বাংলাদেশ ব্যাংককে ঠুঁটো জগন্নাথ বললেন মেনন

perlaস্টকমার্কেটবিডি ডেস্ক :

ব্যাংক খাত নিয়ে জাতীয় সংসদে কঠোর সমালোচনা করেছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। তাঁর ভাষায়, অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক এখন ঠুঁটো জগন্নাথ।

আজ সোমবার জাতীয় সংসদে ২০১৮-২০১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে মেনন এ কথা বলেন।

বাজেটের বিভিন্ন ইতিবাচক দিক ও সরকারের অর্জন তুলে ধরার পাশাপাশি ব্যাংক খাত নিয়ে সমালোচনা করেন সরকারের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তুলে ধরেন অর্থনৈতিক বৈষম্যের চিত্র।

মেনন বলেন, ‘বাজেটে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে ব্যাংক মালিকেরা। অথচ এই ব্যাংক খাতে চলছে অবাধ লুটপাট, ঋণখেলাপ আর অর্থ পাচারের মহোৎসব। খেসারত দিচ্ছে দেশের মানুষ। করের টাকা থেকে এই ঘাটতি মূলধন পূরণ করা হচ্ছে। ব্যাংকের ক্ষেত্রে করপোরেট কর কমানো হয়েছে। এনবিআর চেয়ারম্যান বলেছেন, সুদের হ্রাসকৃত হার ঠিক না রাখলে আবার সেটা আরোপ করা হবে। কিন্তু অভিজ্ঞতা বলছে ভিন্ন কথা। আমরা দেখেছি সম্প্রতিকালে আইন সংশোধন করে ব্যাংকগুলোকে পারিবারিক মালিকানায় তুলে দেওয়া হয়েছে। এই ব্যাংক মালিকেরাই গার্মেন্টসের মালিক, বিমার মালিক, আবাসন কোম্পানির মালিক। বঙ্গবন্ধু পাকিস্তানের ২২ পরিবারের কাছে মাথানত করেননি। আর এখন ব্যাংকার্স অ্যাসোসিয়েশন নির্ধারণ করে দিচ্ছে সিআরআর কত হবে, ঋণের সুদ কত হবে, আমানতের সুদ কত হবে। অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক এখন ঠুঁটো জগন্নাথ।’

মেনন বলেন, বাজেটে গরিব, মধ্যবিত্তের সঞ্চয়ে টান দেওয়ার চেষ্টা করা হয়েছে। সঞ্চয়পত্রের সুদের হার না কমানোয় তিনি অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান। একই সঙ্গে বলেন, কিন্তু বাজেট-পরবর্তীকালে যে সুদের হার কমবে না, এমন নিশ্চয়তা অর্থমন্ত্রী দেননি।

অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে রাশেদ খান মেনন বলেন, খালি চোখেই দেখা যায় সমাজের ওপরতলার কিছু মানুষ ভোগ-বিলাস-লালসার এক অশালীন পর্যায়ে চলে গেছে। উচ্চতর আয়বৈষম্যের দেশগুলোর একটি বাংলাদেশ। ২০১৮ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষাতেও এ চিত্র দেখা যায়।

মেনন বলেন, মাদকবিরোধী অভিযান চলছে। কিন্তু বন্দুকযুদ্ধ সমাধান নয়। সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রচলিত আইনে মাদক ব্যবসায় জড়িত ব্যক্তিদের মৃত্যুদণ্ড দিতে হবে, তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। শুধু চুনোপুঁটি ধরলে চলবে না। রাঘব বোয়ালদের জালে আটকাতে হবে। তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। প্রধানমন্ত্রী এবার দুর্নীতিবিরোধী অভিযানের নির্দেশ প্রদান করবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।

বিভিন্ন ক্ষেত্রে সরকারের উন্নয়নের কথা তুলে ধরে মেনন বলেন, আগামী নির্বাচনে ক্ষমতাসীন জোটের বিজয়ের কোনো বিকল্প নেই। কিন্তু ভোটের হিসাব করতে গিয়ে হেফাজতের তোষণ, কারিকুলাম পাল্টে দেওয়া, ভাস্কর্য অপসারণ, সংসদের কিছু আসন দিয়ে খুশি করা—এসবে হবে নির্বুদ্ধিতা। সাপ খোলস বদলায়, কিন্তু দাঁতের বিষ ঠিকই থাকে। সূত্র : প্রথম আলো

স্টকমার্কেটবিডি.কম/

বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সাথে গভর্নরের বৈঠক

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন এসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ-এবিবি’র একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে বৈঠক করেন। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ( ২৫ জুন) বাংলাদেশ ব্যাংক ভবনে বিনিয়োগের সুদ হার ও স্বল্প সুদে সরকারি আমানতের নিয়ে এ বৈঠক করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহীরা।

এর আগে গত বুধবার রাজধানীর গুলশানে বেসরকারি ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স (বিএবি) কার্যালয়ে এক জরুরি বৈঠকে ব্যাংক ঋণের সুদহার ৯ শতাংশ এবং আমানতে সর্বোচ্চ ৬ শতাংশ সুদ হার নির্ধারণ করা হয়। জানা গেছে, এবিবির প্রতিনিধিরা এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের সহায়তা চেয়েছেন। বাংলাদেশ ব্যাংক এবিবির প্রস্তাবটি সরকারের সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা করবে বলে আশ^স্ত করেছে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ইসলামী ব্যাংকের ৩৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

IBBL-AGM--sm20180625172707স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ৩৫তম বার্ষিক সাধারণ সভা রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ জুন) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান (পিএইচডি) এতে সভাপতিত্ব করেন।

সভায় ব্যাংকের শরীআহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান শায়খ মাওলানা মোহাম্মদ কুতুবুদ্দীন, ব্যাংকের ভাইস চেয়ারম্যান সৌদি আরবের আল-রাজি গ্রুপের ইউসিফ আব্দুল্লাহ আল-রাজী, ভাইস চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন, পরিচালক ও আইডিবি প্রতিনিধি ড. আরিফ সুলেমানসহ অন্যান্য পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কোম্পানি সচিব জে.কিউ.এম হাবিবুল্লাহ (এফসিএস) এবং বিদেশি প্রাতিষ্ঠানিক শেয়রহোল্ডারসহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।

এতে ২০১৭ সালের আর্থিক বিবরণীসহ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

জাতীয় ফল প্রদর্শনীতে ৫০ লাখ টাকার ফল বিক্রি

image-62926-1529904740স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাজধানীর খামারবাড়ির আ কা মু গিয়াস উদ্দিন মিল্কী অডিটোরিয়াম চত্বরে আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় ফল প্রদর্শনী শেষ হয়েছে। এবারের প্রদর্শনীতে ৫০ লাখ টাকার ফল বিক্রি হয়েছে। ‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা’ এ প্রতিপাদ্যে প্রদর্শনী শুরু হয় শুক্রবার।

প্রদর্শনীতে ৯টি সরকারি ও ৫১টি বেসরকারি প্রতিষ্ঠানের মোট ৮১টি স্টল অংশ নেয়। এর মধ্যে আমের ১০২টি জাতসহ ৯৯ প্রজাতির ফল প্রদর্শিত হয়। ছিল প্রচলিত ৫৪, অপ্রচলিত ৩৬ ও বিদেশি ৯টি জাতও। প্রদর্শনীতে জাতীয় ফল কাঁঠালের একটি বিশেষ কর্ণারে কাঁঠাল দিয়ে তৈরি ১২৩ রকমের মুখরোচক খাবার প্রদর্শন করা হয়।

রবিবার প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ উইং) সৈয়দ আহম্মদ, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ অমিতাভ দাস প্রমুখ।

বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে যথাক্রমে- সুপার চেইন শপ আগোরা, মায়ের দোয়া নার্সারি ও ভাই ভাই ফল বিতান (রিপন)। ব্যক্তিপর্যায়ে খুলনার শেখ শাখাওয়াত হোসেন, চট্টগ্রামের মো. কামাল উদ্দিন ও রংপুরের শ্রী মথুর চন্দ্র বর্মণ যথাক্রমে- ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করেন।

উল্লেখ্য, গত ২২, ২৩ ও ২৪ জুন এই ফল প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ভিএফএস থ্রেড ডায়িং’র আইপিও : চলছে আবেদন গ্রহণ

vfs_logo_2স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভিএফএস থ্রেড ডায়িং লিমিটেডের আইপিও শেয়ারের আবেদন গ্রহণ চলছে। গত ২৪ জুন রবিবার শুরু হওয়া এই আবেদন আগামী ২ জুলাই পর্যন্ত গ্রহণ করা হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

এসমযের মধ্যে আগ্রহী বিনিযোগকারীরা স্ব স্ব ব্রোকার হাউজে এই কোম্পানির আইপিও শেয়ারের জন্য আবেদন জমা দিতে পারবেন।

এজন্য কোম্পানিটির শেয়ার লট ধরা হয়েছে ৫০০.. এর বিপরীতে বিনিয়োগকারীরা ৫০০০ টাকা করে জমা দিবেন।

কোম্পানিটিকে ২২ কোটি টাকার প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত ২৮ মে কমিশনের ৬৩৮তম নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

শেয়ারবাজার থেকে উত্তোলিত ২২ কোটি টাকা যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, ভবন নিমার্ণ ও আইপিও খরচ নির্বাহ কাজে ব্যবহার করা হবে।

উল্লেখ্য, ভিএফএস থ্রেড লিমিটেডের ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৯.৯০ টাকা। এ সময়ের কোম্পানিটির ইপিএস হয়েছে ২.২৫ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সিটিজেন সিকিউরিটিজ লিমিটেড ও ফার্স্ট সিকিউরিটিজ ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

সরকারের বিরাট ভাবমূর্তি যে তারা বিরাট বাজেট দিয়েছে : সালেহ উদ্দিন

saleh uddinস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাজেট প্রতিটি সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দলিল। যা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সবাইকে প্রভাবিত করে। কিন্তু ২০১৮-১৯ সালের প্রস্তাবিত বাজেট সমতাভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের সহায়ক নয় বলে মন্তব্য করেছেন দেশের অর্থনীতিবিদ ও সুশীল সমাজ।

সোমবার (২৫ জুন) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘প্রস্তাবিত বাজেট ২০১৮-১৯: নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ মন্তব্য করেন তারা।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, সরকারের একটা বিরাট ভাবমূর্তি দাঁড়ালো যে তারা বিরাট বাজেট দিয়েছে। অর্থনৈতিক বৈষম্য ও অন্যান্য কর্মসংস্থানের জন্য বাজেটে বিশেষ বার্তা থাকবে বলে ভাবা হয়েছিলো। কিন্তু এ বিষয়ে বাজেটে কিছুই বলা নেই। এমনকি বিনিয়োগ বাড়ানোর ব্যাপারেও কিছু বলা নেই।

তিনি আরও বলেন, দরিদ্র মানুষরা তো শুধুমাত্র ডায়রিয়া ও পেটের অসুখে ভোগেন না। তাদেরও ব্যয়বহুল রোগ হচ্ছে। হাসপাতাল ভবন হলেও স্বাস্থ্য উপকরণ, যন্ত্রপাতি, রোগীদের পথ্য এগুলাতে বাজেটে আরো বেশি বরাদ্দ প্রয়োজন ছিল। কেননা স্বাস্থ্যসেবা প্রাইভেট সেক্টরের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

যোগাযোগ ব্যবস্থার দিকে তেমন নজর না দিয়ে মেগা প্রকল্পের দিকে বেশি মনোযোগ দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, মেগা প্রজেক্টগুলো ভবিষ্যতে কাজে লাগবে। কিন্তু বর্তমান সমস্যা ভুল না করে মেগা প্রজেক্টে হাত দিলে তা কোনোভাবেই জনকল্যাণমুখী হবে না।

তিনি বলেন, এনবিআর গতবারের টার্গেট পূরণ করতে পারেনি। তাহলে এবার কি অবস্থা হবে? এছাড়া বেসরকারি অনেক বড় একটি আয়ের খাত হিসেবে ব্যাংকিং সেক্টর ও সঞ্চয়পত্রকে দেখানো হয়েছে। এমনিতেই ব্যাংকিং সেক্টর চাপের মুখে, তার উপর আবার এই চাপে বেসরকারি খাতের বিনিয়োগের উপর চাপ পড়বে। যার কারণে আমানত কমে যাচ্ছে ও সুদের হার বেড়ে যাচ্ছে।

সুজনের সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এম হাফিজ উদ্দিন খান, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকি, কলামিস্ট আলী ইমাম মজুমদার প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

মাইডাস ফাইন্যান্সের ঋণমান ‘এ’ ও ‘এসটি-২’

midasস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান মাইডাস ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এ’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-২’। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর)।

২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এনসিআর।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

  1. বেক্সিমকো লিমিটেড
  2. মুন্নু সিরামিকস
  3. গ্রামীন ফোন
  4. কুইন সাউথ টেক্সটাইল
  5. আলিফ ইন্ডাস্ট্রিজ
  6. প্যারামাউন্ট টেক্সটাইল
  7. ইন্ট্রাকো রিফুয়েলিং
  8. ইউনাইটেড পাওয়ার
  9. খুলনা পাওয়ার
  10. রেনেটা লিমিটেড।

সূচক কমেছে ৮৮ পয়েন্ট তবে লেনদেন ৬৮৬ কোটি

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে প্রধান সূচক কমেছে ৮৮ পয়েন্ট। এদিন লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। আর দিনশেষে সেখানে অধিকাংশ শেয়ারেরই দর কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বাড়লেও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৬৮৬ কোটি ৯ লাখ টাকা। গতকাল রবিবার ডিএসইতে লেনদেন হয় ৭১১ কোটি ৫৪ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮৮.২০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৪৪৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৫.৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৬৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৩৩.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৭৭ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪০ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৬১টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৪১টির। আর দর অপরিবর্তিত আছে ৩৮টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বেক্সিমকো লিমিটেড, মুন্নু সিরামিকস, গ্রামীন ফোন, কুইন সাউথ টেক্সটাইল, আলিফ ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট টেক্সটাইল, ইন্ট্রাকো রিফুয়েলিং, ইউনাইটেড পাওয়ার, খুলনা পাওয়ার ও রেনেটা লিমিটেড।

এদিকে সোমবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৫৫.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ১১৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ১৬৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৮টির।

এদিন লেনদেন হয়েছে ৮৪ কোটি ১৪ লাখ টাকা। গতকাল রবিবার লেনদেন হয়েছিল ৫৬ কোটি ৩৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল লিন্ডে বিডি ও স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

শেয়ারধারী বিমা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা

pragatiinsস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের একজন শেয়ারধারী পরিচালক ১ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, নাসির লতিফ নামে এই শেয়ারধারী পরিচালক প্রতিষ্ঠানটির ১ লাখ শেয়ার ক্রয় করবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই শেয়ারধারী পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি