ডরিন পাওয়ারের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা

DOREEN-POWERস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার অনুষ্ঠিত বোর্ড সভায় চলতি বছরের জুন মাসে শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় কোম্পানিটি।

এসময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭.৮৫ টাকা। এবছর কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪০.৩৪ টাকা।

আগামী ১৩ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন নির্ধারণ করেছে। আর রেকর্ড ডেট ১৮ অক্টোবর।

স্টকমার্কেটবিডি.কম/বি

এ্যাপেক্স ফুটওয়ারের ৫৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

apex-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি এ্যাপেক্স ফুটওয়ার লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ৫৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার অনুষ্ঠিত বোর্ড সভায় চলতি বছরের জুন মাসে শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় কোম্পানিটি।

এসময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১.৫৪ টাকা। এবছর কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৪৪.৪২ টাকা।

আগামী ১৪ নভেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন নির্ধারণ করেছে। আর রেকর্ড ডেট ১৪ অক্টোবর।

স্টকমার্কেটবিডি.কম/বি

ব্যয় হ্রাসের লক্ষ্যে উৎসে কর কমানোর উদ্যোগ গ্রহণ করা হবে: বাণিজ্যমন্ত্রী

tofailস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্যবসায় ব্যয় হ্রাসের লক্ষ্যে উৎসে কর কমানোসহ অন্যান্য উদ্যোগ গ্রহণের বিষয়টি সরকারের সক্রিয়ভাবে বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বৃহষ্পতিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)’র “ডিসিসিআই প্রেসিডেন্ট’স এক্সিকিউটিভ ফ্লোর” উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, সম্প্রতি মজুরি কমিশন কর্তৃক পোশাক খাতের শ্রমিকদের জন্য ৮ হাজার টাকা মজুরি নির্ধারণ করার ফলে ব্যবসা পরিচালনায় কিছুটা ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, এমতাবস্থায় সরকার ব্যবসা-বাণিজ্য পরিচালনায় ব্যয় হ্রাসের জন্য উৎসে কর কমানোর মত অন্যান্য উদ্যোগ গ্রহণের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে।

তোফায়েল আহমেদ বলেন, দেশের ব্যবসায়ী সমাজের সার্বিক সহযোগিতার ফলে বাংলাদেশ বর্তমানে সারা পৃথিবীতে উন্নয়নের রোড মডেলে পরিণত হয়েছে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে।

তিনি বলেন, দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিকে গতিশীল করার জন্য দীর্ঘদিন যাবত ঢাকা চেম্বার অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করে আসছে।

তোফায়েল আহমেদ বলেন, বহির্বিশ্বে বাংলাদেশের ব্যবসায়ীদের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে বর্তমান সরকার ইতোমধ্যে বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের জন্য প্রচেষ্ঠা অব্যাহত রেখেছে এবং ভিয়েতনামের সঙ্গে এফটিএ স্বাক্ষরের বিষয়টিতে বেশ অগ্রগতি হয়েছে।

ঢাকা চেম্বারের সভাপতি আবুল কাসেম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিসিসিআই ঊর্ধ্বতন সহ-সভাপতি কামরুল ইসলাম, এফসিএ, পরিচালক ইঞ্জিনয়ার আকবর হাকিম ও হোসেন এ সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

রেমিটেন্স আগের অর্থবছরের চেয়ে ১৭.৩ শতাংশ বেশি : ফজলে কবির

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আমদানি-রফতানির ভারসাম্য বজায় রাখতে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

বৃহস্পতিবার (২০সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে ‘বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স অ্যাওয়ার্ড ২০১৭’ প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এতে উপস্থিত ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামরুন নাহার আহমেদ ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ মুনিরুছ সালেহিন।এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আব্দুর রহিম।

ফজলে কবির বলেন, ‘বাংলাদেশের বড় বড় প্রকল্প বাস্তবায়নের জন্য গত অর্থবছরে ১৪ থেকে ২৫ শতাংশ আমদানি বেড়েছে। সেই তুলনায় বাংলাদেশ থেকে রফতানি বাড়েনি।’ তিনি উল্লেখ করেন, ‘বর্তমানে বাংলাদেশের জিডিপি ৭.৮৬ শতাংশ। আমরা আশা করি, আগামী বছর আট শতাংশ জিডিপি অর্জনে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, ‘২০১৭-১৮ অর্থবছরের এক হাজার ৪৯৮ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছিল প্রবাসীরা, যা তার আগের অর্থবছরের চেয়ে ১৭ দশমিক ৩ শতাংশ বেশি।’

স্টকমার্কেটবিডি.কম/বি

তিতাসের এমডিসহ ৮ কর্মকর্তাকে তলব করেছে দুদক

dudokস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ শীর্ষ পর্যায়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মীর মশিউর রহমানসহ আট কর্মকর্তাকে দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার বিকেলে তাঁদের তলব করে চিঠি পাঠানো হয়েছে। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এসব কর্মকর্তার বিরুদ্ধে মিটার টেম্পারিং ও মিটার বাইপাস করে গ্যাস সংযোগ দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তিতাসের এমডি মীর মশিউর রহমান, উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এস এম আবদুল ওয়াদুদ ও ব্যবস্থাপক ছাব্বের আহমেদ চৈাধুরীকে ১ অক্টোবর দুদকে হাজির থাকতে বলা হয়েছে।

২ অক্টোবর তলব করা হয়েছে তিতাসের নারায়ণগঞ্জ শাখার মহাব্যবস্থাপক শফিকুর রহমান, টিঅ্যান্ডটি শাখার (গাজীপুর) ব্যবস্থাপক আবু বকর সিদ্দিকুর রহমান, ব্যবস্থাপক মো. আখেরুজ্জামান, ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস শাখার ব্যবস্থাপক শাহজাদা ফরাজী ও সহকারী কর্মকর্তা আবু ছিদ্দিক তায়ানী।

দুদক সূত্র জানায়, অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের উপপরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারীর সই করা চিঠি পেট্রোবাংলার চেয়ারম্যান বরাবর পাঠানো হযেছে। চিঠিতে ওই সব কর্মকর্তাকে নির্দিষ্ট তারিখে দুদকে হাজির করার ব্যবস্থা নিতে চেয়ারম্যানকে অনুরোধ জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

দেশে মোবাইল গ্রাহকের সংখ্যা ১৫ কোটি : বিটিআরসি

btrcস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশে ইন্টারনেট গ্রাহক সংখ্যা নয় কোটি ছাড়িয়ে গেছে। এরমধ্যে মোবাইল ইন্টারনেট গ্রাহক প্রায় সাড়ে আট কোটি। আর মোবাইল গ্রাহক সংখ্যা হয়েছে সাড়ে ১৫ কোটি।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বৃহস্পতিবার সবশেষ আগস্ট মাসের পরিসংখ্যান দিয়ে মোবাইল এবং ইন্টারনেট ব্যবহারকারীর এ পরিসংখ্যান প্রকাশ করেছে।

পরিসংখ্যান অনুযায়ী, আগস্ট শেষে ইন্টারনেট গ্রাহক সংখ্যা নয় কোটি পাঁচ লাখ এক হাজার। এরমধ্যে মোবাইল ইন্টারনেট গ্রাহক আট কোটি ৪৬ লাখ ৮৫ হাজার, ওয়াইম্যাক্স ৮৩ হাজার, আইএসপি ও পিএসটিএন গ্রাহক সংখ্যা ৫৭ লাখ ৩৩ হাজার।

এরআগে জুলাইয়ে মোট ইন্টারনেট গ্রাহক সংখ্যা ছিল আট কোটি ৮৬ লাখ ৮৭ হাজার। মোবাইল ইন্টারনেট আট কোটি ২৯ লাখ ১২ হাজার, ওয়াইম্যাক্স ৮৪ হাজার, আইএসপি ও পিএসটিএন ৫৬ লাখ ৯১ হাজার।

বিটিআরসির তথ্যানুযায়ী, আগস্ট শেষে মোবাইল গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ১৫ কোটি ৪১ লাখ ৭৯ হাজার। এরমধ্যে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা সাত কোটি সাত লাখ নয় হাজার, রবির চার কোটি ৬১ লাখ ৩২ হাজার, বাংলালিংকের তিন কোটি ৩৪ লাখ ৬৬ হাজার, টেলিটকের ৩৮ লাখ ৭৩ হাজার।

জুলাই শেষে মোবাইল গ্রাহক সংখ্যা ছিল ১৫ কোটি ২৫ লাখ ২৭ হাজার। এরমধ্যে গ্রামীণফোনের সাত কোটি ২৩ হাজার, রবির চার কোটি ৫৩ লাখ ৩০ হাজার, বাংলালিংকের তিন কোটি ৩৩ লাখ ৭৯ হাজার, টেলিটকের ৩৭ লাখ ৯৬ হাজার।

অপারেটরদের দেওয়া ৯০ দিন সক্রিয় থাকা গ্রাহকদের তথ্য নিয়ে এ পরিসংখ্যান তৈরি করে বিটিআরসি।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

  1. খুলনা পাওয়ার
  2. ইফাদ অটোস
  3. এ্যাক্টিভ ফাইন
  4. বিবিএস ক্যাবলস
  5. শাশা ডেনিমস
  6. আমান ফিডস
  7. ইউনাইটেড পাওয়ার
  8. ফরচুন সুজ
  9. ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স
  10. কনফিডেন্স সিমেন্ট লিমিটেড।

লেনদেন সামান্য বাড়লেও সূচকের বড় পতন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে। দিনশেষে সেখানে সূচকের বড় পতন হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত দিনের চেয়ে লেনদেন বাড়লেও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৮২৬ কোটি ১৬ লাখ টাকা। গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয় ৮২৪ কোটি ৭১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৬৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৯০ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৫৫ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১০.২১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯০১ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৫৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৩২টির। আর দর অপরিবর্তিত আছে ৪৭টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – খুলনা পাওয়ার, ইফাদ অটোস, এ্যাক্টিভ ফাইন, বিবিএস ক্যাবলস, শাশা ডেনিমস, আমান ফিডস, ইউনাইটেড পাওয়ার, ফরচুন সুজ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ও কনফিডেন্স সিমেন্ট লিমিটেড।

এদিকে বৃহস্পতিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৯.২১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৮৮৯ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির শেয়ার দর।

এদিন লেনদেন হয়েছে ৩৪ কোটি ৪০ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেন হয়েছে ৩১ কোটি ৬৩ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও ইফাদ অটোস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

সাফকো স্পিনিংয়ের শেয়ার দর বাড়ার তথ্য অপ্রকাশিত নেই

safko-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সাফকো স্পিনিং লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

এ বিষয়ে কোম্পানিটিকে নোটিস করলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে এ কথা বলে জানিয়েছে কোম্পানিটি।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ১৬ সেপ্টেম্বর এ শেয়ারের দর ছিল ১৭.৭০ টাকা এবং গতকাল ১৯ সেপ্টেম্বর এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ২১.৬০ টাকা।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে সাফকো স্পিনিং লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

শাশা ডেনিমসের মূল্য সংবেদনশীল তথ্য নেই

Shasha-1স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি শাশা ডেনিমস লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

এ বিষয়ে কোম্পানিটিকে নোটিস করলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে এ কথা বলে জানিয়েছে কোম্পানিটি।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ৫ সেপ্টেম্বর এ শেয়ারের দর ছিল ৫৭ টাকা এবং আর ২০ সেপ্টেম্বর এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ৭৮ টাকা।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে শাশা ডেনিমস লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি