সাধারণ বিনিয়ােগকারীরা রানার অটোমোবাইলসের শেয়ার পাবেন ৬৭.৫০ টাকায়

Runner logoস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য রানার অটোমোবাইলসের বুক বিল্ডিং পদ্ধতিতে ইলেক্ট্রনিক বিডিং শেষ হয়েছে। বিডিংয়ের হিসাব অনুযায়ী সাধারণ বিনিয়ােগকারীরা কোম্পানিটির শেয়ার পাবেন ৬৭.৫০ টাকায়।

নিয়ম অনুযায়ী কাট অফ প্রাইস হবে ৭৫ টাকা। আর এই কাট অফ প্রাইসের ১০ শতাংশ কম দরে সাধারণ বিনিয়োগকারীরা আইপিও শেয়ার কিনতে পারবেন।

বৃহস্পতিবার বেলা ৫টা পর্যন্ত চলে এই বিডিং। সেখানে মোট ৫৯২টি দর প্রস্তাব করে বিডাররা। এর মধ্যে বিডিংয়ের শুরুতেই এক বিডার ৮১ টাকায় একটি প্রস্তাব করে। এরপর পরেরদিন সর্বোচ্চ ৮৪ টাকাতে উঠে এই দর প্রস্তাব।

সর্বনিম্ন ২৫ টাকাতেও দর প্রস্তাব করা হয়। তবে এর মধ্যে বেশি দর প্রস্তাব পড়েছে ৫০ টাকায়। এই দরে বিডাররা মোট ১৪৭ কোটি টাকার শেয়ার ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছে।

প্রস্তাবিত দরগুলো আসে ৮৪ টাকায় একটি, ৮৩ টাকায় ৩টি, ৮২ টাকায় ৪টি, ৮১ টাকায় ৮টি, ৮০ টাকায় ৩৩টি, ৭৫ টাকায় ২২টি, ৭৪ টাকায় ২টি, ৭৩ টাকায় ২টি, ৭২টাকায় ৪টি, ৭১ টাকায় ৭টি, ৭০ টাকায় ৩৩টি, ৬৫ টাকায় ১৫টি, ৬৪ টাকায় ২টি, ৬৩ টাকায় ৪টি, ৬২ টাকায় ৪টি, ৬০ টাকায় ২টি, ৬১ টাকায় ৩টি বিড দর প্রস্থাব করে বিডাররা।

রানার অটোমোবাইলস আইপিও ছেড়ে ১০০ কোটি টাকা উত্তোলন করবে। গত ১০ জুলাই বিডিংয়ের মাধ্যমে কাট অফ প্রাইস নির্ধারণের অনুমোদন পায় রানার অটোমোবাইলস লিমিটেড।

বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৬৫০তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়। এরপর ১৯ অক্টোবর কোম্পানিটি সোনারগাঁও হোটেলে একটি রোড শো আয়োজন করে।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

আবারো উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

coalস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

খনি থেকে কয়লা উত্তোলন শুরু হওয়ার ৭ দিনের মাথায় দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।

ফলে ৫২ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ২৭ মিনিট থেকে শুরু হয় এই উৎপাদন। চালু হওয়ার পর ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ওই ইউনিট থেকে ১৫৭ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া হচ্ছে জাতীয় গ্রিডে।

এর আগে ওইদিনই বিকাল সাড়ে ৪টা থেকে তাপবিদ্যুৎ কেন্দ্রটির স্টিমে আগুন দেয়া হয় বলে জানিয়েছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ম্যানেজার (উৎপাদন) প্রকৌশলী মাহাবুববুর রহমান। পরে রাত থেকে উৎপাদন শুরু হয়।

গত ২২ জুলাই কয়লা সঙ্কটের কারণে বন্ধ হয়ে যায় দেশের একমাত্র কয়লাভিক্তিক বড়পুকুরিয়া ৫২৫ মেগওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিট। এতে বিদ্যুৎ সঙ্কটে পড়ে দিনাজপুরসহ রংপুর বিভাগের ৮ জেলা।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

টিকফা বৈঠকে শ্রম ইস্যুতে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র

usaস্টকমার্কেটবিডি ডেস্ক:

চতুর্থ টিকফা বৈঠকে বাংলাদেশে শ্রম সংস্কার ইস্যুতে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার রাতে ওয়াশিংটনে ওই বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) দপ্তর এ কথা জানিয়েছে। যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ ফোরাম চুক্তির (টিকফা) আওতায় ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য সচিব শুভাশীষ বসু। যুক্তরাষ্ট্র প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি (অ্যাসিস্ট্যান্ট ইউএসটিআর) মার্ক লিন্সকট।

বৈঠকের আগেই ঢাকার কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্রে ২০১৩ সালে স্থগিত হওয়া বাংলাদেশি পণ্যের ‘অগ্রাধিকারমূলক বাজার সুবিধা’ (জিএসপি) বাংলাদেশ আর ফেরত চাইবে না। বাংলাদেশ মনে করে, ফিরে পাওয়ার জন্য যুক্তরাষ্ট্র যেসব শর্ত দিয়েছিল সেগুলো ইতিমধ্যে পূরণ হয়েছে। এর পরও বাংলাদেশকে জিএসপি ফেরত না দেওয়া যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সিদ্ধান্ত।

জানা গেছে, গত বৃহস্পতিবার রাতের বৈঠকে বাংলাদেশ টিকফা চুক্তির বাস্তবায়ন দাবি করে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য সম্প্রসারণেরও অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। বিশেষ করে বালিতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডাব্লিউটিও) মন্ত্রী পর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা চেয়েছে বাংলাদেশ।

টিকফা বৈঠকে বাংলাদেশের নার্স ও ধাত্রীদের অন্যান্য সেবামূলক খাতে অংশ নেওয়ার প্রক্রিয়া সহজ করার আবেদন জানানো হয়েছে। এ ছাড়া বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের পরিবেশ সৃষ্টিতে সরকারের নেওয়া বেশ কিছু উদ্যোগও বৈঠকে তুলে ধরা হয়েছে।

টিকফা বৈঠক শেষে ইউএসটিআরের সংবাদ বিজ্ঞপ্তিতেও বাংলাদেশের জিএসপি স্থগিত থাকার বিষয়টি উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়, শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে ২০১৩ সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশে জিএসপি সুবিধা স্থগিত করা হয়েছে। ২০১৭ সালে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল ৭২০ কোটি মার্কিন ডলার।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

গার্মেন্টসে ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান শ্রমিক সংগঠনগুলোর

garmentsস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পোশাক খাতে ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা নির্ধারণের ঘোষণা প্রত্যাখ্যান করেছে একাধিক শ্রমিক সংগঠন। এ ঘোষণা পোশাক শ্রমিকদের সঙ্গে প্রহসনের নামান্তর বলে মন্তব্য করেছে তারা। মালিকপক্ষের চাপের কাছে নতি স্বীকার করে শ্রমিকদের জন্য বঞ্চনামূলক এ মজুরি কাঠামো ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ তুলছে শ্রমিক সংগঠনগুলো।

শ্রমিক সংগঠন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

ওই সমাবেশে বক্তারা বলেন, শ্রমিক সংগঠনগুলো দীর্ঘদিন ধরে ১৮ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবি জানিয়ে আসছিল। সরকার মালিকদের চাপের কাছে নতি স্বীকার করে শ্রমিকদের দাবির সঙ্গে প্রহসনমূলক মজুরি ঘোষণা করেছে। দরকষাকষির ক্ষেত্রে সরকার মালিকদের প্রতি সহানুভূতিশীল আচরণ করে শ্রমিকদের বঞ্চিত করেছে।

গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি আহসান হাবিব বুলবুলের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম গোলক, সাংগঠনিক সম্পাদক সৌমিত্র কুমার দাস প্রমুখ।

বিকালে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স রুমে বাংলাদেশ গার্মেন্টস, টেক্সটাইল ও লেদার ওয়ার্কার্স ফেডারেশনের দ্বিবার্ষিক কাউন্সিলে উপস্থিত নেতাদের পক্ষ থেকেও ন্যূনতম মজুরির এ ঘোষণাকে প্রত্যাখ্যান করা হয়।

এদিকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির এক বিবৃতিতে পোশাক শ্রমিকদের মজুরি পুনর্বিবেচনা করে ১৮ হাজার টাকা ঘোষণার দাবি জানানো হয়।

এদিকে ৮ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রতিবাদে সমাবেশ ও মিছিল হয়েছে নারায়ণগঞ্জেও। নারায়ণগঞ্জ প্রেস ক্লাব চত্বরে এদিন সমাবেশ করে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

ডিএসইতে বাজার মূলধন কমেছে দশমিক ৮৪ শতাংশ

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন লক্ষ করা গেছে। এ সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন কমেছে দশমিক ৮৪ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন ছিল ৩,৯৬,৩৫৭ কোটি টাকা। যা সপ্তাহের শেষদিনে কমে দাঁড়িয়েছে ৩,৯৩,০৩০ কোটি টাকা। এ হিসাবে গত সপ্তাহের ৫ কার্যদিবসে ডিএসইতে বাজার মূলধন কমেছে দশমিক ৮৪ শতাংশ।

সর্বশেষ সপ্তাহে ডিএসইতে ৪,৫০৬ কোটি ৩১ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ৩০৫৩ কোটি ৮৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৪৭.৫৬ শতাংশ বেশি।

গত সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে ৯০১ কোটি ২৬ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ৭৬৩ কোটি ৪৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ১৮.০৫ শতাংশ বেশি।

এসময় ডিএসইর প্রধান সূচক ডিএসই্ক্স ৭৩.৬৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫০০ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক পয়েন্ট ৩৮.৬৫ পয়েন্ট কমে দাড়িয়েছে ১৯১৯ পয়েন্টে। শরিয়াহ সূচক ৭.২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৭১ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৪৫ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ২২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টি প্রতিষ্ঠানের। আর ৫টি শেয়ারের কোনো লেনদেনের হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড