Day: November 21, 2024
ইতালিতে ফার্স্ট সিকিউরিটিজ ব্যাংকের রেমিটেন্স প্রেরণ বিষয়ক সেমিনার
ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক বাংলাদেশের সাবসিডিয়ারি কোম্পানী ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জ ইতালি এস.আর.এল. এর উদ্যোগে প্রবাসীদের নিয়ে রেমিটেন্স প্রেরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক সৈয়দ মোঃ ওয়াসেক আলী। ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জ ইতালির কান্ট্রি ম্যানেজার হামিদ আলমের সভাপতিত্বে ও সাংবাদিক খান রিপনের পরিচালনায় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজার অপারেশন ফরিদ আহমেদ ভুঁইয়া ও এডমিনিস্ট্রেশন অফিসার রাহাত জামান।
এ সভায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জ ইতালি’র বিভিন্ন এজেন্ট ও সাধারণ গ্রাহকদের বিভিন্ন রেমিটেন্স প্রেরণ সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান অতিথি মোঃ সৈয়দ ওয়াসেক আলী।
তিনি বলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কর্তৃত পচিালিত ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জ ইতালি সব সময় প্রবাসী বাংলাদেশিদের সুবিধার দিকে লক্ষ রেখেই পরিচালিত হয়। সুতরাং রেমিটেন্স প্রেরনে আপনাদের যে কোন গঠনমূলক পরামর্শ আমরা অবশ্যই ভেবে দেখব।
তিনি আরো বলেন সমগ্র বাংলাদেশে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ১৭০টির অধিক শাখা এবং ২০টির অধিক ব্যাংকিং এজেন্টের মাধ্যমে সেবা প্রদান করে থাকে, এবং অচিরেই আরো ৭টি নতুন শাখা আপনাদের সেবায় শুভ উদ্বোধন করা হবে।
এ সময় আলোচনায় অংশনেন এফসিআই এজেন্ট সিরাজ পঞ্চায়েৎ, বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন প্রমূখ।
স্টকমার্কেটবিডি.কম/বি
ইফাদ অটোসের বোর্ড সভা বিকালে
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি ইফাদ অটোস লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আজ বিকালে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র থেকে জানা যায়, শনিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলামটরে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।
আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।
গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ২১ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।
স্টকমার্কেটবিডি.কম/বি
৫ দিনে ডিএসই বাজার মূলধন হারিয়েছে ৩,৮৯৪ কোটি টাকা
সর্বশেষ সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন লক্ষ করা গেছে। এ সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন কমেছে ১ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন ছিল ৩,৮৯,৮২১ কোটি টাকা। যা সপ্তাহের শেষদিনে কমে দাঁড়িয়েছে ৩,৮৫,৯২৭ কোটি টাকা। এ হিসাবে গত সপ্তাহের ৫ কার্যদিবসে ডিএসইতে বাজার মূলধন কমেছে ৩,৮৯৪ কোটি টাকা বা এক শতাংশ।
সর্বশেষ সপ্তাহে ডিএসইতে ২,৮৪৯ কোটি ৭৯ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ৩৮৮৩ কোটি ৮৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ২৬.৬২ শতাংশ কম।
গত সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে ৫৬৯ কোটি ৯৫ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ৭৭৬ কোটি ৭৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ২৬.৬২ শতাংশ কম।
এসময় ডিএসইর প্রধান সূচক ডিএসই্ক্স ১২৪.১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৪২ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক পয়েন্ট ১৬.১৭ পয়েন্ট কমে দাড়িয়েছে ১৮৮৪ পয়েন্টে। শরিয়াহ সূচক ২৩.৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৩০ পয়েন্টে।
সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৪৬ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৭১টির, কমেছে ২৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টি প্রতিষ্ঠানের। আর ৬টি শেয়ারের কোনো লেনদেনের হয়নি।
স্টকমার্কেটবিডি.কম/বি/জেড