বিদ্যুৎ না থাকায় সংসদে দিনের কার্যক্রম স্থগিত

Perlamentস্টকমার্কেটবিডি ডেস্ক :

সংসদ ভবনে একঘণ্টার বেশি সময় বিদ্যুৎ না থাকায় দিনের সব কার্যক্রম স্থগিত করে সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে। আজ বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের ২২তম অধিবেশনের তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয়। কিন্তু অধিবেশন শুরু হতে না হতেই হঠাৎ বিদ্যুৎ চলে যায়।

এরপর জেনারেটর দিয়ে অধিবেশনের কার্যক্রম অব্যাহত রাখা হয়। এ পর্যায়ে অধিবেশনের সভাপতির দায়িত্ব সগ্রহণ করে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। কিন্তু দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় সংসদ ভবনের ইন্টারনেট বন্ধ হয়ে যায় এবং সাউন্ড সিস্টেমের কার্যক্রমে ত্রুটি দেখা দেয়। ফলে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে অনিবার্য কারণ দেখিয়ে সংসদের দিনের কার্যক্রম স্থগিত করে অধিবেশন মুলতবি ঘোষণা করেন ডেপুটি স্পিকার।

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের প্রশ্নোত্তর চলাকালেই ডেপুটি স্পিকার ঘোষণা দেন অনিবার্য কারণ বশত সংসদের আজকের কার্যক্রম স্থগিত করা হলো। সংসদ সচিবালয় জানিয়েছে এধরণের ঘটনা বিরল। অতীতে এরকম হয়েছে কি না জানা নেই।। বিডি প্রতিদিন

স্টকমার্কেটবিডি.কম/বি

২০০৯-১৮ পর্যন্ত খাজনাতে আয় সাড়ে ৪ হাজার কোটি টাকা

perlaস্টকমার্কেটবিডি ডেস্ক :

সরকারের টানা দুই মেয়াদের ৯ অর্থ বছরে (২০০৯-১০ অর্থ বছর থেকে ২০১৭-১৮) ভূমির খাজনা বাবদ মোট ৪ হাজার ৫৯৪ কোটি ৩২ লাখ ৩ হাজার ৫০ টাকা রাজস্ব আদায় হয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলবার ২২তম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে আ খ ম জাহাঙ্গীর হোসাইনের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রীর দেয়া তথ্যানুযায়ী দেশে মোট ৪ হাজার ৭৬৭টি ভূমি অফিস আছে। এর মধ্যে ৩ হাজার ৪৫৭টি ইউনিয়ন পরিষদে ভূমি অফিস থাকলেও এখনো পর্যন্ত ১ হাজার ৩১০টি ইউনিয়ন পরিষদে অফিস নেই। এসব ইউনিয়নে ভূমি অফিস স্থাপনের প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

নিজাম উদ্দিন হাজারীর অপর এক প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী শরীফ বলেন, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত সরকার মোট ২ লাখ ৭৬ হাজার ৩৪৯ জন ভূমিহীনকে মোট ১ লাখ ৪৫ হাজার ৭৩১ দশমিক ৩৫৮৭ একর জমি বরাদ্দ দিয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৪২ হাজার ৯১৩টি পরিবারের জন্য ১৬ হাজার ৯৩৯ দশমিক ৫৪১৯ একর, ময়মনসিংহ বিভাগে ১৭ হাজার ২৫৯টি পরিবারের জন্য ৪ হাজার ৩ দশমিক ৮১৬৮ একর, চট্টগ্রাম বিভাগে ৭০ হাজার ৬২৩টি পরিবারের জন্য ৬৪ হাজার ৬৫১ দশমিক ৯৫২৭ একর, বরিশাল বিভাগে ২৩ হাজার ১৩টি পরিবারের জন্য ১৭ হাজার ৭৬৯ দশমিক ৩০১১ একর, সিলেট বিভাগে ৩২ হাজার ৮৮৫টি পরিবারের জন্য ২৩ হাজার ৬৯২ দশমিক ৭০৩৪ একর, খুলনা বিভাগে ২৫ হাজার ৭১টি পরিবারের জন্য ৪ হাজার ৪৭৩ দশমিক ৩৪০৩ একর, রাজশাহী বিভাগে ২৮ হাজার২৯৮টি পরিবারের জন্য ৩ হাজার ৭৮৩ দশমিক ৭৭৩ একর এবং রংপুর বিভাগে ৩৬ হাজার ২৮৭ টি পরিবারের জন্য ১০ হাজার ১১৬ দশমিক ৯২৯৫ একর ভূমি বরাদ্দ দেয়া হয়েছে। বিডি প্রতিদিন

স্টকমার্কেটবিডি.কম/বি

রানার বিডিংয়ে ৫০ টাকায় ১৬ কোটি টাকার দর প্রস্তাব

Runner logoস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য বুক বিল্ডিং পদ্ধতিতে ইলেক্ট্রনিক বিডিং সোমবার বিকাল হতে শুরু হয়েছে। এখন পর্যন্ত এই বিডিংয়ে ৫০ টাকায় সর্বাধিক পরিমাণ শেয়ার ক্রয়ের দর প্রস্তাব এসেছে। এ দরে মোট ১৬ কোটি টাকার দর প্রস্তাব জমা পড়েছে। এই বিডিং মোট ৭২ ঘন্টা চলবে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৫৬টি দর প্রস্তাব করে বিডাররা। এর মধ্যে বিডিংয়ের শুরুতেই এক বিডার ৮১ টাকায় একটি প্রস্তাব করে। এরপর সর্বোচ্চ ৮৪ টাকাতে উঠে এই দর প্রস্তাব।

এরমধ্যে সর্বনিম্ন প্রস্তাবটি ৩০ টাকায় করে বিডাররা। আর সর্বাধিক দর প্রস্তাব আসে ৫০ টাকায়।

প্রস্তাবিত দরগুলো আসে ৮৪ টাকায় একটি, ৮৩ টাকায় ২টি, ৮২ টাকায় ৩টি, ৮১ টাকায় ২টি, ৮০ টাকায় ৯টি, ৭৩ টাকায় ১টি, ৭২টাকায় ১টি, ৫৭ টাকায় ২টি, ৫৬টাকায় ২টি, ৫৫ টাকায় ৩টি, ৫০ টাকায় ১৪টি, ৪৬ টাকায় ১টি, ৪৫ টাকায় ৩টি, ৪৩ টাকায় ১টি, ৪২ টাকায় ৪টি, ৪০ টাকায় ৫টি, ৩৮ টাকায় ২টি, ৩৬ টাকায় ১টি, ৩৫ টাকায় ১টি, ৩৩ টাকায় একটি ও ৩০ টাকায় ২টি প্রতিষ্ঠানের নিকট হতে।

জানা গেছে, ১০ সেপ্টেম্বর বিকাল ৫ টায় এই বিডিং শুরু হলেও প্রথম ঘন্টা শেষে বেলা ৬ টা পর্যন্ত মোট ৩টি প্রতিষ্ঠান দর প্রস্তাব করেছে।

এর মধ্যে এখন পর্যন্ত বেশি দর প্রস্তাব পড়েছে ৫০ টাকায়। এই দরে বিডাররা মোট ১৬ কোটি টাকার শেয়ার ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছে। একই সময়ে মোট ৭১ কোটি টাকার শেয়ারের দর প্রস্তাব এসেছে।

এই আগে গত ১০ জুলাই বিডিংয়ের মাধ্যমে কাট অফ প্রাইস নির্ধারণের অনুমোদন পায় রানার অটোমোবাইলস লিমিটেড।

বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৬৫০তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়। এরপর ১৯ অক্টোবর কোম্পানিটি সোনারগাঁও হোটেলে একটি রোড শো আয়োজন করে।

রানার অটোমোবাইলস আইপিও ছেড়ে ১০০ কোটি টাকা উত্তোলন করবে।

২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ কোম্পানিটির শেয়ারপ্রতি নীট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৫৫ টাকা ৭০ পয়সা; পুনর্মূল্যায়ন সঞ্চিতি ছাড়া শেয়ারপ্রতি নীট সম্পত্তি দাঁড়িয়েছে ৪১ টাকা ৯৪ পয়সা এবং করপরবর্তী নীট মুনাফার ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩ টাকা ৩১ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

ন্যাশনাল ইন্স্যুরেন্সের মূল্য সংবেদনশীল তথ্য নেই

national life-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

এ বিষয়ে কোম্পানিটিকে নোটিস করলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে এ কথা বলে জানিয়েছে কোম্পানিটি।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২৭ আগষ্ট এ শেয়ারের দর ছিল ১৩৮.৩০ টাকা এবং ১১ সেপ্টেম্বর এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ১৮৮ টাকার উপরে।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

একনেক সভায় ১৭,৭৮৭ কোটি টাকার ১৮টি প্রকল্প অনুমোদন

ecnecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মাদ্রাসা ভবন নির্মাণের জন্য ৩শ’ এমপি শিক্ষা মন্ত্রণালয়ে কারিগরি ও মাদ্রাসা বিভাগে ডিও (ডিমান্ড অব অর্ডার) দেন। স্থানীয় জনপ্রতিনিধিরা সংশ্লিষ্ট এলাকার মাদ্রাসার দৈন্যদশা ও জরাজীর্ণতা উল্লেখ করে জরুরি ভিত্তিতে বিদ্যমান মাদ্রাসায় নতুন ভবন নির্মাণের আবেদন করেন। এর ভিত্তিতেই ১ হাজার ৬৮১টি মাদ্রাসা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়াও সরকার মাদ্রাসা ভবন নির্মাণের জন্য প্রকল্প অনুমোদনও দিয়েছেন একনেক সভায়।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় সারাদেশে ‘নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন’ নামে একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৯১৮ কোটি ৬৩ লাখ টাকা। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেন।

প্রকল্পের বাস্তবায়ন মেয়াদ ধরা হয়েছে ২০২১ সালের জুন পর্যন্ত। এর আওতায় প্রতি এমপি প্রায় ২০ কোটি টাকার মাদ্রাসা ভবন উন্নয়ন করতে পারবেন।

আইসিটিসহ সব ধরনের আধুনিক শিক্ষা দেওয়ার ব্যবস্থা রাখা হবে এসব নতুন ভবনে। কম্পিউটার ল্যাবও থাকবে এসব মাদ্রাসা ভবনে। প্রতিটা ভবন হবে পাঁচতলা, নীচতলা ফাঁকা থাকবে। তারপরও শিক্ষার্থীদের চাহিদার ওপর নির্ভর করবে ভবনের আকার-আয়তন। প্রাথমিকভাবে প্রতি এমপি প্রায় ছয়টি করে মাদ্রাসার বরাদ্দ পাবেন।

প্রকল্পের আওতায় ১ হাজার ৬৮১টি মাদ্রাসা ভবনে নতুন টেবিল চেয়ার কেনা হবে। বৃদ্ধি করা হবে স্যানিটেশন, পানি ও বৈদ্যুতিক সুবিধা। এ প্রকল্পসহ একনেক সভায় মোট ১৮টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলোর মোট ব্যয় ১৭ হাজার ৭৮৭ কোটি টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

রপ্তানিতে এগিয়ে পোশাক শিল্প ও দ্বিতীয় চামড়া

epbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) ৬৭৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৫১ শতাংশ। গত অর্থবছরের প্রথম দুই মাসে রপ্তানি হয়েছিল ৬৬২ কোটি ৮৬ লাখ ডলারের পণ্য।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) মঙ্গলবার রপ্তানি আয়ের এই হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। বাণিজ্য মন্ত্রণালয় চলতি ২০১৮-১৯ অর্থবছরের জন্য পণ্য রপ্তানিতে ৩ হাজার ৯০০ কোটি ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বিদায়ী ২০১৭-১৮ অর্থবছর রপ্তানি হয়েছিল ৩ হাজার ৬৬৬ কোটি ডলারের পণ্য।

ইপিবির তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের প্রথম দুই মাসের মোট পণ্য রপ্তানিতে তৈরি পোশাক খাতের অবদান ৮৪ শতাংশের বেশি। এই সময়ে ৫৭৩ কোটি ৫১ লাখ ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৩ দশমিক ৮২ শতাংশ বেশি। সেবার রপ্তানি হয়েছিল ৫৫২ কোটি ডলারের তৈরি পোশাক। চলতি অর্থবছর পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা ৩ হাজার ২৬৮ কোটি ডলার। গত অর্থবছর রপ্তানি হয়েছে ৩ হাজার ৬১ কোটি ডলারের পোশাক।

পোশাক রপ্তানিতে পৌনে ৪ শতাংশ প্রবৃদ্ধি থাকলেও দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি খাত চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি ২৬ শতাংশের বেশি কমে গেছে। অর্থবছরের প্রথম দুই মাসে ১৮ কোটি ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে। গত অর্থবছর একই সময়ে রপ্তানি হয়েছিল ২৪ কোটি ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ইভেন্সি টেক্সটাইলের বাৎসরিক বোর্ড সভা আহবান

Evince-Textile-220x140স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি ইভেন্সি টেক্সটাইল লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা সাড়ে চারটায় ঢাকার উত্তরায় কোম্পানিটির কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

তৈরি পোশাক রফতানির উৎসে করহার আরো কমলো

nrbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

তৈরি পোশাক রফতানির উৎসে কর হার আরো কমানো হয়েছে। ২০১৭-১৮ অর্থবছরে দশমিক ৭০ শতাংশ হারে রফতানিকারকদের রফতানির বিপরীতে উৎসে কর দিতে হতো।

চলতি অর্থবছরে সেটি কমিয়ে দশমিক ৬০ শতাংশ নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে কর্পোরেট কর হার আগের মতোই রাখা হয়েছে।

এনবিআর সূত্র বলছে, আয়কর অধ্যাদেশের রফতানির উৎসে কর ১ শতাংশ নির্ধারণ করা আছে। প্রতিবছর বাজেটের পরে প্রজ্ঞাপন জারির মাধ্যমে এক বছরের জন্য কর কমানো হয়।

২০১৮-১৯ অর্থবছরের বাজেট ঘোষণার সময় রফতানির উৎসে করের বিষয়ে অর্থমন্ত্রী ঘোষণা না দেয়ায় আইন অনুযায়ী করহার ১ শতাংশে উন্নীত হয়। এতে অসন্তোষ প্রকাশ করে রফতানিকারকরা সরকারের কাছে কর হার কমানোর দাবি করেন। এর প্রেক্ষিতে কর হার দশমিক ৬০ শতাংশ নির্ধারণ করে গত বুধবার প্রজ্ঞাপন জারি করে এনবিআর।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

ওআইম্যাক্স ইলেক্ট্রোডের মূল্য সংবেদনশীল অপ্রকাশিত তথ্য নেই

oiস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওআইম্যাক্স ইলেক্ট্রোড লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

এ বিষয়ে কোম্পানিটিকে নোটিস করলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে এ কথা বলে জানিয়েছে কোম্পানিটি।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ১৯ আগষ্ট এ শেয়ারের দর ছিল ৩৯.৪০ টাকা এবং গতকাল ১০ সেপ্টেম্বর এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ৫১ টাকার উপরে।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে ওআইম্যাক্স ইলেক্ট্রোড লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

আর্গন ডেনিমসের বোর্ড সভা ২০ সেপ্টেম্বর

Argon-denims-1স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি আর্গন ডেনিমস লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা সাড়ে তিনটায় ঢাকার উত্তরায় কোম্পানিটির কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১২.৫০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি