হোটেল রেস্তোরাঁসহ ১৩ প্রতিষ্ঠানে ইএফডি মেশিন ব্যবহার বাধ্যতামূলক

nrbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মূল্য সংযোজন কর বা ভ্যাট ফাঁকি বন্ধে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) মেশিন চালু করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আবাসিক হোটেল, রেস্তোরাঁ, ফাস্টফুড শপসহ ১৩টি খাতে এই মেশিন ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। আগামী ১ নভেম্বর থেকে দেশের সব সিটি করপোরেশন এলাকা এবং ১ ডিসেম্বর থেকে সব জেলা শহরে আধুনিক এই প্রযুক্তির ব্যবহার শুরু করতে হবে। গত ২৯ আগস্ট সরকার এ ব্যাপারে একটি গেজেট প্রকাশ করেছে।

বর্তমানে এসব খাতে ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার বা ইসিআর ব্যবহার হয়। তবে বাধ্যতামূলক ছিল না। এখন তার পরিবর্তে উল্লিখিত খাতসমূহের ব্যবসায়ীরা পণ্য ও সেবা কেনাবেচায় ইএফডি ব্যবহার করবেন। এনবিআর বলছে, ইএফডি হচ্ছে অত্যাধুনিক এক ধরনের মেশিন বা হিসাব যন্ত্র। ইসিআরের উন্নত সংস্করণ। এটি ব্যবহার করলে এসব খাতে পণ্য ও সেবা বেচাকেনায় স্বচ্ছতা আসবে এবং ভ্যাট ফাঁকি কমবে।

যেসব ব্যবসা প্রতিষ্ঠানে ইএফডি ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে, সেগুলো হলো–আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও ফাস্টফুড শপ, মিষ্টান্ন ভাণ্ডার, আসবাবপত্র বিক্রয় কেন্দ্র, পোশাক বিক্রির কেন্দ্র/বুটিক শপ, বিউটি পার্লার, ইলেকট্রনিক/ইলেকট্রিক্যাল গৃহস্থালি সামগ্রীর বিক্রয় কেন্দ্র, কমিউনিটি সেন্টার, অভিজাত শপিং সেন্টারের অন্তর্ভুক্ত সব ব্যবসায় প্রতিষ্ঠান, ডিপার্টমেন্টাল স্টোর, জেনারেল স্টোর/ সুপারশপ, বড় ও মাঝারি ব্যবসায় (পাইকারি ও খুচরা) প্রতিষ্ঠান, স্বর্ণকার ও রৌপ্যকার এবং স্বর্ণ-রৌপ্যের দোকানদার এবং স্বর্ণ পাইকারি।

এর আগে এনবিআর থেকে ভ্যাট কমিশনারদের নিজ নিজ কমিশনারেটের অধীনে ব্যবসায় প্রতিষ্ঠানে ইএফডি মেশিন স্থাপন বা প্রতিস্থাপনে নির্দেশ দেওয়া হয়েছে।

এনবিআর বলছে, নতুন এই যন্ত্র ব্যবহার না করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জরিমানা করা হবে। জরিমানার পরিমাণ ২০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা। বিগত ২০০৯ সাল থেকে প্রথমবারের মতো সেবার বিভিন্ন খাতে ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার বা ইসিআর মেশিন চালু করা হলেও ব্যবসায়ীদের বিরোধিতার কারণে তা সফল হয়নি।

এনবিআর সূত্র জানায়, রাজধানী ঢাকাসহ সিটি করপোরেশন ও দেশব্যাপী জেলা শহরে উল্লিখিত খাতসমূহে বিশেষায়িত এই মেশিন ব্যবহার করা হবে। এতে লক্ষাধিক ব্যবসায় প্রতিষ্ঠান নতুন এই প্রযুক্তির আওতায় আসবে।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

ঢাকায় আসছেন আইডিবি’র প্রেসিডেন্ট

IDBস্টকমার্কেটবিডি ডেস্ক :

পাঁচ দিনের সফরে বাংলাদেশে আসছেন ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) প্রেসিডেন্ট বন্দার এম এইচ হাজ্জার। আগামী ৭ সেপ্টেম্বর রাতে তিনি ঢাকা পৌঁছাবেন।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মোহাম্মদ শামসুল আলম সমকালকে জানান, আগামী ৯ সেপ্টেম্বর রাজধানীর হোটেল র‌্যাডিসন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইডিবির আঞ্চলিক অফিসের কার্যক্রমের উদ্বোধন করবেন। সঙ্গে থাকবেন সংস্থাটির প্রেসিডেন্ট। এ ছাড়া ১০ সেপ্টেম্বর আইডিবির প্রেসিডেন্ট একটি গোলটেবিল বৈঠকে অংশ নেবেন। ১১ সেপ্টেম্বর তিনি ঢাকা ছেড়ে যাবেন।

ইআরডির কর্মকর্তারা জানান, রাজধানীর আগারগাঁওয়ে আইডিবি ভবনের ১০ তলায় হবে সংস্থাটির আঞ্চলিক অফিস। বাংলাদেশের পাশাপাশি মালদ্বীপ, চীন ও ভারতের ঋণ কার্যক্রমের দেখভাল করা হবে ঢাকা অফিস থেকে। এরই মধ্যে ঢাকা অফিসের জন্য আঞ্চলিক ম্যানেজার নিয়োগ পেয়েছেন মালয়েশিয়ার নাগরিক নাসিস সোলায়মান।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ডলারের আধিপত্যকে শেষ করে দিতে তুরস্কের আহবান

dollarস্টকমার্কেটবিডি ডেস্ক :

আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলার বর্জন করার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, আমাদের মার্কিন ডলারের আধিপত্যকে চিরকালের মতো শেষ করে দেয়ার বিষয়ে কাজ করতে হবে। আর তার জন্য দরকার নিজেদের মধ্যে নিজেদের মুদ্রা ব্যবহার করা।

রবিবার কিরগিজস্তানের রাজধানী বিশকেক এ তুরস্ক-কিরগিজস্তান ব্যবসায়ী ফোরামে দেয়া এক বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

এরদোগান শুধু মার্কিন মুদ্রার কাছ থেকেই মুক্তি লাভের বিষয়ে কথা বলেননি।

তিনি বলেছেন, তুরস্ক অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চায়, বিশেষ করে এর প্রতিরক্ষা শিল্পখাত।

সূত্র: আল-জাজিরা

স্টকমার্কেটবিডি.কম/বি

যুক্তরাষ্ট্রের চাপে ইরান থেকে তেল আমদানি বন্ধ

oilস্টকমার্কেটবিডি ডেস্ক :

জাপানের পাইকারি তেল বিক্রি করা বড় প্রতিষ্ঠানগুলো আগামী অক্টোবর মাসে ইরান থেকে অপরিশোধিত তেল আমদানি স্থগিত রাখার প্রস্তুতি নিচ্ছে। তেহরান থেকে অপরিশোধিত তেল আমদানি করা দেশগুলোর ওপর ওয়াশিংটন নিষেধাজ্ঞা আরোপ করবে এমন আশংকা থাকায় টোকিও এটা করতে যাচ্ছে। খবর এএফপি’র।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে করা ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে গত মে মাসে বেরিয়ে আসার ঘোষণা দেন এবং গত মাসে ইরানের ওপর আবারো অবরোধ আরোপ করেন। এ অবরোধের আওতায় বিশ্বের অন্যান্য দেশকে ইরানের সাথে বাণিজ্য করা থেকে বিরত থাকতে বলা হয়।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবরোধ আরোপের দ্বিতীয় ধাপের লক্ষ্য তেহরানের গুরুত্বপূর্ণ তেল ও ব্যাকিং খাত। আগামী ৫ নভেম্বর থেকে এ দুই খাতে মার্কিন অবরোধ পুনর্বহাল করা হবে।

সাম্প্রতিক দিনগুলোতে জিজি প্রেস এজেন্সি ও অন্যান্য স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, জাপান ইরান থেকে তেল আমদানি অব্যাহত রাখতে ছাড় পাওয়ার চেষ্টা করে যাচ্ছে। তবে এ ব্যাপারে তাদের ছাড় পাওয়া প্রায় অসম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।
খবরে বলা হয়, এরফলে জাপানের তেল কোম্পানিগুলো ইরানের অপরিশোধিত তেল আমদানি বন্ধ করে দেয়ার প্রস্তুতি নিচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

অর্থ পাচারের অভিযোগে ফালুসহ ৯ ব্যবসায়ীকে দুদকের তলব

dudokস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৮০ লাখ মার্কিন ডলার দুবাইয়ে পাচারের অভিযোগ অনুসন্ধানে বিএনপির নেতা মোসাদ্দেক আলী ফালুসহ ৯ ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের প্রধান কার্যালয় থেকে সোমবার পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের সই করা আলাদা চিঠির মাধ্যমে তাঁদের ৫ সেপ্টেম্বর দুদকে হাজির হতে বলা হয়েছে।

মোসাদ্দেক আলী ফালু ছাড়াও যাঁদের তলব করা হয়েছে তাঁরা হলেন আরএকে পেইন্টসের পরিচালক শায়লিন জামান আকবর ও কামার উজ্জামান, রোজা প্রোপার্টিজের পরিচালক আশফাক উদ্দিন আহমেদ, আরএকে কনজ্যুমার প্রোডাক্টসের পরিচালক মো. আমির হোসাইন ও এম এ মালেক, আরএকে পাওয়ার লিমিটেডের পরিচালক মো. মাকসুদুল ইসলাম, আরএকে সিরামিকসের স্বতন্ত্র পরিচালক ফাহিমুল হক এবং স্টার সিরামিকসের পরিচালক প্রতিমা সরকার।

এর আগে মোসাদ্দেক আলী ফালুকে গত ১৪ আগস্ট তলব করা হলে তিনি তাঁর প্রতিষ্ঠানের কোম্পানি সচিবের মাধ্যমে সময়ের আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন করে সময় দিয়েছে দুদক।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

এবার সিআইপি কার্ড পাচ্ছেন ১৩৬ জন ব্যবসায়ী

CIP-স্টকমার্কেটবিডি ডেস্ক :

রফতানি বাণিজ্য বিশেষ অবদানের জন্য ১৩৬ ব্যবসায়ীকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি-রফতানি) নির্বাচিত করেছে সরকার। প্রতিবছরের মত ২০১৫ সালের জন্য এসব ব্যক্তিকে সিআইপি নির্বাচিত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এর মধ্যে রফতানিতে অবদানের স্বীকৃতি হিসেবে ৯৪ জন এবং পদাধিকার বলে ট্রেড ক্যাটাগরিতে এফবিসিসিআইয়ের ৪২ জন পরিচালক সিআইপি নির্বাচিত হয়েছেন।

আগামীকাল রাজধানীর হোটেল রেডিসনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ নির্বাচিত ব্যবসায়ীদের হাতে সিআইপি কার্ড তুলে দেবেন।
কাঁচাপাট, চামড়া (ক্রাস্ট ও ফিনিশড্), চামড়াজাত দ্রব্য, হিমায়িত খাদ্য, ওভেন গার্মেন্টস, কৃষিজাত পণ্য, হালকা প্রকৌশল, হস্তশিল্পজাতদ্রব্য, ডিহাইড্রেটেড সল্টেড ও অন্যান্য মাছ, ওভেন ও নিটওয়্যার পোশাক, প্লাস্টিক, টেক্সটাইলসহ বিভিন্ন পণ্য রফতানির তালিকায় রয়েছে।

নির্বাচিত সিআইপিরা এক বছর পর্যন্ত বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা ভোগ করবেন। সিআইপি কার্ডের মেয়াদকালীন বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য প্রবেশ পত্র সম্বলিত গাড়ির স্টিকার পাবেন। এ ছাড়া বিভিন্ন জাতীয় অনুষ্ঠান ও মিউনিসিপ্যাল করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন। ভ্রমণের ক্ষেত্রে বিমান,রেল,সড়ক ও জলযানে আসন সংরক্ষণের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

সিআইপিদের জন্য ব্যবসায় সংক্রান্ত কাজে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসা প্রাপ্তির জন্য সংশ্লিষ্ট দূতাবাসকে উদ্দেশ্য করে ‘লেটার অব ইনট্রোডাকশন’ ইস্যু করবে। সিআইপিরা বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ-২ ব্যবহারের সুবিধা পাবেন। সিআইপি ব্যক্তিদের স্ত্রী, পুত্র, কন্যা ও নিজের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে কেবিন সুবিধার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

শেয়ার কারসাজির ১৫ জনকে আসামী করে দুদকের ১২ মামলা

dudokস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মার্জিন ঋণের নীতিমালার বরখেলাপ করে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের ঘটনায় আরও ১২ মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুদকের জনসংযোগ বিভাগ জানিয়েছে, রাজধানীর রমনা মডেল থানায় এসব মামলা করেন সংস্থার সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান।

এই ১২ মামলায় মোট আসামি করা হয়েছে মোট ১৫ জনকে। ১২ মামলায় ৬১ কোটি টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

সব কটি মামলাতেই আসামি হয়েছেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) পাঁচ কর্মকর্তা। তাঁরা হলেন আইসিবির সাবেক উপমহাব্যবস্থাপক (ডিজিএম) টিপু সুলতান ফারাজি, তিন সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. এহিয়া মণ্ডল, মো. সামছুল আলম আকন্দ ও শরিকুল আনাম, সিনিয়র প্রিন্সিপাল অফিসার ধনঞ্জয় কুমার মজুমদার।

অন্য আসামিরা হলেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপক মো. আব্দুস সামাদ ও তাঁর স্ত্রী নাসিমা আক্তার; তেজগাঁও স্টাফ কোয়ার্টারের এ কে এম রেজাউল হক ও তাঁর স্ত্রী পাপিয়া সুলতানা; মোহাম্মদপুর খিলজী রোডের লাইলা নুর; তেজাগাঁও মণিপুরিপাড়ার এ কে এম আতিকুজ্জামান; গ্রিন রোডের কাজী মাহমুদুল হাসান; গুলশানের শেখ মেজবাহ উদ্দিন ও তাঁর মেয়ে শিমা আক্তার এবং শ্যামলীবাগের বুলবুল আক্তার।

গত বৃহস্পতিবার একই ধরনের অভিযোগে রমনা থানায় আরেকটি মামলা হয়। সে মামলায় আইসিবির পাঁচ কর্মকর্তা ও আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপক আব্দুস সামাদকে আসামি করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

বাংলাদেশ শ্রম (সংশোধন) আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

f91eaa17f6d39080602fb9e9eeb3ace7-5b8cf0ecacee8স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শিশুশ্রম নিষিদ্ধ করে বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন ২০১৮-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। কেউ যদি শিশুশ্রমিক নিয়োগ করে, তাঁকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হবে। ১৪ থেকে ১৮ বছর বয়স পর্যন্ত কিশোররা হালকা কাজ করতে পারবে। আগে ১২ বছরের শিশুরা হালকা কাজের এ সুযোগ পেত।

শ্রমিকদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা ও অধিকার নিশ্চিত করা হয়েছে প্রস্তাবিত আইনে। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ আইনের খসড়াটির নীতিগত অনুমোদন দেওয়া হয়।

পরে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ ব্রিফিংয়ে সভার সিদ্ধান্ত জানান। এরপর শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী তাঁর দপ্তরে কয়েকজন সাংবাদিককে আইনের বিভিন্ন বিষয় ব্যাখ্যা দেন। প্রতিমন্ত্রী বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই প্রস্তাবিত আইনটি চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। আসন্ন সংসদ অধিবেশনে এ আইন পাস হবে।

সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী পরিষদ সচিব বলেন, আজ অনেকগুলো ধারা সংশোধন করে এটি শ্রমবান্ধব করা হয়েছে। প্রস্তাবিত আইনে শ্রমিকদের উৎসবভাতার বিষয়টি যুক্ত করা হয়েছে।

আগে ট্রেড ইউনিয়ন করার জন্য ৩০ শতাংশ শ্রমিকের অনুমোদন প্রয়োজন ছিল। এখন তা কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে। আগে ট্রেড ইউনিয়ন করার জন্য আগে ধর্মঘট ডাকার জন্য দুই-তৃতীয়াংশ সদস্যের মত গ্রহণের বিধান ছিল। এখন সেটা কমিয়ে ৫১ শতাংশ করা হয়েছে। মৃত্যুজনিত কারণে শ্রমিকদের ক্ষতিপূরণও দ্বিগুণ করা হয়েছে। আগে কোনো শ্রমিক মৃত্যুবরণ করলে ক্ষতিপূরণ হিসেবে এক লাখ টাকা দেওয়া হতো। এখন তা দুই লাখ টাকা করা হয়েছে।

আহত হয়ে স্থায়ীভাবে অক্ষম হলে ক্ষতিপূরণের টাকাও দ্বিগুণ করা হয়েছে। আগে এই ক্ষতিপূরণ ছিল এক লাখ ২৫ হাজার টাকা। এখন সেটা বাড়িয়ে করা হয়েছে আড়াই লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

  1. খুলনা পাওয়ার
  2. ইউনাইটেড পাওয়ার
  3. বিবিএস ক্যাবলস
  4. ইউনিক হোটেল
  5. আমান ফিডস
  6. ড্রাগন সোয়েটার
  7. সামিট পাওয়ার
  8. আইপিডিসি
  9. সায়হাম টেক্সটাইল
  10. ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স লিমিটেড।

ডিএসইতে অধিকাংশ শেয়ারের দরই কমেছে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমেছে। এদিন সেখানে সূচকও সামান্য কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৭০৭ কোটি ৮৯ লাখ টাকা। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৭২২ কোটি ৩৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে সামান্য ১৫ কোটি টাকা কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১০.২১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৫৯০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৭৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৭৪ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১.০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৫৯ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৪ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৮৮টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২০৫টির। আর দর অপরিবর্তিত আছে ৪১টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – খুলনা পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, বিবিএস ক্যাবলস, ইউনিক হোটেল, আমান ফিডস, ড্রাগন সোয়েটার, সামিট পাওয়ার, আইপিডিসি, সায়হাম টেক্সটাইল ও ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স লিমিটেড।

এদিকে সোমবার দিনশেষে লেনদেন হওয়া ২৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ১৩০টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৯টির।

এদিন লেনদেন হয়েছে ২৯ কোটি ১৪ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ৬৪ কোটি ৫১ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড