শেয়ারবাজার এখন বিশ্ব বিনিয়োগের আকর্ষণ : প্রধানমন্ত্রী

pmস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারের বিভিন্ন অনিয়ম দূর করে জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের শেয়ারবাজার এখন বিশ্ব বিনিয়োগের অন্যতম আকর্ষণ।

বৃহস্পতিবার (২৮ জুন) জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের বাজেটের সমাপনী অধিবেশনে শেয়ারবাজারের উন্নয়নে সরকারের নেওয়া উদ্যোগগুলো তুলে ধরে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

এদিন সংসদে ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট পাস হয়। এটিই বর্তমান সরকারের মেয়াদের শেষ বাজেট।

প্রধানমন্ত্রী বলেন, দেশের শেয়ারবাজার এখন বিশ্ব বিনিয়োগের অন্যতম আকর্ষণ। একটি শক্তিশালী শেয়ারবাজার গড়ে তোলার জন্য ধারাবাহিকভাবে পলিসি সাপোর্ট, আইনগত সংস্কার ও অবকাঠামো নির্মাণসহ নানাবিধ সহযোগিতা দিচ্ছে সরকার। এর ফলে শিল্প, অবকাঠামো ও সেবাখাতে অর্থায়নের ক্ষেত্রে বাজারের অবদান দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

তিনি বলেন, শেয়ারবাজারের উন্নয়নের লক্ষ্যে স্বল্পমেয়াদে, স্টক এক্সচেঞ্জে স্মল ক্যাপ প্লাটফর্মের কার্যক্রম চালু করা, নতুন ফিক্সড ইনকাম ফিন্যান্সিয়াল প্রোডাক্টসহ বন্ড মার্কেটের উন্নয়ন করা, ইফাইলিং থেকে শুরু করে সব জায়গায় ডিজিটাল ব্যবস্থা প্রবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সার্ভিল্যান্স ও তদারকি ব্যবস্থার উন্নয়ন ও জোরদারকরণের মাধ্যমে শেয়ারবাজারে সুশাসন ও শৃংঙ্খলা নিশ্চিত করা, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে বিনিয়োগ শিক্ষার মৌলিক বিষয়গুলো অবহিত করা, বিশ্ব অর্থনীতির পরিবর্তনের ফলে নিত্যনতুন বিষয়গুলো আয়ত্ত করার উদ্দেশ্যে কমিশনের কর্মচারীদের দেশে ও বিদেশে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়‍া হয়েছে।

প্রধানমন্ত্রীর এই বক্তব্যে দেশের শেয়ারবাজার সম্প্রসারণ ও গতিশীল করতে বাজার সংশ্লিষ্ট সবাইকে উৎসাহিত ও অনুপ্রাণীত করবে বলে মনে করে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

প্রতিষ্ঠানটি বলছে, একটি উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে শেয়ারবাজারকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার জন্য ডিএসই দূরদৃষ্টিসম্পন্ন, গতিশীল নেতৃত্ব ও সময়োপযোগী সাহসী সিদ্ধান্তের পথিকৃত প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।

বৃহস্পতিবার (২৮জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএসই কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ডিএসই বিশ্বাস করে, সরকারের ইতিবাচক মনোভাবের ফলে ক্রমবিকাশমান শেয়ারবাজার আরো এগিয়ে যাবে এবং একটি শক্তিশালী বাজার গঠনের মাধ্যমে দেশের শিল্পোন্নোয়নের গতি ত্বরান্বিত হবে৷

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

কাঠমান্ডুতে ইমিগ্রেশন ও ভিসা সংক্রান্ত সার্ক বৈঠক শুরু

sarcস্টকমার্কেটবিডি ডেস্ক :

সার্ক ইমিগ্রেশন কর্তৃপক্ষ এবং ভিসা বিশেষজ্ঞদের কোর গ্রুপের বৈঠক আজ নেপালের কাঠমান্ডুতে সার্ক সচিবালয়ে শুরু হয়েছে।

এখানে প্রাপ্ত সার্কের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) সদস্য দেশসমূহের ইমিগ্রেশন কর্তৃপক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কোর গ্রুপ এ অঞ্চলে সার্ক নিরাপত্তা সফটওয়ার উন্নয়ন বাস্তবায়নসহ সার্ক ভিসা রহিত করার প্রক্রিয়া সহজ করার বিষয় নিয়ে আলোচনা করবে।

সার্কের সেক্রেটারি জেনারেল আমজাদ হুসাইন বৈঠকে বলেন, সার্ক ভিসা রহিত প্রক্রিয়া চালুকে এই অঞ্চলের জনগণ পর্যায়ের যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে একটি মাইলফলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, এ অঞ্চলে আঞ্চলিক অখন্ডতা, অর্থনৈতিক সম্পর্ক এবং পর্যটন উন্নয়ন অপরিহার্য। আর আমাদের মূল লক্ষ্য হচ্ছে ভিসা মুক্ত সার্ক অঞ্চল করা ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭ সালের অক্টোবরে সার্ক সচিবালয়ে কোর গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে সার্ক ভিসা রহিত স্কিমের জন্য একটি নিরাপত্তা সফট্ওয়ার উন্নয়নের প্রস্তাব আহবান করা হয়। এতে আরো বলা হয়, এই বৈঠকে এই স্কিমের অধিন একটি ইলেক্ট্রোনিক ভিসা চূড়ান্ত করা হবে বলে ধারণা করা হচ্ছে।

১৯৯০ সালে মালদ্বীপে প্রথম সার্ক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে সার্ক ভিসা এক্সামশন স্কিম চালু করার সিদ্ধান্ত হয়। ১৯৯২ সালে প্রকল্প কাজ শুরু হয়। এতে জনগণকে এ অঞ্চলের দেশসমূহে ভিসা মুক্ত ভ্রমণের সুযোগের দাবি জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি

সুইস ব্যাংকে বাংলাদেশিদের ৪ হাজার ৬৯ কোটি টাকা!

image-64240-1530189221স্টকমার্কেটবিডি ডেস্ক :

সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হিসেব অনুযায়ী সেদেশের ব্যাংকে বাংলাদেশিদের জমা রাখা অর্থের পরিমাণ ৪ হাজার ৬৯ কোটি টাকা।

বৃহস্পতিবার সুইস কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

যাতে দেখা যায়, ২০১৬ সালের তুলনায় গত বছর সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত কমেছে দেড় হাজার কোটি টাকা।

ধনীদের অর্থ, গোপনে গচ্ছিত রাখার জন্য বহুযুগের খ্যাতি সুইজারল্যান্ডের। গ্রাহকের নাম-পরিচয় গোপন রাখতে কঠোর দেশটির ব্যাংকিং খাত। যে কারণে অবৈধ আয় ও কর ফাঁকি দিয়ে জমানো টাকা রাখা হয় সুইস ব্যাংকে।

সুনির্দিষ্ট গ্রাহকের তথ্য না দিলেও কয়েক বছর ধরে দেশভিত্তিক আমানতের পরিমাণ প্রকাশ করে আসছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, ২০১৭ এর ডিসেম্বরে সুইজারল্যান্ডে বাংলাদেশিদের আমানত ছিল ৪৮ কোটি ১৩ লাখ সুইস ফ্রাঁ; বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার ৬৯ কোটি টাকা। আগের বছর এ অঙ্ক ছিল ৬৬ কোটি ১৯ লাখ ফ্রাঁ বা সাড়ে ৫ হাজার কোটি টাকা।

অর্থাৎ এক বছরের ব্যবধানে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত কমেছে দেড় হাজার কোটি টাকা। সুইস কেন্দ্রীয় ব্যাংকের ঘোষণা অনুযায়ী, কোন বাংলাদেশি নাগরিকত্ব গোপন কেরে অর্থ জমা রাখলে ওই টাকা এ হিসাবে অন্তর্ভূক্ত নয়। গচ্ছিত রাখা স্বর্ণ বা মূল্যবান সামগ্রীর আর্থিক মূল্যমানও হিসাব করা হয়নি প্রতিবেদনে।

এ পর্যন্ত যে হিসাব পাওয়া যায় তাতে ২০১৬ সাল পর্যন্ত টানা ছয় বছর বাংলাদেশিদের আমানত হু হু করে বেড়েছে সুইস ব্যাংকে। ২০০২ সালের মাত্র ৩ কোটি ১০ লাখ ফ্রাঁ আমানত দেড় দশকে বাড়ে, ২২ গুণ।

কেবল বাংলাদেশ নয়, সামগ্রিকভাবেও ২০১৭ সালে আমানত অনেক কমেছে সুইস ব্যাংকগুলোতে। দেশটিতে কমেছে ব্যাংকের সংখ্যাও।

বিশ্লেষকরা বলছেন, সুইজারল্যান্ডে গোপনীয়তা কমতে থাকায় অনেক ধনী এখন অবৈধ টাকা জমা রাখার জন্য ঝুঁকছেন লুক্সেমবার্গ, কেম্যান আইল্যান্ড, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, পানামা কিংবা বারমুডার মতো ট্যাক্স হ্যাভেনের দিকে।     সূত্র : যুগান্তর

স্টকমার্কেটবিডি.কম/বি

আমরা গ্রুপ ও যবিপ্রবি মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

aamra-JUST-MoU-1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিভিন্ন নতুন নতুন ভাবনা ও উদ্যোগ নিয়ে বাংলাদেশের তরুণ সমাজের পাশে বরাবরই দাঁড়িয়েছে এ দেশের বৃহত্তম আইটি প্রতিষ্ঠান আমরা কোম্পানিজ। তাদের সিএসআর উদ্যোগ “বিলিভ ইন বাংলাদেশ” ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের ৩০০ তরুণকে কর্পোরেট জগৎ সম্পর্কে অবগত করতে একাধিক কর্মশালা আয়োজন করেছে।

এ উদ্যোগের পরবর্তী ধাপ হিসেবে সম্প্রতি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং আমরা কোম্পানিজের মধ্যে স্বাক্ষরিত হলো দেশের প্রথম ‘কর্পোরেট-একাডেমিয়া’ সমঝোতা স্মারক।

যবিপ্রবির পক্ষে এই স্মারকে স্বাক্ষর করেন সম্মানীয় রেজিস্ট্রারার ইন্জিনিয়ার মো. আহসান হাবীব এবং আমরা কোম্পানিজকে প্রতিনিধিত্ব করেন গ্রুপের প্রধান মানব সম্পদ নির্বাহী অজেয় রোহিতাশ্ব আল কাযী।

আরো উপস্থিত ছিলেন যবিপ্রবির মাননীয় উপাচার্য প্রফেসর আনোয়ার হোসেন এবং বিভিন্ন বিভাগের ডীন ও চেয়ারম্যানগণ।
আমরা কোম্পানিজ থেকে উপস্থিত ছিলেন কোম্পানির মহাব্যবস্থাপক খালেদ আহমেদ নুর ও সহকারী মহাব্যবস্থাপক আবদুল্লাহ আল মারুফ।

এই স্মারকের আওতায় আমরা কোম্পানিজ যবিপ্রবির বিভিন্ন বিভাগের পাঠ্যক্রম কর্পোরেট জগতের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে প্রত্যক্ষ ভূমিকা পালন করবে। এছাড়াও যবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা প্রত্যক্ষ জ্ঞান লাভের জন্য যশোর শেখ হাসিনা আইটি পার্কে অবস্থিত আমরা কোম্পানিজের অফিস ল্যাব ব্যবহার করতে পারবে এবং বিভিন্ন সময়ে যবিপ্রবির শিক্ষার্থীরা যশোর শেখ হাসিনা আইটি পার্কে আমরা কোম্পানিজের অফিসে ইন্টার্নশীপ করার ক্ষেত্রে প্রাধিকার পাবে।

আমরা কোম্পানিজ বিশ্বাস করে তারুণ্যের অনুকূল পরিবেশই গড়ে তুলবে আগামীর বাংলাদেশ।এই বিশ্বাস সাথে নিয়েই ‘বিলিভ ইন বাংলাদেশ’-এর আওতায় এই ধরণের পদক্ষেপ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আমরা কোম্পানিজের গ্রুপ প্রধান মানব সম্পদ নির্বাহী অজেয় রোহিতাশ্ব আল কাযী।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ডেল্টা লাইফের সাথে আইডিএলসির বীমা চুক্তি স্বাক্ষর

Delta Life Contact Signing(1)স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের সাথে আইডিএলসি এ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের একটি গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুন) রাজধানীর গুলশানে অবস্হিত ডেল্টা লাইফ টাওয়ার এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের সিইও আদিবা রহমান ও আইডিএলসি এ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক রাজিব কুমার দে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এই চুক্তির আওতায় আইডিএলসি এ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের সকল ইনভেষ্টরদের প্রটেকশন বিমার আওতায় আনবে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

জুলাইয়ের প্রথম দিন থেকেই প্রকল্পের অর্থ খরচ

ministry of financeস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রকল্পে অর্থ বরাদ্দের দীর্ঘসূত্রীতা থেকে বের হচ্ছে অর্থ মন্ত্রণালয়। এখন থেকে যেকোনো প্রকল্পের পরিচালক জুলাই মাসের প্রথম দিন থেকেই সরাসরি বরাদ্দের অর্থ খরচ করতে পারবেন।

সরকারের চলমান আর্থিক সংস্কারের অংশ হিসেবে `উন্নয়ন প্রকল্পের অর্থ অবমুক্তি ও ব্যবহার নির্দেশিকায়’ সংশোধনী এনেছে অর্থবিভাগ। সংশোধিত নির্দেশনায় বাজেটের অর্থ ছাড়ের ক্ষেত্রে প্রকল্প পরিচালকদের ক্ষমতা বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুন) অর্থমন্ত্রণালয়ের অর্থবিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদফতর/ পরিদফতর/ অন্যান্য প্রতিষ্ঠানের বাস্তবায়নাধীন প্রকল্পের বাংলাদেশ সরকার (জিওবি) অংশের বরাদ্দ সংশ্লিষ্ট মন্ত্রণালয় /বিভাগ হতে অর্থ ছাড়ের বিধান রয়েছে। এই প্রক্রিয়ায় অর্থছাড় পেতে কখনো কখনো ২/৩ মাস পর্যন্ত সময় লেগে যায।

এতে করে প্রকল্প বাস্তবায়নেরর ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা দেখা দেয়। ফলে প্রকল্পগুলো নির্ধারিত সময়ে বাস্তবায়নে সমস্যা হয়। এই অবস্থা থেকে উত্তোরণে নতুন এই পদক্ষেপ নিয়েছে অর্থ বিভাগ।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

জুলাইতে আন্তর্জাতিক বাজারে কমছে তেলের দাম

oilস্টকমার্কেটবিডি ডেস্ক :

জুলাই মাসের প্রতিদিন এক কোটি ৮০ লাখ ব্যারেল তেল উত্তোলনের পরিকল্পনা নিয়েছে সৌদি আরব। এর মধ্যে দিয়ে খনিজ তেল উত্তোলনে সর্বকালীন রেকর্ড গড়তে চলেছে সৌদি সরকার। ফলে তেলে দাম কমার পাশাপাশি আন্তর্জাতিক অর্থনীতির গতি অনেকটাই বাড়বে বলে ধারণা করা হচ্ছে। খবর: সিএনবিসির।

বিশ্বকাপের আসরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠকে তেল উত্তোলন-সংক্রান্ত বৈঠক হয়৷

অবশ্য তার আগে তেলের দাম কমানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেল উত্তোলন বাড়ানোর আহ্বান জানান৷

জানা যায়, সৌদি আরবের জাতীয় তেল কোম্পানি আরামকো আগামী জুলাই মাস থেকে বাড়তি ৮০ লাখ ব্যারেল তেল উত্তোলন করবে। এত পরিমাণ বাড়তি খনিজ তেল উত্তোলন সর্বকালীন রেকর্ড।

২০১৬ সালের জুলাই মাসে আরামকো কোম্পানি প্রতিদিন সর্বোচ্চ এক কোটি ৭২ লাখ ব্যারেল তেল উত্তোলন করেছিল।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর- বাড়তি তেল উত্তোলন ও রফতানির জন্য সৌদি সরকারের ওপর চাপ তৈরি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী নভেম্বর মাসে মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই বিশ্ববাজারে তেলের দাম কম দেখতে চান ট্রাম্প৷

অবশ্য মার্কিন প্রেসিডেন্টের এ যুক্তিতে সায় দিয়েছেন সৌদির বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

স্টকমার্কেটবিডি.কম/বি

আয়কর, ভ্যাট ও শুল্ক অফিস খোলা থাকবে শনিবার

nrbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০১৭-১৮ অর্থবছরের শেষ কার্যদিবস আগামী ৩০ জুন, শনিবার। এই সাপ্তাহিক সরকারি ছুটির দিনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন মাঠ পর্যায়ের আয়কর, ভ্যাট ও শুল্ক অফিসগুলো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। রাজস্ব আহরণের স্বার্থে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার এনবিআর থেকে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, সরকারি কোষাগারে আয়কর, ভ্যাট ও শুল্ক জমাদানের সুবিধার্থে শনিবার তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো খোলা রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক হতে ইতোমধ্যে নির্দেশনা দেয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের চাপ

unস্টকমার্কেটবিডি ডেস্ক :

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে ‘বিদ্বেষপূর্ণ আচরণের’ জন্য ইরানকে শায়েস্তা করতে যুক্তরাষ্ট্র বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য ও সহযোগি দেশগুলোর প্রতি আহবান জানিয়েছে। তেহরানের সাথে ২০১৫ সালের সম্পাদিত পরমাণু চুক্তির বাস্তবায়ন বিষয়ে এক বৈঠকে এ আহবান জানানো হয়। খবর এএফপি’র।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন সহকারি রাষ্ট্রদূত জনাথন কোহেন বলেন, ‘কোন দেশের সাথে সংঘাত হলে সেখানে ধারাবাহিকভাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন করা হয়ে থাকে। আর এটা আমাদের অনুধাবন করা অনেক গুরুত্বপূর্ণ।’

তিনি জোর দিয়ে বলেন, ‘এ কারণেই আমরা এ অঞ্চলের দেশগুলোর সাথে ইরানের বিদ্বেষপূর্ণ আচরণের শাস্তি দিতে তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে আমাদের সাথে যোগ দিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর প্রতি আহবান জানাচ্ছি।’
ইরানের সাথে করা পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র গত ৮ মে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়ার পর নিরাপত্তা পরিষদের এটি ছিল প্রথম বৈঠক।

সেখানে দেয়া বক্তব্যে কোহেন আবারো আন্তর্জাতিক অস্ত্র নিষেধাজ্ঞা আইন লঙ্ঘন করে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের কাছে ক্ষেপণাস্ত্র সরবরাহ করায় ইরানকে অভিযুক্ত করেন।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

সংসদে ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট পাস

perlaস্টকমার্কেটবিডি ডেস্ক :

২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ দেশ গড়তে ৭ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যকে সামনে রেখে এবং উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের ধারা অব্যাহত রাখতে ২০১৮-১৯ অর্থবছরের জন্য ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট পাস করা হয়েছে।
আজ জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে নির্দিষ্টকরণ বিল, ২০১৮ পাসের মাধ্যমে এ বাজেট পাস করা হয়।
গত ৭ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ বাজেট পেশ করেন।
বাজেট পাসের প্রক্রিয়ায় মন্ত্রীগণ সংশ্লি¬ষ্ট মন্ত্রণালয়ের ব্যয় নির্বাহের যৌক্তিকতা তুলে ধরে মোট ৫৯ টি মঞ্জুরি দাবি সংসদে উত্থাপন করেন। এই মঞ্জুরি দাবিগুলো সংসদে কণ্ঠভোটে অনুমোদিত হয়।
প্রধান বিরোধীদল মঞ্জুরি দাবির যৌক্তিকতা নিয়ে বিরোধীদলের ৯ জন সংসদ সদস্য মোট ৪৪৮টি ছাঁটাই প্রস্তাব উত্থাপন করেন। এর মধ্যে ৫টি মঞ্জুরী দাবিতে আনীত ছাঁটাই প্রস্তাবের ওপর বিরোধী দলের সদস্যরা আলোচনা করেন। পরে কণ্ঠভোটে ছাঁটাই প্রস্তাব গুলো নাকচ হয়ে যায়।
এরপর সংসদ সদস্যগণ টেবিল চাপড়িয়ে নির্দিষ্টকরণ বিল-২০১৮ পাসের মাধ্যমে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট অনুমোদন করেন।
২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর এটি হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান সরকারের পঞ্চম বাজেট। আর এটি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পেশ করা ১২তম বাজেট এবং এক নাগাড়ে ১০ম বাজেট। এছাড়া গত অর্থ বছরের মতো এবারও সংসদে বিরোধীদলের উপস্থিতিতে বাজেট পেশ করা হলো।

সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড