পিপলস ইন্স্যুরেন্সের বার্ষিক বোর্ড সভা ১৩ মে

peoples-Insuranceস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ১৩ মে আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতিষ্ঠানটির ৩১ ডিসেম্বর ২০১৭ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর মতিঝিলে প্রতিষ্ঠানের নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এই সভায় প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে। গত বছর প্রতিষ্ঠানটি ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

মেট্রো স্পিনিংয়ের শেয়ার কেনা সম্পন্ন

metroস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মেট্রো স্পিনিং লিমিটেডের দুইজন উদ্দ্যোক্তা পরিচালক ২ লাখ ৫৮ হাজার ৪৪৮টি শেয়ার কেনা সম্পন্ন করেছেন। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মো: ফেরদৌস কাওসার মাসুদ ও মিসেস লায়লা আলী নামে এই দুই উদ্দ্যোক্তা পরিচালক কোম্পানিটির ২ লাখ ৫৮ হাজার ৪৪৮টি শেয়ার কিনলেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই দুই উদ্দ্যোক্তা পরিচালক চলমান বাজার দরে ব্লক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার কেনা শেষ করলেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ইসলামী ব্যাংকের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রি সম্পন্ন

islamiস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক কর্পোরেট পরিচালক ৩ কোটি ৬০ লাখ ৭৭ হাজার ৩৯১টি শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ইবনে সিনা ট্রাস্ট নামে এই কর্পোরেট পরিচালক কোম্পানিটির ৩ কোটি ৬০ লাখ ৭৭ হাজার ৩৯১টি শেয়ার বেচলেন।

এই কর্পোরেট পরিচালক ৩০ দিনের মধ্যে চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করলো।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

শাহজিবাজার পাওয়ারের শেয়ার বিক্রি সম্পন্ন

Shahjibazarস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের দুইজন উদ্দ্যোক্তা পরিচালক মোট ৭ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আসগর হায়দার ও ইশারাত আজিম আহমদ নামে এই দুই উদ্দ্যোক্তা পরিচালক কোম্পানিটির ২ লাখ ও ৫ লাখ মোট ৭ লাখ শেয়ার বেচলেন।

এই দুই উদ্দ্যোক্তা পরিচালক ৩০ দিনের মধ্যে চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করলো।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

প্রাইম ইন্স্যুরেন্সের ১ম প্রান্তিক বোর্ড সভা ১৪ মে

prime-insurance-logo-mm-230x155স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি বছরের ১ম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৪ মে আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতিষ্ঠানটির ৩১ মার্চ ২০১৮ সালের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীর মতিঝিলে প্রতিষ্ঠানটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় প্রতিষ্ঠানটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

বিডি ফাইন্যান্সের ১ম প্রান্তিকের বোর্ড সভা আহবান

bd-finance-logoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান বিডি ফাইন্যান্স লিমিটেডের চলতি বছরের ১ম প্রান্তিকের বোর্ড সভা আগামী ৮ মে আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতিষ্ঠানটির ৩১ মার্চ ২০১৮ সালের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর মতিঝিলে প্রতিষ্ঠানটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় প্রতিষ্ঠানটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

  1. বেক্সিমকো লিমিটেড
  2. ডেল্টা ব্র্যাক হাউজিং
  3. বিবিএস ক্যাবলস
  4. ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড
  5. ব্র্যাক ব্যাংক
  6. রূপালী লাইফ
  7. বিএসআরএম লিমিটেড
  8. স্কয়ার ফার্মা
  9. নাভানা সিএনজি লিমিটেড
  10. কুইনসাউথ টেক্সটাইল লিমিটেড।

শেষ কার্যদিবসে লেনদেন ও সূচকের পতন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ গত দিনের চেয়ে কমেছে। এদিন সেখানে সব ধরণের সূচকই কমেছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক উভয় কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫৯২ কোটি ৭৬ লাখ টাকা। গত সোমবার ডিএসইতে লেনদেন হয় ৫৯২ কোটি ৭৬ লাখ টাকা।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪০.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৬৮৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩১৮ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৫.২২ পয়েন্ট কমে অবস্থান করছে ২১২৮ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৭ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৫৪টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৪৯টির। আর দর অপরিবর্তিত আছে ৩৪টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –বেক্সিমকো লিমিটেড, ডেল্টা ব্র্যাক হাউজিং, বিবিএস ক্যাবলস, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ব্র্যাক ব্যাংক, রূপালী লাইফ, বিএসআরএম লিমিটেড, স্কয়ার ফার্মা, নাভানা সিএনজি লিমিটেড ও কুইন সাউথ টেক্সটাইল লিমিটেড।

এদিকে বৃহস্পতিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৬১.৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৬৩৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ১০৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৭টির।

এদিন লেনদেন হয়েছে ২২ কোটি ৫৫ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৩৪ কোটি ৭৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে বেক্সিমকো লিমিটেড ও বিএসআরএম লিমিটেড ।

স্টকমার্কেটবিডি.কম/এসটি/এমএম

চীনা কনসোর্টিয়ামের সংশোধিত প্রস্তাব বিএসইসিতে জমা

dse bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সব শর্ত মেনেই চীনা কনসোর্টিয়ামের সংশোধিত প্রস্তাব বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) জমা দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

সোমবার (৩০ এপ্রিল) দুপুরে চীনের দুই শেয়ারবাজার শেনঝেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জকে কৌশলগত বিনিয়োগকারী হিসেবে পেতে অনুমোদন দেয় ডিএসই’র শেয়ারহোল্ডাররা।

এদিন বিকালে ডিএসইর পরিচালনা পরিষদ সংশোধিত প্রস্তাবটি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক খায়রুল হোসেনের কাছে জমা দিয়েছে। ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক আবুল হাশেমের নেতৃত্বে এ সময় ডিএসইর এমডি কেএএম মাজেদুর রহমান, পরিচালক শরিফ আতাউর রহমান, হানিফ ভূঁইয়া, মিনহাজ মান্নান ইমনসহ ডিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চলতি বছরে ২২ ফেব্রুয়ারি চীনের কনসোর্টিয়ামকে কৌশলগত বিনিয়োগকারী হিসেবে অনুমোদনের জন্য ডিএসইর সেক্রেটারি মো. আসাদুর রহমান বিএসইসিতে প্রস্তাব জমা দিয়েছিলেন। সেই প্রস্তাব যাচাই বাছাই শেষে গত ১৯ মার্চ ডিএসইকে চীনা কনসোটিয়ামের প্রস্তাবে ৫টি শর্ত পূরণ করে সংশোধিত আকারে কমিশনে জমা দেওয়ার সুয়োগ দেয় কমিশন।

বিএসইসি’র দেওয়া শর্তগুলো হচ্ছে-কৌশলগত বিনিয়োগকারীর সঙ্গে এমন কোনও চুক্তি করা যাবে না, যা দেশের আইনের সঙ্গে সাংঘর্ষিক এবং ডিএসইর সাধারণ শেয়ারহোল্ডার ও পুঁজিবাজারের উন্নয়নের পরিপন্থি। আর ডিএসইর আর্টিকেলের পরিপন্থি কোনও সংশোধনী গ্রহণযোগ্য হবে না। এছাড়া বিএসইসিতে প্রস্তাবের আগে সাধারণ শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে হবে, ডিএসইর সাধারণ সভায় বিএসইসির পর্যালোচনা কমিটির পর্যবেক্ষণ ও প্রত্যাহার করা শর্তগুলো জানাতে হবে এবং সাধারণ সভায় গৃহীত প্রস্তাব, সংশোধিত চুক্তি ও অন্যান্য ডকুমেন্টস কমিশনে দাখিল করতে হবে।

এর অংশ হিসেবে সোমবার (৩০ এপ্রিল) রাজধানীর পূর্বাণী হোটেলে দুপুর আড়াইটায় অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় (ইজিএম) আহ্বান করে ডিএসই কর্তৃপক্ষ। এতে ডিএসইর সকল শেয়ারহোল্ডাররা চীনা কনসোটিয়ামকে অনুমোদন দেয়। শেয়ারহেল্ডারদের অনুমোদনের পর সংশোধিত প্রস্তাব বিকেলে জমা দেয় ডিএসই।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি ডিএসইর পরিচালনা পর্ষদের বোর্ড সভায় চীনা কনসোর্টিয়ামকে কৌশলগত বিনিয়োগকারী হিসেবে বেছে নেওয়া হয়। আর ২২ ফেব্রুয়ারি সকালে চীনের কনসোর্টিয়ামকে কৌশলগত বিনিয়োগকারী হিসেবে অনুমোদনের জন্য ডিএসইর সেক্রেটারি মো. আসাদুর রহমান বিএসইসিতে প্রস্তাব জমা দেন।

স্টকমার্কেটবিডি.কম/এসটি/এমএম

এ্যাপেক্স ফুডসের তিন মাসে ইপিএস বেড়েছে ২৩ পয়সা

apexস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি এ্যাপেক্স ফুডস লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার ডিএসই’র সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ এই তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৮ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৩৫ পয়সা। এ হিসাবে চলতি বছরে ৩ মাসে কোম্পানিটির আয় ২৩ পয়সা বেড়েছে।

জুলাই-মার্চ এই ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৩৯ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৯৯ পয়সা। এ হিসাবে চলতি বছরে ৯ মাসে কোম্পানিটির আয় বেড়েছে।

৩১ মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১৬.১১ টাকা। যা গতবছর ২০১৭ সালে ৩০ জুন ন্যাভ ছিল ১১৫.১০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম