ওয়েস্টার্ন মেরিনের সাথে শালিমার ওয়াকার্সের চুক্তি সই

westernস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের সঙ্গে জাহাজ নির্মাণে সমঝোতা চুক্তি করেছে ভারতের পশ্চিমবঙ্গ সরকারের জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান শালিমার ওয়ার্কস লিমিটেড। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, ভারতের কেন্দ্রীয় সরকার দেশটির ৪টি নদী পথে আগামী ১০ বছরে ৬০০টি জাহাজ নামানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তার অংশ হিসেবে পশ্চিমবঙ্গ রাজ্যের জাতীয় নদী পথ ১-এ ৬০টি জাহাজ চালাবে রাজ্য সরকার। এই লক্ষ্যমাত্রা বাস্তবায়নের জন্যেই প্রতিষ্ঠান ২টি যৌথভাবে কাজ করবে।

এই চুক্তির ফলে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ভারতের জাতীয় অভ্যন্তরীণ নদী পথের জন্য জাহাজ নির্মাণে কাজ করবে। এতে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ২৬ থেকে ৭৪ শতাংশ হিসাবে অংশিদারিত্ব থাকবে।

এখানে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড মূলত প্রযুক্তি বিনিয়োগ করবে। আর পরিকাঠামোগত সাপোর্ট দেবে শালিমার।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

পূবালী ব্যাংকের লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রদান

pubaliস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান পূবালী ব্যাংক লিমিটেডের ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের নিকট পাঠিয়েছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সূত্রে মতে, প্রতিষ্ঠানটি ৩১ ডিসেম্বর ২০১৭ সালে সমাপ্ত আর্থিক বছরের ঘোষিত নগদ লভ্যাংশ ৭ জুন বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। আর বোনাস লভ্যাংশ ২৭ মে বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটি ৩১ ডিসেম্বর ২০১৭ সালে সমাপ্ত আর্থিক বছরের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস সহ মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

বাজেটে শেয়ারবাজার সম্প্রসারণ ও উন্নয়নে কিছুই উপস্থাপন হয়নি : সিএসই

cseস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাজেটে চলমান অর্থনীতির অগ্রযাত্রায় শেয়ারবাজারের টেকসই উন্নয়ন এবং গুনগত সম্প্রসারণের লক্ষে কোনো কিছুই উপস্থাপিত হয়নি।

রবিবার (১০ জুন) দুপুরে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পক্ষ থেকে ২০১৮-১৯ অর্থবছরের ঘোষিত বাজেট পরবর্তী এক সংবাদ সম্মেলেনে এ কথা বলা হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিএসইর এমডি সাইফুর রহমান মজুমদার।

সিএসইর এমডি বলেন, শেয়ারবাজারের ক্যাপাসিটি বিল্ডিং এবং যথাযথ সম্প্রসারণের মাধ্যমে দীর্ঘমেয়াদী পুঁজি সংগ্রহের জন্য একটি সঠিক কৌশল নির্ধারণ করা অতীব জরুরি। যা শুধুমাত্র শেয়ারবাজারের উন্নয়নই ত্বরান্বিত করবে না, আর্থিক খাতেও একটি টেকসই স্থিতিশীলতা আনয়ন করবে।

সাইফুর রহমান মজুমদার বলেন, বর্তমানে বাংলাদেশে লক্ষাধিক লিমিটেড কোম্পানি আইন অনুযায়ী নিবন্ধিত রয়েছে। এসব কোম্পানির মধ্যে কয়েক হাজার কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত করার সুযোগ রয়েছে। কিন্তু বর্তমানে শেয়ারবাজারে যে পরিমাণ কোম্পানি তালিকাভুক্ত আছে তা একান্তই নগন্য।

শেয়ারবাজারের সময়োপযুগী সম্প্রসারণের প্রয়োজনে বাজেটে কয়েকটি কৌশল ও নির্দেশনা বিবেচনার কথা উল্লেখ করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। এ গুরো হচ্ছে..

১.সরকারি কোম্পানিগুলোকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করণের জন্য সুস্পষ্ট তাগিদ এবং নির্দেশনা।

২.বহুজাতিক কোম্পানিসমূহকে শেয়ারবাজারে তালিকাভুক্তি নিশ্চিত করণের জন্য আহনী সংস্কার।

৩.বন্ড মার্কেটসহ শেয়ারবাজারের এডভ্যান্স প্রডাক্ট চালু করার কাঠামোগত সংস্কার।

৪. প্রাইভেট সেক্টরে বৈদেশিক ঋণ এবং সিন্ডিকেটিং ফাইন্যান্সিং অনুমোদনের সময় শেয়ারবাজারে তালিকাভুক্তির শর্তারোপ।

৫.শেয়ারবাজার বিকাশের জন্য জাতীয় ভিত্তিক শক্তিশালী সমন্বয় কমিটি গঠন।

৬. ব্যাংক, বিমা ও আর্থিক কোম্পানিগুলোর জন্য ২.৫% কর্পোরেট কর কমানোর সুবিধা সকল লিস্টেড কোম্পানির জন্য প্রদান করা। ক্রমান্বয়ে লিস্টেড ও নন-লিস্টেড কোম্পানির কর্পোরেট কর হারের ব্যবধান বর্ধিতকরণের সুস্পস্ট ঘোষণা।

৭. লিস্টেড কোম্পানি থেকে প্রাপ্ত লভ্যাংশ আয় থেকে দ্বৈত কর রোহিতকরণ।

৮.শেয়ারবাজারে অবকাঠামো টেকসই উন্নয়নের লক্ষ্যে মানসম্মত এবং লাভজনক কর্পোরেট ব্যবসা প্রতিষ্ঠানকে শেয়ারবাজারে তালিকাভুক্তি করার জন্য আইনি বাধ্যবাধকতা, রেগুলেটরি সমন্বয় এবং আর্থিক প্রণোদনা নিশ্চিত করার লক্ষ্যে কৌশল প্রনয়ন।

৯.শেয়ারবাজারের উন্নয়নের লক্ষ্যে বিনিয়োগকারীসহ শেয়ারবাজার সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের জন্য উপোযোগী এবং কার্যকর ব্যবসায়িক মডেল নিশ্চিত করার জন্য মেয়াদি কৌশল হিসাবে লেনদেনের উপর ধার্য করা উৎস কর কমানো এবং নতুন কোম্পানি তালিকাভুক্তি করার জন্য প্রণোদনা ঘোষণা।

১০. ক্যাপিটাল মার্কেট স্পেশাল প্রতিষ্ঠান হিসেবে আইসিবির ভুমিকা নিশ্বিত করার জন্য আইসিবিকে আর্থিকভাবে শক্তিশালী করা, বিভিন্ন ব্যাংক কতক আইসিবিকে প্রদত্ত ফান্ড ও ক্যাপিটাল মার্কেট সংশ্লিষ্ট বিনিয়োগের বাইরে আইসিিবর ভূমিকা সীমিতকরণ।

১১. সিএসইর ডিমিউচ্যুয়ালাইজেশন প্রক্রিয়ার সফল বাস্তবায়ন তথা স্টেটেজিক ইনভেস্টর অন্তভূক্তকরণের স্বার্থে এক্সচেঞ্জগুলোকে পরবর্তী তিন বছর ১০০% কর অবকাশ সুবিধা বহাল করা।

১২.ব্যাংক ও আর্থিক খাত শেয়ারবাজারের মার্কেট ক্যাপিটালাইজেশন ৫০% এরও অধিক, ফলে এই খাতের অস্থিরতা শেয়ারবাজারকে ব্যাপকভাবে প্রভাবিত করে। এই খাতের চলমান অস্থিরতা নিরশন এবং দুর্বলতা চিহ্নিত করে যথাযথ কৌশল প্রণয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন।

এ ছাড়া, গত ৭ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের জন্য ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট ঘোষণা করেন। বাজেটে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিতকরণ, জাতীয় আয়ের প্রবৃদ্ধি নিশ্চিতকরণ, দারিদ্র দূরীকরণ, বিদ্যুৎ ও জ্বালানী খাতে সয়ম্ভরতা অর্জন, দেশীয় শিল্পের বিকাল তথা টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য যে সকল কৌশল নির্ধারণ করেছেন তার জন্য চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়।
স্টকমার্কেটবিডি.কম/এমএম

সরকার শেয়ার মার্কেট কিংবা বন্ড মার্কেট থেকে ঋণ নিতে পারে : আইএমএফ

imfস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সরকার শেয়ার মার্কেট কিংবা বন্ড মার্কেট থেকে ঋণ নিতে পারে। আর ব্যাংকিং খাতের এ দুর্বলতা কাটিয়ে উঠতে নিয়ন্ত্রণ ও তদারকি ব্যবস্থা আরো শক্তিশালী করা প্রয়োজন বলে মনে করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বাংলাদেশের ‘আর্টিকেল ফোর মিশন’ পর্যবেক্ষণ শেষে এমন মত দিয়েছে সংস্থাটির নির্বাহী বোর্ড। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএমএফ।

আইএমএফের পর্যবেক্ষণে বলা হয়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্ষেত্রে তদারকি ব্যবস্থার প্রচলন গুরুত্বপূর্ণ। বিশেষত রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর ক্রমবর্ধমান খেলাপি ঋণ কমিয়ে আনতে উদ্যোগ জোরদার করতে হবে। ঝুঁকিভিত্তিক তদারকির ওপর গুরুত্ব দেয়া প্রয়োজন। এজন্য ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও ঝুঁকি ব্যবস্থাপনা কার্যক্রমকে শক্তিশালী করতে হবে। নিয়ন্ত্রণের ক্ষেত্রে ছাড় দেয়া থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি সমস্যায় থাকা ব্যাংকগুলোর জন্য সামগ্রিক সমাধান কাঠামো তৈরির পরামর্শও দিয়েছে আইএমএফের নির্বাহী বোর্ড।

শেয়ারবাজার উন্নয়নে চলমান প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে আইএমএফের নির্বাহী বোর্ড বলেছে, বিনিয়োগের জন্য দীর্ঘমেয়াদি অর্থায়নে এটি ভূমিকা রাখবে।

সঞ্চয়পত্র কার্যক্রমের সংস্কার চেয়েছে আইএমএফ। সংস্থাটি বলেছে, সঞ্চয়পত্র কেনার যোগ্যতার ক্ষেত্রে আরো কঠোরতা আরোপ করা যেতে পারে। এছাড়া মূল্য নির্ধারণ ব্যবস্থা পুনর্নিধারণ করা যেতে পারে। সরকার সঞ্চয়পত্রের মাধ্যমে ঋণ নিচ্ছে, এতে উল্টো সরকারের ব্যয় বাড়ছে। এর পরিবর্তে সরকার শেয়ার মার্কেট কিংবা বন্ড মার্কেট থেকে ঋণ নিতে পারে।

বাংলাদেশে বন্ড মার্কেট এখনো জনপ্রিয় নয়। এ মার্কেটকে বিনিয়োগবান্ধব করে সরকার বন্ড ছাড়লে জনগণ বন্ড কিনতে উৎসাহিত হবে। সেই টাকা থেকে সরকার ঋণ নিতে পারে। এতে সরকারের পাশাপাশি জনগণও উপকৃত হবে বলে মনে করে আইএমএফ।
আইএমএফের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে দৃঢ় মুদ্রানীতি ব্যবস্থাপনা ও আর্থিক শৃঙ্খলা সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করেছে, যা অর্থনীতিকে অনুকূল বাহ্যিক চাহিদা, উচ্চ প্রবাসী আয়, ভোগ্যপণ্যের কম দামের সুবিধা নিতে সাহায্য করেছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

স্ত্রীর নামে শেয়ার হস্তান্তর করবেন মার্কেন্টাইল ব্যাংক উদ্যোক্তা

mercantilস্টকমার্কেট ডেস্ক :

সুলতানা ফেরদৌসি বেগমের নামে শেয়ার হস্তান্তর করেছেন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা মোহাম্মদ মনসুরুজ্জামান। ব্যাংকটিতে নিজের নামে থাকা ১ কোটি ৪০ লাখ ৯০ হাজার ৬৩টি শেয়ারের মধ্যে এসব শেয়ার স্ত্রীর নামে হস্তান্তর করেন প্রতিষ্ঠানটির এ উদ্যোক্তা-পরিচালক।

উদ্যোক্তার হাতে থাকা ৪২ লাখ ৫৪ হাজার ৩৩৪টি শেয়ারের মধ্যে ৬ লাখ ৫৪ হাজার ৩৩৪টি শেয়ার তার স্ত্রী নামে হস্তান্তর করবেন তিনি।

ঢাকা স্টক এক্সচঞ্জে (ডিএসই) সূত্রে জানা গেছে, ৩০ কার্যদিবসের মধ্যে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ইস্টার্ন ব্যাংকের নতুন চেয়ারম্যান শওকত আলী চৌধুরী

image-56864-1528230648স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) চেয়ারম্যান হয়েছেন মো. শওকত আলী চৌধুরী। মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত ইবিএলের পরিচালনা পর্ষদের সভায় তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে।

তিনি দেশের একজন নেতৃস্থানীয় ব্যবসায়ী হিসেবে পরিচিত। শিপ ব্রেকিং রিসাইক্লিং, চা উৎপাদন, তৈরি পোশাক শিল্প, রিয়েল এস্টেট, এজেন্সি বিজনেস এবং ইঞ্জিনিয়ারিং সার্ভিস, করটেইনার টার্মিনাল ও হ্যান্ডলিং, বাণিজ্যিক ব্যাংকিং, বীমা, শেয়ার এবং সিকিউরিটিজসহ বিভিন্ন ক্ষেত্রে সফলভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন শওকত আলী। তিনি ১৯৯৩ সালে ইবিএল পরিচালনা পর্ষদে যোগ দেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

  1. ইউনাইটেড পাওয়ার
  2. মুন্নু সিরামিকস
  3. বার্জার পেইন্টস
  4. ফার্মা এইডস
  5. বেক্সিমকো লিমিটেড
  6. আলিফ ইন্ডাস্ট্রিজ
  7. ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন
  8. কুইন সাউথ
  9. লিগ্যাসি ফুটওয়্যার
  10. ওসমানিয়া গ্লাস শিট লিমিটেড।

ডিএসইতে ৪০৭ ও সিএসইতে ৩৫ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ আগের দিনের লেনদেনের চেয়ে কমেছে। এদিন লেনদেনের সাথে সাথে সূচকও কমেছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কিছুটা বাড়লেও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪০৭ কোটি ৯ লাখ টাকা। গত বৃহম্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৪৫৪ কোটি ৪১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৪৩ কোটি টাকা কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪৩.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৩২৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১২২৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২৪.০২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৫৪ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৫ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০৭ টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৮৯টির। আর দর অপরিবর্তিত আছে ৩৯টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ইউনাইটেড পাওয়ার, মুন্নু সিরামিকস, বার্জার পেইন্টস, ফার্মা এইডস, বেক্সিমকো লিমিটেড, আলিফ ইন্ডাস্ট্রিজ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, কুইন সাউথ, লিগ্যাসি ফুটওয়্যার ও ওসমানিয়া গ্লাস শিট লিমিটেড।

এদিকে বৃহম্পতিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৮৩.৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৯২৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৫টির, কমেছে ১৩৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৯টির।

এদিন লেনদেন হয়েছে ৩৫ কোটি ৭১ লাখ টাকা। গত বৃহম্পতিবার লেনদেন হয়েছিল ২০ কোটি ২০ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেক বেড়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল এ্যাপেক্স ফুডস ও বিডি ল্যাম্পস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

এ্যাপেক্স স্পিনিংয়ের মূল্যসংবেদনশীল তথ্য নেই

apexsস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারের সাম্প্রতিক দরবৃদ্ধির নেপথ্যে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে এ্যাপেক্স স্পিনিং এন্ড নিটিং মিলস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের চিঠির জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

ডিএসই সূত্রে জানা যায়, ৩০ মে কোম্পানিটির শেয়ারদর ছিল ১১৪.২০ টাকা। আজ ১০ জুন তা বেড়ে ১৪৪.৭০ টাকা হয়।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে এ্যাপেক্স স্পিনিং এন্ড নিটিং মিলস লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

প্রথম ঘন্টায় দুই শেয়ারবাজারে সূচকের পতনে লেনদেন

suchok potonস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের প্রথম দিনে প্রথম ঘন্টায় ডিএসই ও সিএসইতে সূচকের পতনে লেনদেন চলছে। রবিবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরও কমেছে।

আজ বেলা ১১টা ১মিনিটে পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০৯ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) হয়েছে ২ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার।

এসময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৬৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৭.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৩৯ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৫.৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৩২ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১২.২০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৬৫ পয়েন্টে।

এই সময়ে সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) প্রায় ৬৭.৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৪৮১ পয়েন্টে।

সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২৬টির, কমেছে ৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির।

স্টকমার্কেটবিডি.কম/এমএম