‘বিমসটেক দেশগুলোর সহযোগিতা বাড়াতে কাজ করছে বাংলাদেশ’

image-29687-1521534834স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিমসটেকভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ লাগাতারভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।

মঙ্গলবার রাজধানীতে বিমসটেকের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী এক সেমিনার উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশ ক্রমান্বয়ে স্বল্পোন্নত দেশের কাতার থেকে বেরিয়ে যেতে থাকায় এই অঞ্চলের জন্য বিমসটেক বিকল্প ফোরাম হতে পারে বলেও মন্তব্য করেন মন্ত্রী।

অব্যবহৃত সম্ভাবনাগুলো কাজে লাগাতে বঙ্গোপসাগর উপকূলের সাত দেশের এই জোটকে ‘ফলমুখী সংগঠন’ হিসেবে গড়ে তোলার ওপর জোর দেন এএইচ মাহমুদ আলী।

তিনি বলেন, বিমসটেকের সদস্য রাষ্ট্র ভুটান, নেপাল ও মিয়ানমারকে নিয়ে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের কাতার থেকে বের হয়ে উন্নয়নশীল দেশের কাতারে যোগ দিচ্ছে, যা আমাদের জন্য অসীম গৌরবের।

‘তবে এর মধ্যে উন্নয়ন ও প্রগতির যে গতি সৃষ্টি হয়েছে তা ধরে রাখতে হলে আমাদের বাণিজ্য ও অর্থনীতির চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে হবে। আমাদের এলডিসি ক্লাবের বিকল্প খুঁজে বের করতে হবে। বিমসটেক হতে পারে এমন বিকল্প’, বলেন পররাষ্ট্রমন্ত্রী।

১৯৯৭ সালে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক) গঠিত হয়। ব্যাংকক ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ, ভারত, শ্রীলংকা ও থাইল্যান্ড এই উদ্যোগ শুরু করে; পরে মিয়ানমার, নেপাল ও ভুটান এতে যোগ দেয়।

স্বাগত বক্তব্যে বিমসটেক মহাপরিচালক রাষ্ট্রদূত মো. শহিদুল ইসলাম বলেন, বিমসটেক দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সেতু হিসেবে যোগাযোগের অতুলনীয় ভূমিকা রাখছে।

কনফারেন্সে পাঠানো ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বক্তব্য পাঠ করেন তার প্রতিনিধি পিয়ুস শ্রীবাস্তব। বক্তব্যে সুষমা বলেন, বিমসটেক বিশ্বে এক-পঞ্চমাংশ মানুষের জীবনমান উন্নয়নে প্রতিশ্রুত সংস্থা। সন্ত্রাসবাদ এ এলাকার সবচেয়ে বড় হুমকি। সন্ত্রাসবাদের সঙ্গে লড়াই বিভিন্ন খাতে নিরাপত্তাবলয় গড়ে তুলতে হবে।

বর্তমান বিমসটেক সভাপতি নেপালের রাষ্ট্রদূত প্রফেসর ড. চোপ লাল ভুষাল বলেন, বিমসটেক এমন একটি সংস্থা, যা দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়াকে বিশেষ লাভবান করবে। সার্ক ও আসিয়ানের মতো সংস্থাগুলোর সাফল্য ও ব্যর্থতা থেকে আমাদের শিক্ষা নিতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

‘রড ও সিমেন্টের দাম বাড়ায় ফ্লাট হস্তান্তর অনিশ্চয়তার মুখে পড়বে’

Rehabস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রড ও সিমেন্টের দাম বাড়ায় ফ্লাট হস্তান্তর অনিশ্চয়তার মুখে পড়বে এবং প্রতি স্কয়ার ফুটের (বর্গফুট) দাম ২০০ টাকা করে বাড়বে বলে জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন দাবি করা হয়। নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই সংবাদ সম্মেলন ডাকে আবাসন ব্যবসায়ীদের সংগঠনটি।

সংবাদ সম্মেলনে রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন বলেন, বর্তমানে আবাসন খাতের প্রধান উপকরণ ৬০ গ্রেডের রডের প্রতিটনের বাজার মূল্য প্রায় ৬৫ থেকে ৬৮ হাজার টাকা এবং ৪০ গ্রেডের রডের বাজার মূল্য ৫৩ থেকে ৫৬ হাজার টাকা। সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) হিসাবেও এক সপ্তাহ আগে ৬০ গ্রেডের রডের বাজার মূল্য ছিল ৫৯ থেকে ৬০ হাজার টাকা এবং ৪০ গ্রেডের রডের বাজার মূল্য ৫০ থেকে ৫১ হাজার টাকা।

আর এক বছর আগে ৬০ গ্রেডের রডের বাজার মূল্য ছিল ৫২ থেকে ৫৩ হাজার এবং ৪০ গ্রেডের রডের বাজার মূল্য ৪২ থেকে ৪৩ হাজার টাকা ছিল। অর্থাৎ এক বছরে রডের বাজার মূল্য প্রতি টনে বেড়েছে ২৩ শতাংশ।

একই সঙ্গে বিভিন্ন কোম্পানির সিমেন্টের দাম বেড়েছে বস্তাপ্রতি ৫০ থেকে ৬০ টাকা এবং ইটের দাম বেড়েছে প্রতি হাজারে এক হাজার টাকা।

তিনি বলেন, ছয় মাস আগে বিভিন্ন ব্র্যান্ডের প্রতিবস্তা সিমেন্ট বিক্রি হত ৩৬০ থেকে ৩৯০ টাকায়। বর্তমানে বিক্রি হচ্ছে ৪২০ থেকে ৪৬০ টাকায়। এই সময়ে সিমেন্টের ওপর কোনো ধরনের চার্জ বা কর আরোপ করা হয়নি, বাড়েনি কাঁচামালের দাম। তাহলে এই দাম বৃদ্ধি কেন? রড, সিমেন্ট, ইট ছাড়াও গত ছয় মাসে পাথরসহ অন্যান্য নির্মাণ সামগ্রীর দামও বেড়েছে। আমরা মনে করি এই মূল্য বৃদ্ধি আবাসন শিল্প তথা নির্মাণ খাতের জন্য খুবই ঝুঁকিপূর্ণ।

তিনি বলেন, রড তৈরির প্রধান কাঁচামাল বিলেটে আরডি ২০ শতাংশ, প্রতি টনে এআইটি ৮০০ টাকা, এটিভি ৪ শতাংশ এবং ভ্যাট দিতে হচ্ছে ১৫ শতাংশ। এ ছাড়া রড তৈরির আরেক অন্যতম উপাদান স্ক্র্যাপে প্রতিটনে এআইটি ৮০০ টাকা, সিডি ১ হাজার ৫০০ টাকা, এটিভি রয়েছে ৪ শতাংশ।

অন্যদিকে সিমেন্ট তৈরির উপাদান ক্লিংকার আমদানিতে এআইটি ৫ শতাংশ, এটিভি ৪ শতাংশ, ভ্যাট ১৫ শতাংশ এবং সিডি ৭৫০ টাকা প্রতি টনে দিতে হয়। পাথর আমদানিতে নানা ধরনের কর দিতে হচ্ছে ৭০ শতাংশ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- রিহ্যাবের সিনিয়র সহ-সভাপতি নুরন্নবী চৌধুরী শাওন, সহ-সভাপতি লিয়াকত আলী ভূঁইয়া, পরিচালক কামাল মাহমুদ প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

উন্নয়নশীল দেশ হওয়ায় কর বাড়বে : অর্থমন্ত্রী

Muhitস্টকমার্কেটবিডি ডেস্ক :

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাংলাদেশ নিম্নআয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতিপত্র পাওয়ায় বেশ কিছু বিদেশি সুবিধা কমবে। সেক্ষেত্রে করের হার বাড়বে। মানুষকে কষ্ট না দিয়ে রাজস্ববান্ধব পরিবেশ সৃষ্টি করে করজাল বাড়ানোর মাধ্যমে রাজস্ব আহরণ বাড়ানো হবে।

মঙ্গলবার দুপুরে সিলেট নগরের মেন্দিবাগস্থ আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে বাংলাদেশ ব্যাংকের ২২তম আন্তঃঅফিসার্স ক্রীড়া, সংস্কৃতি ও সাহিত্য প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, এখন থেকে আর্থিক সুবিধার পরিবর্তে বহির্বিশ্ব থেকে শুধুমাত্র লোন (ঋণ) আনবে বাংলাদেশ। তবে উন্নয়নশীল দেশ হওয়ায় যেসব চ্যালেঞ্জ আছে সেগুলো আমরা ভালোভাবেই মোকাবলা করব।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, নির্বাচনী বছরে জিডিপির হার কমানোর কোনো সম্ভাবনা নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, সিলেটের জেলা প্রশাসক মো. নুমেরী জামান, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য মাহি উদ্দিন আহমদ সেলিম ও বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

তিনদিনব্যাপী ক্রীড়া, সংস্কৃতি ও সাহিত্য অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সবকটি শাখার প্রায় ৬০০ প্রতিযোগী ২২টি ইভেন্টে অংশগ্রহণ করছেন। সূত্র : অনলাইন পত্রিকা

স্টকমার্কেটবিডি.কম/এসটি

বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল: তারানা হালিম

uuuস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ডিজিটাল বাংলাদেশ এ সরকারেরই অবদান উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, আমাদের ২০২১ এবং ২০৪১ এর যে মিশন রয়েছে, সে মিশনের প্রক্রিয়ার প্রাথমিক ধাপগুলো আমরা পেরিয়ে আসছি। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। সরকারি কর্মযজ্ঞের অংশীদার জনগণ- এই বার্তা পৌঁছে দিতে আজ ৬৪ জেলা এবং চারটি উপজেলাকেও সংবাদ সম্মেলন করা হয়েছে।

তিনি বলেন, উন্নয়নের ক্ষেত্রে দুর্নীতি মোকাবিলা করাই সরকারের প্রধান চ্যালেঞ্জ। এটা দূর করতে পারলেই উন্নয়ন ত্বরান্বিত হবে। বাংলাদেশ দুর্নীতির দিক দিয়ে আগে চ্যাম্পিয়ন হয়েছে, সেটা থেকে আমরা বের হয়ে আসছি। তবে দুর্নীতির ক্ষেত্রে যদি জিরো টলারেন্স দেখিয়ে একেবারে দূর করতে পারি তাহলে এ উন্নয়ন আরো দ্রুত গতিতে এগিয়ে যাবে। উন্নয়নের জন্য সরকারের ধারাবাহিকতা জরুরি বলেও মনে করেন তথ্য প্রতিমন্ত্রী। বলেন, সরকারের ধারাবাহিকতার কারণেই এটা সম্ভব হয়েছে। আগামীতে সরকারের ধারাবাহিকতা থাকলে উন্নয়নের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি যা যা দিয়েছিল তার অধিকাংশই পূরণ করেছে। ডিজিটাল বাংলাদেশ এ সরকারেরই অবদান। আমাদের ২০২১ এবং ২০৪১ এর যে মিশন রয়েছে, এ মিশনের প্রক্রিয়ার প্রাথমিক ধাপগুলো আমরা পেরিয়ে আসছি। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। উন্নয়ন কিন্তু একদিনে অর্জন হয়নি। সরকারের ধারাবাহিকতার কারণেই এটা সম্ভব হয়েছে। আগামীতে সরকারের ধারাবাহিকতা থাকলে উন্নয়নের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, সরকারী কর্মযজ্ঞের অংশীদার জনগণ। এ বার্তা আমরা পৌঁছে দিতে চাই। বর্তমান সরকারের অর্জন শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না, সব জায়গায় ছড়িয়ে দিতে চাই। এজন্য আজ ৬৪ জেলা এবং ৪টি উপজেলায় একযোগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

প্রাইম ফাইন্যান্সের র্বোড সভা ২৭ মার্চ

prime finস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের আর্থিক প্রতিষ্ঠান প্রাইম ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের বোর্ড সভা আগামী ২৭ মার্চ আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতিষ্ঠানটির ২০১৭ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর মতিঝিলে প্রতিষ্ঠানের নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এই সভায় প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

  1. সালভো কেমিক্যালস
  2. কুইন সাউথ
  3. ডরিন পাওয়ার
  4. ওয়াটা কেমিক্যাল
  5. মুন্নু সিরামিক্স
  6. স্কয়ার ফার্মা
  7. এসিআই লিমিটেড
  8. ব্র্যাক ব্যাংক
  9. সিটি ব্যাংক
  10. লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড।

সিএসইতে লেনদেন বাড়লেও ডিএসইতে অর্ধেকে নেমেছে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমে অর্ধেকে নেমেছে। এদিন লেনদেনের সাথে সূচকও কমেছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বাড়লেও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ২৪১ কোটি ৭১ লাখ টাকা। গতকাল সোমবার ডিএসইতে লেনদেন হয় ৫১২ কোটি ৪১ লাখ টাকা।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৪.৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৬৪৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৩৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২.৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২১০২ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৫ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৯৫ টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৯৬ টির। আর দর অপরিবর্তিত আছে ৪৪ টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – সালভো কেমিক্যালস, কুইন সাউথ, ডরিন পাওয়ার, ওয়াটা কেমিক্যাল, মুন্নু সিরামিক্স, স্কয়ার ফার্মা, এসিআই লিমিটেড, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক ও লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৫.৯৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৫৩৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ১২৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩০টির।

এদিন লেনদেন হয়েছে ১৬ কোটি ৫১ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেন হয়েছিল ১২ কোটি ৩২ লাখ টাকা টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ব্র্যাক ব্যাংক ও কুইন সাউথ টেক্সটাইল লিমিটেডের।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

২ ঘণ্টায় ডিএসইতে ১১০ ও সিএসইতে ৯ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক:

সপ্তাহের তৃর্তীয় দিন প্রথম দুই ঘণ্টায় ডিএসই ও সিএসইতে সূচকের সংমিশ্রনে লেনদেন চলছে। মঙ্গলবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরও বেড়েছে।

আজ বেলা ১২টা ৩০মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১১০ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) হয়েছে ৯ কোটি ৭ লাখ টাকার শেয়ার।

এসময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৫টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৭১ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ১.১৯ পয়েন্ট কমে অবস্থান করছে প্রায় ১ হাজার ৩৩৬ পয়েন্টে। ডিএস৩০ সূচক সাড়ে ১.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০৬ পয়েন্টে।

এই সময়ে সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) প্রায় ২.৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৪৬৯ পয়েন্টে।

সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৫৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

গ্রামীণফোন ও লিন্ডেবিডির লেনদেন শুরু বুধবার

Trade-Resumeস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোন ও লিন্ডেবিডি লিমিটেড কোম্পানি দুইটি ২১‌ মার্চ বুধবার শেয়ার লেনদেন শুরু হবে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সূত্রে জানা যায়, আজ ২০ মার্চ মঙ্গলবার কোম্পানি দুইটির বিশেষ সাধারন সভার (ইজিএম) রের্কড ডেট ছিল। আর এ কারণে কোম্পানি দুইটি লেনদেন স্থগিত রাখে ।

আগামী ২১ মার্চ বুধবার থেকে কোম্পানি দুইটি যথা নিয়মে শেয়ার লেনদেন চলবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

গ্লাক্সো স্মিথক্লাইনের লেনদেন স্থগিত বুধবার

glaxo-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্তরসায়ন ও ঔষধ খাতের কোম্পানি গ্লাক্সো স্মিথক্লাইন লিমিটেডের বুধবার লেনদেন স্থগিত থাকবে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির আগামী ২১ মার্চ বুধবার বার্ষিক সাধারন সভার (এজিএম) রের্কড ডেট নির্ধারণ করা হয়েছে। আর এ কারনে কোম্পানিটি বুধবার লেনদেন স্থগিত রাখবে।

আগামী বৃহস্পতিবার থেকে কোম্পানিটির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম