ফার্মা এইডসের শেয়ার দর বাড়ার কোনো তথ্য নেই

Pharma-Aid-1স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ শিল্প খাতের কোম্পানি ফার্মা এইডস লিমিটেডের শেয়ারের সাম্প্রতিক দরবৃদ্ধির নেপথ্যে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের চিঠির জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, গত ৩১ মে কোম্পানিটির শেয়ারদর ছিল ৪৩৮ টাকা। গতকাল ২৭ জুন তা বেড়ে সর্বশেষ ৬৮৮ টাকায় লেনদেন হয়।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে ফার্মা এইডস লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. আরএসআরএম
  2. মুন্নু সিরামিকস
  3. প্যারামাউন্ট টেক্সটাইল
  4. ইউনাইটেড পাওয়ার
  5. ব্র্যাক ব্যাংক
  6. গ্রামীন ফোন
  7. বেক্সিমকো লিমিটেড
  8. স্কয়ার ফার্মা
  9. কুইন সাউথ টেক্সটাইল
  10. এ্যারামিট লিমিটেড।

ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে অর্ধেক

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় ১০২ কোটি টাকা বেড়েছে। এদিনে সেখানে সবগুলো সূচক কমেছে। দিনশেষে সেখানে অধিকাংশ শেয়ারের দরই কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে অর্ধেকের বেশি কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৮০১ কোটি ৪০ লাখ টাকা। গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয় ৭০৩ কোটি ৫১ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে ১০২ কোটি টাকা বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৩.৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৪০৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৬৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৮.৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৫৯ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩১ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০৪টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২১১টির। আর দর অপরিবর্তিত আছে ১৬টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – আরএসআরএম, মুন্নু সিরামিকস, প্যারামাউন্ট টেক্সটাইল, ইউনাইটেড পাওয়ার, ব্র্যাক ব্যাংক, গ্রামীন ফোন, বেক্সিমকো লিমিটেড, স্কয়ার ফার্মা, কুইন সাউথ টেক্সটাইল এ্যারামিট লিমিটেড।

এদিকে বৃহস্পতিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৮২.৬৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৫টির, কমেছে ১৭১টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৯টির।

এদিন লেনদেন হয়েছে ১৭ কোটি ৮৮ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেন হয়েছিল ৪১ কোটি ৪৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অর্ধেক কমেছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল গ্রামিনফোন ও লিন্ডে বিডি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি

লভ্যাংশ কম দেওয়ায় ইউনিয়ন ক্যাপিটালের ক্যাটাগরি পরিবর্তন

unionস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড লভ্যাংশ কম দেওয়ায় ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নামানো হয়েছে। আগামী ২ জুলাই থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে উভয় শেয়ারবাজারে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড গত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

এর আগে কোম্পানিটি লেনদেন এ ক্যাটাগতি লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

লিব্রা ইনফিউশনের অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই

libraস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ শিল্প খাতের কোম্পানি লিব্রা ইনফিউশন লিমিটেডের শেয়ারের সাম্প্রতিক দরবৃদ্ধির নেপথ্যে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের চিঠির জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, গত ২৯ মে কোম্পানিটির শেয়ারদর ছিল ৫০৫ টাকা। গতকাল ২৭ জুন তা বেড়ে সর্বশেষ ১০৫৩ টাকায় লেনদেন হয়।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে লিব্রা ইনফিউশন লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

প্রাইম ব্যাংকের ঋণমান ‘এএ২’ এবং ‘এসটি-২’

primeস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ২’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-২’। সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরএবি।

স্টকমার্কেটবিডি.কম/বি

৮৬ কোটি টাকা মূল্যের জমি কিনবে জিপিএইচ ইস্পাত

gphস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেড জমি ক্রয় করবে। কোম্পানির পরিচালনা বোর্ডের সভায় ৮৬ কোটি টাকা মূল্যের এ জমি ক্রয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি চট্টগ্রামের সীতাকুন্ডে কারখানা এলাকায় ১২.৩৭ একর জমি কিনবে।

অন্যান্য খরচসহ জমির আনুমানিক দাম পড়বে ৩২ কোটি ৮২ লাখ ৫২ হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

পপুলার লাইফের ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

popular-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার অনুষ্ঠিত বোর্ড সভায় ডিসেম্বর মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ আগষ্ট অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট ৭ জুলাই।

স্টকমার্কেটবিডি.কম/বি

ইউনাইটেড পাওয়ারে যুক্ত হলো আরো ২৪৮ মেগাওয়াট বিদ্যুৎ

unitedনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাথে আরো ২৪৮ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হয়েছে। কোম্পানটির পরিচালনা বোর্ড দুটি পাওয়ার প্লাট কেনায় সেখান থেকেই এসব বিদ্যুৎ সংগ্রহ করা হবে।

বুধবার (২৭ জুলাই) কোম্পানিটির নিজস্ব কার্যলয়ে অনুষ্ঠিত ৮৫তম বোর্ড সভায় এ সিদ্ধান্তটি পর্যালোচনা করা হয়েছে।

দ্যা ইউনাইটেড আশুগঞ্জ এনার্জি লিমিটেড নামে একটি পাওয়ার প্লান্টের ৯২.৪১ শতাংশ শেয়ার কিনেছে কোম্পানিটি। এজন্য আশুগঞ্জ এনার্জি লিমিটেডের মূল্য ধরা হয়েছে ফেসভ্যালু ভিত্তিতে। এই পাওয়ার প্লান্টটি পিপিপির আওতাধীন আশুগঞ্জ পাওয়ার স্টেশন লিমিটেডের ছিল।

১৯৫ মেগাওয়াটের এই প্লান্টটিতে গত ২০১৫ সালের ৮ মে হতে উৎপাদন শুরু হযেছে। যা নিরবিচ্ছিন্নভাবে চলমান রয়েছে। আর বিপিডিবির চুক্তি মোতাবেক এই প্লান্ট থেকে আগামী ১৫ বছর বিদ্যুৎ কিনবে সরকার।

অন্য দিকে গ্যাস ভিত্তিক ৫৩ মেগাওয়াটের ইউনাইটেড এনার্জি লিমিটেড কেনা হয়েছে নেট এ্যাসেট ভ্যালুতে।

এই দুটি পাওয়ার প্লান্টই ব্রাক্ষনবাড়িয়া জেলায় আশুগঞ্জে অবস্থিত।

সংশ্লিষ্ট মন্ত্রনালয় ও অধিদপ্তরের অনুমোদন স্বাপেক্ষে এই দুটি বিদ্যুৎ উৎপাদন প্লান্টের অধিগ্রহণটি আগামী ১ জুলাই হতে কার্যকর করতে চায় কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এলক্ষে ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের শেয়ারহোল্ডারদের অংশগ্রহণে একটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহবান করা হবে বলে জানিয়েছে।

২০১৭ সালের ৩০ শে জুন নিরীক্ষিত প্রতিবেদন অনুযায়ী UAEL কর পরবর্তীমুনাফা ১৬৬ কোটিটাকাএবং শেয়ারপ্রতিআয় ৪.১৫ টাকা।

উল্লেখ্য গত ৩য় প্রান্তিকের অনিরীক্ষিতআর্থিক প্রতিবেদনঅনুযায়ী UAEL এর কর পরবর্তী নিট মুনাফা দাড়ায় ১৪০ কোটি টাকা এবং শেয়ার প্রতি আয় ৩.৫০টাকা।

২০১৭ সালের ৩০ শে জুন নিরীক্ষিত প্রতিবেদন অনুযায়ী UEL এর ৫৩ মেগাওয়াটএরকর পরবর্তীমুনাফা৫৩ কোটিটাকা। ০১লা জুলাই’২০১৭ থেকে ৩১শে মার্চ’২০১৮ পর্যন্ত এ প্লান্টটি থেকে মোট রেভিনিউআসে ৬৪ কোটিটাকা, কর পরবর্তীনীটমুনাফা ৩৮ কোটিটাকা।

মুনাফার এই হারচলতে থাকলে প্লান্ট দুটি থেকে বছরে ২৪০ থেকে ২৫০ কোটি টাকা ইউনাইটেড পাওয়ারের মুনাফার সাথে যোগ হবে। আর শেয়ার প্রতি আয় ৬ টাকা হারে বাড়াবে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড