সিলভা ফার্মাসিউটিক্যালসের ৩০ কোটি টাকার আইপিও অনুমোদন

Silvaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঔষধ প্রস্তুতকারক কোম্পানি সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড শেয়ারবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। উত্তোলিত ৩০ কোটি টাকা দিয়ে ব্যবসা সম্প্রসারণ করবে কোম্পানিটি। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সোমবার (১১ জুন) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৪৭তম সভা শেষে নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ছেড়ে মোট ৩০ কোটি টাকা উত্তোলন করবে।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে ইম্পেরিয়াল ক্যাপিটাল, প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

আইপিওর মাধ্যমে উত্তোলিত এ অর্থ দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ভবন নিমার্ণ ও ঋণ পরিশোধ করবে।

৩০ জুন ২০১৭ সালে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৩ পয়সা। একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্যের পরিমাণ (এনএভি) ১৬ টাকা ৪৮ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

রাজস্ব অগ্রযাত্রার মূল চালিকাশক্তি ভ্যাট: এনবিআর চেয়ারম্যান

mosharrofস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

একবছরের মধ্যে ভ্যাটকে সম্পূর্ণ অটোমেশনে নিয়ে যাওয়ার কথা বলেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। তিনি বলেন, ‘রাজস্ব অগ্রযাত্রায় আমরা যে পথে এগিয়ে যাচ্ছি, তার মূল চালিকাশক্তি হচ্ছে ভ্যাট।’ সোমবার (১১ জুন) রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনে বৃহৎ করদাতা ইউনিটের ‘এলটিইউ ভ্যাট মোবাইল অ্যাপ’ ও ভ্যাট বিষয়ক তথ্যচিত্রের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘আগামী একবছরের মধ্যে ভ্যাটকে আমরা সম্পূর্ণ অটোমেশনে নিয়ে যাব। ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) চালু করবো। সেজন্য টেন্ডার প্রক্রিয়ায় যাচ্ছি। সব ব্যবসা প্রতিষ্ঠানকে ইএফডির আওতায় এনবিআরের মূল সার্ভারের সঙ্গে সংযুক্ত করা হবে।’

এনবিআর চেয়ারম্যান আরও বলেন, ‘গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে (২০১৭-১৮) রাজস্ব আয়ের প্রবৃদ্ধি হতে পারে ২০ শতাংশ। এটা ২২ থেকে ২৫ শতাংশ হয়ে যেতে পারে। তবে তা নির্ভর করবে জুন মাসের রাজস্ব আদায়ের ওপর।’ তিনি বলেন, ‘প্রস্তাবিত বাজেটে এনবিআর’র লক্ষ্যমাত্রা প্রায় ৩ লাখ কোটি টাকা। এটি একটি চ্যালেঞ্জ। জনগণের সহযোগিতায় আমরা এই লক্ষ্য অর্জনে সচেষ্ট থাকবো। লক্ষ্য যদি বড় থাকে, লক্ষ্য অর্জনের চেষ্টাও হয় বৃহৎ। সরকার সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।’

স্টকমার্কেটবিডি.কম/এমএম/জেডআর

রিকন্ডিশন্ড গাড়ির দাম বেড়েছে এক থেকে সাড়ে চার লাখ টাকা

barvidaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রস্তাবিত বাজেটে পুরোনো গাড়ি আমদানি নিরুৎসাহিত করতে বর্তমানে বিদ্যমান অবচয় সুবিধা বছরভিত্তিক ৫ শতাংশ হারে কমানো হয়েছে। এ জন্য ইতিমধ্যে রিকন্ডিশন্ড গাড়ির দাম সিসি ভেদে এক লাখ থেকে সাড়ে চার লাখ টাকা পর্যন্ত বেড়ে গেছে।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেছেন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) নেতারা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মো. হাবিব উল্লাহ ডন। এ সময় উপস্থিত ছিলেন বারভিডার সহসভাপতি রায়হান আজাদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাবেক সভাপতি আবদুল হামিদ শরীফ, আবদুল মান্নান চৌধুরী প্রমুখ।

নতুন ও পুরোনো বা রিকন্ডিশন্ড গাড়ির শুল্কবৈষম্য দূর করার দাবি জানিয়েছে বারভিডা। সংগঠনটির সুপারিশ, ইয়েলো বুকের নতুন মূল্য হতে ডলার বা ট্রেড ডিসকাউন্ট বাবদ ১০ শতাংশ বিয়োজন করার পাশাপাশি বছরভিত্তিক অবচয় হার আগের মতো রাখা হোক।

বারভিডা সভাপতি হাবিব উল্লাহ বলেন, ভারত থেকে প্রচুর গাড়ি বাংলাদেশে আসছে। কিন্তু এগুলোর মান নিয়ে প্রশ্ন আছে। কয়েক বছরেই নষ্ট হয়ে যাচ্ছে। অথচ জাপানের ৫ বছরের পুরোনো গাড়িও অনায়াসে ১০-১৫ বছর ব্যবহার করা যায়। তিনি আরও বলেন, ভারতের মানুষ নিজের দেশের গাড়ি ব্যবহার করছে না। তাই ভারতের উৎপাদকেরা তাদের নিম্নমানের গাড়ি বাংলাদেশে ‘পুশ’ করছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম/জেডআর

‘গ্যাস সঞ্চালন চার্জ বাড়ানোর প্রস্তাব অযৌক্তিক’

cabস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির দোহাই দিয়ে সঞ্চালন চার্জ বাড়ানোর প্রস্তাব অযৌক্তিক বলে মনে করে ভোক্তা অধিকার অ্যাসোসিয়েশন (ক্যাব)। সংগঠনটির মতে, এলএনজির সুবিধা সাধারণ মানুষ পাবে না। কিন্তু দাম বাড়ানোর বোঝা গিয়ে পড়বে তাদের ঘাড়েই। সোমবার (১১ জুন) মূল্য সমন্বয় প্রস্তাবের ওপর শুনানির সময় এই আপত্তি জানানো হয়। কাওরান বাজারে টিসিবি অডিটরিয়ামে এই শুনানি অনুষ্ঠিত হয়।

এর আগে শুনানিতে গ্যাসের ইউনিট প্রতি সঞ্চালন চার্জ শূন্য দশমিক ৩৮৮১ টাকা বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

গ্যাসের দাম বাড়ানোর শুনানির প্রথম দিন গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) সঞ্চালন ব্যয় বাড়ানোর ওপর শুনানি করে। শুনানিতে জিটিসিএল সঞ্চালন চার্জ শূন্য দশমিক ৫৫৫৯ টাকা ইউনিট প্রতি বাড়ানোর প্রস্তাব করে। এটি তাদের সংশোধিত প্রস্তাব। এর আগে তারা শূন্য দশমিক ৪৪৭৬ টাকা বাড়ানোর প্রস্তাব করেছিল। বর্তমানে প্রতি ঘনমিটারে জিটিসিএলের সঞ্চালন চার্জ রয়েছে শূন্য দশমিক ২৫৪ টাকা।

শুনানিতে কমিশনের চেয়ারম্যান মনোয়ার ইসলাম, সদস্য রহমান মুর্শেদ, মাহমুদুউল হক ভুইয়া, মো. আব্দুল আজিজ খান, মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

শুনানির সময় ক্যাব-এর জ্বালানি উপদেষ্টা শামসুল আলম বলেন, ‘পাইপলাইনগুলোর নির্মাণ ব্যয় অত্যাধিক বলে অভিযোগ রয়েছে। আবার সঞ্চালন ক্ষমতাও স্বল্প ব্যবহৃত। ফলে সঞ্চালন ব্যয়হার অযৌক্তিভাবে বৃদ্ধি পাচ্ছে। এই অযৌক্তিক ব্যয়বৃদ্ধি সমন্বয় করে গ্যাসের সঞ্চালন চার্জ বাড়ানোর কোনও যুক্তি নেই। এলএনজি আমদানির দোহাই দিয়ে গ্যাস সঞ্চালন চার্জ বাড়ানোর প্রস্তাব অযৌক্তিক।’

বুয়েটের অধ্যাপক নুরুল ইসলাম বলেন, ‘এলএনজির কারণে দাম বাড়ানোর বিষয়টি ঠিক হচ্ছে না। কিন্তু গ্যাসের দাম সমন্বয় করা যেতে পারে।সাধারণ মানুষের ওপর যেন চাপ না পড়ে, সেজন্য প্রতিবছর পরিস্থিতি অনুযায়ী গ্যাসের দাম কমানো-বাড়ানোর একটি সিস্টেম করা যেতে পারে। এতে আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম কমলে দেশেও কমানো হবে। আবার বাড়লে বাড়ানোর বিষয়টি পরিস্থিতি অনুযায়ী বিবেচনা করা যেতে পারে।’

ব্যবসায়ী মহিউদ্দিন বলেন, ‘জাতীয় সংসদে এখন বাজেট নিয়ে আলোচনা হচ্ছে। সেখানে মূল্যস্ফীতি কমানোর কথা বলা হচ্ছে। কিন্তু এখানে গ্যাসের দাম ও সঞ্চালন চার্জ বাড়ানোর আলোচনা হচ্ছে। এই দাম বাড়ানোর প্রভাব পড়বে সব জায়গায়। উৎপাদন খরচও বেড়ে যাবে। ফলে মূল্যস্ফীতির ওপরও চাপ পড়বে।সরকারের উল্টো পথে চলছে কমিশন।’ তিনি বলেন, ‘ঈদের ছুটির সময় শুনানি শুরু করেছে কমিশন। এই সময় ভোক্তাদের বেশিরভাগই ঈদ নিয়ে ব্যস্ত। ভোক্তাদের অন্ধকারে রেখে এভাবে শুনানি করে গ্যাসের দাম বাড়ানো ঠিক হচ্ছে না।’

আগামীকাল ১২ জুন (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির গ্রাহক পর্যায়ে দাম বাড়ানোর বিষয়ে গণশুনানি। আবাসিকে গ্যাসের দাম বাড়ানোর কোনও প্রস্তাব দেয়নি তিতাস গ্যাস।

ঈদের পর ১৯ জুন (মঙ্গলবার) কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ২০ জুন (বুধবার) পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড, ২১ জুন (বৃহস্পতিবার) জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড গ্যাস ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড ও সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর গণশুনানি গ্রহণ করবে

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৩.৬১ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা

ucblস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের এক উদ্দ্যোক্তা পরিচালক ৩ লাখ ৬১ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এম.এ সাবুর নামে এই উদ্দ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ৩ লাখ ৬১ হাজার শেয়ার ক্রয় করবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্দ্যোক্তা পরিচালক চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

আরামিটের দর বাড়ার কোনো কারণ নেই

ARAMITস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি আরামিট লিমিটেডের শেয়ারের সাম্প্রতিক দরবৃদ্ধির নেপথ্যে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের চিঠির জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, ৩ জুন কোম্পানিটির শেয়ারদর ছিল ৩৩২.৩ টাকা। আজ সোমবার ১১ জুন তা বেড়ে ৪০৩.৪ টাকা হয়।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে আরামিট লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

সাভার রিফ্যাক্টরিজের অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই

Savar-Refractoriesস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সাভার রিফ্যাক্টরিজ লিমিটেডের  শেয়ারের সাম্প্রতিক দরবৃদ্ধির নেপথ্যে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের চিঠির জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, ২৯ মে কোম্পানিটির শেয়ারদর ছিল ১৩৯.৮ টাকা। আজ সোমবার ১১ জুন তা বেড়ে ১৫৯.১ টাকা হয়।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে সাভার রিফ্যাক্টরিজ লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

সিটি ব্যাংকের ঋণমান ‘এএ২’ ও ‘এসটি-২’

citybank_logoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান সিটি ব্যাংক লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ২’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-২’। সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরএবি।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

  1. ইউনাইটেড পাওয়ার
  2. স্কয়ার ফার্মা
  3. গ্রামীন ফোন
  4. ফার্মা এইডস
  5. আলিফ ইন্ডাস্ট্রিজ
  6. মুন্নু সিরামিকস
  7. পপুলার লাইফ ইন্স্যুরেন্স
  8. বেক্সিমকো লিমিটেড
  9. ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন
  10. লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড।

ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ৪৫০ কোটি টাকা। যা আগের দিনের লেনদেনের চেয়ে প্রায় ৪৩ কোটি টাকা বেড়েছে। এদিন সূচকের মিশ্রাবস্থায় লেনদেনের বেড়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের সাথে সাথে সূচকের পতন হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৫০ কোটি টাকা। গতকাল রবিবার ডিএসইতে লেনদেন হয় ৪০৭ কোটি ৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৪৩ কোটি টাকা বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৩২৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ১২২৮ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১.০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৫২ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৮ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩৭ টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৫৭টির। আর দর অপরিবর্তিত আছে ৪৪টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ইউনাইটেড পাওয়ার, স্কয়ার ফার্মা, গ্রামীন ফোন, ফার্মা এইডস, আলিফ ইন্ডাস্ট্রিজ, মুন্নু সিরামিকস, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, বেক্সিমকো লিমিটেড, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন ও লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড।

এদিকে সোমবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৩.০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৯১৫ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ১০৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

এদিন লেনদেন হয়েছে ১০ কোটি ৮৫ লাখ টাকা। গতকাল রবিবার লেনদেন হয়েছিল ৩৫ কোটি ৭১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেক কমেছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড ও ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম