আজ পদ্মা সেতুর নির্মাণ কাজ পরিদর্শন করবেন রাষ্ট্রপতি

pppস্টকমার্কেটবিডি ডেস্ক :

পদ্মা সেতুর নির্মাণ কাজ পরিদর্শনে আজ পদ্মা সেতু এলাকায় যাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। প্রথমে রাষ্ট্রপতি মাওয়া প্রান্ত পরিদর্শন করবেন। পরে তিনি জাজিরা প্রান্ত পরিদর্শনে যাবেন।

রাষ্ট্রপতির পদ্মা সেতু পরিদর্শনের বিষয়টি বঙ্গভবন প্রেস উইং সূত্র সাংবাদিকদের নিশ্চিত করেছে।

সেতুর কাজ পরিদর্শনের পরে ওইদিন জাজিরা প্রান্তে একটি রেস্ট হাউজে রাত্রিযাপন করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মঙ্গলবার ঢাকায় ফিরবেন।

উল্লেখ্য, ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্য ও ৭২ ফুট প্রস্ত দ্বিতল বিশিষ্ট পদ্মা সেতু নির্মিত হচ্ছে কংক্রিট ও স্টিল দিয়ে। যার উপর থাকবে চারলেনের সড়ক ও নীচে থাকবে রেল লাইন। ইতোমধ্যে প্রকল্পের ৫৮ ভাগ কাজ সম্পন্ন হয়ে। আসছে এপ্রিল মাসের শেষ সপ্তাহে পদ্মা সেতুর ৪র্থ স্প্যান ৪০ ও ৪১ নং পিলারের উপর স্থাপন হবে বলে আশাবাদী পদ্মার প্রকৌশলীরা

স্টকমার্কেটবিডি.কম/এসটি

সরকারি আমানতের ৫০ শতাংশ বেসরকারি ব্যাংকে রাখার সিদ্ধান্ত

babস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

তারল্য সংকট দূর করা ও সুদের হার কমাতে সরকারি প্রতিষ্ঠানের আমানতের ৫০ শতাংশ বেসরকারি ব্যাংকে রাখতে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। ব্যাংকগুলোর অনেক দিনের দাবির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়। বর্তমানে সরকারি আমানতের মাত্র ২৫ শতাংশ বেসরকারি ব্যাংকে রাখার বিধান রয়েছে। তবে বিষয়টি নিয়ে রবিবার (১ এপ্রিল) চূড়ান্ত সিদ্ধান্ত হবে। শুক্রবার (৩০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস-বিএবি’র কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী।

সূত্র জানায়, দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে তারল্য সংকট এখন চরমে। এর প্রভাব পড়েছে শেয়ারবাজারে, ব্যক্তিখাতের ঋণ প্রবাহে পড়েছে ভাটা। এ অবস্থায় আমানত সংগ্রহে অসুস্থ প্রতিযোগিতায় নেমেছে বেসরকারি ব্যাংকগুলো। আমানতের সুদের হার বাড়িয়েও কাজ হচ্ছে না। উপায় না দেখে সরকারি আমানত চায় বেসরকারি ব্যাংকগুলো। যা বর্তমানে ২৫ শতাংশের বেশি রাখার নিয়ম নেই।

বিএবি’র সভাপতি নজরুল ইসলাম মজুমদার জানান, ব্যাংকগুলোর তারল্য সংকট দূর করার উপায় নিয়ে আলোচনার জন্যই শুক্রবার সন্ধ্যায় বেসরকারি ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বিএবি ও বেসরকারি ব্যাংকের এমডিদের সংগঠন এবিবি’র সঙ্গে বৈঠকে বসেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি ও বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, এখন থেকে সরকারি আমানতের ৫০ শতাংশ অর্থ বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে রাখা হবে। এ বিষয়ে আগামী রবিবার চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

ব্যাংক সূত্র জানায়, ঋণ বিতরণের মতো পর্যাপ্ত আমানত না পেয়ে অনেক ব্যাংকেরই বিনিয়োগ ঝুলে গেছে। এর বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে দেশের ব্যবসা-বাণিজ্যে। তারল্য সংকট কাটাতে সরকারি আমানতের যোগান বাড়াতে চায় বেসরকারি ব্যাংকগুলো। এজন্য তারা সরকারি প্রতিষ্ঠানগুলোর আমানতের সর্বোচ্চ ৫০ শতাংশ বেসরকারি ব্যাংকে জমা রাখার দাবি করে আসছে। এর আগে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের কাছে এ ব্যাপারে মৌখিক দাবি জানিয়েছিল বিএবি ও এবিবি। বিষয়টি বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সরকারের নীতিনির্ধারণী মহলেও আলোচনা হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে ব্যাংকারদের সঙ্গে বৈঠক করলেন অর্থমন্ত্রী।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, বর্তমানে দেশের ব্যাংকিং খাতে মোট আমানতের পরিমাণ প্রায় ১০ লাখ কোটি টাকা। এর মধ্যে মাত্র ২ লাখ কোটি টাকা সরকারি আমানত। বাকি ৮ লাখ কোটি টাকাই বেসরকারি আমানত।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

দারিদ্র্য দূর করে গড়ে তোলা হবে সমৃদ্ধ আলোকিত বাংলাদেশ : স্পিকার

spikarস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বর্তমান শিক্ষার্থীদের মাঝেই তৈরী হচ্ছে ভবিষ্যতের নেতৃত্ব। জ্ঞান অর্জনের শ্রেষ্ঠ সময় শিক্ষা জীবন। এসময়কে কাজে লাগিয়ে তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত হতে তিনি শিক্ষার্থীদের প্রতি উদাত্ত্ব আহবান জানান।

আজ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি’ উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সাবেক সচিব অশোক মাধব রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মাহবুব আলী, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান ও শায়েস্তাগঞ্জের পৌর মেয়র মো: খালেক মিয়া।

শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। সামাজিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সকল সূচকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উপনীত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশে পরিনত হবে। দারিদ্র্য দূর করে গড়ে তোলা হবে সমৃদ্ধ আলোকিত বাংলাদেশ।

তিনি বলেন, মার্চ মাস গৌরব ও অহংকারের মাস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ নয় মাস সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ৩০ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময় বাংলাদেশ স্বাধীন হয়েছে। তিনি বলেন, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ একই সূত্রে গাঁথা।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি ও স্কুলের প্রাক্তন শিক্ষার্থী বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন।
এ সময় তিনি শতবর্ষ পূর্তি উৎসব স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। এর আগে স্পিকার শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বিদ্যমান একাডেমিক ভবন উর্ধ্বমূখী সম্প্রসারণ এবং শতবর্ষ স্বারক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। সূত্র (বাসস)
স্টকমার্কেটবিডি.কম/এমএম

ঝড়ের কারণে রূপালী ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল

rupali bankস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কালবৈশাখীর কারণে রূপালী ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে নিয়োগের লিখিত পরীক্ষা বাতিল করা হয়েছে।

শুক্রবার ঢাকা মহানগর মহিলা কলেজে বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, পরীক্ষার সময় কালবৈশাখীর কারণে দুই দফায় প্রায় এক ঘণ্টা বিদ্যুৎ ছিল না। পরীক্ষার্থীদের অনেকেই অন্ধকারে ঠিকমতো লিখতে পারেননি। এ কারণে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন ব্যাংকার্স সিলেকশন কমিটি। এর আগে ডিজিটাল ডিভাইস ব্যবহারের অভিযোগে পাঁচ পরীক্ষার্থীকে আটক করা হয়। ৩২৮টি পদের বিপরীতে প্রায় চার হাজার চাকরিপ্রত্যাশী রূপালী ব্যাংকের ক্যাশ অফিসার পদে লিখিত পরীক্ষায় অংশ নেন।

ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক মোহাম্মদ মাসুম কামাল ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, ঝড়ের কারণে বিদ্যুৎ না থাকায় রূপালী ব্যাংকের কর্মকর্তা নিয়োগে শুক্রবারের লিখিত পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে। রোববার বৈঠক করে পরীক্ষার পরবর্তী তারিখ নির্ধারণ করা হবে। পরীক্ষার্থীদের যথাসময়ে তা জানিয়ে দেওয়া হবে।

মোহাম্মদ মাসুম কামাল ভূঁইয়া আরও জানান, শুক্রবার সকালে ঢাকার ৯৫টি কেন্দ্রে সোনালী ব্যাংকের অফিসার পদের জন্য এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৮১০টি পদের জন্য দুই লাখ ৭৪ হাজার পরীক্ষার্থী অংশ নেন। এ পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ হয়।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

বিএসইসির সঙ্গে সাক্ষাতে চীনা প্রতিনিধি দল

dse bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ডিএসইর অংশীদার হতে আগ্রহী চীনা কনসোর্টিয়ামের দুই সদস্যের একটি প্রতিনিধি দল দেখা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কর্মকর্তাদের সঙ্গে।

চীনা প্রতিনিধি দলের সঙ্গে ডিএসইর পর্ষদ সদস্যরাও ছিলেন বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক সভাপতি শাকিল রিজভী জানিয়েছেন।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান সাংবাদিকদের জিজ্ঞাসায় বলেন, “বুধবার সকালে চীনা কনসোর্টিয়ামের প্রতিনিধি দল বিএসইসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিল।

“এটি কোনো পূর্বনির্ধারিত বৈঠক ছিল না। চীনা প্রতিনিধিরা কমিশনার ড. স্বপন কুমার বালার সঙ্গে সাক্ষাৎ করেছেন।”

ডিএসই কৌশলগত অংশীদার হিসেবে শেনঝেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জ সমন্বয়ে গঠিত চীনা কনসোর্টিয়ামকে নির্বাচন করেছে। তবে বিএসইসি এখনও এ বিষয়ে সিদ্ধান্ত দেয়নি।

ডিএসইর প্রস্তাবে চীনা কনসোর্টিয়ামের শর্তগুলো পর্যালোচনা শেষে বিএসইসির এক জরুরি সভায় সিদ্ধান্ত হয়, এটা অনুমোদনযোগ্য নয়।

বিনিয়োগকারীদের স্বার্থের পরিপন্থি শর্তাবলি প্রত্যাহার করা হয়েছে ডিএসই জানানোর পর তাদের সংশোধিত প্রস্তাব জমা দিতে বলেছে বিএসইসি।

সংশোধিত প্রস্তাব দাখিলে বিএসইসির শর্তের নানা দিক নিয়ে আলোচনার জন্য চীনা কনসোর্টিয়ামের প্রতিনিধি দল এখন ঢাকায় অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

বিদায়ী সপ্তাহে ৪ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

devidenedস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক, ফাস ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স ও পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ড বিদায়ী সপ্তাহে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি ও ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অনুষ্ঠিত বোর্ড সভায় ডিসেম্বর মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় কোম্পানিগুলো।

মার্কেন্টাইল ব্যাংক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য মোট ২২ শতাংশ (১৭ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস) লভ্যাংশ ঘোষণা করেছে।

এসময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৮৯ টাকা। যা গত বছরে ছিল ২.৮৭ টাকা। আর এ সময় কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ২২.৭৪ টাকা। যা গত বছরে ছিল ২২.৮২ টাকা।

ফাস ফাইন্যান্স :
শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি ফাস ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

এসময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১০ টাকা। যা গত বছরে ছিল ৭২ পয়সা। আর এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১৪.৬৭ টাকা। যা গত বছরে ছিল ১৪.১২ টাকা।

প্রাইম ফাইন্যান্স :
শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি প্রাইম ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।

এসময় কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১.৬৮ টাকা। যা গত বছরে লোকসান ছিল ৩.৪৮ টাকা। আর এ সময় কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ৮.৫২ টাকা। যা গত বছরে ছিল ১০.২১ টাকা।

পূবালী ব্যাংক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

এসময় কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১.৮৯ টাকা এবং এককভাবে ১.৫৩ টাকা। যা আগের বছরে ছিল সমন্বিত ১.৪৭ টাকা এবং এককভাবে ১.৪০ টাকা। আর এ সময় কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ২৭.১২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

৭ কোম্পানির বোর্ড সভা চলতি সপ্তাহে

boardস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারের তালিকাভুক্ত সাত কোম্পানি প্রিমিয়ার লিজিং, সিটি জেনারেল ইনস্যুরেন্স, স্ট্যান্ডার্ড ব্যাংক, বে- লিজিং, প্রিমিয়ার ব্যাংক, উত্তরা ফাইন্যান্স ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা র্বোড সভা এই সপ্তাহে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিগুলোর ২০১৭ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

উক্ত র্বোড সভায় বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এই সভায় কোম্পানি ৭টি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

পূবালী ব্যাংকের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

pubaliস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার অনুষ্ঠিত বোর্ড সভায় ডিসেম্বর মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় কোম্পানিটি।

এসময় কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১.৮৯ টাকা এবং এককভাবে ১.৫৩ টাকা। যা আগের বছরে ছিল সমন্বিত ১.৪৭ টাকা এবং এককভাবে ১.৪০ টাকা।

আর এ সময় কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ২৭.১২ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১০ মে অনুষ্ঠিত হবে।। আর রেকর্ড ডেট ১৯ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ডিএসইতে পিই কমেছে ০.০৪ পয়েন্ট

PE-300x197স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কিছুটা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৫.৮৮ পয়েন্টে। যা সপ্তাহ শেষে কমে ১৫.৮৪ পয়েন্টে দাড়িয়েছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই ০.০৪ বা ০.২৫ শতাংশ কমেছে।

সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৮.৪ পয়েন্টে। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতের ২২.০৪ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ২০.০৩ পয়েন্টে, প্রকৌশলী খাতের ১৯.০৯ পয়েন্টে, বীমা খাতের ১১.০৪ পয়েন্টে, বস্ত্র খাতের ১৮.০৮ পয়েন্টে, বিবিধ খাতের ২৪.০৮ পয়েন্টে, খাদ্য খাতের ৩০.০১ পয়েন্টে, চামড়া খাতের ১৫.০৫ পয়েন্টে, সিমেন্ট খাত ৩৯.০৫ পয়েন্টে, বিদ্যুৎ ও জ্বালানি খাত ১১.০৬ পয়েন্টে, এনবিএফআই খাতে ১৪.০৫ পয়েন্ট, ভ্রমণ ও অবকাশ খাত – ২৩.০৯ পয়েন্টে, টেলিযোগাযোগ খাত ২৩.০১ পয়েন্টে, সেবা ও আবাসন খাত ২৫.০২ পয়েন্টে, সিরামিক খাত ২০.০২ পয়েন্টে এবং পাট – ৩৪.০১ পয়েন্টে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২৭.৪৫ শতাংশ

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র অবস্থায় লেনদেন কমেছে। এসময় ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন আগের সপ্তাহ থেকে ২৭.৪৫ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ সপ্তাহে ডিএসইতে ১২৮৩ কোটি ৭০ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ১৭৬৯ কোটি ৪২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ২৭.৪৫ শতাংশ কম।

এসময় ডিএসইর প্রধান সূচক ডিএসই্ক্স ১৬.৮৬ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ৫ হাজার ৫৯৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক পয়েন্ট ২৩.৭৫ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ২১০৬ পয়েন্টে। শরিয়াহ সূচক ৭.৩৬ পয়েন্ট কমে দাড়িয়েছে ১৩১৪ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৪১ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ২০২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি প্রতিষ্ঠানের। আর ১টি কোম্পানির শেয়ার কোনো লেনদেন হয়নি।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১০৫ কোটি ৩৭ লাখ ২৭ হাজার ৮১৫ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৯২ কোটি ৯ লাখ ২৯ হাজার ৩৭ টাকার।

উক্ত সপ্তাহে সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ২৪ পয়েন্ট বা ০.১৪ শতাংশ কমে দাড়িয়েছে ১৭ হাজার ২১৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে সিএসইতে ২৮০টি হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১৭৫টির ও অপরিবর্তিত রয়েছে ২৪টির দর।

স্টকমার্কেটবিডি.কম/এমএম