মালয়েশিয়ায় কর্মী প্রেরণ অব্যাহত রাখতে সরকারের উদ্যোগ রয়েছে

labourস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মালয়েশিয়ায় বাংলাদেশের কর্মী নিয়োগ অব্যাহত রাখতে সরকারের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মী নিয়োগ বন্ধ করা হয়েছে এ সংক্রান্ত মালয়েশিয়া কর্তৃপক্ষের কোন নির্দেশনা এখনো পর্যন্ত বাংলাদেশ কর্তৃপক্ষ পায়নি।

সোমবার (২৭ আগষ্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম বলেন, মালয়েশিয়ায় নতুন সরকার আসার পর সেদেশে দুর্নীতির বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করছে। মালয়েশিয়া কর্তৃপক্ষ বাংলাদেশ থেকে যে পদ্ধতিতে জনশক্তি আমদানি করছে তা বর্তমান সরকারের (মালয়েশিয়া) কাছে গ্রহণযোগ্য নয় বলে মনে করছে। তাই বাংলাদেশ ও নেপালসহ অন্যান্য দেশ থেকে মালয়েশিয়া কর্তৃপক্ষ কর্মী নিয়োগ নিয়ে নতুনভাবে চিন্তা করতে পারে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রী বর্তমানে ব্যক্তিগত সফরে বিদেশে রয়েছেন। আজ রাতে তিনি দেশে ফিরবেন।

তিনি বলেন, মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। আজ রাতে প্রবাসী কল্যাণ মন্ত্রী দেশে ফিরে এলে এ বিষয়টি নিয়ে আলোচনা করে পদক্ষেপ নেয়া হবে। বাংলাদেশ থেকে ১০টি এজেন্সির মাধ্যমে বর্তমানে কর্মী প্রেরণ করা হয়। মালয়েশিয়ার একটি কোম্পানি এই ১০ এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী নিয়ে বিশেষ সুবিধা নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

মালয়েশিয়ার নতুন সরকার যেভাবে কর্মী নিতে চাইবে বাংলাদেশ সেভাবেই কর্মী প্রেরণ করার উদ্যোগ নেয়া হবে বলে তিনি জানান। চলতি বছর জুলাই পর্যন্ত বাংলাদেশ থেকে ১ লাখ ৯ হাজার ৫৬২ জন কর্মী মালয়েশিয়া গেছেন। বর্তমানে মালয়েশিয়ায় ৯ লাখ বাংলাদেশের শ্রমিক বৈধভাবে কাজ করছে। মালয়েশিয়া সরকার সম্প্রতি বাংলাদেশের ২ লাখ ৬০ হাজার অবৈধ শ্রমিককে রিহায়ারিং কোটায় বৈধতা দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

১০ মাসের মাথায় বেসিক ব্যাংকের এমডির পদত্যাগ

Muhammad-Awal-Khanস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ডুবতে থাকা বেসিক ব্যাংককে তুলতে না পারার মধ্যে পদত্যাগ করলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ আউয়াল খান।
দায়িত্ব নেওয়ার ১০ মাসের মাথায় তিনি পদত্যাগ করলেন। ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত তার মেয়াদ ছিল।

ঋণ কেলেঙ্কারিসহ নানা সমস্যায় ডুবতে থাকা রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকটিকে বাঁচাতে গত বছরের ১ নভেম্বর আউয়াল খানকে এমডি নিয়োগ করেছিল সরকার।

পদত্যাগের বিষয়ে সোমবার সন্ধ্যায় আউয়াল খান গনমাধ্যমকে বলেন, “ব্যাক্তিগত কারণে রিজাইন করেছি। এর চেয়ে বেশি কিছু বলতে পারব না।”

ব্যাংকটির চেয়ারম্যান আলাউদ্দিন এ মজিদ এ প্রসঙ্গে বলেন,‌‌ ১৪ অগাস্ট এমডির পদত্যাগপত্র পেয়েছি। ৩০ অগাস্ট পরিচালনা পর্ষদের সভায় তা উপস্থাপন করা হবে।

“পদত্যাগের নিয়ম হল, কোনো এমডি পদত্যাগ করতে চাইলে তিন মাস আগে তিনি ব্যাংকের বোর্ডকে জানাবেন। তিনি তাই করেছেন। এখন বোর্ড সিদ্ধান্ত নেবে।

“বোর্ড চাইলে তিনি আরও তিন মাস চাকরি করতে পারবেন। বোর্ড না চাইলে তিনি যে কোনো দিন চলে যাবেন। এক্ষেত্রে সরকারের সঙ্গে আলোচনারও ব্যাপার আছে।”

বেসিক ব্যাংকের কর্মকর্তারা জানান, পদত্যাগপত্র জমা দিলেও আউয়াল অফিস করেছেন। ঈদের ছুটির পর রোববার এবং সোমবারও তিনি অফিস করেন।

আউয়াল খান আগে বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডির দায়িত্ব পালন করেন। তিনি ২০১৬ সালের ১৪ নভেম্বর কৃষি ব্যাংকের এমডি পদে যোগ দেন। ২০১৭ সালের আগস্টে অবসরজনিত ছুটিতে যান তিনি। ছুটিতে থাকা অবস্থায় তিনি ২০১৭ সালের ১ নভেম্বর তিন বছরের জন্য বেসিক ব্যাংকের এমডি হিসেবে যোগ দেন।

এর আগে তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকেরও এমডি ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

জাতীয় ক্রিকেট দলের স্পন্সর থেকে সরে দাঁড়াল রবি

1535320335_77স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নির্ধারিত সময়ের প্রায় বছর খানেক আগেই বাংলাদেশ ক্রিকেটদলের অফিশিয়াল স্পন্সর থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিল বেসরকারি টেলিযোগাযোগ প্রতিষ্ঠান রবি। প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। তবে অভিজ্ঞ এক কর্মকর্তা জানিয়েছেন, কয়েকজন ক্রিকেটারের অন্য মোবাইল ফোন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির কারণে রবির সঙ্গে চুক্তিটি সাংঘর্ষিক হয়ে পড়ে। তার পরই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রবি।

২০১৫ সালে প্রথমবার রবি যখন বিসিবির সঙ্গে চুক্তি করে, টুকটাক সমস্যার শুরু হয় তখনই। শীর্ষ কয়েকজন ক্রিকেটার অন্য মোবাইল ফোন কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ থাকায়, রবির বিজ্ঞাপনের শ্যুটিংয়ে প্রায়ই অনীহা জানায়। সেবার ৪১ কোটি ৪১ লাখ টাকায় টিম সত্ত্ব পেয়েছিল রবি।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহেই নয়শ কোটি টাকা পাচ্ছে ডিএসই

dseস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহেই কৌশলগত বিনিয়োগের প্রায় সাড়ে নয়শ’ কোটি টাকা পাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এরই অংশ হিসেবে চীনের সাংহাই ও সেনজেন স্টক এক্সচেঞ্জকে নিটা অ্যাকাউন্ট (বিদেশ থেকে পাঠানো অর্থ টাকায় রূপান্তরের বিশেষ ব্যাংক অ্যাকাউন্ট) খোলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। টাকা পাওয়ার পরই ব্রোকারদের মধ্যে তা বণ্টন করা হবে। ডিএসই সূত্র এ তথ্য জানা গেছে।

ডিএসইর সূত্র জানায়, রবিবার বাংলাদেশ ব্যাংক কৌশলগত শেয়ার বিক্রির ক্ষেত্রে অর্থ লেনদেনে নিটা অ্যাকাউন্ট খোলার অনুমতি দিয়ে চিঠি দিয়েছে। সাপ্তাহিক ছুটির কারণে রবিবার চীনা স্টক এক্সচেঞ্জদ্বয় বন্ধ থাকায় তাদের বিষয়টি অবহিত করা যায়নি। সোমবার বিষয়টি জানানো হয়।

জানা যায়, চুক্তি অনুযায়ী ডিএসইর ১০ টাকা অভিহিত মূল্যের ৪৫ কোটি ৯ লাখ ৪৪ হাজার ১২৫ শেয়ার কিনতে ৯৪৬ কোটি ৯৮ লাখ টাকা মূল্য দেবে সাংহাই ও সেনজেন স্টক এক্সচেঞ্জ। প্রতিটি শেয়ার তারা ২১ টাকা দরে কিনছে।

বর্তমানে ডিএসইর শেয়ারহোল্ডার ২৩৭ ব্রোকার। প্রত্যেক ব্রোকার কৌশলগত শেয়ার বিক্রি থেকে পাবেন প্রায় চার কোটি টাকা। ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ার ২১ টাকা দরে বিক্রি করায় মূলধনী মুনাফার ওপর কর দিতে হবে। তবে ব্রোকাররা অন্তত তিন বছরের জন্য শেয়ার বাজারে বিনিয়োগের শর্তে এ লেনদেনে কর ছাড় চেয়েছেন। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিও এ বিষয়ে সুপারিশ করেছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিষয়টি বিবেচনার আশ্বাস দিলেও এখনও কোনো সিদ্ধান্ত জানাননি। সংশ্নিষ্টরা আশাবাদী, টাকা হস্তান্তরের আগেই কর ছাড়ে প্রয়োজনীয় নির্দেশনা আসবে।

ডিএসইর মাজেদুর রহমান জানান, সাংহাই ও সেনজেন স্টক এক্সচেঞ্জের ডিএসইর কৌশলগত অংশীদার হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকতার শেষ পর্যায়ে। কেন্দ্রীয় ব্যাংক নিটা অ্যাকাউন্ট খোলার অনুমতি দিয়েছে। স্ট্যান্ডার্ড চার্টার্ট ব্যাংকে এই অ্যাকাউন্ট খোলা হবে। তারা এ অ্যাকাউন্টের মাধ্যমে টাকা হস্তান্তর করবে। একই সঙ্গে ডিএসইর শেয়ার নিতে সেন্ট্রাল ডিপোজিটরি প্রতিষ্ঠান সিডিবিএলে বিও অ্যাকাউন্ট খুলবে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই সব আনুষ্ঠানিকতা শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

ইউনাইটেড ফাইন্যান্সের শেয়ার বিক্রি করবে দুই কর্পোরেট

united-finance-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের আর্থিক প্রতিষ্ঠান ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের দুই কর্পোরেট পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ক্যামিলিয়া ডানকান ফাউন্ডেশন ও ইউনাইটেড ইন্স্যুরেন্স নামে এই পরিচালক প্রতিষ্ঠানটির শেয়ার বিক্রি করবেন। এরা তিন লাখ করে শেয়ার বিক্রি করবে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই কর্পোরেট পরিচালকরা উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

সাভারে লাব্বাইক ফ্যাশন কারখানায় দুর্ধর্ষ ডাকাতি

ppppস্টকমার্কেটবিডি ডেস্ক :

সাভারে একটি তৈরি পোশাক কারখানায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার ভোর রাতে উপজেলার কবিরপুর দেওয়ান পাড়া মহল্লার লাব্বাইক ফ্যাশন ওয়ার লিমিটেড নামক নিটিং কারখানায় এ ডাকাতির ঘটনা ঘটে।

কারখানার শ্রমিকরা জানান, রবিবার রাতের শিফটে ১০ জন শ্রমিক কাজ করছিল। রাত দুইটার দিকে ৩০-৩৫ জনের মুখোশ পরিহিত একদল ডাকাত নিরাপত্তা কর্মীদের হাত-পা বেঁধে রেখে কারখানায় প্রবেশ করে। এ সময় কোন কিছু বুঝে উঠার আগেই ডাকাত দলের সদস্যরা শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর শুরু করে। এক পর্যায়ে শ্রমিকদের বেঁধে রেখে নগদ টাকা, মোবাইল ফোন, হাতের আংটি, কারখানার সুতা, ল্যাপটপ ও মেশিনারিজ যন্ত্রাংশসহ প্রায় কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

ডাকাতদের হামলায় আহত শ্রমিকরা হলেন মানিক সরকার, জশিম, রনক, হৃদয়, সুজন রায়, আলী আকবর, মালেক, কবির, রনি আহাম্মেদ, রুহুল আমিন, হাশেম আলী, নিজাম উদ্দিন, ও আজিবর রহমান।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. নিদানুজ্জামান বলেন, ডাকতরা কারখানার শ্রমিকদের মারধর করে বেঁধে রেখে প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, ডাকাতির খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমি নিজেও যাচ্ছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সূত্র : বিডি প্রতিদিন

স্টকমার্কেটবিডি.কম/বি

ডিএসইতে ৫৩২ ও সিএসইতে ২৫ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন সেখানে সূচকের মিশ্রাবস্থায় লেনদেন হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত দিনের তুলনায় সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫৩২ কোটি টাকা। গতকাল রবিবার ডিএসইতে লেনদেন হয় ৪২০ কোটি ২৪ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১১.৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৫৮৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৫৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৭২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৩.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯৬৪ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৪ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৪৫টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৫৫টির। আর দর অপরিবর্তিত আছে ৩৪টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বেক্সিমকো লিমিটেড, এ্যাক্টিভ ফাইন, ইউনাইটেড পাওয়ার, বিবিএস ক্যাবলস, লংকা বাংলা ফাইন্যান্স, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, ঢাকা ব্যাংক, আরডি ফুডস, মবিল যমুনা ও ইফাদ অটোস লিমিটেড।

এদিকে সোমবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ০.০৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৪২২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৯টির, কমেছে ৬৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৯টির।

এদিন লেনদেন হয়েছে ২৫ কোটি ৬৩ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ২০ কোটি ৯৭ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড ও ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

  1. বেক্সিমকো লিমিটেড
  2. এ্যাক্টিভ ফাইন
  3. ইউনাইটেড পাওয়ার
  4. বিবিএস ক্যাবলস
  5. লংকা বাংলা ফাইন্যান্স
  6. ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স
  7. ঢাকা ব্যাংক
  8. আরডি ফুডস
  9. মবিল যমুনা
  10. ইফাদ অটোস লিমিটেড।

চট্টগ্রাম বন্দরের অবস্থান বিশ্বে ৭০ তম

port-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিশ্বের বন্দরগুলোর মধ্যে চট্টগ্রাম বন্দরের অবস্থান এখন ৭০ তম। এক বছরে এক ধাপ এগিয়ে এই অবস্থানে উন্নীত হয়েছে চট্টগ্রাম বন্দর। ২০১৭ সালে বিশ্বের বন্দরগুলোর কনটেইনার পরিবহনের সংখ্যা হিসাব করে এই তালিকা করা হয়েছে। তালিকাটি সম্প্রতি প্রকাশ করেছে লন্ডনভিত্তিক শিপিং-বিষয়ক বিশ্বের সবচেয়ে পুরোনো সংবাদমাধ্যম ‘লয়েডস লিস্ট’।

কনটেইনার পরিবহনের বৈশ্বিক ক্রমতালিকায় দেখা যায়, ২০০৮ সালে চট্টগ্রাম বন্দরের অবস্থান ছিল ৯৫ তম। এক দশকের ব্যবধানে বন্দর এগিয়েছে ২৫ ধাপ। মূলত কনটেইনার পরিবহনের সংখ্যা বৃদ্ধিই তালিকায় এগিয়ে যাওয়ার বড় কারণ। বিকল্প বন্দর না থাকায় প্রতিবছর চট্টগ্রাম বন্দর দিয়ে কনটেইনার পরিবহন বাড়ছে।

লয়েডস লিস্ট যে তালিকা প্রকাশ করেছে, সেখানে শুধু কনটেইনার পরিবহনের সংখ্যা বিবেচনায় নেওয়া হয়েছে, সেবার মান বিচার করা হয়নি। তাই তালিকায় বন্দর এগোলেও সেবার মানের সূচকে পিছিয়ে রয়েছে। সেবার মান যাচাইয়ের অন্যতম সূচক হলো জাহাজ আসার পর পণ্য হাতে পেতে ব্যবসায়ীদের কত সময় লাগে, সেটি।

তালিকা অনুযায়ী সেরা ১০০ বন্দরের মধ্যে শীর্ষস্থানে আছে চীনের সাংহাই বন্দর। গত বছর বন্দরটি দিয়ে ৪ কোটি কনটেইনার পরিবহন হয়। দ্বিতীয় অবস্থানে থাকা সিঙ্গাপুর বন্দর দিয়ে ২০১৭ সালে কনটেইনার পরিবহন হয় ৩ কোটি ৩৭ লাখ। সেরা ১০০ বন্দরের মধ্যে বিশ্বের বড় দুই অর্থনীতির দেশ চীনের ২১টি এবং যুক্তরাষ্ট্রের ৮টি বন্দর রয়েছে। এ ছাড়া স্পেনের ৭ টি, জাপানের ৫টি বন্দর আছে তালিকায়।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

রূপালী লাইফের ১ম ও ২য় প্রান্তিক বোর্ড সভা ৩ সেপ্টেম্বর

rupaliস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩ সেপ্টেম্বর আহবান করা হয়েছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা সাড়ে ৩ টায় রাজধানীর কারওয়ানবাজারে বিমাটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) আইন-২০১৫ এর ১৬/১ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৮ অর্থবছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে বিমাটির পরিচালনা বোর্ড।

সভাশেষে বিমাটির এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভ শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি