংসদ, এম এম ইস্পাহানি লিমিটেড, দ্য কনসোলিডেটেড টি অ্যান্ড ল্যান্ডস কোম্পানি বাংলাদেশ লিমিটেড (ফিনলে), আবুল খায়ের কনজ্যুমার প্রোডাক্ট লিমিটেড, ডানকান ব্রাদার্স লিমিটেড, হালদা ভ্যালি টি কোম্পানি লিমিটেড, সিটি গ্রুপ ও ওরিয়ন গ্রুপ।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

১৬ কোটি মানুষের জন্য পেনশন হবে: অর্থমন্ত্রী

muhitস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের ১৬ কোটি মানুষকে পেনশনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে আগামী বাজেটে জাতীয় পেনশন পদ্ধতির একটা রূপরেখা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) সকালে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা জানান।

অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেনশনের অর্থ বিতরণের অনলাইন কার্যক্রম কর্মসূচির উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অর্থমন্ত্রী এমএ মুহিত বলেন, দেশের ১৬ কোটি মানুষ যাতে জাতীয় পেনশন সিস্টেমের আওতাভুক্ত হয়, সে ব্যবস্থা করা হবে। এ বিষয়ে আগামী বাজেটে জাতীয় পেনশন সিস্টেমের একটা রূপরেখা ঘোষণা করা হবে। এর আওতায় ১৬ কোটি মানুষকে অন্তর্ভুক্ত করা হবে।

অনলাইনে পেনশনের অর্থ বিতরণ কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, দেশে এখন ৬ লাখ ৯৭ হাজার ২১২ জন পেনশন সুবিধা ভোগ করছেন। তারা সবাই সরকারি কর্মকর্তা-কর্মচারী। এখন থেকে পেনশনের টাকা সংশ্লিষ্টদের অ্যাকাউন্টে চলে যাবে, সে তথ্য মোবাইল ফোনে চলে যাবে এসএমএসের মাধ্যমে।

অর্থমন্ত্রী বলেন, ‘এখন থেকে আর কাউকে পেনশনের হিসাব করা, পেনশনের অর্থ উত্তোলন নিয়ে চিন্তা করতে হবে না। ইট ইজ ইন কিপিং উইথ দ্য ফিলোসফি অব দ্য স্টেট, কারণ এখন ফিলোসফি হল যত সিটিজেনস আছে সবাইকে একটা সুযোগ করে দিতে হবে। ইট ইজ ইউনিভার্সেল পেনশন, যেটা আমরা মোর অর লেস কমিটেড, ওভার পিরিয়ড অব টাইম- হয়তো সেটা হবে।’

‘রাষ্ট্রের জন্ম হয়েছিলো আইন-শৃঙ্খলা রক্ষার জন্য। কিন্তু এখন রাষ্ট্র জনকল্যাণমূলক। আজ আমরা যা উদ্বোধন করেছি এটা একটা যুগান্তকারী পদক্ষেপ। এটা তৃণমুল পর্যায়ে পৌঁছে যাবে।’

সবার জন্য পেনশন বিষয়ে অর্থমন্ত্রী আরও বলেন, ‘এজন্য আগামী বাজেটে আই অ্যাম থিংকিং অ্যান্ড অ্যানাউন্সিং, আমরা পেনশন সিস্টেমের এটা করলাম, এটা নিয়ে এভরি পারসন ইন দ্য কান্ট্রি উইল বি বেনিফিটেড। বিকজ ন্যাশনাল পেনশন সিস্টেমে সবাইকে ইনকরপোরেট করা হবে। ১৬ কোটি মানুষ উড বি ইনকরপোরেটেড ইন দ্য ন্যাশনাল পেনশন সিস্টেম।’

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুহিত বলেন, ‘আমি আগেও বলেছি আমরা চিন্তা করছি পেনশন সিস্টেম ফর দ্য হোল নেশন। আমি সেটার রূপরেখাটা আগামী বাজেটে অ্যানাউন্স করবো। এটা ইমিডিয়েটলি ইন্ট্রুডিউস হবে না বাট উই শ্যাল অ্যানাউন্স দ্য আউটলাইন অব দ্য ন্যাশনাল পেনশন সিস্টেম। এটা নিয়ে আমাদের কাজ হচ্ছে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। ছিলেন অর্থ সচিব মুসলিম চৌধুরী ও অর্থ মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব এবং কর্মকর্তারা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

মন্দা শেয়ারবাজারে শেয়ার কিনছেন বিদেশিরা

dolerস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চার ইস্যুকে কেন্দ্র করে দরপতনের মধ্য দিয়ে ২০১৮ সালের প্রথম মাস পার করলো দেশের পুঁজিবাজার। এ দরপতনের মধ্যে বাজারে সাপোর্ট না দিয়ে পর্যবেক্ষণ করছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। আর পুঁজি বাঁচাতে আতংকিত হয়ে শেয়ার বিক্রি করছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা।

অথচ এ সময়ে প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার বিক্রির তুলনায় কিনেছেন বেশি। এর ফলে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে জানুয়ারিতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন হয়েছে ১ হাজার ১৪৭ কোটি ৬২ লাখ ৯০ হাজার ২৫৬ টাকার। যা আগের মাসের চেয়ে ২৩ কোটি টাকা বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, নতুন বছরের প্রথম দিকে দরপতন হয়েছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) শেয়ার বিক্রির চাপে। এরপর দরপতন হয়েছে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি ও বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যাংক ঋণ-আমানতের অনুপাত এডি নিয়ে গুজবের কারণে।

আর মাসের শেষ দিকে যোগ হয়েছে দেশের রাজনৈতিক অস্থিরতা। এসব কারণে বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে বাজার ছাড়ছেন। ঠিক সেই সময় উল্টোটা করছেন বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীরা। পতনের বাজারে কমমূল্যে তারা শেয়ার কিনছেন।

ডিএসই’র তথ্য মতে, জানুয়ারি মাসে ডিএসইতে মোট ২২ কার্যদিবস লেনদেন হয়েছে। এই দিনগুলোতে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের লেনদেন হয়েছে ১ হাজার ১৪৭ কোটি ৬২ লাখ ৯০ হাজার ২৫৬ টাকার। এর আগের মাস ডিসেম্বরে ডিএসইতে লেনদের হয়েছিল ১ হাজার ১২৪ কোটি ৪৮ লাখ ১১ হাজার ৮৫৮ টাকার। যা আগের মাসের চেয়ে ২৩ কোটি ১৪ লাখ ৭৮ হাজার ৩৯৮ টাকা বেশি।

এর মধ্যে জানুয়ারি মাসে বিদেশি বিনিয়োগকারীরা ৬৬৭ কোটি ৪৩ লাখ ৫৯ হাজার ৭২১ টাকার শেয়ার কিনেছে। যা আগের মাসের চেয়ে ৭৩ কোটি ৯১ লাখ ৭৩ হাজার ৮৫৭ টাকা বেশি। তার আগের মাস ডিসেম্বরে বিদেশিরা ৫৯৩ কোটি ৫১ লাখ ৮৫ হাজার ৮৬৪ টাকার শেয়ার কিনেছিলো।

এদিকে জানুয়ারি মাসে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রি কমেছে ৫০ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ৪৫৯ টাকা। জানুয়ারিতে তারা ৪৮০ কোটি ১৯ লাখ ৩০হাজার ৫৩৫ টাকার শেয়ার বিক্রি করেছেন। ডিসেম্বরে এর পরিমাণ ছিল ৫৩০ কোটি ৯৬ লাখ ২৫ হাজার ৯৯৪ টাকা।

২০১৭ সালে প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেন হয়েছে ১১ হাজার ৪৪৭ কোটি ৬৩ লাখ টাকা। যা টাকার অংকে ২০১৬ সালের চেয়ে ২ হাজার ৬৭৪ কোটি ৩৪ লাখ টাকা বেশি। এর আগের বছর অর্থাৎ ২০১৬ সালে বিদেশিদের লেনদেন হয়েছে ৮ হাজার ৭৭৩ কোটি ২৯ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

এ্যাপেক্স স্পিনিংয়ের ঋণমান ‘এএ৩’

apex spi-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এ্যাপেক্স স্পিনিং মিলস লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ৩’ । সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০১৭ সালের ৩০ নভেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

  1. গ্রামীন ফোন
  2. মুন্নু সিরামিকস
  3. লংকা-বাংলা ফাইন্যান্স
  4. আলিফ ইন্ডাস্ট্রিজ
  5. স্কয়ার ফার্মা
  6. ব্র্যাক ব্যাংক
  7. সিটি ব্যাংক
  8. বিডি ফাইন্যান্স
  9. ন্যাশনাল টিউবস
  10. ফার্মা এইডস লিমিটেড।

ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে তিনগুণ

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে। এদিন সেখানে সবগুলো সূচকের বড় ধরণের পতন হয়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমলেও লেনদেন তিনগুণ বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৮.৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬০২১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৯৭ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১১.০২ পয়েন্ট কমে অবস্থান করে ২২২৭ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৩২৯ কোটি ৪৫ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেনের পরিমাণ ছিল ৪৭২ কোটি ২৭ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩২৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৫১টির। আর দর অপরিবর্তিত আছে ৪৮টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – গ্রামীন ফোন, মুন্নু সিরামিকস, লংকা-বাংলা ফাইন্যান্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, বিডি ফাইন্যান্স, ন্যাশনাল টিউবস ও ফার্মা এইডস লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৪২.৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ২৪৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ১২৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩২ টির।

এদিন টাকায় লেনদেন হয়েছে ১২০ কোটি ৪০ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেন হয়েছিল ৪৩ কোটি ৪৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় তিনগুন বেশি হয়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ব্র্যাক ব্যাংক ও স্কয়ার ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

৪০ টাকার নিচে চালের দাম বাস্তব সম্মত নয় : বাণিজ্যমন্ত্রী

tofailস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কেজি প্রতি মোটা চালের দাম ৪০ টাকার নিচে আসা বাস্তব সম্মত নয় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

চা প্রদর্শনী-২০১৮ উপলক্ষে বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শেষে মন্ত্রী এ মন্তব্য করেন।

দেশে বিপুল পরিমাণ চাল আমদানি হচ্ছে, এতে কি আমরা খাদ্য ঘাটতির দেশে চলে গেছি- জানতে চাইলে তোফায়েল বলেন, আমরা এখনও খাদ্য উদ্বৃত্তের দেশ হিসেবেই থাকব। কারণ বন্যার পর এ বছরে যে ফসল আসবে তাতে আমরা উদ্বৃত্তের দেশ হিসেবে থাকব। ভোলায় চাহিদার চেয়ে চার লাখ টন বেশি ধান উৎপাদন হয়েছে।

সরকারের হিসাব অনুযায়ী মোটা চালের কেজি প্রতি বিক্রয়মূল্য ৪৩-৪৫ টাকা বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

বর্তমানে চালের বাজারকে স্বাভাবিক মনে করছেন কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, দেশের কৃষকের দিকও খেয়াল রাখতে হবে। চালের দাম যখন কম ছিল সাংবাদিকরা লিখেছেন কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই কৃষককে গুরুত্ব দিতে হবে। কৃষক চাল উৎপাদন আগ্রহ হারিয়ে ফেললে আমরা তো ক্ষতিগ্রস্ত হব।

মন্ত্রী বলেন, আমার ব্যক্তিগত মতামত ৪০ টাকার নিচে কখনও চালের দাম আসবে না। এটা (দাম ৪০ টাকার নিচে হওয়া) বাস্তব সম্মতও না। সুতরাং চালের দাম অ্যারাউন্ড ৪০ টাকাই থাকবে এবং সেটাই বর্তমানে আছে।

এ সময় বাণিজ্য সচিব শুভাশীষ বসুসহ বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

গ্রীন ডেল্টা লাইফের লভ্যাংশ ঘোষণা ১১ ফেব্রুয়ারি

green deltaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান গ্রীন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ১১ ফেব্রুয়ারি আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় বিমাটির ২০১৭ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা পৌনে ৩টায় রাজধানীর মহাখালীতের প্রতিষ্ঠানের নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এই সভায় বিমাটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

কুইন সাউথ টেক্সটাইলের লটারির ফলাফল প্রকাশ

QSস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেডের লটারির ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ সকাল সাড়ে ১০টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এ লটারি শুরু হয়।

জানা গেছে, কোম্পানিটির আইপিওতে প্রায় ৩৭ দশমিক ৩১ গুণ আবেদন জমা পড়েছে। এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের আবেদন পড়েছে প্রায় ৬২ গুণ। আর বিদেশী বিনিয়োগকারীদের আবেদন পড়েছে প্রায় ৯৭ হাজার।

ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংক কোড

সাধারণ বিনিয়োগকারী

ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী

প্রবাসী বিনিয়োগকারী

এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬১৫তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়। আর গত ৭ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত কোম্পানিটির আইপিও আবেদন করে সকল প্রকার বিনিয়োগকারী। আর কোম্পানির আইপিওতে ৩৭.৩১ গুণ আবেদন জমা পড়েছে।

জানা যায়, কোম্পানিটি শেয়ারবাজার থেকে ১.৫০ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। আর এ লক্ষ্যে অভিহিত মূল্যে তথা ১০ টাকা দরে শেয়ার ইস্যু করবে কোম্পানিটি। উত্তোলিত এ টাকা দিয়ে কোম্পানিটি ওয়ারহাউজ নির্মাণ, ম্যাশিনারিজ ক্রয়, কারখানা আধুনিকায়ন, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খাতে ব্যয় করবে কোম্পানিটি।

৩০ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪২ টাকা। এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৬.২০ টাকা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি