ঈদের আগেই শ্রমিকরা শ্রমিক বেতন-বোনাস পেয়েছে : বিজিএমইএ

bgmeaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)-এর অধীনে সব পোশাক কারখানার শ্রমিকদের বেতন ও বোনাস দেওয়া হয়েছে বলে দাবি করেছেন সংগঠনের প্রথম সহ-সভাপতি মইনুদ্দিন আহমেদ মিন্টু। তিনি বলেন, ‘জুলাই মাসের বেতন-ভাতা দেওয়া হয়েছে শতভাগ কারখানায়। একইভাবে ঈদের আগেই বোনাসও দেওয়া হয়েছে প্রায় শতভাগ কারখানায়।

সোমবার (২০ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য এ কথা বলেন মইনুদ্দিন আহমেদ মিন্টু। এ সময় সংগঠনটির সহ-সভাপতি এস এম মান্নান, মোহাম্মদ নাছির উপস্থিত ছিলেন।

মইনুদ্দিন আহমেদ মিন্টু বলেন, ‘এ পর্যন্ত ঈদের ছুটি দেওয়া হয়েছে ৯০ শতাংশ কারখানায়। আজকের (সোমবার) মধ্যেই অবশিষ্ট কারখানাগুলো ছুটি দেওয়া হবে।’ তিনি বলেন, ‘মালিক শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমঝোতার ভিত্তিতে অধিকাংশ কারখানায় আগস্ট মাসের অগ্রিম ১০ থেকে ১৫ দিনের বেতন পরিশোধ করা হয়েছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিজিএমইএ’র সহ-সভাপতি মোহাম্মদ নাছির বলেন, ‘আমাদের সদস্য কারখানার বেতন-বোনাস নিয়ে আমরা কথা বলবো। অন্য কারখানার কথাতো আমরা বলতে পারবো না। সেটা আমাদের দায়িত্বও নয়।’

অরেক প্রশ্নের জবাবে মোহাম্মদ নাছির বলেন, ‘বোনস প্রায় শতভাগ কারখানায় দেওয়া হয়েছে। যেগুলো বাকি আছে, সোমবার বিকাল পাঁচটার মধ্যে সেসব কারখানার বোনাস দেওয়া হবে।’

স্টকমার্কেটবিডি.কম/জেড

চারদিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে

cngস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের যাতায়াতে ভোগান্তি কমাতে ২৪ ঘণ্টা সিএনজি স্টেশন খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদের আগের চারদিন ও পরের চারদিন সিএনজি স্টেশনগুলো খোলা থাকবে।

সোমবার (২০ আগস্ট) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মীর মোহম্মদ আসলাম উদ্দিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে সিএনজি স্টেশনগুলো ঈদের আগের চারদিন এবং ঈদের দিনের পরের চারদিন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলো বন্ধ রাখার নিয়ম রয়েছে। গ্যাস সংকটের কারণে গ্যাসের এই রেশনিং চলছে গত কয়েক বছর ধরেই।

স্টকমার্কেটবিডি.কম/জেড

চার ব্যাংক চামড়ার ঋণবাবদ দেবে ৬০০ কোটি টাকা

leatherস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুর চামড়া কিনতে ৬০০ কোটি টাকা ঋণ দিচ্ছে রাষ্ট্রমালিকানাধীন চার ব্যাংক। এর বাইরে কয়েকটি বেসরকারি ব্যাংকও চামড়া কিনতে ঋণ দিচ্ছে। কোরবানির ঈদে চামড়া কিনতে নগদ টাকার চাহিদা বেড়ে যায় বলে ব্যাংকগুলো এ ঋণ দিয়ে থাকে।

ব্যাংকগুলো জানিয়েছে, প্রতিষ্ঠিত ট্যানারির মালিকেরা এবার ঋণ পাচ্ছেন। যাঁরা গত বছরের ঋণের টাকা ফেরত দিয়েছেন, তাঁদেরই এবার ঋণ দেওয়া হচ্ছে।

রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক সূত্রে জানা গেছে, এ বছর ৪২ প্রতিষ্ঠানকে ৬০০ কোটি টাকা ঋণ দেওয়া হচ্ছে। গত বছর ৪০ প্রতিষ্ঠানকে দেওয়া হয় ৫২৬ কোটি টাকা। এ ছাড়া বেসরকারি খাতের ন্যাশনাল, সিটি, উত্তরাসহ কয়েকটি ব্যাংক এ খাতে আগের মতোই ঋণ দিচ্ছে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, চলতি বছরের মার্চ পর্যন্ত চামড়া কেনায় ১ হাজার ১৩৭ কোটি টাকা ঋণ দিয়েছে ব্যাংকগুলো। ৭১টি গ্রাহকের কাছে ১৮টি ব্যাংক ওই ঋণ দিয়েছে। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ৮৫ কোটি টাকা। তবে পুরো চামড়াশিল্পে ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের পরিমাণ প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা। এর মধ্যে বেশির ভাগই খেলাপি।

চামড়া ব্যবসায়ীরা জানান, বছরে যে পরিমাণ চামড়া সংগ্রহ করা হয়, এর ৫০ শতাংশ আসে ঈদুল আজহায়। এ ছাড়া কোরবানিতে চামড়ার মানও ভালো থাকে। কারণ কোরবানির পশু হৃষ্টপুষ্ট হয়, তাদের বেশি যত্ন নেওয়ায় হয় এবং পশুর চর্মরোগ থাকে না। বড় ট্যানারিগুলো ঈদুল আজহায় আড়তদারদের মাধ্যমে প্রচুর চামড়া সংগ্রহ করে। প্রতিবছর ঈদুল আজহার আগে ট্যানারির মালিকেরা আড়তদারদের পুরোনো পাওনা পরিশোধ করেন। এতে আড়তদারেরা নতুন করে ফড়িয়াদের কাছ থেকে চামড়া সংগ্রহ করতে পারেন।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

  1. লংকা বাংলা ফাইন্যান্স
  2. বিবিএস ক্যাবলস
  3. সিটি ব্যাংক
  4. ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স
  5. ঢাকা ব্যাংক
  6. ব্র্যাক ব্যাংক
  7. ইউনাইটেড পাওয়ার
  8. মার্কেন্টাইল ব্যাংক
  9. শেফার্ড ইন্ডাস্ট্রিজ
  10. সায়হাম টেক্সটাইল লিমিটেড।

শেষ কার্যদিবসে কমেছে লেনদেন ও বেড়েছে সূচক

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঈদের আগে শেষ কার্যদিবসে শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ কমেছে। তবে এদিন সেখানে সবগুলো সূচকের বড় ধরণের উত্থান হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচক দুটোই বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৪৫ কোটি ৩২ লাখ টাকা। গতকাল রবিবার ডিএসইতে লেনদেন হয় ৫৬০ কোটি ৫৭ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩২.৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৫৭১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৫৭ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৯.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯৪৮ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৫ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৯৮টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৯৭টির। আর দর অপরিবর্তিত আছে ৪০টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – লংকা বাংলা ফাইন্যান্স, বিবিএস ক্যাবলস, সিটি ব্যাংক, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, ঢাকা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, মার্কেন্টাইল ব্যাংক, শেফার্ড ইন্ডাস্ট্রিজ ও সায়হাম টেক্সটাইল লিমিটেড।

এদিকে সোমবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৬৪.৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৩৬২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৯টির, কমেছে ৬৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৯টির।

এদিন লেনদেন হয়েছে ২৮ কোটি ৪৫ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ২৬ কোটি ৩৭ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল এবি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

রেডিসন হোটেলে জনতা ইন্স্যুরেন্সের এজিএম

janata insu-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের জনতা ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন ঘোষণা করা হলেও পরে সময় ও ভেণ্যু নির্ধারণ করেছে। এর আগে আগামী ৪ সেপ্টেম্বর কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ওইদিন সকাল ১১টায় রাজধানীর রেডিসন ব্লু গার্ডেনে এ এজিএম অনুষ্ঠিত হবে।

গত ২০১৭ সালে জনতা ইন্স্যুরেন্সের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

শিকলবাহ বিদ্যুৎকেন্দ্রের ১০৫ মেগাওয়াট বিদ্যুৎ কিনবে সরকার

baraka-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত জ্বালানী ও বিদ্যুৎ খাতের কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেড সহযোগী প্রতিষ্ঠান শিকলবাহা প্রকল্পের উৎপাদিত ১০৫ মেগাওয়াট বিদ্যুৎ কিনবে সরকার। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

গতকাল (১৯ আগষ্ট) বিপিডিবি এর বারাকা পাওয়ারের সঙ্গে এ চুক্তি হয়। প্রাথমিক ভাবে এই চুক্তির মেয়াদ ১৫ বছর।

জানা যায়, চুক্তি অনুযায়ী শিকলবাহায় বিদ্যুৎকেন্দ্র হতে ১০৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।

উল্লেখ্য, শিকলবাহায় ১০৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রটি বারাকা গ্রুপের তৃতীয় প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়নের জন্য ব্যয় হবে প্রায় ৮০০ কোটি টাকা। এই প্রকল্পে বারাকা পতেঙ্গা পাওয়ার ৫১ শতাংশ মূলধন বিনিয়োগ করে।

বর্তমানে বারাকা গ্রুপের মালিকানাধীন ১০১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি বিদ্যু কেন্দ্র জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহ করছে। শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রটি চালু হলে এর পরিমাণ দাঁড়াবে ২০৬ মেগাওয়াট।

স্টকমার্কেটবিডি.কম/বি

মাইডাস ফাইন্যান্সিংয়ের দর বাড়ার অপ্রকাশিত তথ্য নেই

midasস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্র জানা গেছে, গত ১২ আগষ্ট এ শেয়ারের দর ছিল ২০.৭০ টাকা এবং গতকাল ১৯ আগষ্ট এ শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে ২৭ টাকা।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে মাইডাস ফাইন্যান্স লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

প্রিমিয়ার লিজিংয়ের মূল্য সংবেদনশীল তথ্য নেই

primiur-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি প্রিমিয়ার লিজিং এন্ড ফাইনান্স লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্র জানা গেছে, গত ৩০ জুলাই এ শেয়ারের দর ছিল ৯.৩০ টাকা এবং গতকাল ১৯ আগষ্ট এ শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে ১২.৫০ টাকা।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে প্রিমিয়ার লিজিং এন্ড ফাইনান্স লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ ঘোষণা করবে কেডিএস

kds-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি কেডিএস এক্সেসরিজ লিমিটেডের বোর্ড সভা আগামী ২০ আগষ্ট অনুষ্ঠিত হবে। এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা চারটায় নিজস্ব অফিসে কোম্পানিটি বোর্ড সভার সময় নির্ধারন করেছে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন ২০১৮ শেষ হওয়া নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর কোম্পানিটি ৫ শতাংশ বোনাস ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/বি