উসমানিয়া গ্লাসের ৪.৪০ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন

usmaniaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি উসমানিয়া গ্লাস শীট ফ্যাক্টরি লিমিটেডের একজন কর্পোরেট পরিচালক ৪ লাখ ৪০ হাজার শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নামে এই কর্পোরেট পরিচালক কোম্পানিটির মোট ৪ লাখ ৪০ হাজার শেয়ার বেচলেন।

এই কর্পোরেট পরিচালক ৩০ দিনের মধ্যে চলমান বাজার দরে ব্লক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করলো।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

সর্বোচ্চ বাজার মূলধনী কোম্পানির তালিকায় ইউনাইটেড পাওয়ার

unitedস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সর্বোচ্চ বাজার মূলধনী কোম্পানির তালিকায় উঠে এসেছে। শেয়ারের দর বাড়ার কারণে বাজার মূলধন বাড়ায় ইউনাইটেড পাওয়ার এখন শেয়ারবাজারের সর্বোচ্চ বাজার মূলধনী কোম্পানি ।

আজ মঙ্গলবার ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির শেয়ারের সর্বশেষ বাজারমূল্য ছিল ২১৪ টাকা। সেই হিসাবে কোম্পানির বাজার মূলধন দাঁড়িয়েছে ৮ হাজার ৫৪৩ কোটি টাকার উপরে।

কোম্পানিটির বাজার মূলধন এখন প্রায় ১.০১ বিলিয়ন মার্কিন ডলারের সমান। বাংলাদেশ তথা এশিয়ায় হাতেগোনা কয়েকটি কোম্পানি এই মাইল ফলক অতিক্রম করেছে।

এ বিষয়ে কোম্পানিটির সচিব মজিবুল ইসলাম পাটোওয়ারি স্টকমার্কেটবিডিকে বলেন, এটি আমাদের কোম্পানির অপার ব্যবসায়িক সম্ভাবনার প্রকাশ এবং শেয়ারহোল্ডারদের সম্পদ বৃদ্ধির বিবরনী আরও বাড়িয়েছে। যাহা তালিকাভুক্ত বিদ্য্ৎু উৎপাদনকারী কোম্পানিগুলোর মধ্যে ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি বর্তমানে সর্বোচ্চ বাজার মূলধনী কোম্পানি হিসাবে আত্ব:প্রকাশ করেছে বলে প্রতীয়মান হয়।

স্টকমার্কেটবিডি.কম/

মিরাকল ইন্ডাস্ট্রিজের ৪.১৭ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন

miracleস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ৪ লাখ ১৭ হাজার শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ওয়াহিদুজ্জামান চৌধুরী নামে এই উদ্দ্যোক্তা পরিচালক কোম্পানিটির ( ১লাখ ৫০ হাজার + ২ লাখ ৬৭ হাজার) মোট ৪ লাখ ১৭হাজার শেয়ার বেচলেন।

এই উদ্দ্যোক্তা পরিচালক ৩০ দিনের মধ্যে চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করলো।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

এনসিসি ব্যাংকের শেয়ার বিক্রি সম্পন্ন

ncc1-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এনসিসি ব্যাংক লিমিটেডের একজন স্পনশর পরিচালক ৫০ হাজার শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মিনহাজ কামাল খান নামে এই স্পনশর পরিচালক প্রতিষ্ঠানটির ৫০ হাজার শেয়ার বেচলেন।

এই স্পনশর পরিচালক ৩০ দিনের মধ্যে চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করলো।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

রোজার মাসে সকাল ১০টা থেকে শেয়ারবাজারের লেনদেন

dse-1-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পবিত্র রমজান মাসে দেশের শেয়ারবাজারে লেনদেন শুরু হবে সকাল ১০টা থেকে। বিরতিহীনভাবে শেষ হবে বেলা ২টায়।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

আসন্ন রমজানে ডিএসইর লেনদেন ও অফিসিয়াল কার্যক্রমের সময় পরিবর্তন করা হয়েছে। রমজান মাসে ডিএসইতে লেনদেন শুরু হবে সকাল ১০টায়। শেষ হবে দুপুর ২টায়। একই সঙ্গে ডিএসইর কর্মকর্তাদের অফিসিয়াল কার্যক্রম শুরু হবে সকাল ৯টায়। আর শেষ হবে বেলা সাড়ে ৩টায়।

তবে রোজার পরে লেনদেন ও অফিসিয়াল কার্যক্রম পূর্বের নির্ধারিত সময়ে হবে বলে জানান তিনি।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

আরডি ফুডের শেয়ার কেনা সম্পন্ন

RD-Milkস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি আরডি ফুড লিমিটেডের দুইজন উদ্দ্যোক্তা পরিচালক মোট ৭ লাখ শেয়ার কেনা সম্পন্ন করেছেন। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, রুমানা কবির ও মিসেস ফাহিম কবির নামে এই দুই উদ্দ্যোক্তা পরিচালক কোম্পানিটির ২লাখ ও ৫ লাখ মোট ৭ লাখ শেয়ার কিনলেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই দুই উদ্দ্যোক্তা পরিচালক চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার কেনা শেষ করলেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

সোস্যাল ইসলামী ব্যাংকের প্রথম প্রান্তিকের বোর্ড সভা ১৩ মে

Social-Islami-Bank-Limitedস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতাষ্ঠান সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের চলতি বছরের ১ম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৩ মে আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতাষ্ঠানটির ৩১ মার্চ ২০১৮ সালের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ২টা ৩৫মিনিটে রাজধানীর মতিঝিলে প্রতাষ্ঠানটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় প্রতাষ্ঠানটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

জিএসপি ফাইন্যান্সের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আহবান

GSPFINANস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের আর্থিক প্রতাষ্ঠান জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের চলতি বছরের ১ম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৪ মে আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতাষ্ঠানটির ৩১ মার্চ ২০১৮ সালের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর রমনায় প্রতাষ্ঠানটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় প্রতাষ্ঠানটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ফেসবুক-গুগলের বিজ্ঞাপনে ভ্যাট আরোপ, ব্যাংকগুলোকে এনবিআরের চিঠি

nrbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি ২০১৭-১৮ অর্থবছর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউব এবং সার্চ ইঞ্জিন গুগলে দেওয়া বিজ্ঞাপনে যুক্ত হচ্ছে মূল্য সংযোজন কর। ১৫ শতাংশ হারে এ কর বসানোর উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এ ব্যাপারে সোমবার দেশের সব বাণিজ্যিক ব্যাংকগুলোকে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া ফেসবুক, গুগলে নজরদারির জন্য ইতোমধ্যে মাঠ পর্যায়ের অফিসগুলোকেও নির্দেশনা দেওয়া হয়েছে।

এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) কমিশনার মো. মতিউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফেসবুক, গুগল ও ইউটিউবে দেওয়া বিজ্ঞাপনের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) কেটে নেওয়ার জন্য আমরা ব্যাংকগুলোকে চিঠি দিয়েছি। প্রাথমিকভাবে এখন ব্যাংকগুলো ভ্যাট কেটে এনবিআরে জমা দেবে। পরে আমরা ফেসবুক, গুগল ও ইউটিউবকে সরাসরি করের আওতায় নিয়ে আসবো।’

তিনি আরও বলেন, ‘ব্যাংকিং চ্যানেলের বাইরে অন্য কোনও চ্যানেলে যাতে বিজ্ঞাপনের অর্থ না যায়, সে ব্যাপারে নজরদারি করা হবে। আর দেশের কেউ বাইরে গিয়ে যদি ফেসবুক, গুগল ও ইউটিউবের বিজ্ঞাপনের জন্য অর্থ জমা দেয়, সেটা মানি লন্ডারিং হবে।’

ঢাকায় এসব প্রতিষ্ঠানের হাব অফিস স্থাপনে কাজ চলছে বলে জানান এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, ‘যেহেতু প্রতিষ্ঠানগুলো বিদেশি, সেহেতু বাংলাদেশে তাদের নিবন্ধন নিতে হবে। কিভাবে নিবন্ধন হবে, সেটা দেখতে হবে। বিদেশি বেশ কয়েকটি প্রতিষ্ঠান আমাদের সঙ্গে এরইমধ্যে যোগাযোগ করেছে।’

এর আগে গত ৪ এপ্রিল এনবিআরের সম্মেলন কক্ষে সংবাদপত্রশিল্প মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এবং অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) নেতাদের নিয়ে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় ফেসবুক, ইউটিউব এবং গুগলকে করের আওতায় আনার কথা বলেন এনবিআর চেয়ারম্যান। নোয়াব নেতাদের প্রস্তাবের প্রেক্ষিতে তিনি এ ব্যাপারে মত দেন।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

একনেকে ১৩টি প্রকল্পের অনুমোদন

Ecnecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

১৩ হাজার ২৮৮ কোটি টাকা ব্যয়ে ১৩টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার (৮ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরে বাংলা নগরের এনইসি মিলনাতয়নে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, ‘১৩টি প্রকল্পের মধ্যে বাংলাদেশ জিন ব্যাংক প্রকল্প অন্যতম। ৪৬০ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ জিন ব্যাংক প্রকল্প বাস্তবায়ন করবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি ও গণপূর্ত অধিদফতর। ২০২১ সালের ৩০ জুন মেয়াদে এই প্রকল্প বাস্তবায়ন হবে।’

বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এসএম