স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন কমেছে ১০ হাজার ৮৭৯ কোটি টাকা। তবে এসময় ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন আগের সপ্তাহ থেকে ৬৬৫ কোটি ২১ লাখ বা ২৫.৪১ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন ছিল ৩,৯৮,৩৪২ কোটি টাকা। যা সপ্তাহের শেষদিনে কমে দাঁড়িয়েছে ৩,৮৭,৪৬৩ কোটি টাকা। এ হিসাবে গত সপ্তাহের ৫ কার্যদিবসে ডিএসইতে বাজার মূলধন কমেছে ১০ হাজার ৮৭৯ কোটি টাকা বা ২.৭৩ শতাংশ।
সর্বশেষ সপ্তাহে ডিএসইতে ১৯৫২ কোটি ৫৬ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ২৬১৭ কোটি ৭৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৬৬৫ কোটি ২১ লাখ বা ২৫.৪১ শতাংশ কম।
এসময় ডিএসইর প্রধান সূচক ডিএসই্ক্স ২৫৫.৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৪৩ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক পয়েন্ট ১০২.৯৩ পয়েন্ট কমে দাড়িয়েছে ২০২৫ পয়েন্টে। শরিয়াহ সূচক ৪১.০৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৭৭ পয়েন্টে।
সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৪৩ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ২৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টি প্রতিষ্ঠানের। আর ১টি কোম্পানির শেয়ার কোনো লেনদেন হয়নি।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৩৯ কোটি ৪৮ লাখ ৪৫ হাজার ৫২৯ টাকার। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১১৬ কোটি ৭০ লাখ ৬০ হাজার ৫৮৬ টাকার।
উক্ত সপ্তাহে সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ৪৫৮ পয়েন্ট বা ২.৬৪ শতাংশ কমে দাড়িয়েছে ১৬ হাজার ৮০৩ পয়েন্টে। সপ্তাহজুড়ে সিএসইতে ২৮১টি হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৪১টির, কমেছে ২৩০টির ও অপরিবর্তিত রয়েছে ১০টির দর।
স্টকমার্কেটবিডি.কম/এমএম