দেশে আরো ডেনমার্কেের বিনিয়োগের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

PM-Danish-696x499স্টকমার্কেটবিডি ডেস্ক :

বাংলাদেশ এবং ডেনমার্কের মধ্যে বিদ্যমান সম্পর্কে গভীর সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আরো ডেনিশ বিনিয়োগ প্রত্যাশা করেছেন।

দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ডেনিশ ইন্ডাষ্ট্রি স্থাপনের জন্য জমি বরাদ্দের ও প্রস্তাব করেন প্রধানমন্ত্রী।

বিদায়ী ডেনিশ রাষ্ট্রদূত মিকায়েল হেমনিতি উইনথার্ন আজ প্রধানমন্ত্রীর তেজগাঁওস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করতে গেলে শেখ হাসিনা এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম পরে সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, ডেনিশ রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকালে বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক শক্তিশালীকরণে ভূমিকা পালনের জন্য প্রধানমন্ত্রী তাঁকে ধন্যবাদ জানান।

প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী এবং ডেনিশ রাষ্ট্রদূত দুর্যোগ ব্যবস্থপনার বিষয়েও বৈঠকে আলোচনা করেন। প্রধানমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলাদেশের প্রস্তুতি এবং দুর্যোগ মোকাবেলায় পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক গড়ে তোলার প্রসঙ্গও উল্লেখ করেন।

রাষ্ট্রদূত, ১০ লাখেরও অধিক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় প্রদান করায় প্রধানমন্ত্রীর মানবিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন এবং রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠানোর বিষয়ে মানবিক সাহায্য প্রদানে ডেনিশ সংকল্পের কথা পুণর্ব্যক্ত করেন। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/বি

ঋণের সুদহার সর্বোচ্চ ৯, আমানতের ৬ শতাংশ : অর্থমন্ত্রী

muhitস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সব তফসিলি ব্যাংক ঋণের সুদহার ৯ আগস্ট থেকে সর্বোচ্চ ৯ শতাংশ বাধ্যতামূলক করা হয়েছে। আমানতের সুদহার সর্বোচ্চ ৬ শতাংশ বাধ্যতামূলক করা হয়েছে। তবে ৯ আগস্ট থেকে সব সরকারি ও বেসরকারি ব্যাংক এটা মানতে হবে।

বৃহস্পতিবার (০২ আগস্ট) শেরে বাংলানগরে সব ব্যাংক মালিক ও এমডিদের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এসব তথ্য জানান।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব ইউনুসুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, আমরা আজকের অর্থনৈতিক স্বাস্থ্যের বিষয় নিয়ে আলোচনা করেছি। সব ব্যাংকের মালিক ও এমডি উপস্থিত ছিলেন। কতগুলো ফলস ইমপ্রেশন নিয়ে আলোচনা হয়েছে। বর্তমানে দেশে ব্যাংকের কোনো তারল্য সংকট নেই।

‘৯ আগস্ট থেকে সব তফসিলি ব্যাংক ঋণের সুদহার সর্বোচ্চ ৯ শতাংশ বাধ্যতামূলক করা হয়েছে। আমানতের সুদহার সর্বোচ্চ ৬ শতাংশ বাধ্যতামূলক করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এটা আমরা করেছি। ৯ আগস্ট থেকে এটা কার্যকর হবে। ৯ আগস্ট থেকে ৯ ও ৬ শতাংশের বাধ্যবাধকতা কেউ যদি না মানে তবে আপনারা রিপোর্ট করা শুরু করবেন।

সঞ্চয়পত্রে সুদহার প্রসঙ্গে অর্থমন্ত্রী আরও বলেন, আগামী ৮ আগস্ট সঞ্চয়পত্রে সুদের হার রিভিউ করা হবে। এটা কখনও দুই বছরে হয়, তিন বছরে হয় আবার এক বছরেও হয়। সঞ্চয়পত্রের সুদের হার বাজার ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে নির্ধারণ করা হয়। এ কারণে ৮ আগস্ট রিভিউ হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ব্যবসায়ী ফালুসহ ৯ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

faluস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিশিষ্ট ব্যবসায়ী মোসাদ্দেক আলী ফালুসহ নয়জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২ আগষ্ঠ) এ-সংক্রান্ত চিঠি পুলিশের বিশেষ শাখার (এসবি) বিশেষ পুলিশ সুপার বরাবর পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ওই নয়জনের বিরুদ্ধে আট মিলিয়ন ডলার সমমূল্যের প্রায় ৬৫ কোটি টাকা (প্রতি ডলার ৮২ টাকা হিসেবে) দুবাইয়ে পাচার করে অফশোর কোম্পানি খুলে বিনিয়োগ, দুবাইয়ে আরও শত কোটি টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

দুদকের অনুসন্ধানেও এর প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। দুদক বিশ্বস্ত সূত্রে জেনেছে, এসব ব্যক্তি দেশ ছেড়ে অন্য দেশে চলে যাওয়ার চেষ্টা করছেন। তাই তাঁরা যাতে দেশ ছেড়ে অন্য দেশে চলে যেতে না পারেন, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে দুদকের পক্ষ থেকে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

গাজায় জ্বালানি সরবরাহে আবারো নিষেধাজ্ঞা আরোপ ইসরাইলের

00105b8f-800-696x390স্টকমার্কেটবিডি ডেস্ক :

ইসরাইল সীমান্ত বরাবর জলন্ত ঘুড়ির ব্যবহার বেড়ে যাওয়ায় জেরুজালেম বৃহস্পতিবার গাজায় জ্বালানি সরবরাহের ক্ষেত্রে আবারো নিষেধাজ্ঞা আরোপ করেছে। প্রতিরক্ষামন্ত্রী অভিগদর লিবারম্যান একথা বলেছেন। খবর এএফপি’র।

লিবারম্যান বলেন, সীমান্ত বরাবর অব্যাহত প্রতিবাদের মধ্যে জলন্ত ঘুড়ি ও বেলুন ব্যবহার করে সন্ত্রাসী কর্মকান্ড চালানোর জবাব দিতেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে।

গত ১৭ জুলাই ইসরাইল গাজায় জ্বালানি সরবরাহ বন্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। কিন্তু পরে ইসরাইলি সীমান্তে জলন্ত ঘুড়ি ও বেলুনের ব্যবহার কমে যাওয়ায় এক সপ্তাহ পরই এ নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।

ইসরাইল জানায়, গত এপ্রিল মাস থেকে ফিলিস্তিনীরা এ পদ্ধতি ব্যবহার করে কয়েকশ’ স্থানে আগুন ধরিয়ে দেয় এবং এতে লাখ লাখ ডলার মূল্যের সম্পদের ক্ষতি হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি

বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে এডিবি ৫০ কোটি ডলার দেবে

adbস্টকমার্কেটবিডি ডেস্ক :

খুলনায় ৮শ’ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণ, গ্যাস সংযোগ ও বিদ্যুৎ সরবরাহ সুবিধার উন্নয়নে ৫০ কোটি ডলার ঋণ প্রদানে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং বাংলাদেশ সরকারের মধ্যে আজ একটি চুক্তি সাক্ষরিত হয়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব (এডিবি উইং) মুহাম্মদ আলকামা সিদ্দিকী এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বাংলাদেশ ও এডিবির পক্ষে ঋণ চুক্তিতে সাক্ষর করেন।

এডিবির কান্ট্রি ডিরেক্টর বলেন, বাংলাদেশের বিদ্যুৎ খাতের উন্নয়নে এডিবি জোরালো সহযোগিতা দিয়ে আসছে। তারই অংশ হিসেবে এই মেগাপ্রকল্প বাস্তবায়ন হচ্ছে। তিনি বলেন, এই কেন্দ্রে সর্বশেষ কম্বাইন্ড সাইকেল টেকনোলজি ব্যবহার করা হবে।

এই প্রকল্পের আওতায় রূপসা বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহে ১২ কিলোমিটার গ্যাস সরবরাহ পাইপ লাইন নির্মাণ, ২৩০ কিলোভোল্ট সুইচ ইয়ার্ড এবং জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহের লক্ষে উচ্চ ক্ষমতা সম্পন্ন ২৯ কিলোমিটার সঞ্চালন লাইন নির্মাণ করা হবে।
পাশাপাশি এডিবি দারিদ্র বিমোচনে জাপান ফান্ড থেকে ১৫ লাখ ডলার মঞ্জুরি সহায়তা দিচ্ছে। এই অর্থে প্রকল্পের আশপাশের কমিউনিটির লোকদের জীবনমানের উন্নয়ন ঘটানো হবে।

প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১১৪ কোটি মার্কিন ডলার। এতে ইসলামিক উন্নয়ন ব্যাংকের অর্থায়ন ৩০ কোটি ডলার এবং বাংলাদেশ সরকারের অর্থায়ন ৩ কোটি ৮৫ লাখ ডলার। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/বি

গ্রীন ডেল্টা লাইফের ঋণমান ‘এএএ’ ও ‘এসটি-১’

green deltaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ড্গ্রীন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএএ’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-১’। সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরএবি।

স্টকমার্কেটবিডি.কম/বি

ড্যাফোডিল কম্পিউটার্সের ঋণমান ‘এ+’ ও ‘এসটি-২’

dafodilস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এ+’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-২’। সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআরএল)। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এনসিআরএল।

স্টকমার্কেটবিডি.কম/বি

এ্যাপেক্স ট্যানারির বাৎসরিক বোর্ড সভা ১২ আগষ্ট

APEXTANRY-230x130স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি এ্যাপেক্স ট্যানারি লিমিটেডের বোর্ড সভা আগামী ১২ আগষ্ট অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন রাজধানীতে বেলা সাড়ে তিনটায় কোম্পানিটি বোর্ড সভার সময় নির্ধারন করেছে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন ২০১৮ শেষ হওয়া নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর কোম্পানিটি ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/বি

বেসরকারি খাতে বিনিয়োগে নতুন মুদ্রানীতি সহায়ক হবে : এফবিসিসিআই

fbcciস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধিতে নতুন মুদ্রানীতি সহায়ক হবে বলে মনে করছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। বুধবার (১ আগস্ট) সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

অপ্রয়োজনীয় বিলাসী-আমদানি পণ্যের জন্য যাতে অভ্যন্তরীণ ঋণ ব্যবহৃত না হয়ে প্রকৃত উৎপাদনমুখী ও কর্মসংস্থানবান্ধব হয় সেদিকে বিশেষ নজরদারির কথা মুদ্রানীতিতে বলা হয়েছে, যা উৎপাদন খাতে ঋণ প্রবাহকে উৎসাহিত করবে বলে জানায় এফবিসিসিআই।

মঙ্গলবার জুলাই-ডিসেম্বর মেয়াদের যে মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে, তাতে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ১৬ দশমিক ৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বেসরকারি খাতের জন্য ঋণের উচ্চতর প্রবৃদ্ধি সংকুলানের সুযোগ রাখা হয়েছে, যা বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক হবে বলে এফবিসিসিআইয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। নতুন মুদ্রানীতিকে প্রবৃদ্ধিবান্ধব এবং মূল্যস্ফীতি পরিমিত রাখার ওপরও গুরুত্ব আরোপ করা করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

  1. ইউনাইটেড পাওয়ার
  2. বিবিএস ক্যাবলস
  3. সায়হাম টেক্সটাইল
  4. ড্রাগন সোয়েটার
  5. ফরচুন সুজ
  6. লীগ্যাসী ফুটওয়ার
  7. লংকা বাংলা ফাইন্যান্স
  8. ফার কেমিক্যালস
  9. কেডিএস এক্সেসরিজ
  10. সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।