লিন্ডে বিডির এজিএমের স্থান ও সময় নির্ধারণ

lindeস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেড বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ এপ্রিল আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির পরিচালনা বোর্ড ২৬ এপ্রিল এই এজিএমটির দিন নির্ধারণ করেছে।

রাজধানীর গুলশান-২ এ অবস্থিত রোড নাস্বার ৪১, হাউজ নাম্বার ৪৬, হোটেল লেকশোরে সকাল ১১ টায় এজিএমটি অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ছিল ২০ মার্চ।

গত বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডাদের জন্য ১৪০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ দেয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে : শিল্পমন্ত্রী

amu.smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো নীতিমালা পরিবর্তন করে নারীদের জামানতবিহীন ঋণ দিচ্ছে উল্লেখ করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, নারীর ক্ষমতায়নের লক্ষ্য অর্জনে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা জরুরি। এ জন্য শিল্প উৎপাদন ও ব্যবস্থাপনায় নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর লেকশোর হোটেলে ‘নারী উদ্যোক্তা : প্রতিবন্ধকতা উত্তরণ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিল্প মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন প্রিজম প্রকল্পের আওতায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং বাংলাদেশ নারী উদ্যোক্তা সমিতি (ওয়েব) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

শিল্পমন্ত্রী বলেন, নারী উদ্যোক্তা তৈরিতে বাংলাদেশের অবস্থান কিছু দিন আগেও সন্তোষজনক ছিল না। নারীরা অবহেলিত ছিল এবং নারী উদ্যোক্তারা ব্যাংক ঋণ পেত না। কোনো কোনো ব্যাংক ঋণ দিতে রাজি হলেও জামানত ছাড়া ঋণ মিলত না।

তিনি বলেন, সেই দিন বদলে গেছে। এখন আর সেই ‘কালচার’ নেই। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নীতিমালা পরিবর্তন হয়েছে। তাদের মধ্যে নারী উদ্যোক্তাবান্ধব দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। ফলে এসএমই খাতে ঋণ প্রবাহ উল্লেখযোগ্য হারে বাড়ছে।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক চলতি বছর ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের ১ লাখ ৩ হাজার ৫৯২ কোটি টাকার ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সরকারি-বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠাগুলোর মাধ্যমে এ ঋণ বিতরণ করা হবে।

শিল্পমন্ত্রী বলেন, ভবিষ্যতে যেসব শিল্পনগরী কিংবা শিল্পপার্ক স্থাপন করা হবে, সেগুলোতেও নারী উদ্যোক্তারা অগ্রাধিকারভিত্তিতে প্লট বরাদ্দ পাবেন। সরকারের গৃহীত এসব উদ্যোগের ফলে দেশে ইতোমধ্যে প্রায় ১০ লাখ এসএমই উদ্যোক্তা গড়ে উঠেছে। এসব এসএমই শিল্প জিডিপিতে শতকরা ২৩ ভাগ এবং মোট শিল্প কর্মসংস্থানে শতকরা ৮০ ভাগ অবদান রাখছে।

শিল্পমন্ত্রী আরও বলেন, আমাদের গৌরবময় তৈরি পোশাক শিল্পখাতে কর্মরত শতকরা ৮০ জনই নারী। নারীদের কর্মসংস্থানে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বংলাদেশের অবস্থান এখন দ্বিতীয়। গ্লোবাল জেন্ডার গ্যাপের প্রতিবেদন অনুযায়ী নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বিশ্বে বাংলাদেশের অবস্থান সপ্তম।

বিসিক চেয়ারম্যান মুস্তাক হাসান মোহাম্মদ ইফতেখারের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন- শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এনামুল হক, ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি মেনফ্রেড ফেরিনহোলজ এবং ওয়েবের চেয়ারম্যান নাসরিন ফাতেমা আউয়াল।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সিনিয়র রিসার্স ফেলো ড. নাজনিন আহমেদ।

স্টকমার্কেটবিডি.কম//মোহন/এমএম

সুন্দরবন ঘিরে ১৯০ কারখানার ২৪টি লাল চিহ্নিত

ministryস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের আশপাশে ১০ কিলোমিটারের মধ্যে ১৯০টি শিল্প কারখানা রয়েছে। যার মধ্যে ২৪টি লাল চিহ্নিত। যার সবগুলোই বাগেরহাটে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এমন প্রতিবেদন জমা দিয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৫ এপ্রিল) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ প্রতিবেদনটি দেখার পর এ বিষয়ে রুল শুনানির জন্য প্রস্তুত করতে বলেছেন। একইসঙ্গে রুল শুনানির জন্য ৯ মে দিন নির্ধারণ করেছেন।

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

পরে মোতাহার হোসেন সাজু বলেন, ২৪ আগস্ট হাইকোর্ট সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে কতগুলো শিল্প-কারখানা রয়েছে তার তালিকা ছয় মাসের মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছিলেন।

এ আদেশ অনুসারে পরিবেশ সচিব ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে তিনি এ প্রতিবেদন দাখিল করেন।
পরিবেশ অধিদপ্তরের দেওয়া এ প্রতিবেদনে বলা হয়, ‘হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সুন্দরবন সংলগ্ন প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় বিদ্যমান শিল্প প্রতিষ্ঠানসমূহের তালিকাসহ পূর্ণাঙ্গ তথ্যাদির বিবরণ।’

‘১৯৯৭ সালে ইউনসকো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। পরিবেশ দূষণ যাতে ভয়াবহ রূপ নিতে না পারে এবং সুন্দরবনের জীববৈচিত্র্য যাতে কোনো প্রকার নেতিবাচক প্রভাব না পড়ে এ লক্ষ্যে পূর্ব সতকর্তামূলক ব্যবস্থা হিসেবে ১৯৯৯ সালের ৩০ আগস্ট সুন্দরবন রিজার্ভ ফরেস্টের চতুর্দিকে ১০ কিলোমিটার বিস্তৃত এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা বা ইসিএ হিসেবে ঘোষণা করা হয়।’

‘দাপ্তরিক নথি পর‌্যালোচনা ও সরেজিমনে পরিদর্শনকালে দেখা যায়, খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় সুন্দরবন সংলগ্ন ইসিএ এলাকায় সর্বমোট ১৯০টি শিল্প প্রতিষ্ঠান আছে। বাগেরহাট জেলায় ৭৮, খুলনায় ৯২, সাতক্ষীরায় ২০টি রয়েছে। এর মধ্যে ৩৬টি শিল্পপ্রতিষ্ঠান বর্তমানে বন্ধ।’

২৪টি লাল শ্রেণীর প্রতিষ্ঠানের বিষয়ে মোতাহার হোসেন সাজু বলেন, রেড জোনে যে‍গুলো সেগুলো সার্বিকভাবে পরিবেশের জন্য ক্ষতিকর। এজন্য রেড হিসেবে চিহ্নিত করা হয়। তবে রুল শুনানির সময় বিশেষজ্ঞ মতামতের দরকার। তাহলে এগুলো বেরিয়ে আসবে কতটুকু ক্ষতিকর।

রিট আবেদনকারী আইনজীবী শেখ মোহাম্মদ জাকির হোসেন বলেন, আজ একটি রিপোর্ট পেশ করে বলেছে যে, সুন্দরবনের ১০ কিলোমটারের মধ্যে ১৯০টি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। এই ১৯০টি শিল্প প্রতিষ্ঠানের মধ্যে মাটি, পানি ও বায়ু দূষণকারী (লাল শ্রেণীর) শিল্প প্রতিষ্ঠান ২৪টি। এই ২৪টি শিল্পপ্রতিষ্ঠান কোনোভাবেই সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে থাকতে পারবে না। পরিবেশগত সঙ্কটাপন্ন এলাকা (এনভায়রনমেন্টাল ক্রিটিক্যাল এরিয়া- ইসিএ) অর্ডিন্যান্স ১৯৯৯ অনুযায়ী প্রতিবেশগত সঙ্কটাপন্ন এলাকার মধ্যে এ ধরনের শিল্পপ্রতিষ্ঠান থাকার সুযোগ নেই। এছাড়া বাকি যে শিল্প প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর ক্রমবর্ধমান প্রভাব এর থেকেও বেশি। ফলে আদালত এই শিল্পপ্রতিষ্ঠানগুলো সরিয়ে ফেলার আদেশ দেবে কি দেবে না, সে ব্যাপারে ৯ মে পরবর্তী শুনানি হবে।

সুন্দরবনের আশপাশে ১০ কিলোমিটারের মধ্যে থাকা শিল্প-কারখানা অন্যত্র সরিয়ে নিতে সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের সভাপতি শেখ ফরিদুল ইসলাম হাইকোর্টে রিট করেন।

গত বছরের ২৪ আগস্ট আদালত প্রতিবেদন চেয়ে রুল জারি করেন এবং নতুন কোনো শিল্প-কারখানার অনুমোদন দেওয়ার ওপর নিষেধাজ্ঞা দেন।

স্টকমার্কেটবিডি.কম//মোহন/এমএম

সিন্ডিকেটের কারণে রডের দাম বাড়েনি বলে ব্যবসায়ীদের দাবি

rodস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রডের মূল্যবৃদ্ধি কোনো সিন্ডিকেটের কারণে হয়নি বলে দাবি করেছেন খাতটির ব্যবসায়ীরা। তাঁরা বলেছেন, রডের কাঁচামালের দাম বৃদ্ধি, ডলারের বিনিময় হার ও বন্দরের খরচ বৃদ্ধি, পণ্য পরিবহনে ওজনসীমা নির্দিষ্ট করে সরকারর এক্সেল লোড আইন প্রবর্তন, গ্যাসের সংকট, বিদ্যুতের দাম বৃদ্ধি এবং ব্যাংক ঋণের সুদের হার বাড়ার কারণেই রডের দাম বেড়েছে।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আজ বৃহস্পতিবার বাংলাদেশ অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ রি-রোলিং মিলস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ স্টিল মিল ওনার্স অ্যাসোসিয়েশনের যৌথ সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মানোয়ার হোসেন।

মানোয়ার হোসেন বলেন, রডের প্রধান কাঁচামাল স্ক্র্যাপ। বিশ্ববাজারে গত জুলাইয়ে প্রতি টন স্ক্র্যাপের দাম ছিল ৩১২ ডলার। গত মাসে সেটি বেড়ে ৪২৭ ডলার হয়েছে। এ জন্য রডের উৎপাদন খরচ টনপ্রতি ৯ হাজার ৮৯২ টাকা বেড়েছে। ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে প্রতি টন রডে ১ হাজার ৭০৮ টাকা খরচ বেড়েছে। তা ছাড়া স্পঞ্জ আয়রন ও ফেরো অ্যালয়েজ নামক রাসায়নিকের মূল্যবৃদ্ধির কারণে রডের দাম প্রতি টনে ১ হাজার ৯৮৯ টাকা বেড়েছে। সব মিলিয়ে মূল্যবৃদ্ধি ১৩ হাজার ৫৯০ টাকা।

এসব বৈশ্বিক কারণের পাশাপাশি অভ্যন্তরীণ কারণ রডের মূল্যবৃদ্ধিতে ভূমিকা রেখেছে। মানোয়ার হোসেন বলেন, আগে আমদানি করা কাঁচামালের কনটেইনার জাহাজ থেকে ট্রেলারে করে সরাসরি কারখানায় চলে আসত। তবে এখন জাহাজ থেকে বেসরকারি ডিপোতে কনটেইনার যায়। সেখান প্রতি কনটেইনারে সাড়ে সাত হাজার টাকা চার্জ দিতে হয়। ডিপো থেকে কাঁচামাল কারখানায় আসে। আগে প্রতি ট্রেলারে ২৫ টন পণ্য পরিবহন করা যেত। বর্তমানে করা যায় মাত্র ১২ টন। বন্দর ও পণ্য পরিবহনের খরচ বেড়ে যাওয়ায় প্রতি টন রডের মূল্যে ১ হাজার ৪৬৮ টাকা বেড়েছে। এ ছাড়া গ্যাসের সমস্যা ও বিদ্যুতের দাম বৃদ্ধির এবং ব্যাংকঋণের সুদের হার বৃদ্ধির কারণে প্রতি টন রডের মূল্যে ২ হাজার ৬৭৪ টাকা বেড়েছে।

সব মিলিয়ে প্রতি টন রড উৎপাদনে ১৮ হাজার ৪১৯ টাকা বেড়েছে বলে মন্তব্য করেন মানোয়ার হোসেন। তাঁর দাবি, প্রতি টন রড উৎপাদনের ব্যয় বর্তমানে গড়ে ৭৩ হাজার ৪৩৫ টাকা। তবে সাড়ে তিন হাজার টাকা কমে বিক্রি করছেন মিল মালিকেরা। তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, বিশ্ববাজারে স্ক্র্যাপের মূল্যে ভবিষ্যতে আরও বাড়বে। তখন পরিস্থিতি আরও ভয়াবহ হবে।

রডের দাম কিছুটা কমাতে হলে পাঁচটি সুপারিশ তুলে ধরেন মানোয়ার হোসেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ শহিদউল্লাহ, সাবেক সভাপতি শেখ মাসাদুল আলম মাসুদ, বাংলাদেশ স্টিল মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহজাহান প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম//মোহন/এমএম

আইসিবি ইসলামী ব্যাংকের নো ডিভিডেন্ড ঘোষণা

icbi bankস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত বোর্ড সভায় ডিসেম্বর মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোন লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি।

এসময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬১ পয়সা। যা গত বছরে লোকসান ছিল ৪১ পয়সা।

আর এ সময় কোম্পানির শেয়ার প্রতি দায় হয়েছে ১৫.৭২ টাকা। যা গত বছরে দায় ছিল ১৫.১১ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে।। আর রেকর্ড ডেট ২৫ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

বিবিএস ক্যাবলসের সাথে বিপিডিবি ৮ কোটি টাকার চুক্তি

bbsস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি বিবিএস ক্যাবলস লিমিটেড ও বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) মধ্যে ৮ কোটি ৫ লাখ ৫০ হাজার ৫৬৯ টাকা মূল্যের দুটি চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, ৪ এপ্রিল গতকাল বুধবার বিবিএস ক্যাবলস লিমিটেড ও বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) মধ্যে দুটি চুক্তি স্বাক্ষরিত হয়।   চুক্তি মোতাবেক বিবিএস ক্যাবলস মোট ৫ লাখ ৫০ হাজার ৫৬৯ টাকা মূল্যের খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবনে ৬০৩.৩১ কিলোমিটার তার সরবরাহ করবে।

এ ছাড়াও চুক্তি অনুযায়ী কোম্পানিটি পৃথকভাবে ৩ কোটি ৬৭ লাখ ২৪ হাজার ৬৮৬ টাকার মূল্যের ও ৪ কোটি ৩৮ লাখ ২৫ হাজার ৮৮৩ টাকার মূল্যের যন্ত্রাংশ সরবরাহ করতে পারবে।

এই চুক্তি সম্পন্নের পর থেকে সাত মাসের মধ্যে কোম্পানিকে পণ্যগুলো সরবরাহ করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ম্যাকসন্স স্পিনিংয়ের শেয়ার কেনা সম্পন্ন

Maksonsস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেডের দুই উদ্দ্যোক্তা পরিচালক মোট ১১ লাখ ১০ হাজার ৪০৩ টি শেয়ার কেনা সম্পন্ন করেছেন। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মোহাম্মদ ফেরদৌস কাউছার মাসুদ নামে এক উদ্দ্যোক্তা পরিচালক ৫ লাখ ৫৫ হাজার ২০১ টি শেয়ার ও মিসেস লায়লা আলী নামে আরেক উদ্দ্যোক্তা পরিচালক ৫ লাখ ৫৫ হাজার ২০১ টি শেয়ার মোট এই দুই উদ্দ্যোক্তা পরিচালক কোম্পানিটির ১১ লাখ ১০ হাজার ৪০৩ টি শেয়ার কিনলেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্দ্যোক্তা পরিচালক চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার কেনা শেষ করলেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

  1. বেক্সিমকো লিমিটেড
  2. ব্র্যাক ব্যাংক
  3. ইউনিক হোটেল
  4. আমরা নেটওয়ার্ক
  5. বেক্স ফার্মা
  6. স্কয়ার ফার্সা
  7. মুন্নু সিরামিক্স
  8. সিটি ব্যাংক
  9. লংকাবাংলা ফাইন্যান্স
  10. মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড।

ডিএসই ও সিএসইতে লেনদেন ও সূচক দুটোই বেড়েছে

DSE_CSE-smbdটকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ৫৭২ কোটি টাকা। যা আগের দিনের লেনদেনের চেয়ে কিছুটা বেড়েছে। এদিন লেনদেনের সাথে সাথে সূচকও বেড়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের লেনদেন থেকে প্রায় দ্বিগুন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫৭২ কোটি ৪ লাখ টাকা। গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয় ৫৪৬ কোটি ৬৮ লাখ টাকা।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪৮.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৮৪১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৫৬ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২৭.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১৯৪ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৫ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২০৩ টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৮৭টির। আর দর অপরিবর্তিত আছে ৪৫ টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –বেক্সিমকো লিমিটেড, ব্র্যাক ব্যাংক, ইউনিক হোটেল, আমরা নেটওয়ার্ক, বেক্স ফার্মা, স্কয়ার ফার্সা, মুন্নু সিরামিক্স, সিটি ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স ও মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১০৭.৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৮৯২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫০টির, কমেছে ৫৩টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৯টির।

এদিন লেনদেন হয়েছে ৩৯ কোটি ১১ লাখ টাকা। গতকার বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ১৮ কোটি ১৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় দ্বিগুন বেড়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ইস্টার্ন ব্যাংক ও ব্র্যাক ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

আবারো শেয়ার বিক্রি করবে মিরাকল ইন্ডাস্ট্রিজের কর্পোরেট পরিচালক

miracleস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একজন কর্পোরেট পরিচালক ১ লাখ ৭০ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, পাভার্টন সিকিউরিটিজ লিমিটেড নামে এই কর্পোরেট পরিচালক কোম্পানিটির ১ লাখ ৭০ হাজার শেয়ার বিক্রি করবেন। তার হাতে কোম্পানিটির ১০,৬৩,৫৯৯টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই কর্পোরেট পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবে।

এর আগে পাভার্টন সিকিউরিটিজ লিমিটেড ছয় দফায় কোম্পানিটি ৯,৪৭,৫০০টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। এই পরিচালক প্রথম দফায় ৩ লাখ, দ্বিতীয় দফায় ১ লাখ ২০ হাজার, তৃতীয় দফায় ১ লাখ ৩০ হাজার, ৪র্থ দফায় ১ লাখ ২০ হাজার, ৫ম দফায় ১ লাখ ৩০ হাজার সর্বশেষ ষষ্ঠ দফায় ১ লাখ ৪৭ হাজার ৫০০ টি শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছেন। ঘোষণার পর প্রতিষ্ঠানের হাতে কোম্পানিটির এখোনো ১২ লাখ ১১ হাজার ৯৯ টি শেয়ার রয়েছে।

পাভার্টন সিকিউরিটিজ লিমিটেডের শেয়ার বিক্রি শেষ না হলেও শামসুর রহমান ও রফিকুল মোর্শেদ নামে এই দুই উদ্দ্যোক্তা পরিচালক ঘোষিত শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন।

উল্লেখ্য, মিরাকল ইন্ডাস্ট্রিজের মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ১৩ লাখ ৫৫ হাজার ১০৮টি । এর মধ্যে পরিচালকদের হাতে ৪৩.৪২ শতাংশ ও পাবলিকের কাছে ৫৬.৫৮ শতাংশ শেয়ার রয়েছে। এই কোম্পানির কোনো শেয়ার বিদেশী বা প্রতিষ্ঠানের হাতে নেই।

স্টকমার্কেটবিডি.কম//মোহন/এমএম