ইসলামিক ফাইন্যান্স ১৪.৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

islami fস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১৪.৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার অনুষ্ঠিত বোর্ড সভায় ডিসেম্বর মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় কোম্পানিটি।

এসময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮১ টাকা। আর এ সময় কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১৪.২৯ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে।। আর রেকর্ড ডেট ৫ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

আট মাসে আসবাবপত্র রফতানি বেড়েছে ৩২ শতাংশ

epbস্টকমার্কেটবিডি ডেস্ক :

দেশের বাইরে ক্রমান্বয়ে জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশে তৈরি আসবাবপত্র বা গৃহস্থলী পণ্য।গত এক দশক ধরে ক্রমান্বয়ে বাড়ছে এর রফতানি আয়। ফলে বিশ্ববাজারে ইতোমধ্যে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে বাংলাদেশের আসবাবপত্র। এর ধারাবাহিকতায় চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) আসবাবপত্র রফতানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৩২ শতাংশ বেড়েছে।

আলোচ্য সময়ে বাংলাদেশ থেকে ৩ কোটি ৭৬ লাখ মার্কিন ডলারের আসবাবপত্র রফতানি হয়েছে।গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২ কোটি ৮৫ লাখ ডলার।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য মতে,চলতি অর্থবছরে আসবাবপত্র রফতানির লক্ষ্যমাত্রা রয়েছে ৬ কোটি ডলার।এর বিপরীতে ৮ মাসে রফতানি আয় হয়েছে ৩ কোটি ৭৬ লাখ ডলার। বছরশেষে রফতানি আয়ের এই লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশা করছে খাত সংশ্লিষ্ট ব্যবসায়ী ও ইপিবির কর্মকর্তারা।

এ বিষয়ে রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মহাপরিচালক অভিজিৎ চৌধুরী বলেন,দেশের ফার্নিচার শিল্পকে স্থায়ী রফতানি পণ্য হিসেবে প্রতিষ্ঠা করতে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আসবাবপত্র রফতানিতে দেওয়া হচ্ছে ১৫ শতাংশ নগদ সহায়তা। নতুন বাজার সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বৈচিত্র্যপূর্ণ পণ্য তৈরিতে সরকার ব্যবসায়ীদের সহায়তা করছে।

ব্যবসায়ীরা এই শিল্পকে আরো এগিয়ে নিতে কিছু প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে শুল্কহার কমানোর দাবি জানান।

স্টকমার্কেটবিডি.কম/এসটি/এমএম

মার্ক বিডির শেয়ার কারসাজি মামলার সাক্ষ্যগ্রহণ ৩ এপ্রিল

tribunal-picস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মার্ক বাংলাদেশ শিল্প অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানির শেয়ার কারসাজি মামলার সাক্ষ্যগ্রহণ আগামী ৩ এপ্রিল দিন নির্ধারণ করেছেন আদালত।

বুধবার (১৪ মার্চ) শেয়ারবাজারে মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে গঠিত স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক আকবর আলী শেখ নতুন তারিখ নির্ধারণ করেন।

গত ২৮ ফেব্রুয়ারি (বুধবার) এ মামলার সাক্ষ্যগ্রহণের পর নতুন করে সাক্ষ্যগ্রহণের জন্য ১৪ মার্চ দিন নির্ধারণ করেন আদালত।

সরকার পক্ষের আইনজীবী মাসুদ রানা খান বলেন, বিএসইসির সাবেক কর্মকর্তা ফরহাদ আহমেদের আদালতে সাক্ষী দেওয়ার কথা ছিলো, কিন্তু তিনি অনুপস্থিত ছিলেন।

এর আগে বিএসইসির উপ-পরিচালক এএসএম মাহমুদুল হাসান ও সাবেক উপ-পরিচালক শুভ্রকান্তি চৌধুরী সাক্ষ্য দেন।

এ মামলার আসামিরা হলেন- মার্ক বাংলাদেশ শিল্প অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ইমাম মুলকুতুর রহমান, ভাইস-চেয়ারম্যান আব্দুল হাই ও পরিচালক সালমা আক্তার। আসামিরা শুরু থেকেই পলাতক রয়েছেন। যাদের বিরুদ্ধে ২০১৭ সালের ৯ ফেব্রুয়ারি গ্রেফতারের আদেশ দেন বিচারক।

১৯৯৯ সালে শেয়ার নিয়ে কারসাজির দায়ে ২০০০ সালে মার্ক বাংলাদেশ শিল্প অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানির ৪ জনকে আসামি করে মামলা করা হয়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষে প্রতিষ্ঠানটির তৎকালীন উপ-পরিচালক আহমেদ হোসেন মামলাটি দায়ের করেন। সিকিউরিটিজ অধ্যাদেশ এর ২৫ ধারা অনুযায়ী এ মামলা করা হয়। সিএমএম আদালতের ১৩৬৪/২০০০ নম্বরের মামলাটি ট্রাইবুন্যালে হয়েছে ৩/১৬ নং।

২০১৬ সালের ৬ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত থেকে এ ট্রাইব্যুনালে মামলাটি স্থানান্তর করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/এসটি/এমএম

সাত বছরে সর্বোচ্চ প্রবৃদ্ধির পথে বিশ্ব অর্থনীতি

ocedস্টকমার্কেটবিডি ডেস্ক :

২০১৮ সালে এসে সাত বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রবৃদ্ধি অর্জনের পথে রয়েছে বিশ্ব অর্থনীতি। গতকাল মঙ্গলবার উন্নত দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) বৈশ্বিক প্রবৃদ্ধি পূর্বাভাস এ দাবি করে। এতে বলা হয়, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির কারণেই এটি সম্ভব হবে। তবে সতর্ক করে দিয়ে বলা হয়, একটি বাণিজ্য যুদ্ধ সব সম্ভাবনাকে হুমকিতে ফেলে দিতে পারে।

ওইসিডি জানায়, ২০১৮ ও ২০১৯ সালে বিশ্ব প্রবৃদ্ধি বেড়ে হবে ৩.৯ শতাংশ, যা ২০১১ সালের পর থেকে সর্বোচ্চ। এর আগের পূর্বাভাসে বলা হয়েছিল এ বছর ও আগামী বছর বিশ্ব প্রবৃদ্ধি আসবে ৩.৬ শতাংশ। সংস্থা মনে করে, যুক্তরাষ্ট্রে করপোরেট কর কমানোর কারণে দেশটির অর্থনীতি শক্তিশালী হবে। যার প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে।

ওইসিডির প্রধান অর্থনীতিবিদ অ্যালভারো পেরেইরা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমরা মনে করছি, অর্থনীতিতে যে সবল প্রবৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে, তা আগামী কয়েক বছর অব্যাহত থাকবে। আমরা ১০ বছরে আগে যে ধরনের স্থিতিশীল পরিবেশ দেখেছি, বিশ্ব অর্থনীতি এখন সেই দিকেই যাচ্ছে।’

ওইসিডি জানায়, এ বছর যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে প্রবৃদ্ধি আসবে ২.৯ শতাংশ এবং ২০১৯ সালে আসবে ২.৮ শতাংশ। কর কমানোর কারণে ০.৫-০.৭৫ শতাংশ পয়েন্ট দেশটির দুই বছরের প্রবৃদ্ধিতে যুক্ত হবে। এমন পরিস্থিতিতে ফেডারেল রিজার্ভ এ বছর চারবার সুদের হার বাড়াতে পারে।

অন্যদিকে ইউরোজোনের প্রবৃদ্ধি আসবে এ বছর ২.৩ শতাংশ এবং আগামী বছর ২.১ শতাংশ। ব্রিটেনের প্রবৃদ্ধি আসবে এ বছর ১.৩ শতাংশ। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগের কারণে আগামী বছর দেশটির প্রবৃদ্ধি কমে হবে ১.১ শতাংশ। রয়টার্স।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ব্র্যাক ব্যাংকের র্বোড সভা ২২ মার্চ

bracস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক লিমিটেডের বোর্ড সভা আগামী ২২ মার্চ আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতিষ্ঠানটির ২০১৭ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানের নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এই সভায় প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

  1. মুন্নু সিরামিক্স
  2. গ্রামীন ফোন
  3. ইফাদ অটোস
  4. ব্র্যাক ব্যাংক
  5. স্কয়ার ফার্মা
  6. মার্কেন্টাইল ব্যাংক
  7. লংকাবাংলা ফাইন্যান্স
  8. নাহি অ্যালুমিনিয়াম
  9. এসিআই
  10. ফরচুন সুজ লিমিটেড।

ডিএসই ও সিএসইতে সূচক বাড়লেও কমেছে লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ২২৪ কোটি টাকা। যা আগের লেনদেনের চেয়ে অনেক কমেছে। এদিন লেনদেন কমলেও সূচক বেড়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে। আর সূচক বাড়ার সাথে সাথে কমেছে লেনদেন। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ২২৪ কোটি ৮ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ২৮২ কোটি ৩১ লাখ টাকা।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১১.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৬৩৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৩৮ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৫.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২০৯০ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৪ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৯৩ টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৯২ টির। আর দর অপরিবর্তিত আছে ৪৯টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – মুন্নু সিরামিক্স, গ্রামীন ফোন, ইফাদ অটোস, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, মার্কেন্টাইল ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, নাহি অ্যালুমিনিয়াম, এসিআই ও ফরচুন সুজ লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২৫.৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৫২৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২০৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ৭৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৯টির।

এদিন টাকায় লেনদেন হয়েছে ১১ কোটি ২৪ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছিল ২৬ কোটি ৩৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেক কমেছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে কুইন সাউথ ও লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ইসলামিক ফাইন্যান্সের বার্ষিক বোর্ড সভা বিকালে

islami fস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স এ্যান্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আজ বিকালে আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতিষ্ঠানটির ২০১৭ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

আজ বিকেল ৩টায় রাজধানী মতিঝিলে প্রতিষ্ঠানের নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এই সভায় প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

লিগ্যাসি ফুটওয়্যার লেনদেন স্থগিত আগামীকাল

legaciস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের বৃহস্পতিবার লেনদেন স্থগিত থাকবে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির আগামীকাল (১৫ মার্চ) বৃহস্পতিবার বার্ষিক সাধারন সভা (এজিএম) রের্কড ডেট নির্ধারণ করা হয়েছে। আর এ কারনে কোম্পানিটি বৃহস্পতিবার লেনদেন বন্ধ রাখবে।

উল্লেখ্য, গত ১৩ মার্চ কোম্পানিটি স্পট মার্কেটে লেনদেন শুরু করে। আজ কোম্পানিটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে।

আগামী রবিবার থেকে কোম্পানিটির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ডাচ্-বাংলা ব্যাংকের লেনদেন শুরু বৃহস্পতিবার

dutch-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড ১৫ মার্চ, বৃহস্পতিবার শেয়ার লেনদেন শুরু হবে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সূত্রে জানা যায়, আজ ১৪ মার্চ, বুধবার কোম্পানিটির বিশেষ সাধারন সভা (ইজিএম) রের্কড ডেট ছিল। আর এ কারণে কোম্পানিটি লেনদেন বন্ধ রাখে ।

আগামীকাল ১৫ মার্চ, বৃহস্পতিবার থেকে কোম্পানির যথা নিয়মে শেয়ার লেনদেন চলবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম