নতুন প্রকল্পে অ্যাপোলো ইস্পাতের বাৎসরিক আয় বাড়বে ৫৪০ কোটি টাকা

Apollo ispatস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তলিকাভুক্ত অ্যাপোলো ইস্পাত লিমিটেড আগামী ১ এপ্রিল রেডিয়েন্ট টিউব ফারনেসের (আরটিএফ) বাণিজ্যিক উৎপাদন শুরু করবে। এর ফলে কোম্পানিটির প্রতি বছর আয় বাড়বে ৫৪০ কোটি টাকা। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই জানিয়েছে, প্রযুক্তিভিত্তিক এনওএফ-সিজিএল এই প্লান্টের উৎপাদন ক্ষমতা বছরে ৭২ মেট্রিক টন। প্রকল্পটি পরিবেশবান্ধব গ্রিণ প্রজেক্ট।

প্রকল্পটির পরীক্ষামূলক উৎপাদন শুরু করে ১৪ মার্চ। অ্যাপোলো ইস্পাতের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন এই প্রকল্পের উৎপাদন শুরু হলে বছরে আয় ৫৪০ কোটি টাকা বাড়বে। এর উৎপাদন সক্ষমতার ৮০ শতাংশ ব্যবহার করা হবে।

কোম্পানিটি আরও জানিয়েছে, আরটিএফ প্রকল্পের জন্য মোট ব্যয় হবে ২০৩ কোটি ৮৬ লাখ ৯০ হাজার টাকা। প্রকল্পটি মেয়াদ নির্ধারণ করা হয়েছে ১৫ থেকে ২০ বছর।

প্রকল্পটিতে ব্যবহৃত মেশিন ও মেশিনারিজ যন্ত্রনাংশ জার্মানী ও ভারত থেকে আনা হয়েছে ।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

মুচলেকা দিলে বিজিএমইএর সময় আবেদন বিবেচনা

bgmeaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ’র মুচলেকা পেলেই রাজধানীর হাতিরঝিলে গড়ে তোলা তাদের অবৈধ ভবন ভাঙতে সময় চেয়ে করা আবেদন বিবেচনায় নেওয়া হবে।

মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এমন শর্ত দেন।

আপিল বিভাগের এমন অবস্থানের পরিপ্রেক্ষিতে ভবন ভাঙতে ভবিষ্যতে আর সময় চেয়ে আবেদন করা হবে না মর্মে মুচলেকা দিতে রাজিও হয়েছে বিজিএমইএ। আর বিজিএমইএ এই মুচলেকা জমা দেওয়ার পরই ভবন ভাঙতে আরও এক বছর সময় চেয়ে তাদের করা আবেদনের বিষয়ে আদেশ দেওয়া হবে বলে জানিয়েছেন আদালত।

এদিন আদালতে বিজিএমইএ’র পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী ও ইমতিয়াজ মঈনুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এর আগে ২০১০ সালের ৩ এপ্রিল সৌন্দর্যমণ্ডিত হাতিরঝিল প্রকল্পে বিজিএমইএ ভবনকে ‘একটি ক্যান্সার’ বলে আখ্যায়িত করেছিলেন হাইকোর্ট। ওই সময় আদালত ৯০ দিনের মধ্যে ভবনটি ভেঙে ফেলার নির্দেশ দেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

  1. গ্রামীন ফোন
  2. স্কায়ার ফার্মা
  3. মার্কেন্টাইল ব্যাংক
  4. সালভো কেমিক্যাল
  5. আমরা নেটওয়ার্ক
  6. কুইন সাউথ
  7. মুন্নু সিরামিক্স
  8. বিবিএস ক্যাবলস
  9. ব্র্যাক ব্যাংক
  10. ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

উত্তরা ফাইন্যান্সের র্বোড সভা ৫ এপ্রিল

uttara-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের আর্থিক প্রতিষ্ঠান উত্তরা ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্টস লিমিটেডের বোর্ড সভা আগামী ৫ এপ্রিল আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতিষ্ঠানটির ২০১৭ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৪টায় রাজধানীর মতিঝিলে প্রতিষ্ঠানের নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এই সভায় প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ৩১১ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে অনেক বেড়েছে। এদিন লেনদেন বাড়লেও সূচকের পতন হয়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের সাথে সাথে সূচকও কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩১১ কোটি ৪৪ লাখ টাকা। গত রবিবার ডিএসইতে লেনদেন হয় ২২৪ কোটি ৫৩ লাখ টাকা।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭৮.৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৪৯১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৬.৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩০৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৮.৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২০৫৬ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৩ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৩৭ টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৮২ টির। আর দর অপরিবর্তিত আছে ১৪ টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –গ্রামীন ফোন, স্কায়ার ফার্মা, মার্কেন্টাইল ব্যাংক, সালভো কেমিক্যাল, আমরা নেটওয়ার্ক, কুইন সাউথ, মুন্নু সিরামিক্স, বিবিএস ক্যাবলস, ব্র্যাক ব্যাংক ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৩৭.৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ২৩৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯টির, কমেছে ১৯০টির ও দর অপরিবর্তিত রয়েছে ৮টির।

এদিন লেনদেন হয়েছে ১২ কোটি ২৭ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ১৬ কোটি ৯৩ লাখ টাকা টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে গ্রামীণ ওয়ান: স্ক্যাম টু ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

 

১ লাখ শেয়ার কিনবে আরএকে সিরামিক্স

RAK-CERAMIKস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিক্স খাতের কোম্পানি আরএকে সিরামিক্স (বাংলাদেশ) লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ১ লাখ শেয়ার কেনার ঘোষণা করেছেন। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এস.এ.কে একরামুজ্জামান নামে এই উদ্দ্যোক্তা পরিচালক কোম্পানিটির ১ লাখ শেয়ার কিনবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক চলমান বাজার দরে (পাবলিক মার্কেট) হতে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

বারাকা পাওয়ারের সাথে ২ ইপিসি ঠিকাদারের চুক্তি

baraka-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও বিদ্যুৎ খাতের কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেডের নিজ গ্রুপের ২ প্রতিষ্ঠানের ইপিসি ঠিকাদারি কাজ পেয়েছে। এলক্ষে এসব প্রতিষ্ঠানের সাথে আলাদা আলাদা চুক্তি স্বাক্ষর করেছে কোম্পানিটি। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

চুক্তি অনুযায়ী, কর্ণফুলী পাওয়ার লিমিটেড ও বারাকা শিকলবাহা পাওয়ার লিমিটেডের বিদ্যুৎকন্দ্রের ইপিসি (ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট ও কনস্ট্রাকশন) কাজগুলো সম্পন্ন করবে কোম্পানিটি।

এর মধ্যে কর্ণফুলী পাওয়ারের সঙ্গে কোম্পানিটির ৩ কোটি ৩৫ লাখ ডলারের এবং বারাকা শিকলবাহা পাওয়ারের সঙ্গে ২ কোটি ৮০ লাখ ডলার মূল্যের এই ইপিসি চুক্তি হয়েছে।

সম্প্রতি বারাকা পাওয়ারের বোড সভায় গ্রুপের দুই কোম্পানি কর্ণফুলী পাওয়ার লিমিটেড ও বারাকা শিকলবাহা পাওয়ার লিমিটেডের সঙ্গে চুক্তি অনুমোদন হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

প্রথম ২ ঘন্টায় দুই শেয়ারবাজারে সূচক পতনে লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের তৃর্তীয় কার্য দিনে ডিএসই ও সিএসইতে সূচক পতনে লেনদেন চলছে। মঙ্গলবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরও কমেছে।

আজ বেলা ১২টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৩৭ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) হয়েছে ৪ কোটি ১ লাখ টাকার শেয়ার।

এসময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪৬টির, কমেছে ২৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৬.৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫১৩ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ১১.২৭ পয়েন্ট কমে অবস্থান করছে প্রায় ১ হাজার ৩০৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক সাড়ে ১৫.৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৯ পয়েন্টে।

এই সময়ে সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) প্রায় ১২৪.৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৫১ পয়েন্টে।

সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৮টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

রেকিট বেনকারইজারের মূল্য সংবেদনশীল তথ্য নেই

Reckit ben bdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেকিট বেনকারইজার বিডি লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ৬ মার্চ এ শেয়ারের দর ছিল ১৬৫৯.৬ টাকা এবং ২৫ মার্চ রবিবার এ শেয়ারের দর দাঁড়ায় ১৯০৯ টাকা।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে রেকিট বেনকারইজার বিডি লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর লেনদেন শুরু বুধবার

batbcস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড ২৮ মার্চ বুধবার শেয়ার লেনদেন শুরু হবে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সূত্রে জানা যায়, আজ ২৭ মার্চ মঙ্গলবার কোম্পানির বিশেষ সাধারন সভার (ইজিএম) রের্কড ডেট ছিল। আর এ কারণে কোম্পানিটি লেনদেন স্থগিত রাখে ।

আগামী ২৮ মার্চ বুধবার থেকে কোম্পানিটির যথা নিয়মে শেয়ার লেনদেন চলবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম