শেয়ারবাজারে তলিকাভুক্ত অ্যাপোলো ইস্পাত লিমিটেড আগামী ১ এপ্রিল রেডিয়েন্ট টিউব ফারনেসের (আরটিএফ) বাণিজ্যিক উৎপাদন শুরু করবে। এর ফলে কোম্পানিটির প্রতি বছর আয় বাড়বে ৫৪০ কোটি টাকা। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
ডিএসই জানিয়েছে, প্রযুক্তিভিত্তিক এনওএফ-সিজিএল এই প্লান্টের উৎপাদন ক্ষমতা বছরে ৭২ মেট্রিক টন। প্রকল্পটি পরিবেশবান্ধব গ্রিণ প্রজেক্ট।
প্রকল্পটির পরীক্ষামূলক উৎপাদন শুরু করে ১৪ মার্চ। অ্যাপোলো ইস্পাতের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন এই প্রকল্পের উৎপাদন শুরু হলে বছরে আয় ৫৪০ কোটি টাকা বাড়বে। এর উৎপাদন সক্ষমতার ৮০ শতাংশ ব্যবহার করা হবে।
কোম্পানিটি আরও জানিয়েছে, আরটিএফ প্রকল্পের জন্য মোট ব্যয় হবে ২০৩ কোটি ৮৬ লাখ ৯০ হাজার টাকা। প্রকল্পটি মেয়াদ নির্ধারণ করা হয়েছে ১৫ থেকে ২০ বছর।
প্রকল্পটিতে ব্যবহৃত মেশিন ও মেশিনারিজ যন্ত্রনাংশ জার্মানী ও ভারত থেকে আনা হয়েছে ।
স্টকমার্কেটবিডি.কম/এমএ