একনেকে ১৬ হাজার ১৪৭ কোটি টাকার ১৪টি প্রকল্প অনুমোদন

ecnecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৬ হাজার ১৪৭ কোটি টাকা ব্যয়ে ১৪টি প্রকল্প অনুমোদন দিয়েছে। এরমধ্যে সরকারি তহবিল থেকে ১৩ হাজার ৬৪ লাখ টাকা, বাস্তবায়নকারী সংস্থা থেকে ২৩ কোটি ৮৯ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ২ হাজার ৮৩৯ কোটি ৫৪ লাখ টাকা ব্যয় হবে।

মঙ্গলবার (২৬ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

প্রেস ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী জানান, রেলের উন্নয়নে ৩ হাজার ৬০২ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বাংলাদেশ রেলওয়ের রোলিং স্টক অপারেশন উন্নয়ন শীর্ষক প্রকল্পে বিশাল এ অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে। এই অর্থ দিয়ে ১ হাজার ১৬৫টি আধুনিক ইঞ্জিন ও ওয়াগন বা বগি কেনা হবে।

পরিকল্পনামন্ত্রী জানান, ২০১৪ সালে দ্বিতীয় মেয়াদে এই সরকার দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত ১৩৬টি একনেক সভা অনুষ্ঠিত হয়। এসব সভায় মোট ১ হাজার ১৩৫টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলো বাস্তবায়নে খরচ ধরা হয়েছে ১৩ লাখ ৩৩ হাজার ৭৪ কোটি টাকা। এরমধ্যে সরকারি তহবিল থেকে খরচ ধরা হয়েছে ৭ লাখ ৮৩ হাজার কোটি টাকা, বৈদেশিক সহায়তা থেকে ৫ লাখ ১৩ হাজার কোটি টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে খরচ হবে ৩৭ হাজার কোটি টাকা।

সারা দেশে ৫৬০ উপজেলায় মডেল মসজিদ নির্মাণ প্রকল্প সংশোধন করা হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ কাম ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের জন্য ৮ হাজার ৭২২ কোটি টাকা খরচ ধরা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

আমানত সংগ্রহে উচ্চ সুদের অফার না দিতে কেন্দ্রীয় ব্যাংক নির্দেশ

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মোবাইলে এসএমএস দিয়ে উচ্চ সুদহারে আমানত সংগ্রহ না করতে ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে (এনবিএফআই) নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (২৬ জুন) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করে সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের পাঠিয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮ (ছ) ধারার ক্ষমতাবলে এ নির্দেশ জারি করে বাংলাদেশ ব্যাংক।

নির্দেশে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, ডিএফআইএম সাকুর্লার নম্বর ১, তারিখ-৩ এপ্রিল ২০১৮ এর নির্দেশনা অনুযায়ী আর্থিক প্রতিষ্ঠানসমূহ ঋণ/লিজ/বিনিয়োগের সুদ বা মুনাফার হার এবং অন্যান্য সেবা প্রদানের ক্ষেত্রে ফি/চার্জ/কমিশনের পূর্ণ তালিকা স্ব স্ব প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় ও শাখাসমূহের দর্শনীয় স্থানে প্রদর্শন এবং নিজস্ব ওয়েব সাইটে প্রকাশের পাশাপাশি কতিপয় আর্থিক প্রতিষ্ঠান উচ্চ সুদহারে আমানত সংগ্রহে পেশাজীবীসহ সমাজের বিভিন্ন স্তরের গ্রাহকের কাছে মোবাইলে এসএমএস পাঠাচ্ছে যা কাঙ্ক্ষিত নয়। এটা কোনো কোনো ক্ষেত্রে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করছে।

এ ধরনের পরিস্থিতি এড়াতে এখন থেকে মোবাইল ফোনের মাধ্যমে উচ্চ সুদহারে আমানত সংগ্রহের প্রচেষ্টা হতে বিরত থাকতে সব আর্থিক প্রতিষ্ঠানকে নির্দেশ দেয়া হল ।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

আল আরাফাহ্‌ ব্যাংক পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা

dudokস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেড় কোটির বেশি অর্থ বিদেশে পাচারের অভিযোগে আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক বদিউর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৬ জুন) রাজধানীর মতিঝিল থানায় এই মামলা দায়ের করেছেন দুদকের উপপরিচালক জালাল উদ্দিন আহাম্মদ।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এসব তথ্য জানিয়েছেন।

মামলার অভিযোগ সম্পর্কে জানা গেছে, বদিউর রহমান ১৯৯৫ সাল থেকে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক। এছাড়া তিনি ২০০৮ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যাংকের পরিচালক থাকাকালীন বদিউর রহমান সিংগাপুরে ২০০৩ সালে এম/এস এরিয়েল মেরিটাইম (প্রাইভেট) লিমিটেড. (ঠিকানা- ৪৪-১৫ ইন্টারন্যাশনাল প্লাজা, ১০, অানসন রোড, সিঙ্গাপুর-০৭৯৯০৩) নামে একটি কোম্পানি স্থাপন করেন।

২০০৪ সাল থেকে কোম্পানিটির একক মালিকানা অর্জন করে তা পরিচালনা করে আসছেন বদিউর রহমান। এ সময়ে কোম্পানির পরিশোধিত মূলধন বৃদ্ধি পেয়ে পাঁচ লাখ সিঙ্গাপুরি ডলারে উন্নীত করা হয়। ফলে মূলধন বাবদ বদিউর রহমানের টাকার পরিমাণ এক কোটি ৬৮ লাখ ৩৮ হাজার ৮শ’ টাকা।

জানা যায়, দুদকের অনুসন্ধানে এই ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনের ক্ষেত্রে মূলধনের বৈধ কোনও উৎস দেখাতে পারেননি বদিউর রহমান। অবৈধ সুবিধা নিয়ে দুর্নীতি মাধ্যমে এই টাকা পাচার করে বিনিয়োগের অভিযোগে মানি লন্ডারিং আইনে মামলা দায়ের করেছে দুদক।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

পেট্রাপোল বন্দরে ৫ দাবিতে ধর্মঘট, আমদানি-রপ্তানি বন্ধ

Benapolস্টকমার্কেটবিডি ডেস্ক :

বেনাপোল বন্দরে আগুনে পুড়ে যাওয়া ভারতীয় ট্রাকের ক্ষতিপূরণসহ ৫ দফা দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে ভারতের পেট্রাপোল বন্দরের ইমপোর্ট-এক্সপোর্ট মেইনটেন্যান্স কমিটি। পেট্রাপোল বন্দরে সোমবার বিকালে এক আলোচনা সভায় মঙ্গলবার সকাল থেকে এ লাগাতার ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়। বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে সব ধরনের বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে বলে আন্দোলনকারীরা জানান।

দাবিগুলো হলো গত ৩ জুন বেনাপোল বন্দরে অগ্নিকাণ্ডে যে ৭টি ভারতীয় পণ্যবাহী ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে তার ক্ষতিপূরণসহ অবিলম্বে ট্রাক ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে। বন্দরে যেসব ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশ করবে সেগুলো ২৪ ঘণ্টার মধ্যে খালি করে পুনরায় ফেরত দিতে হবে। বেনাপোল বন্দরে পণ্য খালি করতে যেয়ে পণ্য চুরি হলে তার দায়িত্ব ভারতীয় চালক বহন করবে না। বেনাপোল বন্দরে পণ্য খালি বা চালান স্বাক্ষর করবার ক্ষেত্রে কোনো খরচ চালক বহন করবে না। বেনাপোল বন্দরে পার্কিং ও পণ্য গুদামে সিসি ক্যামেরা এবং চালকের জন্য পর্যাপ্ত শৌচাগার ও পানির ব্যবস্থা করতে হবে।

বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম বলেন, ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘটের বিষয়টি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। মঙ্গলবার আবারও ভারতের পেট্রাপোল বন্দরে বৈঠক হবে। আশা করছি সেখানে দু’পক্ষের আলোচনায় একটা সমাধান হবে। সূত্র : বিডি প্রতিদিন

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

কাট্টালি টেক্সটাইলকে ৩৪ কোটি টাকার আইপিও অনুমোদন দিল বিএসইসি

kattaliস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বস্ত্র খাতের কোম্পানি কাট্টালি টেক্সটাইল লিমিটেডকে ৩৪ কোটি টাকার প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের ৬৪৮তম নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিএসইসির নির্বাহি পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

শেয়ারবাজার থেকে উত্তোলিত টাকা যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, ভবন নিমার্ণ ও আইপিও খরচ নির্বাহ কাজে ব্যবহার করা হবে।

উল্লেখ্য, কাট্টালি টেক্সটাইল লিমিটেডের ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২০.৪৮ টাকা। এ সময়ের কোম্পানিটির ইপিএস হয়েছে ১.৯৪ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

বুধবার অর্থবিল ও বৃহস্পতিবার বাজেট পাস: অর্থমন্ত্রী

Muhitস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামীকাল বুধবার (২৭ জুন) ফাইন্যান্স বিল (অর্থবিল) পাস হবে। আর ২৮ তারিখ (বৃহস্পতিবার) বাজেট পাস হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, ‘কাল (বুধবার) খুব উল্লেখযোগ্য দিন। এই বাজেট প্রস্তাবের পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রী সংসদে তার বক্তব্য রাখবেন।
অনেকজন অনেক বক্তব্য দিয়েছেন, সেগুলো বসে বসে তিনি শুনেছেন, নিশ্চয় এগুলো কাভার করবেন, তাছাড়া তার নিজস্ব মন্তব্যও পাওয়া যাবে।’

সংসদে বিরোধী দলের আলোচনা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘সংসদে একটি জিনিস বেশ লক্ষ্য করেছি, আমার বেখাপ্পা মনে হয়েছে। বিরোধী দল, যারা সরকারে আছে, পার্টনার, তাদের মন্ত্রী আমাদের সঙ্গে বাজেট সভায় বসে বাজেট পাস করেছেন। তাদের অনেকের মন্তব্য দারুণ রকমের উগ্র।

অর্থবিল বাজেট পাসের সময় এগিয়ে নেওয়ার বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘শনি, রবিবার আর সভা করতে চাইনি। উদ্দেশ্য হচ্ছে বাজেটের পর একটু বিরতি রাখা। আমরা বাজেটের প্রথম সেশনে যখন বসি, তখনই এটা আলোচনা হয়েছে।’

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

  1. আরএসআরএম
  2. মুন্নু সিরামিক
  3. গ্রামীন ফোন
  4. ইউনাইটেড পাওয়ার
  5. প্যারামাউন্ট টেক্সটাইল
  6. ইন্ট্রাকো রিফুয়েলিং
  7. আলিফ ইন্ডাস্ট্রিজ
  8. ইউনিক হোটেল এন্ড রিসোর্ট
  9. বেক্সিমকো লিমিটেড
  10. মুন্নু স্টাফলার্স লিমিটেড।

ডিএসইতে ৬৩৯ ও সিএসইতে ৭৫ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬৩৯ কোটি টাকা। এদিনে সেখানে সবগুলো সূচক কমেছে। দিনশেষে সেখানে অধিকাংশ শেয়ারের দরই কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৬৩৯ কোটি ৪২ লাখ টাকা। গতকাল সোমবার ডিএসইতে লেনদেন হয় ৬৮৬ কোটি ৯ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২২.৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৪৪১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৬০ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১১.৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৬৫ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৭ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০২টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৯৬টির। আর দর অপরিবর্তিত আছে ৩৯টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – আরএসআরএম, মুন্নু সিরামিকস, গ্রামীন ফোন, ইউনাইটেড পাওয়ার, প্যারামাউন্ট টেক্সটাইল, ইন্ট্রাকো রিফুয়েলিং, আলিফ ইন্ডাস্ট্রিজ, ইউনিক হোটেল এন্ড রিসোর্ট, বেক্সিমকো লিমিটেড ও মুন্নু স্টাফলার্স লিমিটেড।

এদিকে মঙ্গলবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৮৬.১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৫২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৬টির, কমেছে ১৬৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ২১টির।

এদিন লেনদেন হয়েছে ৭৫ কোটি ৭৫ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেন হয়েছিল ৮৪ কোটি ১৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ইউনাইটেড পাওয়ার ও গ্রামীন ২ মি. ফা.।

স্টকমার্কেটবিডি.কম/বি

ব্রাসেলসে তৈরি পোশাকের উপযুক্ত মূল্য দাবি করলেন বাণিজ্যমন্ত্রী

tofailস্টকমার্কেটবিডি ডেস্ক :

বাংলাদেশের তৈরি পোশাকের মূল্য বৃদ্ধির দাবি জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন,‘বাংলাদেশের পোশাক কারখানাগুলো উন্নত করে গড়ে তোলা হয়েছে। বিল্ডিং ও ফায়ার সেপটি নিশ্চিত করা হয়েছে। উন্নত ও কর্মবান্ধব পরিবেশ নিশ্চিত করা হয়েছে। এতে শিল্প মালিকরা বিপুল অর্থ বিনিয়োগ করেছেন কিন্তু তৈরি পোশাকের মূল্য বাড়ানো হচ্ছে না।’

সোমবার (২৫ জুন) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সাসটেইনেবলিটি কম্প্যাক্টের চতুর্থ পর্যালোচনা সভার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। বাণিজ্যমন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবদুল লতিফ বকসী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,বাণিজ্যমন্ত্রী অনুষ্ঠানে বলেন, ‘সরকার বাংলাদেশের শ্রম আইন সংশোধন করেছে। শ্রমিকরা এখন যে কোনও সময়ের তুলনার অধিক শ্রম অধিকার ভোগ করছেন। অপ্রত্যাশিত রানা প্লাজা দুর্ঘটনার পর বাংলাদেশে আর কোনও দুর্ঘটনা ঘটেনি। শ্রমিক ও মালিকরা শান্তিপূর্ণ পরিবেশে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কাজ করছেন। ক্রেতারা বাংলাদেশ থেকে আরও বেশি তৈরি পোশাক আমদানি করবেন বলে বাংলাদেশ আশা করে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আশা করছে ২০২৭ সালের পর থেকে বাংলাদেশকে জিএসপি প্লাস সুবিধা দেওয়া হবে। এজন্য বাংলাদেশ প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। আগামী দিনগুলোতে ক্রেতাগোষ্ঠী বাণিজ্য সহযোগিতা অব্যাহত রাখবে বলে বাংলাদেশ আশা করে।’

রোহিঙ্গা প্রসঙ্গে তোফায়েল আহমেদ বলেন, ‘প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে বিপুল সংখ্যক রোহিঙ্গা জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একান্ত মানবিক কারণে তাদের আশ্রয় দিয়েছেন। প্রায় ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের অর্থনীতির উপর চাপ সৃষ্টি করেছে।’
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত, বাংলাদেশে নিযুক্ত অষ্ট্রেলিয়ার রাষ্ট্রদূত, বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত ও আইএলও ’র প্রতিনিধিরা।

বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে ছিলেন– শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, বাণিজ্যসচিব শুভাশীষ বসু, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান, এফবিসিসিআই এর প্রেসিডেন্ট মোহাম্মদ শফিউল ইসলাম, বিজিএমই এর প্রেসিডেন্ট মো. সিদ্দিকুর রহমান, বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনের নির্বাহী পরিচালক মেজর জেনারেল মো. হাবিবুর রহমান খান, বিকেএমই এর প্রতিনিধি ও বাংলাদেশ এ্যামপ্লয়ার্স ফেডারেশনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সিনিয়র কর্মকর্তারা। ব্রাসেলসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সাহাদাত হোসেন বাণিজ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন।এর আগে বাণিজ্যমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নের ট্রেড কমিশনার মিস সিসিলিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

স্যোসাল ইসলামী ব্যাংকের ১৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

siblস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান স্যোসাল ইসলামী ব্যাংক লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক ১৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মো: আমিন উদ্দিন নামে এই উদ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ১৫ লাখ শেয়ার বিক্রি করবেন। ঘোষণার সময় তার হাতে প্রতিষ্ঠানটির ১,৪৭,৬৬,০৯৬টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি