ড্রাগন সোয়েটারের লভ্যাংশ ঘোষণা : ইপিএস ও ন্যাভ দ্বিগুণ

dragonস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ড্রাগন সোয়েটার এন্ড স্পিনিং লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। এবছর কোম্পানিটির ইপিএস ও ন্যাভ দ্বিগুণ বেড়েছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

আজ শনিবার অনুষ্ঠিত বোর্ড সভায় চলতি বছরের জুন মাসে শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় কোম্পানিটি।

এসময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.২৫ টাকা। যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ বেড়েছে। গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১.৩২ টাকা।

এবছর কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২১.৯৫ টাকা। যা গত বছর একই সময় ছিল ১৩.৭৩ টাকা।

আগামী ১২ নভেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন নির্ধারণ করেছে। আর রেকর্ড ডেট ১৩ সেপ্টেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/বি

সামিট এলএনজি টার্মিনালের ২৫% মালিকানা কিনবে মিত্সুবিশি

summitস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কক্সবাজারের মহেশখালীতে সামিট করপোরেশনের নির্মাণাধীন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালের ২৫ শতাংশ মালিকানা কিনে নিচ্ছে জাপানভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান মিত্সুবিশি করপোরেশন। সামিট গ্রুপের সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির আলোকেই সম্প্রতি মালিকানার বিষয়ে সিদ্ধান্ত নেয় উভয় প্রতিষ্ঠান।

সামিট গ্রুপের কর্মকর্তারা জানান, এলএনজি টার্মিনাল নির্মাণের আগেই সামিট এলএনজি টার্মিনাল লিমিটেড নামে একটি সাবসিডিয়ারি কোম্পানি গঠন করা হয়েছে। কারিগরি সহায়তাসহ টার্মিনাল স্থাপনে মিত্সুবিশির সঙ্গে একটি চুক্তিও স্বাক্ষর করেছে সামিট। প্রায় ৩০০ কোটি ডলারের প্রকল্পে শেয়ারের মালিকানা নিয়ে সম্প্রতি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে উভয় প্রতিষ্ঠান।

প্রায় ৩০০ কোটি ডলারের এ প্রকল্পে গ্যাস রিসিভিং এবং ফ্লোটিং স্টোরেজ রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) বাস্তবায়নে সহযোগিতা করবে মিত্সুবিশি। এ প্রকল্পের পাশাপাশি সামিট এবং মিত্সুবিশি বাংলাদেশে এলএনজি থেকে বিদ্যুৎ উৎপাদনেও কাজ করবে বলে জানা গেছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

সেপ্টেম্বরে শেষ হবে রূপসী বাংলার সংস্কারকাজ

bd serv-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি বছরের আগস্টের মধ্যে হোটেল রূপসী বাংলার সংস্কারকাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে তা সম্পন্ন করা সম্ভব হয়নি। তবে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে সংস্কারকাজ শেষ করে ইন্টারকন্টিনেন্টাল হোটেলস গ্রুপের (আইএইচজি) কাছে হস্তান্তর করা সম্ভব হবে বলে মনে করছে হোটেলটির স্বত্বাধিকারী প্রতিষ্ঠান বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড (বিডি সার্ভিস)। হোটেলটি চালুর বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিঠির জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

বিডি সার্ভিস কর্তৃপক্ষ ডিএসইকে জানিয়েছে, সংস্কার শেষে হোটেলটি আইএইচজির কাছে হস্তান্তরের পর এর টেস্টিং ও কমিশনিং কার্যক্রম শুরু হবে। আর টেস্টিং ও কমিশনিংয়ের পর হোটেলটির বাণিজ্যিক কার্যক্রম শুরুর তারিখ চূড়ান্ত করবে আইএইচজি।

জানা গেছে, হোটেল ইন্টারকন্টিনেন্টাল হিসেবে নতুন নামে চালু করার লক্ষ্যে ২০১৪ সালে রূপসী বাংলা হোটেলের সংস্কারকাজ শুরু করে সরকার।

স্টকমার্কেটবিডি.কম/জেড

ডিএসইতে পিই রেশিও বেড়েছে ১ দশমিক ৩২ শতাংশ

PEস্টকমার্কেটবিডি ডেস্ক :

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আগের সপ্তাহের চেয়ে পিই রেশিও বেড়েছে দশমিক ২০ পয়েন্ট বা ১ দশমিক ৩২ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, আলোচ্য সপ্তাহে ডিএসইতে পিই রেশিও অবস্থান করছে ১৫.৩২ পয়েন্টে। এর আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ১৫.১২ পয়েন্ট।

বিশ্লেষকদের মতে, পিই রেশিও যতদিন ১৫ এর ঘরে থাকে ততদিন বিনিয়োগ নিরাপদ থাকে।

সপ্তাহ শেষে খাতভিত্তিক ট্রেইলিং পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৯.৬ পয়েন্টে, সিমেন্ট খাতের ৪০.৮ পয়েন্টে, সিরামিক খাতের ২৫.৯ পয়েন্টে, প্রকৌশল খাতের ১৯.৬ পয়েন্টে, খাদ্য ও আনুষাঙ্গিক খাতের ২৩.৫ পয়েন্টে, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ১৩.৯ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১১.৮ পয়েন্টে, তথ্য ও প্রযুক্তি খাতে পয়েন্টে।

এছাড়া পাট খাতের পিই রেশিও মাইনাস ২৯.৫ পয়েন্টে, বিবিধ খাতের ১৬. ৯ পয়েন্টে, এনবিএফআই খাতে ১৭.১ পয়েন্ট, কাগজ খাতের ১৬৭.৬ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ১৮.৫ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ৩০.৬ পয়েন্টে, চামড়া খাতের ১৮ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৭.২ পয়েন্টে, বস্ত্র খাতের ২৩.৩ পয়েন্টে এবং ভ্রমণ ও অবকাশ খাতে মাইনাস ২১.৮ পয়েন্টে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

৫ কার্যদিবসে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ২৮৬৫ কোটি টাকা

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে। সপ্তাহশেষে শেয়ারের দর কমায় কমেছে সূচক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন ছিল ৩,৮৪,৫৫৯ কোটি টাকা। যা সপ্তাহের শেষদিনে বেড়ে দাঁড়িয়েছে ৩,৮৭,৪২৪ কোটি টাকা। এ হিসাবে গত সপ্তাহের ৫ কার্যদিবসে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে দশমিক ৭৪ শতাংশ বা ২৮৬৫ কোটি টাকা।

সর্বশেষ সপ্তাহে ডিএসইতে ২৬২৭ কোটি ৫৮ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ৩৪৩৭ কোটি ৪৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ২৩.৫৬ শতাংশ বেশি।

গত সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে ৬৫৬ কোটি ৮৯ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ৬৮৭ কোটি ৪৮ লাখ টাকার লেনদেন হয়েছে।

এসময় ডিএসইর প্রধান সূচক ডিএসই্ক্স ৬১.৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক পয়েন্ট ২১.৯৩ পয়েন্ট কমে দাড়িয়েছে ১৯১৫ পয়েন্টে। শরিয়াহ সূচক ১.০৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৪৬ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৪৪ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৬১টির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টি প্রতিষ্ঠানের। আর ৪টি শেয়ারের কোনো লেনদেনের হয়নি।

এদিকে সর্বশেষ সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সেচঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১২৮ কোটি টাকার শেয়ার। তবে সার্বিক সূচক বেড়েছে ১ দশমিক ১০ শতাংশ।

সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৮৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৪টি কোম্পানির। আর দর কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড