জিএসপি ফাইন্যান্সের লেনদেন বন্ধ রবিবার

GSPFINANস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি জিএসপি ফাইন্যান্স লিমিটেড আগামী রবিবার লেনদেন বন্ধ রাখবে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগামী (২৫ ফেব্রুয়ারি) রোববার কোম্পানিটির বার্ষিক সাধারন সভা (এজিএম) সংক্রান্ত রের্কড ডেট। আর এ কারনে লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি।

আগামী ২৬ ফেব্রুয়ারি, সোমবার থেকে কোম্পানিটির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

বীমা কোম্পানির নির্বাহী কর্মকর্তাদের বয়সসীমা নিয়ে হাইকোর্টের রুল

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স ৪০ বছর করার বিধান কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ সংক্রান্ত প্রবিধান কেন সংশোধন করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

আগামী চার সপ্তাহের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের সচিব, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ), আইডিআরএ চেয়ারম্যান, আইডিআরএ’র আইন ও জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট বিষয়ক সদস্যকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

জনস্বার্থে দায়ের করা এ সংক্রান্ত রিট আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার হাইকোর্টে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জরি করেন।

আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তনয় কুমার সাহা।

অ্যাডভোকেট তনয় কুমার সাহা জাগো জানান, ব্যাংক কোম্পানির সিইও নিয়োগের ক্ষেত্রে আইনে বলা হয়েছে, ৬৫ বছর অতিক্রম করলে কেউ ব্যাংকের সিইও হতে পারবেন না। তবে সর্বনিম্ন বয়সের কোনো সীমা নির্ধারণ করা নেই। কিন্তু বীমা কোম্পানির সিইও হতে হলে সর্বনিম্ন বয়স ৪০ বছর হতে হবে বলে আইনে বাধ্যবাধকতা আরোপ করা আছে।

বীমা কোম্পানির সিইও নিয়োগের ক্ষেত্রে সর্বনিম্ন বয়সের এমন বাধ্যবাধকতা থাকায় অনেক যোগ্য ব্যক্তিই সিইও হতে পারছেন না। ফলে বীমা খাতে যোগ্যতাসম্পন্ন ও মেধাবি সিইও’র এক ধরনের সংকট দেখা দিচ্ছে। তাই সর্বনিম্ন বয়সের সীমা উঠিয়ে দিতে জনস্বার্থে এ রিট দায়ের করা হয়।

রিটের শুনানি শেষে আজ আদালত ওই রুল জারি করেন।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

মার্চ মাস থেকে আবার চালু হচ্ছে ১০ টাকায় চাল

riceস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী মার্চ থেকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে আবার চাল বিক্রি চালু করবে সরকার। অতি দরিদ্র ৫০ লাখ পরিবারকে ১০ টাকা করে প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হবে। এই কর্মসূচির জন্য বছরে ৭ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল দরকার হবে।

আজ বৃহস্পতিবার খাদ্য অধিদপ্তরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। এতে খাদ্য মন্ত্রণালয় এবং খাদ্য অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী বলেন, চলতি আমন মৌসুমে ছয় লাখ মেট্রিক টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। ইতিমধ্যে ৫ লাখ ৪০ হাজার মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে। বাকিটাও নির্দিষ্ট সময়ের মধ্যে সংগ্রহ করা হবে। তিনি বলেন, বর্তমানে সরকারের খাদ্যশস্য মজুত আছে ১৪ লাখ ২০ হাজার মেট্রিক টন। এর মধ্যে ১০ লাখ ৪০ হাজার মেট্রিক টন চাল এবং বাকিটা গম।

২০১৬ সালের ৭ সেপ্টেম্বর কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় হতদরিদ্র মানুষের মধ্যে এই কর্মসূচির উদ্বোধন করা হয়েছিল। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং মার্চ ও এপ্রিল—এই পাঁচ মাস চাল বিতরণ করা হয়। এই কর্মসূচির আওতায় একটি স্লোগান ঠিক করা হয়। ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’।

সংবাদ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে খাদ্যসচিব শাহবুদ্দিন আহমদসহ খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বদরুল হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তর ও মাঠপর্যায়ের বিভিন্ন শ্রেণির কর্মকর্তারা।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

বাংলাদেশের ৩২টি মিশনের রফতানি লক্ষ্যমাত্রা অর্জন

epbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি অর্থবছরের (২০১৭-১৮) প্রথমার্ধে বিদেশে ৫৭টি বাংলাদেশ মিশনের মধ্যে ৩২টি মিশন সফলভাবে তাদের রফতানি লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়েছে। রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) একথা জানায়।

২০১৮ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর মেয়াদে প্রধান যে মিশনগুলো রফতানি লক্ষ্যমাত্রা অর্জন করেছে, সেগুলো হচ্ছে ব্রাসেলস, নয়াদিল্লী, ক্যানবেরা, অটোয়া, লন্ডন, মাদ্রিদ, ওয়াশিংটন, এথেন্স, হেগ, মাস্কাট, মানামা, ওয়ারশ, রিয়াদ, রোম এবং নিউইয়র্ক। অন্যদিকে বার্লিন, টোকিও, প্যারিস, মস্কো, স্টোকহোম, বেইজিং, ইয়াংগুন, জেনেভা, হ্যানর, ভিয়েনা, কোপেনহেগেন এবং আঙ্কারার মতো অন্যান্য মিশন ৬ মাসের রফতানি লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে।

এই সময়ে সামগ্রিক রফতানি আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১৭,৯১৬.০২ মিলিয়ন ডলার। এ সময়ে রফতানি লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১৭,৮৭৫ মিলিয়ন ডলার।

ইপিবি’র সর্বশেষ রফতানি পরিসংখ্যানে বলা হয়, ২৫টি মিশন তাদের নিজ নিজ রফতানি লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়নি। যে ২৫টি মিশন রফতানি লক্ষ্যমাত্রা পূরণ করেনি এর মধ্যে ১২টি মিশন পূর্ববর্তী বছরে একই সময়ের চেয়ে রফতানি প্রবৃদ্ধি বেড়েছে। এ মিশনগুলো হলো- বার্লিন, টোকিও, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, প্যারিস, মস্কো, ম্যানিলা, জাকার্তা, স্টকহোম, রাবাত, কাঠমান্ডু এবং কলম্বো।

বেইজিং, ইয়াংগুন, দুবাই, জেনেভা, বৈরুত, বাগদাদ, হ্যানয়, ভিয়েনা, কোপেনহেগেন, দারুস সালাম, ব্যাংকক এবং আঙ্কারা মিশনের রফতানি প্রবৃদ্ধি পূর্ববর্তী বছরের একই মেয়াদের আয়ের চেয়ে কমেছে।

যে ৩২টি মিশন রফতানি লক্ষ্যমাত্রা অর্জন করেছে সেগুলো হলোÑ ব্রাসেলস, নয়াদিল্লী, ক্যানবেরা, অটোয়া, তেহরান, লন্ডন, মাদ্রিদ, ওয়াশিংটন, এথেন্স, মানামা, ওয়ারশ, রিয়াদ, কায়রো, ত্রিপোলি, দোহা, প্রিটোরিয়া, লিসবন, রোম, থিম্পু, ইসলামাবাদ, তাসখন্দ এবং নিউইয়র্ক, এথেন্স, ব্রাসিলিয়া, হংকং, নাইরোবি, কুয়েত, আম্মান, মালি, পোর্ট লুইস, মেস্কিকো, হেগ ও মাস্কাট।

ইপিবি জানায়, ১৮টি বাংলাদেশ মিশনে বাণিজ্যিক শাখা রয়েছে এবং তার মধ্যে ৮টি তাদের লক্ষ্যমাত্রা অর্জন করেছে, অপর ১০টি লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়নি। লক্ষ্যমাত্রা অর্জনকারী ৮টি মিশন হলো- ব্যাসেলস, নয়াদিল্লী, ক্যানবেরা, অটোয়া, তেহরান, লন্ডন, মাদ্রিদ এবং ওয়াশিংটন।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

  1. স্কয়ার ফার্মা
  2. সিভিও পেট্রোকেমিক্যাল
  3. গ্রামীন ফোন
  4. ইউনিক হোটেল
  5. ফার্মা এইডস
  6. সিটি ব্যাংক
  7. আলিফ ইন্ডাস্ট্রিজ
  8. ব্যাক ব্যাংক
  9. আনোয়ার গ্যালভানাইজিং
  10. উসমানিয়া গ্লাস শীট লিমিটেড।

ডিএসইতে ২৮৯ ও সিএসইতে ২৩ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৮৯ কোটি টাকা। এদিন লেনদেন ও সূচকের পতন হয়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্র অবস্থায় কমেছে দিনের লেনদেন। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৯০৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৭৫ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৩.০১ পয়েন্ট কমে অবস্থান করে ২১৭০ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ২৮৯ কোটি ৬৬ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিল ৩৯১ কোটি ৪৩ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৩১ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৬১টির। আর দর অপরিবর্তিত আছে ৫৭টির।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – স্কয়ার ফার্মা, সিভিও পেট্রোকেমিক্যাল, গ্রামীন ফোন, ইউনিক হোটেল, ফার্মা এইডস, সিটি ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ, ব্যাক ব্যাংক, আনোয়ার গ্যালভানাইজিং ও উসমানিয়া গ্লাস শীট ফ্যাক্টরি লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১.২০ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ১৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ৯৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩২টির।

এদিন টাকায় লেনদেন হয়েছে ২৩ কোটি ৬৬ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৫১ কোটি ১৩ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে গ্রামীন ফোন ও আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণকে উদযাপন

kamal minস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রধানমন্ত্রী বলেছিলেন বাংলাদেশকে বদলে দেবেন, যথাযোগ্যভাবে কিন্তু সেটা করেছেন। আমরা এলডিসি থেকে উন্নয়নশীল দেশে যাচ্ছি। যে তিনটি সূচক লাগে, সবগুলোতেই আমরা এগিয়ে আছি। মাথাপিছু আয়, মানবসম্পদের উন্নয়ন ও অর্থনৈতিক ভঙ্গুরতার সূচকে এগিয়ে। উন্নয়নশীল দেশে যেতে আর কোনো বাধা নেই। শুধু একটি ডিক্লিয়ারেশন, মার্চ মাসে সেই সপ্তাহটি উদযাপিত হবে এবং আমরা সেই জায়গায়টিতে যাবো। বাংলাদেশ প্রস্তুত।

বাংলাদেশ এলডিসি স্ট্যাটাস থেকে উত্তরণের বিষয়টি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে গৃহীত কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সভা হয়। এতে সভাপতির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল একথা জানান।

সভা শেষে জানানো হয়, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে সারা দেশে আনন্দঘন পরিবেশে সপ্তাহব্যাপী উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা ছাড়াও সপ্তাহব্যাপী উদযাপনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উন্নয়ন প্রচার করা হবে।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার সব শর্ত পূরণ হওয়ায় বিশ্ব ইকোনমিক ও সোশ্যাল কাউন্সিল মার্চ মাসে বাংলাদেশকে এলডিসি থেকে উন্নয়নশীল দেশ হিসেবে ঘোষণা করবে। স্তর পরিবর্তনের সময় পাওয়া যাবে তিন বছর, ২০২৪ সালে তা কার্যকর হবে।

বাংলাদেশ এলডিসির স্ট্যাটাসের বিষয়টি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেদিন ঘোষিত হবে সেই দিনটিকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে একটা আনন্দ মিছিল আনন্দঘন পরিবেশে সারা বাংলাদেশ উদযাপন করবে।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

আগামী বাজেটে দেশি পণ্যে ২০ শতাংশ রাজস্ব!

muhitস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী বাজেটে দেশে উৎপাদিত পণ্য থেকে ২০ শতাংশ রাজস্ব আদায় করা জরুরি হয়ে পড়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এজন্য সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এ রাজস্ব দেশের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গত কয়েক বছরের বাজেটে আপনারা নিশ্চয়ই সেটা দেখতে পেরেছেন।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) চার দিনব্যাপী বেসিস সফট এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মুহিত।

এ সময় আরও বক্তব্য দেন ডাক, টেলি যোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, এক্সপোর আহ্বায়ক মোস্তাফিজুর রহমান। সমাপনী বক্তব্য দেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির।

অর্থমন্ত্রী বলেন, বাজেটের আকার বড় হলে সরকারি সেবা বৃদ্ধি পায়, মানব সম্পদের উন্নতি হয় ও ব্যক্তিগত সামর্থ্য বাড়ে। চলতি মাস থেকেই আগামী বাজেটের কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।

আবুল মাল আবদুল মুহিত বলেন, বিশ্বের উন্নত দেশের মতো আমাদের দেশে আইসিটি নিয়ে কাজ করার বিশেষ কোনো শহর নেই। যেখানে বসে যুবকরা বিনামূল্যে ওয়াইফাই ব্যবহার করবে। এ ধরনের একটি শহর তৈরি করা উচিত।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

সড়ক নির্ভরতা কমিয়ে রেল ব্যবস্থাকে এগিয়ে নিতে চায় এডিবি

rail-bd-20180222111425স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ রেলওয়ের চলমান সংস্কারে সহায়তায় ২৮৮০ কোটি টাকার ঋণ সহায়তা দিচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। রেলওয়ের আধুনিকায়ন শীর্ষক প্রকল্পে ৩৬ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে ম্যানিলা ভিত্তিক সংস্থাটির বোর্ড।

আন্তর্জাতিক ঋণদানকারী সংস্থাটি তাদের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করেছে। বুধবার প্রকাশিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহনের ওপর নির্ভরতা কমিয়ে রেলওয়ে ব্যবস্থাকে এগিয়ে নেয়ার পাশাপাশি বাংলাদেশ রেলওয়ের আধুনিক যন্ত্রপাতি ক্রয়ের জন্যও এই অর্থ ব্যয় করা হবে।

এডিবির জ্যেষ্ঠ পরিবহন বিশেষজ্ঞ সুনেউকি সাকাই বলেন, বাংলাদেশে সড়ক পথের তুলনায় রেলওয়েতে কম খরচে, নিরাপদে ও স্বল্প জ্বালানীতে যাত্রী ও মালামাল পরিবহন করা সম্ভব। কিন্তু বিনিয়োগের অভাব ও পুরনো রেলগাড়ি ব্যবহারের কারণে এটি পিছিয়ে রয়েছে।

এডিবির সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রেলওয়ে রোলিং স্টক অপারেশনস ইমপ্রুভমেন্ট প্রজেক্ট বাংলাদেশ রেলওয়ের পরিচলন দক্ষতাকে বাড়িয়ে দেবে। নতুন প্রযুক্তি, যন্ত্রপাতি ও কর্মপদ্ধতি প্রয়োগের ফলে এটা সম্ভব হবে। আর দক্ষতা বৃদ্ধির ফলে কার্বন ডাই অক্সাইডের নিঃসরণও কমবে।

এডিবি বলছে, বাংলাদেশ রেলওয়েতে বিনিয়োগ ও আধুনিকায়নের প্রয়োজনীয়তার দিকে লক্ষ্য রেখেই নতুন প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে ৪০টি ব্রডগেজ লোকোমোটিভ, ১২৫টি লাগেজ ভ্যান ও মালগাড়ির জন্য এক হাজার ওয়াগন কেনা হবে। সেই সাথে লোকোমোটিভে ডিজেল সাশ্রয়ের জন্য অক্সিলিয়ারি পাওয়ার ইউনিট, রক্ষণাবেক্ষণ, ট্রেন ড্রাইভারদের প্রশিক্ষণ ও রেলওয়েতে তথ্যপ্রযুক্তির উন্নয়নেও কাজ করা সম্ভব হবে।

রেলওয়ের আধুনিকায়নে এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪৫৩.৩৭ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে ৯৩.৩৭ মিলিয়ন ডলার দেবে সরকার। ২০২২ সালের জুনের মাসের শেষ নাগাদ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

এশিয়ান টাইমস্ চতুর্থ গ্লোবাল বিজনেস সামিট-২০১৮

eco-20180222123213স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভারতের নয়াদিল্লিতে ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এশিয়ান টাইমস্ চতুর্থ গ্লোবাল বিজনেস সামিট-২০১৮। সম্মেলনে যোগ দিতে আজ সকালে ঢাকা ছেড়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। হোটেল তাজ প্যালেসে দু’দিন ব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্মেলনের উদ্বোধন করবেন। শিল্পমন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, টাইমস্ গ্রুপের আমন্ত্রণে শিল্পমন্ত্রী এ সম্মেলনে অংশ নিচ্ছেন। এতে তিনি আট সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, পরিচালক মো. রেজাউল করিম রেজনু, এস.এম. জাহাঙ্গীর হোসেন, খায়রুল হুদা চপল, প্রীতি চক্রবর্তী, সালাহউদ্দিন আলী আহমেদ এবং শিল্পমন্ত্রী সহকারী একান্ত সচিব ফখরুল মাজিদ মাহমুদ প্রতিনিধিদলে রয়েছেন।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ছাড়াও ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি, রেলওয়ে ও কয়লাবিষয়ক মন্ত্রী পীযুষ গয়াল, ভারত সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রামানিয়ানসহ বিশ্বের বিভিন্ন দেশের নীতি নির্ধারকরা উপস্থিত থাকবেন। এতে বিভিন্ন দেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ও সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা অংশ নেবেন।

সম্মেলনে অংশগ্রহণকারীরা ব্যবসা-বাণিজ্য ও শিল্পখাতে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহায়তার উপায় নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি তারা নিজেদের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদার, অংশীদারিত্ব বৃদ্ধি এবং শিল্পখাতে যৌথ বিনিয়োগের বিষয়ে মতবিনিময় করবেন।

এতে অংশগ্রহণের ফলে ভারতসহ সম্মেলনে যোগদানকারী দেশগুলোর সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি ও বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। শিল্পমন্ত্রীর ২৬ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসটি